Umme Habiba

Umme Habiba Welcome to my page.currently i'm working on digital marketing.

26/10/2024

আচ্ছা...
তুমি কি শুনতে পাও এই হৃদকম্পন
তোমার জন্য কেনো এতো মায়া লাগে
তুমি কি সত্যি সেই পুরুষ নাকি মিছেমায়া
তোমাকে ভালোবাসি কি না তা জানি না
তবে আমার কল্পনাতে তুমি সুন্দর
তোমায় নিয়ে রোজ স্বপ্ন বুনি
স্র‍ষ্টার সৃষ্টি তুমি অপরুপ সুন্দর
তোমার বুক পাঁজরের হাড়ের অর্ধাঙ্গিনী আমি
তোমার অপেক্ষায় এখনো পথ চেয়ে
দেখা হবে কবে,কথা হবে কবে তা জানা নেই
তুমিও কি আমায় ভাবো,স্বপ্ন দেখো
একটু একটু করে দূর্বল হচ্ছি এটা কি অনুভূতি নাকি আবেগ
মৃত্যুর আগ অব্দি যেনো তোমার সাথেই থাকি
তুমিও কি এই দোআ করো নাকি আমি একাই
তুমি ভালো থাকো... অবিরাম ভালোবাসা

তোমার জন্য

20/10/2024

কাউকে নিজের স্বর্বস্ব দিয়ে ভালোবাসা ঠিক না যদি সে কখনও তোমাকে ছেড়ে চলে যায় তাহলে হয়তো নিশ্বাসটাই বের হয়ে যাবে।
ভালোবাসা আছে,থাকবে এটা শুধুই নিজের জন্য রাখো.. তোমার পাশের মানুষটি তোমাকে একটা সময় অপছন্দ করতেই পারে --- সে সময়ে তাকে তোমার পাশ থেকে ছুড়ে ফেলে চলে আসার সাহস রাখতে হবে।
তুমি ভুলে যেও না তুৃমি তোমার আপন অন্য কেউ নাহ।
দিনশেষে তোমার ভালো তোমাকেই দেখতে হবে.....।

07/10/2024

কখনো কি ভেবে দেখেছো
একা একা পথ চলতে কেমন হয়?
তোমার পাশের মানুষটি না থাকলে
তখন নিজেকে কীভাবে সামলাবে..
গভীরভাবে ভালোবেসেছো কখনও?
নিজেকে ভুলে যাওনিতো
প্রিয় লেখকের প্রিয় বইটি পড়েছো?
প্রিয়জন ছাড়া তা পড়তে কেমন বোধ হয় তোমার--
পছন্দের শাড়িটি পড়ে আয়নার সামনে দাড়িয়েছো
নাকি তাকে তুচ্ছ ভেবে নিজের সৌন্দর্য নষ্ট করছো..
আচ্ছা ভালোলাগা আর ভালোবাসা কি এক হলো
ভালোবাসা তো গোটা জীবনটাই তার সাথে থাকা
নিজের শখগুলো কি পূরণ করেছো নাকি
পছন্দের মানুষের জন্য রেখে দিয়েছো..
নাটক করে ভুলে থাকাটা কঠিন নাকি
ভুল করে ভুলে যাওয়াটা সঠিক?
একদিন নিজেকে ভালোবাসো
রিক্সার হুড ফেলে দিয়ে স্নিগ্ধ বাতাস যতটা স্বস্তি দেয়___
তা আর কোথাও কি পাওয়া সম্ভব--
আপন মানুষ গুলো কি বেশি স্বার্থপর হয়
বিশ্বাসঘাতকতার চেয়ে বিশ্বাস না করাটাই শ্রেয়।

11/09/2024

স্বাধীন দেশের ১ মাস হলো।
আলহামদুলিল্লাহ

31/07/2024

একদিন সব ঠিক হবে.. ইনশাআল্লাহ

01/05/2024

নিজের পায়ে দাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ। কারন নিজেকে সব পরিস্থিতিতে মানিয়ে নেয়ার ধৈর্য এবং টাকা জরুরী।

------
ফ্রিল্যান্সিং শিখো
এবং
ঘরে বসেই টাকা ইনকাম করো।

17/04/2024

***ডিজিটাল মার্কেটিং কি?

=>অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়।সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ও হতে পারে।
আবার ইলেকট্রনিক মিডিয়া যেমন টিভি,রেডিও এর মাধ্যমে পন্যের বিজ্ঞাপন প্রচার করাটাও ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়ে।এছাড়াও মোবাইলে ম্যাসেন্জিং এর মাধ্যমে, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে ও পণ্যের প্রচারণাকে ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

***ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ কি কি?

=>ডিজিটাল মার্কেটিং এর কয়েকটি ধাপ রয়েছে যেগুলো ব্যবহার করে মার্কেটাররা বিভিন্ন প্লাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন।
সেগুলো হলো...
১/এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃক্লায়েন্টের যেকোনো কিছু( ওয়েবসাইট, ব্লগ,প্র‍্যোডাক্ট) জনপ্র‍িয় করে তোলাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমনঃ( Google,Yahoo, Bing etc)

২/এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিংঃসার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের বিজ্ঞাপন দেয়াকে বুঝায়।ওয়েবসাইটের ভিজিটর বা সেলস বাড়ানোর উদ্দেশ্য বিশ্বের নামি-দামি ব্র‍ান্ডসহ কোম্পানি তাদের প্রচারণার জন্য সার্চ ইঞ্জিন মার্কেটিং ব্যবহার করে থাকেন।

৩/এসএসএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ হলো একটি পণ্যের বিজ্ঞাপন বা শেয়ারিং এর মাধ্যমে প্রচার করা।এসএমএম এর মাধ্যমে যেকোনো পণ্য কাস্টমারের কাছে পৌছে দেয়া যায়।এসএমএম হলো এমন এক টেকনিক বা প্রক্র‍িয়া, যেখানে বিভিন্ন আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমনঃYoutube,Facebook, LinkedIn etc

৪/কন্টেন্ট ক্র‍িয়েটিংঃ হলো একটি সৃজনশীল প্রক্র‍িয়া,যা বিভিন্ন প্লাটফর্মে তথ্য, সংবাদ বা বিনোদনের জন্য বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করে।এটি লেখা,ছবি,অডিও,ভিডিও বা অন্যান্য মাধ্যমে কাজ করতে পারে।

৫/এফিলিয়েট মার্কেটিংঃ 14, 2023
এফিলিয়েট মার্কেটিং হল এমন একটি ব্যবসা মডেল যেখানে একটি ব্যবসা অন্য ব্যবসা বা ব্র্যান্ডের পণ্য বা সেবা বিজ্ঞাপন করে এবং সেই বিজ্ঞাপন থেকে উপার্জন করে নেয় যখন তারা উপর ভিত্তি করে বিজ্ঞাপিত পণ্য বা সেবা বিক্রি হয়।
এফিলিয়েট মার্কেটিংয়ে প্রধানত তিনটি পক্ষ থাকে :

১/প্রতিষ্ঠান বা ব্র্যান্ড:যা তাদের পণ্য বা সেবা বিজ্ঞাপন করতে চান।

২/এফিলিয়েট মার্কেটার বা পাবলিশার: যারা অন্য ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন প্রদান করে এবং তাদের অনুযায়ী বিক্রি হলে কিছু কমিশন পান।

৩/কাস্টমার: যে ব্যক্তি বা গ্রাহক যে বিজ্ঞাপিত পণ্য বা সেবা কিনে।

৬/ই-কমার্স প্র‍োডাক্ট মার্কেটিংঃই-কমার্স বিজনেস এর জন্য আমরা শুধু অনলাইন মার্কেটিংকে বর্তমানে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইনে শুধু মার্কেটিং পদ্ধতিকে সীমাবদ্ধ রাখলে ই-কমার্স বিজনেসকে দাড় করানো সম্ভব না। এর জন্য প্রয়োজন ট্র্যাডিশনাল মার্কেটিং বা প্রথাগত মার্কেইটিং –এ ।

৭/ই-মেইল মার্কেটিংঃই-মেইলকে ব্যবহার করে কমার্সিয়াল মেসেজ প্রেরণের মাধ্যেমে সেলস জেনারেট করার প্রকৃয়াকে বলা হয় ই-মেইল মার্কেটিং। এটি একটি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। যার মাধ্যমে টার্গেটেড কাস্টমারের কাছে সরাসরি কোন পন্যের বিজ্ঞাপন দেওয়া যায়। এই ই-মেইল গুলো অনেক কিছু বহন করে- যেমন প্রয়োজনীয় তথ্য, কোম্পানির খবর, বিজ্ঞাপন, স্পেশ্যাল অফার, এবং সেলস মিটিং এর নিমন্ত্রন পত্র সহ আরো অনেক কিছু।

৮/সিপিএ মার্কেটিংঃকোম্পানি বা বিজনেসের মালিকগণ তাদের পণ্য বিক্রি করার জন্য উক্ত পণ্যের মার্কেটিং করে থাকেন। তারা সাধারণত বিজ্ঞাপন দাতা কোম্পানিগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় যাতে তারা উক্ত পণ্য কাস্টমার পর্যায়ে নিয়ে যায়। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে এই বিজ্ঞাপন দাতা কোম্পানিগুলোকে বলা হয় CPA Network।

***ডিজিটাল মার্কেটিং কেনো প্রয়োজন?

=>বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটা অপরিহার্য অংশ।কারন এইসময়ে একটি ব্যবসা করতে গেলে বা সাফল্য পেতে হলে অনলাইনেও এর প্রচার করতে হয়।আর এখন বেশিরভাগ মানুষই অনলাইন এ পণ্য ক্র‍য় করে থাকেন।এর এটা কেনো প্রয়োজন সেটার কয়েকটি পদ্ধতি নিচে আলোচনা করা হলো:

১/টার্গেটিং ক্র‍েতাদের সাথে সম্পর্ক বৃদ্ধি।
২/অনলাইন নির্ভরশীলতা বৃদ্ধি।
৩/কম খরচে মার্কেটিং।
৪/ ক্র‍েতাদের রি-টার্গেটিং করা।
৫/প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে চলা।

10/04/2024

সকলকে ঈদুল - ফিতরের শুভেচ্ছা..
🌺ঈদ মোবারক🌺

09/04/2024

WHAT IS UDEMY?

‌‌‌>A popular online learning platform. Udemy has video courses on a variety of topics that anyone can use to develop a variety of skills.For those who want to do something good in the it sector in this world of technology.it can be best option to learn work.Udemy has a variety of video tutorial best courses like Web design Development, Programming, Graphics Design,Networking, Digital Marketing and etc.

Udemy learning aimed at Professional adults and student, developed in May 2010.As of January 2020 the platform has over 65 million students and over 57,000 trainees with 57,000 instructors in 65 language enrolled in over 295 million courses.students and instructors come from 190+ countries.Udemy also has over 5,000 enterprise customers and 80% of fortune 100 companies use udemy for employee upskilling.

WHAT IS THE FUNCTION OF UDEMY?

> Udemy offers paid and free courses depending on the instructor.In 2015, the top trainers eraned more than $1 million in gross income.

HOW WE CAN EARN MONEY THROUGH UDEMY?

>Udemy is a popular online platform.Here we do various online jobs through our own skills.In return we can earn money in dollars.The advantage of this is that we can do this work any part of the world only online.
Therefore, it is possible to earn from home by using our own skills.

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
18:00 - 23:00
Tuesday 06:00 - 12:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 00:00
Thursday 18:00 - 23:00
Friday 07:00 - 21:00
Saturday 09:00 - 20:00
Sunday 17:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Habiba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share