আলোর মিছিল

আলোর মিছিল Fortnightly Views Paper

শ্রদ্ধাঞ্জলি #দ্বিতীয়_মৃত্যুবার্ষিকীসিরাজুল আলম খান৬ জানুয়ারি ১৯৪১। ৯ জুন ২০২৩সিরাজুল আলম খান বাংলাদেশের অতি সুপরিচিত না...
08/06/2025

শ্রদ্ধাঞ্জলি

#দ্বিতীয়_মৃত্যুবার্ষিকী

সিরাজুল আলম খান

৬ জানুয়ারি ১৯৪১। ৯ জুন ২০২৩

সিরাজুল আলম খান বাংলাদেশের অতি সুপরিচিত নাম। প্রথম শ্রেণির মেধাবী ছাত্র হিসেবে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তাঁর সুখ্যাতি ছিলো। সেই সময়েই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩-'৬৪ এবং ১৯৬৪-৬৫ এই দুই বছর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাঙালির 'জাতীয় রাষ্ট্র' বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন 'নিউক্লিয়াস' গঠন করেন। নিউক্লিয়াস 'স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ' নামেও পরিচিত। এই উদ্যোগে তাঁর প্রধান দুই সহকর্মী ছিলেন আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। ১৯৬২-'৭১ সাল পর্যন্ত ছাত্র আন্দোলন, ৬-দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১-দফা আন্দোলনের পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে এই 'নিউক্লিয়াস'। এই সব দুর্বার গণ-আন্দোলনের একক কৃতিত্বের দাবিদার যদি কেউ থেকে থাকেন তিনি হলেন সিরাজুল আলম খান। আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় 'নিউক্লিয়াস'র রাজনৈতিক উইং 'বিএলএফ' এবং সামরিক উইং 'জয় বাংলা বাহিনী'। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে 'জয় বাংলা' সহ সকল স্লোগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে '...এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' বাক্যসমূহের সংযোজনের কৃতিত্ব 'নিউক্লিয়াস'র। শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি প্রদানের সিদ্ধান্ত 'নিউক্লিয়াসে'র। এই সব সিদ্ধান্ত গ্রহণে সিরাজুল আলম খানের ভূমিকা ছিলো মুখ্য।

02/07/2024

আলোর মিছিল এর নতুন ঠিকানা:
৩৯০, ফ্রি স্কুল স্ট্রিট, বাংলামটর, ঢাকা।

#আলোর_মিছিল
#অফিস
#নতুন_ঠিকানা

30/06/2024

অনেক স্মৃতি। ২০০৯ সালে এই ঠিকানায় নতুন আঙ্গিকে নতুন কলেবরে যাত্রা শুরু। ছিলেন আরজু আহমেদ, খোন্দকার আতাউল হক। দাদা আসতেন প্রতিদিন। একে একে সবাই চলে গেলেন না ফেরার দেশে। ১৫ বছর ৬ মাস এই ঠিকানায়...কাল থেকে নতুন ঠিকানা। যাত্রা একই...কর্ম একই...টিকে থাকুক 'আলোর মিছিল' সকলের আশীর্বাদে...

নতুন ঠিকানা: ৩৯০, ফ্রি স্কুল স্ট্রিট, বাংলামটর, ঢাকা ।

ুলাই_২০২৪
#নতুন_ঠিকানায়
#আলোর_মিছিল

 #সিরাজুল_আলম_খান #দাদা ুন_২০২৩
09/06/2024

#সিরাজুল_আলম_খান
#দাদা
ুন_২০২৩

২৪তম বর্ষ ৩য় সংখ্যা১৮ জ্যৈষ্ঠ-১ আষাঢ় ১৪৩১১-১৫ জুন ২০২৪   #আলোর_মিছিল
03/06/2024

২৪তম বর্ষ ৩য় সংখ্যা
১৮ জ্যৈষ্ঠ-১ আষাঢ় ১৪৩১
১-১৫ জুন ২০২৪

#আলোর_মিছিল

অধ্যাপক হুমায়ূন কবীর হিরু এর প্রতি শ্রদ্ধাঞ্জলিস্মরণ সভা ও স্মারক বইয়ে স্বাক্ষরআলোর মিছিল ডেস্ক ॥ আজ ২৫ মে ২০২৪। বীর মু...
25/05/2024

অধ্যাপক হুমায়ূন কবীর হিরু এর প্রতি শ্রদ্ধাঞ্জলি
স্মরণ সভা ও স্মারক বইয়ে স্বাক্ষর

আলোর মিছিল ডেস্ক ॥ আজ ২৫ মে ২০২৪। বীর মুক্তিযোদ্ধা, সামাজিক আন্দোলন-সমাজবিপ্লব ও অদলীয় রাজনৈতিক-সামাজিক মঞ্চ এর প্রধান সমন্বয়ক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও আলোর মিছিল এর রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক হুমায়ূন কবীর হিরু এর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে স্মরণ সভা ও স্মারক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠান আলোর মিছিল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, গত ১৭ মে অধ্যাপক হুমায়ূন কবীর হিরু মৃত্যুবরণ করেন।

স্মরণ সভা ও স্মারক বইয়ে স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপ হাসান শাহীন, মোশাররফ হোসেন, আবদুল আওয়াল, শিকদার মো. নিজাম, মনিরুজ্জামান মনির, এম এ মাসুদ, কাজী মেহের নিগার, এস জি কিবরিয়া দিপু, আসিফ ইকবাল সহ আরো অনেকে। এছাড়া অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়েছিলেন অধ্যাপক হুমায়ূন কবীর হিরু এর ছোট ভাই আহমেদুল কবীর জাকির।

আলোর মিছিল পরিবার তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।


#আলোর_মিছিল
#অধ্যাপক_হুমায়ুন_কবির_হিরু

   #আলোর_মিছিল #অধ্যাপক_হুমায়ূন_কবীর_হিরু
23/05/2024



#আলোর_মিছিল
#অধ্যাপক_হুমায়ূন_কবীর_হিরু

অধ্যাপক হুমায়ুন কবির হিরুপ্রয়াণে শোকাহতআলোর মিছিল ডেস্ক ॥ একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, সামাজিক আন্দোলন-সমাজবিপ্লব ও অদল...
19/05/2024

অধ্যাপক হুমায়ুন কবির হিরু
প্রয়াণে শোকাহত

আলোর মিছিল ডেস্ক ॥ একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, সামাজিক আন্দোলন-সমাজবিপ্লব ও অদলীয় রাজনৈতিক-সামাজিক মঞ্চ এর প্রধান সমন্বয়ক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও আলোর মিছিল এর রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক হুমায়ুন কবির হিরু গত ১৭ মে মৃতুবরণ করেন। আলোর মিছিল পরিবার তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনপূর্বক আগামী ২৫ মে বিকাল ৪টায় আলোর মিছিল কার্যালয়ে 'স্মৃতিতে অধ্যাপক হুমায়ুন কবীর হীরু' শীর্ষক স্মরণসভার আয়োজন করা হয়েছে। ২৫ মে দিনব্যাপি শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ চলমান থাকবে।


#আলোর_মিছিল
#অধ্যাপক_হুমায়ুন_কবির_হিরু

 #সিরাজুল_আলম_খান   #আলোর_মিছিল
11/05/2024

#সিরাজুল_আলম_খান


#আলোর_মিছিল

সিরাজুল আলম খানজন্ম: ৬ জানুয়ারি ১৯৪১। মৃত্যু: ৯ জুন ২০২৩।'নিউক্লিয়াস' ও 'বিএলএফ’ এর প্রতিষ্ঠাতা, সশস্ত্র যুদ্ধের প্রধান ...
09/05/2024

সিরাজুল আলম খান
জন্ম: ৬ জানুয়ারি ১৯৪১। মৃত্যু: ৯ জুন ২০২৩।

'নিউক্লিয়াস' ও 'বিএলএফ’ এর প্রতিষ্ঠাতা, সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক এবং স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৯ জুন। 'স্মৃতিতে সিরাজুল আলম খান' শীর্ষক লেখা ও ছবি নিয়ে আলোর মিছিলের 'বিশেষ সংখ্যা' প্রকাশিত হবে। আগ্রহীরা আগামী ২৫ মে তারিখের মধ্যে ইনবক্স করুন অথবা ই-মেইল করুন- [email protected]

#সিরাজুল_আলম_খান

ান
#আলোর_মিছিল

২৪তম বর্ষ ২য় সংখ্যা১৮ বৈশাখ-১ জ্যৈষ্ঠ ১৪৩১১-১৫ মে ২০২৪  #আলোর_মিছিল
06/05/2024

২৪তম বর্ষ ২য় সংখ্যা
১৮ বৈশাখ-১ জ্যৈষ্ঠ ১৪৩১
১-১৫ মে ২০২৪


#আলোর_মিছিল

সিরাজুল আলম খানজন্ম: ৬ জানুয়ারি ১৯৪১। মৃত্যু: ৯ জুন ২০২৩। #সিরাজুল_আলম_খান
06/05/2024

সিরাজুল আলম খান
জন্ম: ৬ জানুয়ারি ১৯৪১। মৃত্যু: ৯ জুন ২০২৩।

#সিরাজুল_আলম_খান

Address

2/D/1, Shahbag Chad Mosque Cmplex, Mymanshing Road, Dhaka-1000
Dhaka

Telephone

+88029667981

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর মিছিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর মিছিল:

Share