
28/04/2024
👩👩👧সাকিবের অবসরের দিন রাষ্টীয় ছুটি ঘোষণা করা হবে।
😑 : নাজমুল হাসান পাপন
সাকিবের সাথে তার অবসর নিয়ে আমার খোলামেলা আলোচনা হয়েছে ও চায় ধারাবাহিক ভাবে একটি একটি করে ফরম্যাট ছাড়তে। ও সবশেষ যেই ফরম্যাট থেকে বিদায় নিবে সেই ম্যাচে বিসিবির বিশেষ কিছু পরিকল্পনা আছে, ইতিমধ্যে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে সাকিবের অবসরের দিনে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হবে।
এবং বিসিবি একটি বিশেষ মুকুট সাকিবকে পড়িয়ে দিবে যা একটা ঐতিহ্য বহন করবে অদুর ভবিষৎে যদি এমন কাউকে আমরা পাই তখন তাকে সেই মুকুটটি উপহার দেওয়া হবে। আরও অনেক কিছুই হবে সব তো এখনি বলা যাবেনা
♍ নাজমুল হাসান পাপন