আল হাদি ইন্সটিটিউট

আল হাদি ইন্সটিটিউট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল হাদি ইন্সটিটিউট, Media, Dhaka.

হিফজ জগতে নতুনত্বের অঙ্গীকার নিয়ে আল হাদী ইন্সটিটিউট এগিয়ে চলেছে দুরন্ত গতিতে
আমাদের কোর্স সমূহ
কায়দা থেকে হিফজ সমাপ্ত পর্যন্ত সিলেবাস।
কায়দা ৩ মাসের কোর্স
আমপারা ৩ মাসের কোর্স
নাজেরা ৬ মাসের কোর্স
মাশক্বের মাধ্যমে
৩ বছরে হিফজ সমাপ্ত কোর্স।
01910122449

21/11/2025

এই ভূমিকম্পই আরো ৩০সেকেন্ড স্থায়ী হলে আজকে ঢাকার চিত্র পাল্টে যেতো।

21/11/2025

এভাবেই একদিন হুট করে আপনার সামনে আজরাঈল এসে হাজির হবে! সেদিন আপনার কিচ্ছু করার থাকবে না!

22/10/2025

Big shout out to my newest top fans! Asma Binte Ayesha, Md Ariful Islam Mostofa, MD Kamal, Fahim Shekh

হায় আফসোস!!!
04/08/2025

হায় আফসোস!!!

04/08/2025
হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ!!!
01/08/2025

হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ!!!

সব চেয়ে সুন্দর প্রতিশোধ হলো!!!💜💙
25/07/2025

সব চেয়ে সুন্দর প্রতিশোধ হলো!!!💜💙

ইনশা-আল্লাহ!!!🍒🍒
25/07/2025

ইনশা-আল্লাহ!!!🍒🍒

ভালো কাজের প্রতিদান🩷
23/07/2025

ভালো কাজের প্রতিদান🩷

15/06/2025

চাইলে কোর্সে জয়েন করতে পারবেন।

14/06/2025

আস-সালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ।
৩ মাস ব্যাপি আলিফ বা থেকে একেবারে শুদ্ধ নাজেরা কম্পলিট কোর্সে নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ।
প্রিয় দ্বিনী বোন আমাদের অনলাইন কুরআন শিক্ষা কোর্সে অংশ গ্রহণ করুন।
সম্পুর্ন মহিলা শিক্ষিকা দ্বারা কোর্স টি পরিচালনা করা হবে ইনশা আল্লাহ।
আমাদের কোর্স থেকে আপনি যা যা শিখবেন।
✅ হরফের সঠিক মাখরাজ ও সিফাত পাঠদান
✅নিয়মিত তিলাওয়াত সংশোধন ও অনুশীলন
✅মাক্বামাত এবং লাহানের উপরে বিশেষ ক্লাস।
✅ চিত্র সহকারে হরফের উচ্চারন পরিশুদ্ধকরন।
✅থাকছে মাশকের সহীত নামাজের সূরাগুলোর বিশুদ্ধ উচ্চারণে পাঠদান।
✅ লাইভ ও রেকর্ডেড ক্লাসের সুবিধা।
- ✅ ৩ মাসের শর্ট কোর্স যেখানে একটি বাচ্চা থেকে শুরু করে সবাই সুন্দর ভাবে কুরআন নাজেরা পর্যন্ত পড়তে পারবেন ইনশা আল্লাহ।
- সপ্তাহে ছয়দিন ক্লাস।
- থাকছে একদিন নাসিহা ক্লাস।
- ✅ *পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক ব্যাচ
- ✅ *বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্লাসে অংশগ্রহণের সুবিধা*
- ✅ থাকছে সার্টিফিকেট সুবিধা, যা আপনাকে আরও সাহায্য করবে কোর্সটি সম্পন্ন করার পর।
প্রিয় বোন! আপনি কুরআন পড়েন, কিন্তু জানেন কি, আপনি কতটা শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করছেন?
শুদ্ধ কুরআন তিলাওয়াত, একটি মহান কর্তব্য। প্রতিটি মুমিনের জন্য কুরআন শুদ্ধভাবে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, আপনার তিলাওয়াতকে শুদ্ধ করুন।
এই কোর্সটি আপনাকে শুদ্ধ তিলাওয়াত শেখাবে, যা আপনার জীবনের চিরকালীন উপকারে আসবে। ইনশা আল্লাহ।
আপনি চাইলে কোর্সটি শিখে নিজেও অন্যদের পড়াতে পারবেন ইনশাল্লাহ!
কোর্সটি করতে আগ্রহী প্রার্থীগন এখনই রেজিষ্ট্রেশন করুন।
যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন অথবা স্ক্রীনে দেয়া নাম্বারে কল করুন:01910122449
আপনার তিলাওয়াতের পথকে আলোকিত করুন এবং শুদ্ধভাবে আল্লাহর কালাম পাঠ করুন। ইনশাআল্লাহ, আপনার তিলাওয়াত হয়ে উঠবে আরো সুন্দর, এবং আরো পরিপূর্ণ।

13/06/2025

#মারকাযুল হুফফায #প্রশিক্ষণসেন্টার ঢাকা।
01910122449

১৬ই জুন থেকে ৩০ দিন ৭০০০/-৳
১৬ জুন থেকে ১৫ দিন ৪০০০/-টাকা
ভর্তি ,পড়া,থাকা, খাওয়াসহ

প্রতি ইংরেজি মাসের
১_বা ১১_এবং ২১ তারিখে পৃথক তিন ব্যাচে ৩০ ও ৪০ দিনব্যাপী প্রশিক্ষনে ভর্তি চলছে ইনশাআল্লাহ

অভিজ্ঞ ক্বারি মাশায়েখ দ্বারা পাঠদান
এবং মনোরম পরিবেশে সুস্বাদু খাবারের ব্যাবস্থা
ان شاءالله

বিষয়,
হদর,ক্বেরাত,আযান,
তাজবীদ
-তথা মাখরাজ+সিফাত-থেকে শুরু করে ওয়াক্ফ ইবতিদা পর্যন্ত।

মাক্বামাত
-তথা আরবীয় সুর (কমপক্ষে ১০ টি সুর) এবং আরব শাইখদের অনুকরণে তেলাওয়াতের মান উন্নত করন,

উদ্দেশ্য -
নাজেরা ও হিফ্জ বিভাগের জন্য আদর্শ ও যোগ্য শিক্ষক গড়ার প্রচেষ্টা,
যেন প্রতিযোগিতার ছাত্র তৈরি করতে সক্ষম হয়।

সাথে আনবেন,
এক কপি ছবি, এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি, বেডিং, মোশারি ও জায়নামাজ।

সনদও খেদমত ১০০%নিশ্চিত ان شاءالله .

হাফেজ গায়রে হাফেজ, ছাত্র উস্তাদ, ইমাম মুয়াজ্জিন, কওমি আলিয়া সবার জন্য উন্মুক্ত 01910122449

প্র'তা'রক, বা'টপার, ভূ'য়া সেন্টার থেকে বাঁচতে...
আগে আমাদের সম্পর্কে জানুন তারপর সিদ্ধান্ত নিন ভর্তি হওয়ার জন্য।
যাতে আপনার অর্থ ও সময় নষ্ট না হয়।

আপনি সেন্টারে এসে মুয়াল্লিমদের কাছে জানবেন পড়া, পরিবেশ, খাবার ইত্যাদি/আনুষঙ্গিক সব কিছু.
তারপর ভর্তি হবেন।

ইনশাআল্লাহ ১০০% নিশ্চিত থাকতে পারেন খেদমত ও যোগ্যতা অর্জনের ব্যাপারে।

(দয়া করে লেখাগুলো পড়ে জানাবেন আপনার অভিমত।)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল হাদি ইন্সটিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category