Tawakkul تَوَكُّل

Tawakkul تَوَكُّل Assalamualikum
Welcome to Tawakkul تَوَكُّل Kitchen By Nishat. We Deliver Homemade food items. Thanks for stay Connected.💝 Assalamualikum

28/07/2025

A enjoyable day & cooking related quizz show...🥰
A production of Tawakkul kitchen by Nishat 🔥😍

১) ‘শিশু (অবস্থায় মৃত্যুবরণকারী) মুসলিম সন্তানেরা জান্নাতের ‘শিশু খাদেম’ হবে। তারা তাদের মাতা-পিতাকে পেলে কাপড় ধরে টেনে ...
24/07/2025

১) ‘শিশু (অবস্থায় মৃত্যুবরণকারী) মুসলিম সন্তানেরা জান্নাতের ‘শিশু খাদেম’ হবে। তারা তাদের মাতা-পিতাকে পেলে কাপড় ধরে টেনে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না।’
(মিশকাত : ১৭৫২)

২) যখন কারও সন্তান মারা যায়, তখন আল্লাহ তায়ালা ফেরেশতাদের ডেকে বলেন, ‘তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছ?’ তারা বলেন, ‘হ্যাঁ’।

আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা তার কলিজার টুকরার জান কবজ করে ফেলেছ?’ তারা বলেন, ‘হ্যাঁ’। আল্লাহ তায়ালা বলেন, ‘আমার বান্দা কি বলেছে?’ তারা বলেন, ‘আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে।’

তখন আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ কর এবং তার নামকরণ কর ‘বাইতুল হামদ’, অর্থাৎ, প্রশংসার ঘর।’
-(তিরমিজি সূত্রে রিয়াজুস সালেহিন : ১৩৯৫)

😭😭😭
21/07/2025

😭😭😭

রাস্তায় নামলে গাড়ি চাপা দেবে। বাসা বাড়িতে চুরি ডাকাতি হবে। একটু বৃষ্টিতেই এলাকায় পানি হবে। দোকানে বসলে চাঁদাবাজ ধরবে। সব...
21/07/2025

রাস্তায় নামলে গাড়ি চাপা দেবে। বাসা বাড়িতে চুরি ডাকাতি হবে। একটু বৃষ্টিতেই এলাকায় পানি হবে। দোকানে বসলে চাঁদাবাজ ধরবে। সবকিছু থেকে লুকিয়ে চুরিয়ে বাঁচার জন্য একটু খোলা মাঠে যাবেন, মাথার উপর বিমান ক্র্যাশ করবে..ভিডিও বা ছবি দেখলে মস্তিষ্কে রক্তখরণ হয় 😭
😭একেকটা লাইভ,একেকটা ছবি দেখতেছি আর ভয় পাচ্ছি! মানুষের আহাজারি, যারা আহত হয়েছে তাদের দিকে তাকানো ও যায়না! একটা বাচ্চাকে দেখলাম অটো তে উঠাচ্ছে, পুরো শরীর ঝ***ল***সা***নো!
আরো কয়েকজনের ভিডিও দেখলাম, তাদের কে ৩-৪ জনে ধরেও সোজা করতে পারতেছেনা! অনেকে এতোই আহত যে শরীরে যে ধরবে এমন জায়গা নাই!
জুলাই মাসটা কেমন জানি বিপদ ই যায়না! একটার পর একটা...😭😭

20/07/2025

17/07/2025

বিয়ে বাড়ির মত আয়োজনে চলছে জামাই আদর.....😇❤️😍 ছিল হাসি, আড্ডা আর হাত ধোয়ানোর পর্ব...😅 অনেকদিন পর সবাই একসাথে আলহামদুলিল্লাহ😇

16/07/2025

মনিটাইজেশন সেট-আপ পেয়েও আবার হারিয়ে ফেলার গল্প.....🙂💔
কি হয়েছিল আমার!!! এতদিন পেইজে কেন কোন ভিডিও দেইনি? সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে।

08/06/2025

21/04/2025

আমার পেইজে আমার যা খুশি আমি তাই শেয়ার করবো, ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে ইগনোর করুন।

18/04/2025

বৈশাখী ঝড়ে সব আম যাচ্ছে ঝরে!!!😍
তাই দেরি না করে বানিয়ে ফেলুন কাঁচা আমের টক ঝাল মজাদার আচার…..🤤😋
রেসিপি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন 😍

#কাচাআম
#বৈশাখিঝড় #আচার #আচারেররেসিপি

Address

Dhaka

Telephone

+8801943175387

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawakkul تَوَكُّل posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tawakkul تَوَكُّل:

Share