
24/12/2024
কাঠ গোলাপ, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি ফুলের নাম। শুধু যেন একটা ফুল নয় একগুচ্ছ অনুভূতির উপমা, ভালোবাসা ও শুদ্ধ প্রেমের প্রতীক।
বইয়ের প্রতিটা লেখায় মানুষের জীবনের বিভিন্ন ধাপে ঘটা বাস্তবিক বিষয়গুলোকে শব্দে রূপ দেয়ার ক্ষুদ্র চেষ্টা। পৃষ্ঠার ভাঁজে থাকা শব্দগুলোতে জায়গা করে নিয়েছে একাকিত্বের দহন, বিচ্ছেদের তিক্ততা, রূপ বদলানো মানুষের বিষাক্ততাসহ সমসাময়িক অন্যান্য প্রেক্ষাপট। শত-শত পাঠক জানিয়েছেন, বইটি পড়ে মনে হয়েছে বইয়ের প্রতিটি শব্দ যেন তাদেরকে কেন্দ্র করেই লেখা!
কাঠগোলাপ নিয়ে গল্প হোক, কাঠগোলাপ নিয়ে শহরের রাস্তায় উৎসব নামুক। ভেঙে পড়া মন জেগে উঠুক, কাঠগোলাপের স্নিগ্ধতার স্বর!
💔💔💔
Best friend シ︎, Rahul Ahumed Raj, পিছুটানツ