12/05/2025
বাবা-মায়ের স্ক্রিন আসক্তি ও সন্তানের উপর প্রভাব:
যখন বাবা-মা সারাক্ষণ ফোন বা টিভিতে ব্যস্ত থাকেন, তখন সন্তান অবহেলিত অনুভব করে।
তারা মনোযোগের অভাবে আবেগগতভাবে দুর্বল হয়ে পড়ে।
বাচ্চারাও স্ক্রিনে আসক্ত হয়ে পড়ে, কারণ তারা দেখে শেখে।
পারিবারিক সম্পর্ক দুর্বল হয়, কমে যায় খেলাধুলা ও যোগাযোগ।
আসুন, স্ক্রিন নয়—সন্তানের চোখে চোখ রাখি, ভালোবাসা দিই।
Nature এর সাথে পরিচিত করাই বাচ্চাদের। ঘুরতে নিয়ে যাই বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে।