Mojlum.News

Mojlum.News নগ্নতা বিহীন মজলুমের মুখপাত্র। Educational magazine

24/07/2025

এত বড় ঐতিহাসিক সুযোগ হাতে পেয়েও ইন্টেরিম তা হাতছাড়া করেছে। তারা পশ্চিমা এজেন্ডা এলজি-বান্ধব করার লক্ষ্যে, যেমন নারী সংস্কার কমিশন, এসব সংস্কারগুলোর দিকে ফোকাস না করে দেশ গঠনে মনোযোগ দিলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সফট লিগারদেরও সমর্থন অর্জন করতে পারতো।

উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে খারাপ উদাহরণ স্থাপন করেছেন শারমিন মুরশিদ। ২০২৪ সালের ১৭ আগস্টে মাঠে নেমে নারীবাদ এবং এলজি নিয়ে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন।

এরপর নারী কমিশন গঠিত হয়। শারমিন মুরশিদ সাধারণ মানুষের কথা ভুলে গিয়ে পুরুষকে নারী হিসেবে পুরস্কৃত করেন, পতিতাদের সম্মান এবং অধিকার নিয়ে প্রত্যয় ব্যক্ত করেন এবং তাদের জন্য আর্থিক প্রণোদনা প্রদান করেন।

এই কাজগুলো মূলত ড. ইউনুসের উদ্যোগ, যা তিনি উপদেষ্টাদের মাধ্যমে সম্পন্ন করিয়েছেন।

দুঃখজনক হলেও সত্য যে, ড. ইউনুস সরকারের পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

জুলুমকারীদের বিচারের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি নেই।

বিস্ময়কর বিষয় হলো—জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার জন্য জনগণের মতামতকে তোয়াক্কা না করে চুপিসারে অনুমোদন দেওয়া হলো।

এরপর আসে মাইলস্টোন দুর্ঘটনা। এর মিস-ম্যানেজমেন্টের কারণে লিগাররা এখন পুরোদমে মাঠে নামার দ্বারপ্রান্তে।

ড. ইউনুসের জনপ্রিয়তা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ এই মানুষটি ৫ থেকে ১০ বছর পর্যন্ত ক্ষমতায় থাকুক—এটা অনেকেই চেয়েছিলো।

পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে, জাতীয় সরকার ছাড়া টেকসই সমাধান পাওয়া কঠিন হবে। জাতীয় সরকারের সব দলকে আন্তরিকভাবে এক হতে হবে।

কিন্তু দলগুলো তা সম্ভবত চাইবে না। এটা বাংলাদেশীদের স্বভাব—তারা একসাথে বেশি দিন কাজ করতে পারে না।

দেয়ালে পিঠ ঠেকে গেলে আবার গণঅভ্যুত্থান টাইপের কিছু ঘটতে পারে। সামনের সময়গুলো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে।

সবচেয়ে বড় দল বিএনপিকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে নেতৃত্ব দিতে হবে। যদি তারা ব্যর্থ হয়, তবে এই দলের ভবিষ্যতও সংকটে পড়তে পারে।

আল্লাহ আমাদের হিফাজত করুন।

Sarowar Hossain

বাংলাদেশের প্রথম ট্র‍্যান্সজেন্ডার হোসনে আরা ওরফে আব্দুস সালামের সাথে জামাতের আমির শফিকুর রহমানের সাক্ষাৎ
24/07/2025

বাংলাদেশের প্রথম ট্র‍্যান্সজেন্ডার হোসনে আরা ওরফে আব্দুস সালামের সাথে জামাতের আমির শফিকুর রহমানের সাক্ষাৎ

23/07/2025

মাইলস্টোনের ছাত্র শ-হী-দ মিরসাদ এর মৃত্যুর শোকে তার মা ই-ন্তে-কা-ল করেছেন💔

============শোক সংবাদ========بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِগভীর শোক ও ব্যথিত হৃদয়ে জানাচ্ছি যে,আমাদের উপদেষ্টা ...
22/07/2025

============শোক সংবাদ========

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

গভীর শোক ও ব্যথিত হৃদয়ে জানাচ্ছি যে,
আমাদের উপদেষ্টা —বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী
আলহাজ্ব মোহাম্মদ আবুজর গিফারী(হাসপাতাল রোড, টিএন্ডটি অফিসের সামনের বাড়ি), খোন্দকার পাড়া)-মরহুম জাকারিয়া হাজীর সন্তান।

দুনিয়ার সফর শেষ করে আল্লাহর সান্নিধ্যে ফিরে গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।)

🕯️ ইন্তেকালের তারিখ: ২২শে জুলাই ২০২৫ মঙ্গলবার সকালে।

জানাজার নামাজ ইনশাআল্লাহ:
📅 ২৩শে জুলাই, বুধবার।
🕛 বাদ জোহর।
📍 খোন্দকার পাড়া প্রাইমারি স্কুল মাঠে।

যে দুনিয়াতে তিনি দীনের প্রতি অনুগত থেকে সদা নম্র, শান্ত ও ন্যায়নিষ্ঠ জীবন যাপন করেছেন,
আজ তিনি দুনিয়ার সফর শেষ করেছেন।
যেখানে একমাত্র আমল ও আল্লাহর রহমতই ভরসা।

সবার প্রতি বিনীত অনুরোধ,
উক্ত জানাজায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া করুন।

🌿 আল্লাহ তা’আলা যেন মরহুমের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন,
তাঁর কবরকে প্রশস্ত করেন,
ও তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন।
আমীন—ইয়া রাব্বাল আলামিন।

21/07/2025

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর:

১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202
সিএমএইচ বার্ন ইউনিট 01769016019, 01769019650
সিএমএইচ ইমার্জেন্সি 01769013311
জাতীয় বার্ন ইউনিট 01949043697, 01769957043
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট 01715000616

২। মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132‬, Vice Principal 01771111766

৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 , বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।

21/07/2025

📢 ব্লাড ডোনার প্রয়োজন 📢

আপনারা প্লিজ উত্তরা বাংলাদেশ মেডিকেল ও ক্রিসেন্ট হাসপাতালের দিকে যান অনেক রক্তের প্রয়োজন।
ব্লাড ডোনেট করতে চাইলে দ্রুত চলে যান এই হসপিটালগুলোতে

✅ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
✅কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
✅উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
✅কুয়েত মৈত্রী হাসপাতাল
✅উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
✅মনসুরআলী মেডিকেল কলেজ

পোস্ট টি শেয়ার করে ছড়িয়ে দিন।

21/07/2025
20/07/2025

বিশ্বের প্রায় ২০০ দেশের মাঝে মানবাধিকার হাইকমিশনের অফিস রয়েছে মাত্র ১৬টি দেশে।

বিশ্লেষকদের মতে, যেখানে অফিস স্থাপন হয় সেখানে পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

উদাহরণ হিসাবে: সিরিয়া, ফিলিস্তিন,ইয়েমেন,সুদান ইত্যাদি

19/07/2025

যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন?
----- মিজানুর রহমান আজহারি

ঢাকায় জাতিসংঘ অফিস হলে সমস্যা কি??জাতিসংঘ মানবাধিকার দপ্তর (OHCHR) ১৮ জুলাই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এতে জানানো হয়—এ...
19/07/2025

ঢাকায় জাতিসংঘ অফিস হলে সমস্যা কি??

জাতিসংঘ মানবাধিকার দপ্তর (OHCHR) ১৮ জুলাই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এতে জানানো হয়—
এ সপ্তাহে তারা বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যার আওতায় বাংলাদেশে একটি মিশন/অফিস খোলা হবে।

প্রশ্ন হল, এটা নিয়ে এত আপত্তি কেন! ঢাকায় জাতিসংঘ অফিস হলে সমস্যা কি? আসুন— বিষয়টা খতিয়ে দেখি, আসলেই কোনো সমস্যা আছে কিনা।

সমঝোতা স্বাক্ষর করেছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টার্ক ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব। বিজ্ঞপ্তিতে ভলকার টার্ক বলছেন—

“এই স্মারকে স্বাক্ষরের একটা গুরুত্বপূর্ণ বার্তা হল—বাংলাদেশ কর্তৃক মানবাধিকারকে তার ট্রানজিশনের একটি ভিত্তি হিসেবে গ্রহনের অঙ্গীকার।”

“The signing of this memorandum sends an important message of the country’s commitment to human rights as a cornerstone of the transition.”

অর্থাৎ বাংলাদেশ এখন যে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, এই ট্রানজিশনে অন্যতম ভিত্তি হবে মানবাধিকার। এটা বাংলাদেশ অঙ্গীকার করেছে MoU স্বাক্ষরের মাধ্যমে।

তবে কি সংস্কার কাজ এগুচ্ছে পশ্চিমা প্রেসক্রিপশনে? কমিশনগুলো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে!

দেশে এখন এত কিছু নিয়ে আলোচনা হচ্ছে, ঐক্যমত কমিশন হচ্ছে; কিন্তু সংস্কারের ভিত্তি কী হবে এটা সরকার নিজে নিজে ঠিক করে ফেলে কেন!

কোনো আলোচনা ছাড়া— জাতিসংঘ ঘোষিত মানবাধিকারকে সংস্কারের ভিত্তি হিসেবে গ্রহনের অধিকার সরকারকে কে দিলো?

আসুন দেখি— জাতিসংঘ ঘোষিত মানবাধিকার মানে কি?

জাতিসংঘের মানবাধিকারের ভিত্তি হল Universal Declaration of Human Rights (UDHR)। এর বেশ কিছু ধারা ইসলামের সাথে সাংঘর্ষিক। অনেকেই এর সমালোচনা করেছেন।

এমনকি, এর বিপরীতে মানবাধিকারের একটা ইসলামি ফ্রেমওয়ার্ক দিয়েছে OIC, যা Cairo Declaration on Human Rights in Islam (CDHRI) নামে পরিচিত।

জাতিসংঘের মানবাধিকার আর OIC প্রস্তাবিত মানবাধিকার এক নয়। একটা উদাহরণ দিলেই বিষয়টা সহজে বুঝতে পারবেন।

কেউ ধর্ম অবমাননা করলে, আল্লাহ তায়া’লা ও রাসূল (সা.)-কে কটুক্তি করলে জাতিসংঘের মানবাধিকার (UDHR article 19) বলবে এটা তার মতপ্রকাশের স্বাধীনতা।

কিন্তু OIC প্রস্তাবিত মানবাধিকার অনুযায়ী (CDHRI article 22) ধর্ম অবমাননা, আল্লাহ তায়া’লা ও রাসূল (সা.)-কে কটুক্তি ইত্যাদি শ ড় ঈ সীমা অতিক্রম করে, তাই এগুলো অপরাধ বলে বিবেচিত হবে।

ফলে দেশ জাতিসংঘের মানবাধিকারকে ভিত্তি ধরে নিলে শাহ ভাগী শাটিমরা যা ইচ্ছা তা-ই লিখতে পারবে, বলতে পারবে। তা অপরাধ তো বলা হবে না, বরং রাষ্ট্রই তাকে নিরাপত্তা দেবে। এই হল তাদের নীতি।

সমঝোতা স্মারক সংক্রান্ত প্রেসবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ আছে— এই মিশন বিভিন্ন সরকারি সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে..

কারিগরি সহায়তা বলতে তারা আসলে কী বোঝায়?

OHCHR-এর ওয়েবসাইটে কারিগরি সহায়তা প্রসঙ্গে বলা হয়েছে:

"ভোগান্তি (suffering), বৈষম্য (discrimination), বঞ্চনা (marginalisation), সংঘর্ষ (conflict)... এগুলো প্রতিরোধের একটা মাধ্যম হল কার্যকর কারিগরি সহায়তা।"

তারা suffering, discrimination, marginalisation, conflic —এজাতীয় শব্দগুলোকে সাধারণত কৌশল হিসেবে ব্যবহার করে থাকে।

বিভিন্ন প্রকাশনা ও গবেষণাপত্রে দেখবেন— জাতিসংঘ discrimination শব্দটাকে নারীবাদের সাথে, marginalisation-কে সম কাওমীতা, এইল ZeeTV ইত্যাদির সাথে সম্পৃক্ত করে। conflict শব্দটাকে ব্যবহার করে ওয়ার অন টেইরর প্রকল্পের গঙ গি নাটকে। এগুলোর ভুরিভুরি উদাহরণ আছে, কারন তারা এটাতে কোনো লুকোছাপা করে না।

তার মানে কি— ওয়ার অন টেরর, এইল ZeeTV.. এসব প্রকল্প এদেশে বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে তারা?

বিজ্ঞপ্তিতে ভলকার টার্ক আরও বলেছেন—
"এই সমঝোতা স্মারক তাদের তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নে সাহায্য করবে.."

কীভাবে সাহায্য করবে?

তাদের সাহায্য করা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক আছে। যেমন:
- দেশের সংস্কৃতি ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পরা
- অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ
- পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া
- পক্ষপাতিত্ব বা রাজনৈতিক পক্ষ নেয়া
- সুশীল নামের একটা এলিট গ্রুপকে ক্ষমতায়ন
- ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ পাশ্চাত্যপন্থী হলে একভাবে, আর না হলে ভিন্নভাবে মূল্যায়ন
- অশ্লীলতার প্রসার ইত্যাদি।

আরেকটা দুঃখজনক বিষয় হলো— সমঝোতা স্মারকে স্বাক্ষরের ঘটনা আমরা তাদের প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জেনেছি। সমঝোতা স্মারকে আসলে কী কী আছে, তা আমরা এখনো বিস্তারিত জানি না।

সরকার এখন পর্যন্ত এই বিষয়ে আমাদেরকে অন্ধকারে রেখেছে।

© Tariq Bin Mutalib

যেই কমিশন গাজার গণহত্যা, ধ্বংসযজ্ঞ বন্ধে কিছু করতে পারে না, ইরাককে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি, সিরিয়া লিবিয়াকে রক...
19/07/2025

যেই কমিশন গাজার গণহত্যা, ধ্বংসযজ্ঞ বন্ধে কিছু করতে পারে না, ইরাককে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি, সিরিয়া লিবিয়াকে রক্তপিপাসুদের কুনজর থেকে বাঁচাতে পারেনি;

যেই কমিশন মধ্যপ্রাচ্য কে ধ্বংস হতে দিয়েছে, মুসলমানদের টার্গেট করে জঙ্গি ট্যাগ দিয়েছে, পশ্চিমাদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্যকে সার্ভকরেছে;

যে কমিশন পুরো পৃথিবী কিংবা মানবতার না হয়ে কয়েকটি দেশ, গুটিকয়েক ব্যক্তি কিংবা কিছু গোষ্ঠীর দালাল হিসেবে কাজ করেছে,

সেই তথাকথিত মানবাধিকার কমিশন দিয়ে আমরা কি করব?

প্রফেসর ইউনুসকে লক্ষ্য করে- সারজিস আলম।

Address

Muradpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mojlum.News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share