
19/09/2025
ছক্কা কেড়ে নিলো ক্রিকেটারের বাবার প্রান- ছেলের বলে ছক্কার পর ছক্কা হচ্ছে দেখে বাবার মৃত্যু
শ্রীলঙ্কান বোলার দুনিথ ওয়েলালাগেকে তাদের ইনিংসের শেষ ওভারে যখন মোহাম্মদ নবী একের পর এক ছক্কা মারছিলেন তখন কলম্বোয় টিভি সেটের সামনে বসে দেখছিলেন তার বাবা সুরাঙ্গা ওয়েলালাগে।
ছেলের বলে একের পর ছক্কা হচ্ছে দেখে আবেগে ভেঙে পড়েন তিনি। আক্রান্ত হন হার্ট অ্যাটাকে। হাসপাতালে নেওয়া হলেও আর রক্ষা হয়নি। ডাক্তার জানান তিনি মারা গেছেন।
আর বাবার মৃত্যুর এই করুণ খবরটি ২২ বছর বয়সী দুনিথ ওয়েলালাগে শুনেছেন ম্যাচ শেষে টিম ম্যানেজারের কাছে।