23/06/2025
১৬-শতকের দিকে এসে, এটি ভ্যানভেরা নাম নিয়ে এক অদ্ভুত যন্ত্র ব্যবহৃত ও জনপ্রিয় হতে শুরু করলো ভেনিসের সম্ভ্রান্তশ্রেণিতে দুই ধরণের ভ্যানভেরা ছিল ভেনিসে।
একটির নাম— ভ্যানভেরা দা পাসেজ্জিয়ো, যেটা তৈরি হতো লেদার দিয়ে। এটি বহনযোগ্য ভ্যানভেরা। এর একপ্রান্ত নিতম্বদেশের সাথে আরামসে আটকে থাকতো, এবং এটায় একটি নাতিদীর্ঘ টিউব লাগানো ছিল যেটির শেষপ্রান্তে একটি ব্লাডার যুক্ত ছিল পাদবায়ু সংরক্ষিত হওয়ার জন্য। ব্লাডারটায় একটি ছোট্ট ছিদ্র থাকতো, ছিদ্রটিকে খোলা-বাঁধার জন্য ছিল একটি সুতা। সুতায় টান দিয়ে ছিদ্রটি উন্মুক্ত করে পাদটুকু দূরে গিয়ে ফেলে আসা হতো সুযোগ এলেই। এই ভ্যানভেরা স্কার্ট বা প্যান্টের ভিতরে পরা হতো, থিয়েটার বা সামাজিক অনুষ্ঠানাদিতে যাওয়ার সময়।
দ্বিতীয় বায়ুত্যাগী-মেশিনটার নাম ছিল— ভ্যানভেরা দা অ্যালকোভা। অ্যালকোভার টিউবটি ছিল লম্বা এবং এর প্রান্তে ব্লাডার থাকতো না। এটি ঘরে ব্যবহার করা হতো, বহনযোগ্য ছিল না। দীর্ঘ টিউবটির শেষপ্রান্ত জানালা দিয়ে বাইরের দিকে বের করে রাখা হতো ঘ্রাণ চলে যাওয়ার জন্য। এই ভার্সনটি প্রধানত পুরুষেরা ব্যবহার করতেন, বিয়ের প্রথম রাতে টেনশনে-অস্থিরতায় পেদেটেদে দেওয়ার পরে অস্বস্তিকর ঘ্রাণ-শব্দ এড়িয়ে চলার জন্য"
ভাবা যায়!!
তবে মানুষকে জব্দ করতে "মুখে পেদে দেওয়া"র জুড়ি নেই। সেই ১৫৪৫ সালে মার্টিন লুথার তাঁর প্রটেস্টান্ট ধর্ম নিয়ে লেখা বইতে পোপকে চরম ব্যাঙ্গ করেন। সেখানেই এক ছবিতে দেখা যায় সাধরণ মানুষ পোপের মুখে পেদে দিয়ে যাচ্ছে।
পাদ বললে দুটো ব্যাপার আসে। এক-অদ্ভুত এক শব্দ। যাকে ইংরাজিতে raspberry brust বলে আর দুই- শব্দের সঙ্গী গন্ধ। একে আবার রহস্য করে সাহেব মেমরা বলেন who cut the cheese? পচা চিজের গন্ধের সাথে নাকি পাদের গন্ধের প্রচুর মিল। এই গন্ধটা না থাকলেই পাদ নিয়ে এত লুকোচুরির কিছু থাকত না। লোকে কাশির মত পাদ দিত। গড় পাদে ৫৯% নাইট্রোজেন, ২১% হাইড্রোজেন,৯%কার্বন ডাই-অক্সাইড, ৭% মিথেন, ৩% অক্সিজেন থাকলেও গন্ধ হয় ১%এরও কম থাকা হাইড্রোজেন সালফাইডের জন্য। তাই মুলো বা সালফার প্রধান খাদ্য খেলে স্বাভাবিক ভাবেই পরিবেশ বেশি দূষিত হয়। এইমাত্র আমি একটা ভুল কথা বললাম। নেচার পত্রিকায় বিজ্ঞানীরা বলছেন পাদের এই হাইড্রোজেন সালফাইডের নাকি ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা অসীম। তাই দিনে গড়ে ১৪ বার ৭ মাইল প্রতিঘন্টা বেগে নির্গত পাদ সেবন করুন। আমাদের নতুন স্লোগান হোক
SMELL FOURTEEN FARTS A DAY, KEEPS THE DOCTOR AWAY.
সঙ্গে চামড়ায় তৈরি ভ্যানভেরার ছবি।