SS tv News

SS tv News আমাদের সমস্ত পরিশ্রম আপনাকে আনন্দ দেয়ার জন্য।

ইন্নালিল্লাহি --------রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন কলেজের ক্যান...
21/07/2025

ইন্নালিল্লাহি --------

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে তিনটি ইউনিট কাজ করছে।

বহু হতাহতের আশঙ্কা!

আল্লাহ তায়ালা কোমলমতি ছাত্র-ছাত্রী সহ সবাইকে রহমতের চাদর দিয়ে আচ্ছাদিত করুন আমিন ।

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ নি...
19/07/2025

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরেছে টাইগাররা। তবে বিশ্রামের সময় নেই — সামনেই অপেক্ষায় আরও বড় চ্যালেঞ্জ।
আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এই সিরিজ ঘিরে রয়েছে প্রতিশোধের আগুন। চলতি বছরের মে-জুনে পাকিস্তান সফরে গিয়ে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার সেই হারের জবাব দিতেই মরিয়া স্বাগতিকরা।
📅 সিরিজ সূচি
🔸 প্রথম টি-টোয়েন্টি: ২০ জুলাই (রবিবার)
🔸 দ্বিতীয় টি-টোয়েন্টি: ২২ জুলাই (মঙ্গলবার)
🔸 তৃতীয় টি-টোয়েন্টি: ২৪ জুলাই (বৃহস্পতিবার)
📍 ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
🕕 সময়: প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়
🔥 প্রতিশোধের লড়াইয়ে এবার কী দেখাবে লাল-সবুজ?

see you gopalgong
17/07/2025

see you gopalgong

🍌কলার খোসা ফেলবেন না!🌱আমরা অনেকেই কলা খাওয়ার পর খোসা ফেলে দিই। কিন্তু জানেন কি, এই খোসা আপনার গাছের জন্য হতে পারে এক দুর...
13/07/2025

🍌কলার খোসা ফেলবেন না!🌱
আমরা অনেকেই কলা খাওয়ার পর খোসা ফেলে দিই। কিন্তু জানেন কি, এই খোসা আপনার গাছের জন্য হতে পারে এক দুর্দান্ত প্রাকৃতিক সার? চলুন দেখে নেই কেন আর কিভাবে—
🌱 কেন কলার খোসা গাছের জন্য ভালো?
🔸 পটাশিয়াম: গাছে ফুল ও ফল ধরায় সাহায্য করে।
🔸 ফসফরাস: গাছের শিকড় শক্ত করে।
🔸 ক্যালসিয়াম: গাছের কোষকে মজবুত করে, রোগ প্রতিরোধ বাড়ায়।
🔸 ম্যাগনেশিয়াম: পাতাকে করে সবুজ ও সতেজ।
🧪 কীভাবে বানাবেন কলার খোসার তরল সার?
যা লাগবে:
❇️২-৩টি কলার খোসা
❇️১-২ লিটার প্লাস্টিক বোতল
❇️পানি
প্রস্তুতির ধাপ:
1️⃣ কলার খোসাগুলো ছোট ছোট টুকরা করে কাটুন।
2️⃣ বোতলে অর্ধেক পরিমাণ খোসা দিন।
3️⃣ পানি দিয়ে বোতলটি প্রায় পূর্ণ করুন (অল্প ফাঁকা রাখবেন)।
4️⃣ ঢাকনা লাগিয়ে রোদে রেখে দিন ৫-৭ দিন। প্রতিদিন বোতল ঝাঁকান।
5️⃣ চাইলে ছেঁকে নিন, যেন মসৃণভাবে ব্যবহার করতে পারেন।
🌿 কীভাবে ব্যবহার করবেন এই তরল সার?
🪴 মাটিতে:
১ অংশ সার + ৫ অংশ পানি মিশিয়ে গাছের গোড়ায় দিন।
🌿 পাতায়:
একইভাবে পাতায় স্প্রে করুন (দুপুরের রোদ এড়িয়ে)।
💡 কার্যকরী টিপস:
✔️ টাটকা কলার খোসা ব্যবহার করুন।
✔️ প্রতি ২-৩ সপ্তাহ পরপর প্রয়োগ করুন।
✔️ চাইলে অন্যান্য জৈব সারের সাথে মিশিয়ে ব্যবহার করুন।
✅ উপকারিতা:
✨ গাছ বড় হবে দ্রুত এবং স্বাস্থ্যবান থাকবে।
🌸 ফুল-ফল আসবে বেশি।
🌱 মাটির গুণগত মানও বাড়বে।
গাছ ভালো থাকলে মন ভালো থাকে! 💚
প্রাকৃতিক যত্নেই গাছ হোক সুস্থ ও সবুজ।
আজই শুরু করুন আপনার বোতল-সার তৈরির যাত্রা! 🌼🌿

মস্কোর বিমানবন্দরে ইরানি শিশুকে মাটিতে আছাড় দিল ইহুদি, কোমায় সেই শিশুরাশিয়ার মস্কোর একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এ...
26/06/2025

মস্কোর বিমানবন্দরে ইরানি শিশুকে মাটিতে আছাড় দিল ইহুদি, কোমায় সেই শিশু
রাশিয়ার মস্কোর একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এক মর্মান্তিক ও ভয়ংকর ঘটনা। এক ব্যক্তি হঠাৎ করে ১৮ মাস বয়সী একটি শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারে, যার ফলে শিশুটি মাথার খুলি ভাঙচুর হয়ে যায় এবং মেরুদণ্ডে গুরুতর ক্ষত নিয়ে বর্তমানে কোমায়, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন।শিশুটি ও তার গর্ভবতী মা সম্প্রতি ইরানের যুদ্ধ পরিস্থিতি থেকে পালিয়ে রাশিয়ায় এসে পৌঁছান। ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম ভ্লাদিমির ভিতকভ (৩১), যিনি বেলারুশের নাগরিক এবং একজন ইহুদি। ঘটনার পরপরই তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভিতকভের রক্তে ক্যানাবিসসহ আরও মাদকদ্রব্য পাওয়া গেছে।পুলিশের ধারণা, মাদ কাসক্ত অবস্থায় থাকার কারণেই এই সহিংস আচরণ করেন তিনি।শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। শিশুটির মা ঘটনাস্থলে ছিলেন এবং পুরো ঘটনাটি চোখের সামনে ঘটে যাওয়ায় মানসিক ভাবে বিপর্যস্ত।মস্কো অঞ্চলের শিশু কল্যাণ বিষয়ক কর্মকর্তা ক্সেনিয়া মিশোনোভা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভিতকভকে ‘দানব’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এমন ঘটনা সহ্য করা কঠিন। আমি শিশু টির দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রার্থনা করি তার পরিবার এই ভয়াবহ ট্র্যাজেডি কাটিয়ে উঠতে পারে।’
ভিতকভের বিরুদ্ধে চেষ্টাকৃত হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, বর্ণবিদ্বেষ বা অন্য কোনো বিদ্বেষ মূলক উদ্দেশ্য এই হামলার পেছনে ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।এই নৃশংস ঘটনার খবরপ্রকাশ্যে আসতেই রাশিয়াসহ আন্তর্জাতিক মহলে বিপুল ক্ষোভ দেখা দিয়েছে। মানবাধিকারের বিভিন্ন সংগঠন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

১৬-শতকের দিকে এসে, এটি ভ্যানভেরা নাম নিয়ে এক অদ্ভুত যন্ত্র ব্যবহৃত ও জনপ্রিয় হতে শুরু করলো ভেনিসের সম্ভ্রান্তশ্রেণিতে দু...
23/06/2025

১৬-শতকের দিকে এসে, এটি ভ্যানভেরা নাম নিয়ে এক অদ্ভুত যন্ত্র ব্যবহৃত ও জনপ্রিয় হতে শুরু করলো ভেনিসের সম্ভ্রান্তশ্রেণিতে দুই ধরণের ভ্যানভেরা ছিল ভেনিসে।
একটির নাম— ভ্যানভেরা দা পাসেজ্জিয়ো, যেটা তৈরি হতো লেদার দিয়ে। এটি বহনযোগ্য ভ্যানভেরা। এর একপ্রান্ত নিতম্বদেশের সাথে আরামসে আটকে থাকতো, এবং এটায় একটি নাতিদীর্ঘ টিউব লাগানো ছিল যেটির শেষপ্রান্তে একটি ব্লাডার যুক্ত ছিল পাদবায়ু সংরক্ষিত হওয়ার জন্য। ব্লাডারটায় একটি ছোট্ট ছিদ্র থাকতো, ছিদ্রটিকে খোলা-বাঁধার জন্য ছিল একটি সুতা। সুতায় টান দিয়ে ছিদ্রটি উন্মুক্ত করে পাদটুকু দূরে গিয়ে ফেলে আসা হতো সুযোগ এলেই। এই ভ্যানভেরা স্কার্ট বা প্যান্টের ভিতরে পরা হতো, থিয়েটার বা সামাজিক অনুষ্ঠানাদিতে যাওয়ার সময়।
দ্বিতীয় বায়ুত্যাগী-মেশিনটার নাম ছিল— ভ্যানভেরা দা অ্যালকোভা। অ্যালকোভার টিউবটি ছিল লম্বা এবং এর প্রান্তে ব্লাডার থাকতো না। এটি ঘরে ব্যবহার করা হতো, বহনযোগ্য ছিল না। দীর্ঘ টিউবটির শেষপ্রান্ত জানালা দিয়ে বাইরের দিকে বের করে রাখা হতো ঘ্রাণ চলে যাওয়ার জন্য। এই ভার্সনটি প্রধানত পুরুষেরা ব্যবহার করতেন, বিয়ের প্রথম রাতে টেনশনে-অস্থিরতায় পেদেটেদে দেওয়ার পরে অস্বস্তিকর ঘ্রাণ-শব্দ এড়িয়ে চলার জন্য"
ভাবা যায়!!
তবে মানুষকে জব্দ করতে "মুখে পেদে দেওয়া"র জুড়ি নেই। সেই ১৫৪৫ সালে মার্টিন লুথার তাঁর প্রটেস্টান্ট ধর্ম নিয়ে লেখা বইতে পোপকে চরম ব্যাঙ্গ করেন। সেখানেই এক ছবিতে দেখা যায় সাধরণ মানুষ পোপের মুখে পেদে দিয়ে যাচ্ছে।
পাদ বললে দুটো ব্যাপার আসে। এক-অদ্ভুত এক শব্দ। যাকে ইংরাজিতে raspberry brust বলে আর দুই- শব্দের সঙ্গী গন্ধ। একে আবার রহস্য করে সাহেব মেমরা বলেন who cut the cheese? পচা চিজের গন্ধের সাথে নাকি পাদের গন্ধের প্রচুর মিল। এই গন্ধটা না থাকলেই পাদ নিয়ে এত লুকোচুরির কিছু থাকত না। লোকে কাশির মত পাদ দিত। গড় পাদে ৫৯% নাইট্রোজেন, ২১% হাইড্রোজেন,৯%কার্বন ডাই-অক্সাইড, ৭% মিথেন, ৩% অক্সিজেন থাকলেও গন্ধ হয় ১%এরও কম থাকা হাইড্রোজেন সালফাইডের জন্য। তাই মুলো বা সালফার প্রধান খাদ্য খেলে স্বাভাবিক ভাবেই পরিবেশ বেশি দূষিত হয়। এইমাত্র আমি একটা ভুল কথা বললাম। নেচার পত্রিকায় বিজ্ঞানীরা বলছেন পাদের এই হাইড্রোজেন সালফাইডের নাকি ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা অসীম। তাই দিনে গড়ে ১৪ বার ৭ মাইল প্রতিঘন্টা বেগে নির্গত পাদ সেবন করুন। আমাদের নতুন স্লোগান হোক
SMELL FOURTEEN FARTS A DAY, KEEPS THE DOCTOR AWAY.
সঙ্গে চামড়ায় তৈরি ভ্যানভেরার ছবি।

ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এক গয়নার শোরুমে এসেছেন নেহাতই সাধারণ চেহারার এক বৃদ্ধ দম্পতি। স্ত্রীকে কিছু উপহার দেবেন ব...
22/06/2025

ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এক গয়নার শোরুমে এসেছেন নেহাতই সাধারণ চেহারার এক বৃদ্ধ দম্পতি। স্ত্রীকে কিছু উপহার দেবেন বলে স্বামী সঙ্গে করে এনেছেন জীবনের তিলতিল করে জমানো পুঁজি।

ম্যানেজার সে খবর জানতে পেরে এগিয়ে এসে গল্প জুড়ে দেন তাঁদের সঙ্গে। হাসিঠাট্টার মাঝে কথা বলতে বলতে জেনে নেন তাঁদের জীবনের অনেক কথা।

এবার এল জিনিস কেনার পালা। হাতের ঝোলা ব্যাগ থেকে বেরোল একটা ৫০০ টাকার নোট। একে একে ১০, ২০ টাকার নোট। সবশেষে একটা ছোটখাট বোঁচকা, তাতে ভর্তি খুচরো পয়সা।

শোরুমের ম্যানেজার গোটা বিষয়টা বুঝতে পেরে তাঁদের একটি হার উপহার দেন। সঙ্গে একজোড়া কানের দুলও। এরপর বৃদ্ধের কাছে সরল আবদার জানান, নিজে হাতে স্ত্রীর হাতে সেটা তুলে দিতে হবে।

উপহার তো দিলেন ম্যানেজার, কিন্তু এত বড় দোকানে এসে কোনও টাকা না দিয়ে চলে যাবেন, এতে যেন সম্মানে বাঁধে বৃদ্ধের। সমাজের খেটে খাওয়া মানুষের কাছে আত্মসম্মানই যে অনেক বড়। প্রাণ যাক, সম্মান নিয়ে বাঁচাটাই বড় কথা।

তাই সবচেয়ে 'বড়' নোটটি তুলে দিতে চাচ্ছিলেন ম্যানেজারের হাতে। কিন্তু ম্যানেজারের উত্তর, 'আমাদের উপর আপনার আশীর্বাদের হাত থাকলেই হবে। পান্ডুরঙ্গ (কর্নাটক, মহারাষ্ট্রের পূজিত দেবতা) তো আছেনই, কিছুর অভাব হবে না কোনওদিন।' কিন্তু বৃদ্ধ নাছোড়বান্দা, টাকা তিনি দেবেনই। উপায় নেই বুঝে অবশেষে দুটো ১০ টাকার নোট নেন ম্যানেজার।

স্বামীর চোখে জল, ধুতির খুঁট দিয়ে মুছে ফেললেন। তা দেখে স্ত্রীও আটকাতে পারলেন না নিজেকে। এমন এক মূল্যবান উপহার পেয়ে বিশ্বাসই হচ্ছিলনা ওই দম্পতির। কিন্তু এই চোখের জল যে শুধু অবিশ্বাস্য মূল্যবান এই উপহারের জন্য নয়, জীবনের অন্যতম এই দিনটি তাঁদের মনের মণিকোঠায় সাজিয়ে রাখছেন এই বৃদ্ধ দম্পতি।

নায়িকা কারশিমা কাপুরের প্রাক্তন স্বামী মারা গেছেন।তাদের দুটো সন্তান আছে।৫৩ বছরের সঞ্জয় কাপুরের মৃত্যুর কারণটা বড় অদ্ভুত,...
18/06/2025

নায়িকা কারশিমা কাপুরের প্রাক্তন স্বামী মারা গেছেন।তাদের দুটো সন্তান আছে।৫৩ বছরের সঞ্জয় কাপুরের মৃত্যুর কারণটা বড় অদ্ভুত,পলো খেলছিলেন।হঠাৎ একটা মৌমাছি গলায় ঢুকে যায়।
তার শেষ কথা ছিলো,আমার গলায় কোন পোকা আটকে গেছে।এরপর শ্বাস নিতে কষ্ট,হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কিছু সময়ের মাঝেই মৃত্যু।
১৪ হাজার কোটি টাকার মালিক!সবচেয়ে বেস্ট হাসপাতাল, বেস্ট ডক্টর,বেস্ট নার্স দের সেবা নিতে পারলেন না।এই টাকা তার জীবন বাঁচাতে কোন কাজে এলো না!
জাস্ট একটা মৌমাছি জীবন নিয়ে গেলো।জীবন আসলে কি?কিছুই না।নির্মম সত্য হলো মৃত্যু। যা থেকে আমাদের কারো পালানোর সুযোগ নেই।

Address

12/4 Bangla Motor
Dhaka
1216

Telephone

01612304204

Alerts

Be the first to know and let us send you an email when SS tv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share