SS tv News

SS tv News আমাদের সমস্ত পরিশ্রম আপনাকে আনন্দ দেয়ার জন্য।

ছক্কা কেড়ে নিলো ক্রিকেটারের বাবার প্রান- ছেলের বলে ছক্কার পর ছক্কা হচ্ছে দেখে বাবার মৃত্যুশ্রীলঙ্কান বোলার দুনিথ ওয়েলাল...
19/09/2025

ছক্কা কেড়ে নিলো ক্রিকেটারের বাবার প্রান- ছেলের বলে ছক্কার পর ছক্কা হচ্ছে দেখে বাবার মৃত্যু
শ্রীলঙ্কান বোলার দুনিথ ওয়েলালাগেকে তাদের ইনিংসের শেষ ওভারে যখন মোহাম্মদ নবী একের পর এক ছক্কা মারছিলেন তখন কলম্বোয় টিভি সেটের সামনে বসে দেখছিলেন তার বাবা সুরাঙ্গা ওয়েলালাগে।
ছেলের বলে একের পর ছক্কা হচ্ছে দেখে আবেগে ভেঙে পড়েন তিনি। আক্রান্ত হন হার্ট অ্যাটাকে। হাসপাতালে নেওয়া হলেও আর রক্ষা হয়নি। ডাক্তার জানান তিনি মারা গেছেন।
আর বাবার মৃত্যুর এই করুণ খবরটি ২২ বছর বয়সী দুনিথ ওয়েলালাগে শুনেছেন ম্যাচ শেষে টিম ম্যানেজারের কাছে।

চন্দ্রগ্রন! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ!হ্যাঁ, আগামী ৭ ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহন। আ...
07/09/2025

চন্দ্রগ্রন! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ!
হ্যাঁ, আগামী ৭ ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহন।
আসুন দেখে নেই এই গ্রহনটি বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে।
আগামী ৭ ই সেপ্টেম্বর ২০২৫ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, মানে এদিন পৃথিবীর ছায়ায় পূর্ণিমার চাঁদ ঢেকে অন্ধকার হয়ে যাবে।
বাংলাদেশ সময় ৭ ই সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টা ১৮ মিনিটে এই গ্রহনটি শুরু হবে, গ্রহনের সর্বোচ্চ মাত্রা থাকবে গভীর রাত ১২ টা ১১ মিনিটে, গ্রহনটি শেষ হবে গভীর রাত ২ টা ৫৫ মিনিটে।
গ্রহনটি বাংলাদেশের সকল স্থান থেকে একই সাথে দেখা যাবে।
সকল জেলা থেকে একই সাথে দেখা যাবে গ্রহনটি, আলাদা আলাদা কোন টাইম নেই।
যেহেতু এদিন রাতে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিস্কার থাকতে পারে, সুতরাং গ্রহনটি দেখতে তেমন সমস্যা হবেনা।
আর এই গ্রহন খালি চোখে দেখা যাবে।
গ্রহন এর জন্য কোন প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না।
সকল প্রকার কুসংস্কার থেকে দুরে থাকবেন।
এবং গ্রহন এর সকল স্তর বাংলাদেশ থেকে দেখা যাবে।
সবাই পোস্ট টি সেয়ার করে সকল কে জানিয়ে দিন।
ধন্যবাদ।©
আপডেট : ৪ ঠা সেপ্টেম্বর
fans

তালাক      তালাক       তালাকতালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার  সাথে কথা বল...
02/09/2025

তালাক তালাক তালাক
তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি, কেন তালাক হলো।
এর ৭২% তালাক হয়েছে ভুলবুঝা বুঝি একে অপরকে অসন্মান। আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে।
মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না।
০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে।
১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।
আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅।
আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি।
যারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমযতা করা যায় কিনা।
সততার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে।
৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি।
অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ। অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা।
আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ। আশা করি বুঝতে পারছেন। SS tv News
fans

25/08/2025
আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ভয়াবহ সড়ক দূর্ঘটনা। ৩/৪টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ...
22/08/2025

আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ভয়াবহ সড়ক দূর্ঘটনা। ৩/৪টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেট কার ও সিএনজি। উদ্ধারকাজ চলছে। গাড়ী টা কি কারো পরিচিত তাহলে ফ্যামিলে জানান

এইটা নাকি চো'রের দেশ।অথচ চো'রদেরও জীবনের নিরাপত্তা নাই। ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে এক পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে ড্রাইভা...
22/08/2025

এইটা নাকি চো'রের দেশ।
অথচ চো'রদেরও জীবনের নিরাপত্তা নাই।
ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে এক পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে ড্রাইভার জানায়, সে ওয়াশরুমে যাবে। দশ মিনিট সময় লাগবে।
লাগতেই পারে।
ভেতরে বসে থাকা ৪ জন যাত্রী বলে, গরমের মধ্যে এতক্ষণ বসে থাকবো, এসিটা চালু রেখে যান।
একদম ঠিক কথা বলছে।
ড্রাইভার এসি চালু করে ভুলে চাবি ফেলে চলে যায়।
ভুল হইতেই পারে।
দশ মিনিট পর ফিরে এসে দেখে গাড়ি নাই।
নাই থাকতে পারে।
ততক্ষণে গাড়ি ষোলঘর যাত্রী ছাউনির সামনে উল্টে পড়ে আছে। ঐ ৪ জন যাত্রীর ৩ জনই মা*রা গেছে।
মা*রা যাইতেই পারে।
বেঁচে যাওয়া ১ জনকে হাসপাতালে ভর্তি করা হইছিল। সে--ও পালিয়ে গেছে।
তুই পালাইলি ক্যান?
তোরেই দরকার... 💔🇧🇩
SS tv News

20/08/2025

তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা- নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা...
16/08/2025

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা- নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৃধা বাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর অংশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ১৭ আগস্ট, ২০২৫ তারিখ (রবিবার) সকাল ০৮.০০ ঘটিকা হতে সন্ধা ০৭:০০ ঘটিকা পর্যন্ত মোট ১১ (এগারো) ঘণ্টা জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরনী, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ।
*তিতাস গ্যাস কর্তৃপক্ষ*

🐾 মাত্র ৬ মাসে আমস্টারডামের খালে ডুবে গেছে ১৯টি বিড়াল! 🐾💔 এই করুণ ঘটনার পর শহর কর্তৃপক্ষ নিল অসাধারণ উদ্যোগ—💶 ব্যয় করছ...
15/08/2025

🐾 মাত্র ৬ মাসে আমস্টারডামের খালে ডুবে গেছে ১৯টি বিড়াল! 🐾

💔 এই করুণ ঘটনার পর শহর কর্তৃপক্ষ নিল অসাধারণ উদ্যোগ—
💶 ব্যয় করছে ১ লাখ ইউরো
🪜 খালে বসানো হবে ছোট কাঠের সিঁড়ি,
যাতে বিপদে পড়া প্রাণীরা নিরাপদে উঠতে পারে! 🐱💦

✨ "বিড়ালের জন্য সিঁড়ি, খাল থেকে জীবনের ফেরি!"
SS tv News

🚨 এক্স-রে, সিটি এবং এমআরআই এর মধ্যে পার্থক্য কি জানেন?!🔹 এক্স-রে:📸 দ্রুত এবং সাধারণ ছবি💵 সবচেয়ে সস্তা এবং সবচেয়ে বিখ্য...
15/08/2025

🚨 এক্স-রে, সিটি এবং এমআরআই এর মধ্যে পার্থক্য কি জানেন?!
🔹 এক্স-রে:
📸 দ্রুত এবং সাধারণ ছবি
💵 সবচেয়ে সস্তা এবং সবচেয়ে বিখ্যাত চেক
🦴 ফ্র্যাকচার, নিউমোনিয়া এবং কিছু টিউমার শনাক্ত করার জন্য চমৎকার
⚠️ একটি হালকা বিকিরণ অনুপাত রয়েছে
নিয়মিত চেক আপের জন্য উপযুক্ত ✅
🔹 সিটি-স্ক্যান:
🧠 সাধারণ বিমের চেয়ে আরো সঠিক এবং ব্যাপক
📷 এটা ৩৬০° কোণ থেকে শরীরের ছবি তোলে এবং একটি ৩ডি ছবি দেয়
অঙ্গ, টিস্যু এবং হাড়ের সমস্যা শনাক্ত করতে ব্যবহার করা হয়
⚠️বিক্রিকরণের শতাংশ এক্স-রে থেকে বেশি
জটিল বা জরুরী পরিস্থিতিতে প্রায়ই অনুরোধ করা হয়
🔹 এমআরআই :
🔍 সর্বোচ্চ নির্ভুলতা, বিশেষ করে মস্তিষ্ক, মেরুদণ্ড এবং পেশীতে
💫কখনো বিকিরণ নয় (চুম্বক এবং রেডিও ঢেউয়ের সাথে কাজ করে)
এটা সময় নেয়, এবং সামান্য খরচ হয়
🧠 স্নায়ু এবং নরম টিস্যু জন্য আদর্শ
🚫 যাদের শরীরে ধাতব যন্ত্র লাগানো আছে তাদের জন্য হারাম (যেমন পেসমেকার)
ঠিক আছে এবং পিইটি-স্ক্যান?
💉একটি সাধারণ তেজস্ক্রিয় পদার্থের সাথে ইনজেক্ট করা হয়েছে
👉ক্যান্সার সনাক্ত এবং ছড়াতে ব্যবহৃত
কোষের কার্যকলাপ পরিমাপ করে এবং শরীর কতটা চিকিৎসায় সাড়া দেয়
কেমোথেরাপি বা বিকিরণ এর কার্যকারিতা মূল্যায়ন করার জন্য খুব দরকারী
🎯 দ্রুত সারসংক্ষেপ:
এক্স-রে = দ্রুত এবং প্রাকৃতিক
সিটি = আরো সঠিক, পূর্ণ, কিন্তু আরো বিকিরণ আছে
এমআরআই = কোন বিকিরণ এবং সর্বোচ্চ টিস্যু নির্ভুলতা নেই
পিইটি = ক্যান্সার এবং কোষের কার্যকলাপ বিশ্লেষণ
SS tv News fans

Rall line tule B*k er jonno Rasta kora hocchy.SS tv News   fans
15/08/2025

Rall line tule B*k er jonno Rasta kora hocchy.
SS tv News fans

09/08/2025

Address

12/4 Bangla Motor
Dhaka
1216

Telephone

01612304204

Alerts

Be the first to know and let us send you an email when SS tv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share