Hasan Vlog

Hasan Vlog Welcome To My Page

17/11/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! Md Arif Hossain Khokon, Md Tuhin, মোঃ মনির ফকির, Anas Dihan, Sadia Sultana, Mera Bangali Jubair, Raihan Ullah, Sk Hd Sujon

ইন্না-লিল্লাহ! খাগড়াছড়িতে এই মালু একাই ১১৭ জন মুসলিম মেয়েকে নষ্ট করেছে😡😡😡এর নাম অমিত,সে নাটকীয়ভাবে ইসলাম গ্রহণ করেছিল,এম...
05/11/2025

ইন্না-লিল্লাহ! খাগড়াছড়িতে এই মালু একাই ১১৭ জন মুসলিম মেয়েকে নষ্ট করেছে😡😡😡

এর নাম অমিত,সে নাটকীয়ভাবে ইসলাম গ্রহণ করেছিল,
এমনকি এফিডেভিটের কাগজও তৈরি করেছিল,
যেন বিষয়টি পুরোপুরি সত্য বলে মনে হয়।

পরবর্তীতে সে গাজীপুরে এক মুসলিম বোনকে বিয়ে করে,কয়েকদিন সংসারও করে।
কিন্তু কিছুদিন পরই,অমিত পা*লি**য়ে যায়।
এরকম অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
এগুলো বিচ্ছিন্ন কোন ঘটনা নয়;
বরং পরিকল্পিতভাবে মুসলিম নারীদের টার্গেট করা হচ্ছে।

পাজিত সন্তানেরা ছ*ল,কৌ*শল ও প্র*লো*ভন ও
জাদুর মাধ্যমে মুসলিম মেয়েদের ফাঁ**দে ফেলে।
এদের মদদদাতা ডারত।

দুঃখজনক হলো,
আমাদের সমাজে অনেকে এসব ঘটনায় প্রথমেই আগেপিছে না ভেবে মেয়েটিকেই দোষারোপ করে বলেন,এরা আমাদের বোন নয়,আসল সত্য এড়িয়ে যেতে চান।
কিন্তু বাস্তবতা এত সরল নয়।
সব মেয়ে স্বেচ্ছায় ওদের সাথে সম্পর্ক করে না; বেশিরভাগ সময়ই তারা পরিকল্পিত ছ*লনা ও মানসিক প্রভাবে প্রতা*রিত হয়।

সুত্র:- মুসান্না আল ফাইয়াজ ভাই

সকল এভিডেভিড কমেন্ট দেওয়া হলো

Join with us:- Protect muslim sister's

05/10/2025
04/10/2025

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

কালকে দেখলাম নিউজফিড ঘুরে বেড়াচ্ছে একটি পোষ্ট, যেটা জুড়ে কেবল রশিদ খান বন্দনা! রশিদ খান নাকি টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকা...
04/10/2025

কালকে দেখলাম নিউজফিড ঘুরে বেড়াচ্ছে একটি পোষ্ট, যেটা জুড়ে কেবল রশিদ খান বন্দনা! রশিদ খান নাকি টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়! পুরাই হাইস্যকর একটা ব্যাপারস্যাপার! তো চলুন দেখি পরিসংখ্যান বুলিয়ে রশিদ চাচার কীর্তি কলাপ-

বনাম অস্ট্রেলিয়া - ২ ম্যাচ খেলে উইকেট সংখ্যা - ২
বনাম ইংল্যান্ড - ২ ম্যাচ খেলে উইকেট সংখ্যা - ৩
বনাম ভারত - ৩ ম্যাচ খেলে উইকেট সংখ্যা - ৩
বনাম নিউজিল্যান্ড - ২ ম্যাচ খেলে উইকেট সংখ্যা - ৫
বনাম দক্ষিণ আফ্রিকা - ২ ম্যাচ খেলে উইকেট সংখ্যা - ০

অর্থাৎ টপ র‍্যাঙ্কেড ৫ দলের সাথে ১১ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা মাত্র ১২ টি!

ব্যাটিং পরিসংখ্যানে আর না যাই! সেটা আরো বেশি হাইস্যকর।

কি পরিমাণ ব্রেইনলেস ক্রিকেটবোদ্ধা হলে রশিদকে সর্বকালের সেরা টি-টোয়েন্টি প্লেয়ার বলে আখ্যায়িত করে তা আমার জানা নাই। রশিদ ভালো বোলার, এটা অস্বীকারের কোন উপায় নেই, কিন্তু সেটা কেবল নীচু সারির ক্রিকেট দলের সাথে, মাইটি কোন দলের সাথে কখনোই নয়।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো টাইগ...
03/10/2025

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা।

বাংলাদেশের ড্রাগ আউটে আনন্দ উৎসব❤️🇧🇩
03/10/2025

বাংলাদেশের ড্রাগ আউটে আনন্দ উৎসব❤️🇧🇩

দুই ছয়ে ম্যাচের গেইম চেঞ্জার সোহান, পেলেন ম্যাচের গেইম চেঞ্জার অ্যাওয়ার্ড
02/10/2025

দুই ছয়ে ম্যাচের গেইম চেঞ্জার সোহান, পেলেন ম্যাচের গেইম চেঞ্জার অ্যাওয়ার্ড

এই হলো মায়ের দোয়া ক্রিকেট টিম
02/10/2025

এই হলো মায়ের দোয়া ক্রিকেট টিম

ছক্কা অনেকেই মারছেন, ছক্কা সাব্বিরও মারছেন৷ তবে, আমার কাছে ম্যাটার করে একটা স্কোরিং শটে কে কতটা সাবলীলভাবে শটটা করছেন। স...
02/10/2025

ছক্কা অনেকেই মারছেন, ছক্কা সাব্বিরও মারছেন৷ তবে, আমার কাছে ম্যাটার করে একটা স্কোরিং শটে কে কতটা সাবলীলভাবে শটটা করছেন। সাব্বিরের এবারের ব্যাটিং এর সব থেকে বড় বৈশিষ্ট্য হল তার ব্যাকফুট ব্যালেন্স৷ হাইলাইটস প্যাকেজে তার ব্যাটিং দেখলে খেয়াল করা যাবে শট এক্সিকিউট করার সময় ব্যাকফুট ৯৯% ক্ষেত্রে একদম সটান। এত স্টেবল ব্যাকফুট এই মুহুর্তে বাংলাদেশে কাউকে আমি দেখি না৷ এক ম্যাচ দেখে মূল্যায়ন করছি না, প্রতিটা ম্যাচের কমেন্ট্রির সময় এই বিষয়টাই খেয়াল করি৷

ম্যাচের আগে এই বিষয়গুলো নিয়েই কথা হচ্ছিল৷ গত এক বছরের প্র‍্যাকটিস মেথড নিয়ে কথা হচ্ছিল, কীভাবে কোন প্র‍্যাকটিসে হঠাৎ -ই বডি ব্যালেন্স বাড়লো সেই কথা হচ্ছিল৷ আম্পায়ার নামার আগে সাব্বিরের শেষ কথা, "Bro, কেউ তো এইগুলা নোটিশও করে না, এগুলা নিয়ে জিজ্ঞেসও করে না৷ You are the only one "...

সাব্বিরের কাছ থেকে যা জেনেছি, চেষ্টা করবো তরুণ ক্রিকেটারদের জন্য ব্যাক ফুট ব্যালেন্সের এমন কিছু ড্রিল ডিজাইনের ব্যাবস্থা করা৷ যে কোন প্ল্যাটফর্মেই সেটা দেখাতে পারি৷

Address

Dhaka

Telephone

+8801306418333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share