02/06/2025
🔲 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল 💖💖
1️⃣ যিকির ও দোয়া(প্রতিদিন) --
১.ইস্তেগফার: ২০০০ বার
২.ছোট দুরুদ: ৫০০ বার
৩.দুরুদে ইব্রাহীম: ২০০ বার
৪.দোয়া ইউনুস: ১০০বার
৪.লা হাওলা: ১০০ বার
৫.সূরা ফুরকান (আয়াত ৭৪): ৫০ বার
৬.লা ইলাহা ইল্লাল্লহ (তাওহীদের যিকির): ১০০ বার
৭.দোয়া কবুলের মুহুর্ত গুলোতে নিজের ও অন্যের জন্য বেশি বেশি দোয়া করা।
📌 বিঃদ্রঃ উপরের এই যিকির গুলো আপনারা আপনাদের সুবিধা মত কম-বেশি করতে পারেন।
--------
2️⃣ রোযা রাখা --
▪️১ম থেকে ৯ম জিলহজ্জ পর্যন্ত রোযা রাখা মুস্তাহাব বা পছন্দনীয়। যদি এই রোযা গুলো রাখা সম্ভব না হয় তাহলে অন্তত আরাফার দিনের রোযা টা হলেও রাখবেন।
▪️৯ জিলহজ্জ (আরাফার দিন): রোযা রাখলে আগামী ও গত বছর মিলিয়ে ২ বছরের গুনাহ মাফ।
3️⃣ সালাত ও ইবাদাত --
▪️৫ ওয়াক্ত স্বলাত সময়মতো আদায় করা।
▪️সালাতুত-তাওবা: ২ রাকাআত
▪️সালাতুদ-দুহা: ২/৪ রাকাআত
▪️তাহাজ্জুদ: ২ রাকাআত বা যত সম্ভব
▪️কিয়ামুল লাইল: আরাফা রাতে অন্তত কিছু সময়
▪️মোটকথা নফল ইবাদত যত বেশি পারেন, করবেন।
4️⃣ কুরআন তিলাওয়াত --
▪️দৈনিক ১ পারা (অথবা যত সম্ভব)
▪️অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করা।
5️⃣ দান-সদকা --
▪️প্রতিদিন কিছু না কিছু দান করার চেষ্টা (টাকা, খাবার, পানি, ইত্যাদি)
▪️আরাফার দিন সদকা করলে অনেকগুণ সওয়াব।
6️⃣ ভালো কাজ ও নিয়ত --
▪️আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো
▪️হারাম থেকে বেঁচে থাকা
▪️অন্যকে রোযা, যিকির, কুরআনের প্রতি উৎসাহ দেওয়া
▪️গীবত/অপবাদ থেকে দূরে থাকা
▪️ বেশি বেশি উপকারী জ্ঞান অর্জন করার চেষ্টা করা (বই কিংবা লেকচার থেকে)
▪️অপরের কাজে সাহায্য করা (সামান্য হলেও)
▪️ঈদ উপলক্ষে প্রিয়জনদের হাদীয়া দিতে পারেন।
▪️আসমাউল হুসনা মুখস্থ না থাকলে প্রতিদিন অল্প অল্প করে মুখস্থ করে নিবেন।
▪️বেশি বেশি সূরা ইখলাস পড়া।
▪️দোয়ার লিস্ট তৈরি করা। ( Peace Of Jannah পেইজে অলরেডি দোয়ার সিরিজ ৩ টা পোস্ট করেছি। সামনে আরও অনেক বিষয়ে দোয়ার সিরিজ আসবে ইন শা আল্লাহ। চাইলে এখান থেকেও নিজের প্রয়োজন মতো দোয়ার লিস্ট করে নিতে পারবেন)
7️⃣ চুল-নখ না কাটা --
▪️যাদের কুরবানি করার নিয়ত আছে তারা জিলহজ্ব মাস শুরুর আগেই চুল,নখ কেটে ফেলবেন।
▪️১ জিলহজ্জ থেকে কুরবানি না হওয়া পর্যন্ত চুল-নখ না কাটা মুস্তাহাব।
⚫ আরাফার দিন (৯ জিলহজ্জ) বিশেষ আমলঃ
▪️বেশি বেশি দোয়া, যিকির, ইস্তেগফার,দরুদ ইত্যাদি।
▪️এই দিনে সর্বোত্তম দোয়া: (বেশি বেশি পড়া উচিত)
"لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ"
-(লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহ'দাহু লা শারীকালাহু,লাহুল মুলকু ওয়া লাহুল হা'মদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন ক্বদীর)
▪️সালাত ও তিলাওয়াতে মনোযোগ বাড়ানো।
⚫তাকবিরে তাশরীক বলা (৯-১৩ জিলহজ্জ)
"الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد"
(আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।)
▪️৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসরের পর পর্যন্ত, প্রতিটি ফরজ সালাতের পর একবার বলা ওয়াজিব।
⚫ ১০ জিলহজ্জ (ঈদের দিন) ও পরে --
▪️ঈদের সালাত আদায়
▪️কুরবানি (যাদের উপর ওয়াজিব)
▪️কুরবানির পশু জবাইয়ের আগে কিছু না খাওয়া সুন্নত
▪️তাকবিরে তাশরীক চালু রাখুন ১৩ তারিখ পর্যন্ত।
🔸রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা'আলার নিকট যিলহজ্জের প্রথম ১০ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নেই। [সহিহ্ বুখারী খণ্ড ২, ৪৫৭]🔸
নিজে আমল করুন, অপরকেও আমলে উৎসাহিত করুন।
©