15/04/2025
পৃথিবীর কোনো সম্পর্কই যোগাযোগ ছাড়া ভালো থাকে না! সম্পর্কে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়, যদি সেই সম্পর্কে পরস্পর পরস্পরের সাথে নিয়ম করে যোগাযোগ রাখে, কথা বলে, সময় দেয় এবং মন থেকেই ভালোবাসে।
যোগাযোগহীনতায় কোনো সম্পর্কই ভালো থাকতে পারে না। সম্পর্কে একে অপরকে ভালোবাসলে এমনিতেই যোগাযোগের পথ মসৃণ হয়। দিনের পর দিন কথা না বলে, দেখা না করে, অনিয়মে কোনো সম্পর্কই বেশিদিন টিকে না।
আপনি যদি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলেন, তাকে না শোনেন, তাকে সময় না দেন, তবে সেই মানুষটার মনের অবস্থা কী করে বুঝবেন? সম্পর্কে নিয়মিত কথা না হলে, সেখানে আদৌ ভালোবাসা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়।
সম্পর্কে যোগাযোগহীনতা তখনই সৃষ্টি হয়, যখন একপক্ষের উদাসীনতা চরম আকার ধারণ করে! যখন গুরুত্বহীন হয়ে পড়ে সম্পর্ক এবং সম্পর্কের মানুষ।
পৃথিবীর সমস্ত ক্লান্তি নিয়ে, বিষন্নতা কিংবা হতাশা নিয়ে মানুষ তার ভালোবাসার মানুষটার সান্নিধ্যে থাকতে চায়। সামান্য শান্তির আশায় ভালোবাসার মানুষটার পাশে থাকতে চায়। একতরফা ভাবে সম্পর্ক কতদূর আর এগিয়ে নেয়া যায়? একপক্ষের যোগাযোগে, আগ্রহে কখনোই সম্পর্ক ভালো থাকে না।
সম্পর্কে উভয় পক্ষের আগ্রহে যোগাযোগের পথ সুগম হয়। উভয় পক্ষের ভালোবাসা, মনের টান কিংবা আকুতি বাধ্য করে দু'জন দু'জনকে নিয়ে ব্যস্ত থাকতে। আর যখন সম্পর্কে একপক্ষ চরম উদাসীনতা দেখায়, তখনই ধীরে ধীরে যোগাযোগের আগ্রহ এবং রাস্তা বন্ধ হতে থাকে!
নিয়মিত যোগাযোগ না করা, সময় না দেয়া, কথা না বলা, এসবে মূলত সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে! আর তারপর? সম্পর্কে উদাসীনতা, গুরুত্বহীন মনে করা, মানুষটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো ভয়াবহ সম্ভাবনা দেখা দেয়।
যে সত্যি ভালোবাসে, সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ক্ষত বা যন্ত্রণা যে নিতে পারে না, সে কখনোই চায় না সামান্য কারণে সম্পর্ক নষ্ট হোক। সে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটাকে আগলে রাখতে চায়। আর যার কাছে সম্পর্কের বিন্দুমাত্র গুরুত্ব নেই, মানুষটার প্রতি আগ্রহ নেই, সেই গা ছাড়া ভাব নিয়ে সম্পর্কে থাকে। যোগাযোগহীনতায় ফেলে রাখে সব। তার কাছে সম্পর্ক থাকা, না থাকা দুটোই সমান!