Suvra's Lifestyle

Suvra's Lifestyle আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ

30/05/2025

আজ শুক্রবার! আল্লাহ যেনো আমাদের সকল ইনশাআল্লাহ গুলো আলহামদুলিল্লাহ তে পরিণত করেন। আমিন 🤲😊

21/05/2025

শুভ সকাল

20/05/2025
স্যাফল্য একদিনে আসেনা।  তাকে এনে দিতে হয় দিনের পর দিন পরিশ্রম করে।🥀🌹🥀😎😎শুভ সকাল          ゚viralシ    ゚viralシfypシ゚ #      ...
12/05/2025

স্যাফল্য একদিনে আসেনা। তাকে এনে দিতে হয় দিনের পর দিন পরিশ্রম করে।

🥀🌹🥀😎😎

শুভ সকাল

゚viralシ ゚viralシfypシ゚ # #

যদি একজন পুরুষ মনে করে যে সে তার সন্তানদের ভালোবাসবে আদর করবে, অথচ তার স্ত্রীকে কষ্ট দেবে, তাহলে সে গভীরভাবে ভুল করছে। ত...
03/05/2025

যদি একজন পুরুষ মনে করে যে সে তার সন্তানদের ভালোবাসবে আদর করবে, অথচ তার স্ত্রীকে কষ্ট দেবে, তাহলে সে গভীরভাবে ভুল করছে। তুমি তোমার স্ত্রীকে যা দেবে—ভালোবাসা, শ্রদ্ধা, অথবা যন্ত্রণা—সেই সত্যই সে তোমার সন্তানদের কাছে পৌঁছে দেবে। এটি জীবনের একটি অনস্বীকার্য সত্য, যা থেকে তুমি এড়াতে পারবে না। একজন নারী হলো একটি ঘরের আবেগগত এবং আধ্যাত্মিক ভিত্তি, এবং তার মঙ্গল সমগ্র পরিবারের আবেগগত পরিবেশকে প্রভাবিত করে।

যখন একজন পুরুষ তার স্ত্রীকে লালন-পালন এবং সমর্থন করে, তখন সে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে ভালোবাসা এবং নিরাপত্তা বিকশিত হয়। এই ভালোবাসা তার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং সন্তানদের কাছে পৌঁছায়। যে নারী লালিত ও সম্মানিত বোধ করে, সে উষ্ণতা এবং স্থিতিশীলতা বিকিরণ করবে। তার শান্তির অনুভূতি স্বাভাবিকভাবেই তার সন্তানদের বেড়ে ওঠার এবং সমৃদ্ধির জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করবে।

অন্যদিকে, যখন একজন পুরুষ তার স্ত্রীকে আঘাত করতে বা অবহেলা করতে পছন্দ করে, তখন সে ঘরের সম্প্রীতিকে ব্যাহত করে। তার যন্ত্রণা তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এটি একটি নীরব বোঝা হয়ে ওঠে যা পরিবারের পরিবেশকে রূপ দেয়। উত্তেজনা এবং মানসিক যন্ত্রণায় ভরা একটি স্থানে বেড়ে ওঠা শিশুরা প্রায়শই সেই সংগ্রামগুলিকে অভ্যন্তরীণ করে, সেগুলি তাদের নিজের জীবনে বহন করে।

একজন পুরুষের জন্য এটা স্বীকার করা অপরিহার্য যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক তার সন্তানদের মানসিক বিকাশের ভিত্তি স্থাপন করে। যদি সে তাকে ভালোবাসা এবং নিরাপত্তা প্রদান করে, তাহলে তার সন্তানরা সুস্থ সম্পর্ক এবং মানসিক বুদ্ধিমত্তার গুরুত্ব শিখবে। যদি সে তার ক্ষতি করতে চায়, তাহলে সে তার সন্তানদের একই ধরণের কর্মহীনতার পুনরাবৃত্তি করতে শেখানোর ঝুঁকিতে থাকে।

একজন পরিবারে একজন মহিলার ভূমিকা অনন্য। তিনি প্রায়শই ঘরের হৃদয় হন এবং তার শক্তি দৈনন্দিন জীবনের ছন্দকে প্রভাবিত করে। যখন একজন পুরুষ এই ভূমিকাকে সম্মান করেন এবং তার সাথে যত্ন সহকারে আচরণ করেন, তখন তিনি তাকে এটি পূর্ণ হৃদয়ে পালন করার ক্ষমতা দেন। এই ক্ষমতায়ন কেবল তার উপকার করে না এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সন্তানদের মানসিক সুস্থতাকে গঠন করে।
একজন পুরুষ একজন দরিদ্র সঙ্গী হয়েও নিজেকে একজন ভালো বাবা বলে দাবি করতে পারে না। তার সন্তানদের মায়ের সাথে তার আচরণ তার শেখা সবচেয়ে বড় শিক্ষাগুলির একটা ©

ভালো থাকতে হলেঅতীত ভুলে জীবনকে নতুন করে সাজাতে হবে।🌹🌹🌹🥀🥀           ゚viralシ    ゚viralシfypシ゚
03/05/2025

ভালো থাকতে হলে
অতীত ভুলে জীবনকে নতুন করে সাজাতে হবে।
🌹🌹🌹🥀🥀

゚viralシ ゚viralシfypシ゚

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
25/04/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

"জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া।কারণ, পথচলার সঙ্গী যদি ঠিক না ...
16/04/2025

"জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া।
কারণ, পথচলার সঙ্গী যদি ঠিক না হয়—তাহলে সবচেয়ে সুন্দর পথও কাঁটাময় মনে হয়।"

তুমি যত বড় স্বপ্নই দেখো, যতদূরই এগিয়ে যাও—যদি পাশে এমন কেউ না থাকে যে তোমার হৃদয়ের ভাষা বোঝে, তাহলে সেই পথটা ক্লান্তিকর হয়ে পড়ে।
সঠিক জীবনসঙ্গী মানে শুধুই প্রেম নয়—তা হচ্ছে মানসিক প্রশান্তি, নিঃশর্ত ভরসা, এবং এক আশ্রয়ের নাম।

ভুল মানুষ জীবনে এলে সময় নষ্ট হয়, আর সঠিক মানুষ এলে জীবনটাই বদলে যায়।
©️❤️

゚viralシfypシ゚ ゚viralシ ゚

পৃথিবীর কোনো সম্পর্কই যোগাযোগ ছাড়া ভালো থাকে না! সম্পর্কে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়, যদি সেই সম্পর্কে পরস্পর পরস্পরের ...
15/04/2025

পৃথিবীর কোনো সম্পর্কই যোগাযোগ ছাড়া ভালো থাকে না! সম্পর্কে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়, যদি সেই সম্পর্কে পরস্পর পরস্পরের সাথে নিয়ম করে যোগাযোগ রাখে, কথা বলে, সময় দেয় এবং মন থেকেই ভালোবাসে।

যোগাযোগহীনতায় কোনো সম্পর্কই ভালো থাকতে পারে না। সম্পর্কে একে অপরকে ভালোবাসলে এমনিতেই যোগাযোগের পথ মসৃণ হয়। দিনের পর দিন কথা না বলে, দেখা না করে, অনিয়মে কোনো সম্পর্কই বেশিদিন টিকে না।

আপনি যদি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলেন, তাকে না শোনেন, তাকে সময় না দেন, তবে সেই মানুষটার মনের অবস্থা কী করে বুঝবেন? সম্পর্কে নিয়মিত কথা না হলে, সেখানে আদৌ ভালোবাসা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়।

সম্পর্কে যোগাযোগহীনতা তখনই সৃষ্টি হয়, যখন একপক্ষের উদাসীনতা চরম আকার ধারণ করে! যখন গুরুত্বহীন হয়ে পড়ে সম্পর্ক এবং সম্পর্কের মানুষ।

পৃথিবীর সমস্ত ক্লান্তি নিয়ে, বিষন্নতা কিংবা হতাশা নিয়ে মানুষ তার ভালোবাসার মানুষটার সান্নিধ্যে থাকতে চায়। সামান্য শান্তির আশায় ভালোবাসার মানুষটার পাশে থাকতে চায়। একতরফা ভাবে সম্পর্ক কতদূর আর এগিয়ে নেয়া যায়? একপক্ষের যোগাযোগে, আগ্রহে কখনোই সম্পর্ক ভালো থাকে না।

সম্পর্কে উভয় পক্ষের আগ্রহে যোগাযোগের পথ সুগম হয়। উভয় পক্ষের ভালোবাসা, মনের টান কিংবা আকুতি বাধ্য করে দু'জন দু'জনকে নিয়ে ব্যস্ত থাকতে। আর যখন সম্পর্কে একপক্ষ চরম উদাসীনতা দেখায়, তখনই ধীরে ধীরে যোগাযোগের আগ্রহ এবং রাস্তা বন্ধ হতে থাকে!

নিয়মিত যোগাযোগ না করা, সময় না দেয়া, কথা না বলা, এসবে মূলত সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে! আর তারপর? সম্পর্কে উদাসীনতা, গুরুত্বহীন মনে করা, মানুষটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো ভয়াবহ সম্ভাবনা দেখা দেয়।

যে সত্যি ভালোবাসে, সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ক্ষত বা যন্ত্রণা যে নিতে পারে না, সে কখনোই চায় না সামান্য কারণে সম্পর্ক নষ্ট হোক। সে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটাকে আগলে রাখতে চায়। আর যার কাছে সম্পর্কের বিন্দুমাত্র গুরুত্ব নেই, মানুষটার প্রতি আগ্রহ নেই, সেই গা ছাড়া ভাব নিয়ে সম্পর্কে থাকে। যোগাযোগহীনতায় ফেলে রাখে সব। তার কাছে সম্পর্ক থাকা, না থাকা দুটোই সমান!

তুমি যারে ভালবাসো, সে যেন তোমার অভাবে না মরে।তামাম দুনিয়ার সব অভাব তারে জড়ায় ধরুক, শুধু তোমার অভাব যেন তারে জড়ায় না ধরে।...
15/04/2025

তুমি যারে ভালবাসো, সে যেন তোমার অভাবে না মরে।তামাম দুনিয়ার সব অভাব তারে জড়ায় ধরুক, শুধু তোমার অভাব যেন তারে জড়ায় না ধরে। ভাতের অভাব বলো,কাপুড়ের অভাব দুনিয়ার সব অভাবই এক সময় না এক সময় চলে যায়। জেনে রাখো শুধু কেউ ভালবাসার অভাবে অভাবী হলে সেই অভাব যায় না।

কাউকে ভালবাসলে ভেঙেচুরে বাসো। ভেঙেচুরে মানে আমার তোমাকেই লাগবে, লাগবে মানে লাগবেই।তোমাকে ছাড়া আমার কোন অস্তিত্ব নেই প্রমাণিত।
যেন বাস্তবতা নামক ঝড় এসে আচমকা উপড়ে ফেলতে না পারে গাছের শেকড়। কাউকে ধরলে শক্ত করে ধরো। এমন ভাবে শক্ত করে ধরো,যেন ঝড়ে ছুটে আসা যে কোন অজুহাতের আঘাত ফেলতে না পারে বুকের দোচালা ঘর।এমন কইরা মুচড়ে ধরো যেন বিশ্বাস ভাঙার অস্ত্র বুকে এসে না লাগে।

যদি ভেঙে চুরে ভালবাসতে নাই পারো,যদি শক্ত করে সারাজীবনের জন্য হাত ধরতে না পারো,তাইলে কাউরে দু,দিন ফুর্তি জন্য ভালবাসা দেখিও না। ভেতর থেকে জ্যান্ত রেখে মানুষ মারার সবচেয়ে বড় অস্ত্র ভালবাসা দিয়ে ভালবাসা কেড়ে নেওয়া।

゚viralシfypシ゚ ゚ ゚viralシ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Suvra's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share