02/08/2024
ফাহাদ স্যার,ইয়াসিন ভাইয়া,শুভ ভাইয়া। তারা এখন কেরানিগঞ্জ জেলখানায় আছে। কতদিন থাকবে তা কেউ জানে না। মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। যে শিক্ষকরা শিক্ষার্থীদের সমর্থন দিয়েছিল আজ তারা জেলখানায় আছে আসামী হয়ে। তোমরা যারা শিক্ষার্থী ,তারা কি করতে পারো এখন? তোমরা যারা মাঠে নামতেছো তারা অবশ্যই ভাইয়াদের নি:শর্ত মুক্তির দাবীতে পোস্টার,প্লাকোড নিয়ে নামবে। তোমাদের কন্ঠে প্রতিবাদী আওয়াজ তুলতে হবে।মিছিলে মিছিলে ভাইয়াদের মুক্তির কথা বলতে হবে। যারা বাসাতে থাকবে তারাও সেখান থেকে প্রতিবাদ করো।নিউজটি অনলাইন + অফলাইনের সকল জায়গায় ছড়িয়ে দাও। শেয়ার নয়,কপি করে ডিরেক্ট পোস্ট করবে। কাল থেকেই শুরু হবে তোমাদের এই আওয়াজ,তোমাদের প্রতিবাদ। Fahad's Tuitorial আর বন্দি পাঠশালার কেউ ভাল নেই। ভাল থাকার অভিনয় করছে সবাই।এগুলো তোমরা বুঝতে পারবে না। বি:দ্র: Fahad's Tuitorial & বিপি এই দুই গ্রুপে কোন পোস্ট এপ্রুভ করা হবে না। তোমরা তোমাদের নিজেদের টাইমলাইন ,নিজেদের কলেজ গ্রুপ সহ সকল জায়গায় আওয়াজ তুলো। এবার শিক্ষকরাই তোমাদের অনুরোধ করছে, তোমরা আওয়াজ থামাইও না। তোমরা আওয়াজ থামিয়ে দিলে এই শিক্ষকদের মতোন আরোও অনেকে হারিয়ে যাবে।একদিন হয়তো তোমার আরোও পছন্দের কোন শিক্ষক তোমাদের ছেড়ে চলে যাবে। যার যতটুকু সামর্থ আছে তা নিয়েই প্রতিবাদ করো। মনে রেখো, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যে সেতুবন্ধন আছে সেটার শক্তি যে কোন শক্তিকে হার মানাবে।কখনও ভাবি নি,
তোমাদের কাছে এরকম একটা নিউজ দিতে হবে।
তোমরা তোমাদের প্রতিবাদী আওয়াজ তুলো
~কাব্য ভাইয়া