10/05/2024
জীবনের মানে কি,,,,,
জীবনের মানে সময়ের সাথে চলা, টাকা-পয়সা কামানো,ধন-সম্পদ করা বা শুধু খাওয়া-দাওয়া আর ভোগ-বিলাসিতা ও আরাম-আয়েশ করে জীবন কাটিয়ে দেওয়া!!
এগুলোর মানেই কি আমাদের এই মানব জীবনে আসা নাকি অন্য ভালো কিছুর উদ্দেশ্যে আমাদের আগমন ঘটে??
এর উওর কেউ যদি খুজতে যায় তখন একটাই উত্তর আমাদের চারপাশে ঘুরে ফিরে কিন্তু আমরা কেউ সেটা বুঝতে পারি আবার কেউ বা পারি না,,,
এর কারণ কি,,,,
কারণ আমরা যখন খুব বিপদে -আপদে পড়ি তখন আমাদের অতীতের সবকিছু ভুলে যেতে চাই আর সেটার জন্য অনু সূচনা করি শুধুমাএ তখন বিপদ থেকে রক্ষা পাবার জন্য।
আর তার কারনেই আমাদের বিপদ বার বার আসে,
আর সেই বিপদ থেকে রক্ষা পাবার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই।
আর কারও প্রার্থনা হয়তো শুনেন কিন্ত সাথে সাথে হয়তো সেই বিপদ থেকে রক্ষা করেন না।
কিন্তু তিনি করবেন । 💝
কিন্তু কখন করবেন সেটা তিনি আপনার, আমার আমাদের সবার জন্যই রেখে দিয়েছেন ।
আর আমরা ধৈর্য হারিয়ে ফেলছি বার বার। এই ধৈর্য হারিয়ে ফেলার পরে-ও তিনি আমাদেরকে বার বার পথ দেখান। কিন্তু সেই পথ যখন আমরা সবাই অনুসরণ করতে পারবো
ঠিক তখন থেকে আমাদের "" জীবন বৃত্তান্ত ""💖 ঈশ্বরের সান্নিধ্যে ফুলের মতো পবিত্র থাকবে।
তাই আশা করি,,,,
আমি নিজেও এই পথে চলার চেষ্টা করি আর আমাদের সবাই এক এক করে যদি এভাবে ঈশ্বরের সান্নিধ্যে বসবাস করতে পারি ❤️🩹
তাহলে ঈশ্বরের গৌরব হবে ❤️❤️❤️💘
আর আমরা মানব জাতি হিসেবে অনেক উপরে স্থান করে নিতে পারবো এই সুন্দর পৃথিবীতে ❣️❣️❤️