NJR PIYAL PURI

NJR PIYAL PURI i am the big fan of ""Neymar JNR ""
So, my first titled with full name is """
"""" NJR PIYAL PURI """"

জীবন মানে ধুসর সাদা-কালো গোধূলির মতন,,,,অনেকটা সময় আঁকাবাকা এক গন্তব্যের উদ্দেশে আমরা চলতে থাকি,,,কোন কূল কিনারা থাকে না...
16/07/2024

জীবন মানে ধুসর সাদা-কালো গোধূলির মতন,,,,
অনেকটা সময় আঁকাবাকা এক গন্তব্যের উদ্দেশে আমরা চলতে থাকি,,,কোন কূল কিনারা থাকে না,,
সেথেকে অন্তিম পথের দেখা পেতে আমাদের অনেক সংগ্রাম করে বাধা টপকাতে হয় বেশিরভাগ সময়।
আর ঐ সময়টুকুই আমাদের জীবনের সুখে থাকার অংশ টা কেড়ে নেয়
আর এভাবেই আমরা বেশিরভাগ সময় কষ্টে, দুঃখের স্বাক্ষী হতে থাকি অনবরত আমাদের এই ছোট্ট জীবনে ⚠️💔👤💀😓
কলমে,,,,,,,,,✍️
জীবনবৃত্তান্ত - Bio-data (পিয়াল পিউরিফিকেশন)

আহারে জীবন!!! জীবন নিয়ে ভাবতে হয় মাঝে মধ্যে, আর যে যত বেশি নিজ নিজ জায়গা থেকে জীবন নিয়ে ভাবতে বা পরিকল্পনা করতে পারে, সে...
17/06/2024

আহারে জীবন!!!
জীবন নিয়ে ভাবতে হয় মাঝে মধ্যে, আর যে যত বেশি নিজ নিজ জায়গা থেকে জীবন নিয়ে ভাবতে বা পরিকল্পনা করতে পারে, সেই প্রকৃতভাবে সাহসী মানব!
♥️
এখন বর্তমানের পরিস্থিতি অনুযায়ী আমাদের জীবনের মায়া দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এর পিছনে অনেক কারণই আছে যেগুলো আমরা আমাদের জীবনে গুরুত্ব দিচ্ছি না,,,,
কেন দিচ্ছি না,,,??? এর কারণ আমাদের প্রত্যেকের কাছেই আছে
আর তা আমরা গভীরভাবে উপলব্ধি করলে সহজভাবে খুঁজে বের করতে পারি। এমতাবস্থায় করণীয়গুলো আপনাকেই বের করে সহজ সমাধান করে নিতে পারলেই কেবল বাকীটা জীবন সুন্দর হবে বলে ধারণা করা যায় ♥️🙏👍
লেখায় ✍️
পিউরিফিকেশন পিয়াল
(জীবনবৃত্তান্ত)

জীবনের মানে কি,,,,,জীবনের মানে সময়ের সাথে চলা, টাকা-পয়সা কামানো,ধন-সম্পদ করা বা শুধু খাওয়া-দাওয়া আর ভোগ-বিলাসিতা ও আরাম-...
10/05/2024

জীবনের মানে কি,,,,,
জীবনের মানে সময়ের সাথে চলা, টাকা-পয়সা কামানো,ধন-সম্পদ করা বা শুধু খাওয়া-দাওয়া আর ভোগ-বিলাসিতা ও আরাম-আয়েশ করে জীবন কাটিয়ে দেওয়া!!
এগুলোর মানেই কি আমাদের এই মানব জীবনে আসা নাকি অন্য ভালো কিছুর উদ্দেশ্যে আমাদের আগমন ঘটে??
এর উওর কেউ যদি খুজতে যায় তখন একটাই উত্তর আমাদের চারপাশে ঘুরে ফিরে কিন্তু আমরা কেউ সেটা বুঝতে পারি আবার কেউ বা পারি না,,,
এর কারণ কি,,,,
কারণ আমরা যখন খুব বিপদে -আপদে পড়ি তখন আমাদের অতীতের সবকিছু ভুলে যেতে চাই আর সেটার জন্য অনু সূচনা করি শুধুমাএ তখন বিপদ থেকে রক্ষা পাবার জন্য।
আর তার কারনেই আমাদের বিপদ বার বার আসে,
আর সেই বিপদ থেকে রক্ষা পাবার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই।
আর কারও প্রার্থনা হয়তো শুনেন কিন্ত সাথে সাথে হয়তো সেই বিপদ থেকে রক্ষা করেন না।
কিন্তু তিনি করবেন । 💝
কিন্তু কখন করবেন সেটা তিনি আপনার, আমার আমাদের সবার জন্যই রেখে দিয়েছেন ।
আর আমরা ধৈর্য হারিয়ে ফেলছি বার বার। এই ধৈর্য হারিয়ে ফেলার পরে-ও তিনি আমাদেরকে বার বার পথ দেখান। কিন্তু সেই পথ যখন আমরা সবাই অনুসরণ করতে পারবো
ঠিক তখন থেকে আমাদের "" জীবন বৃত্তান্ত ""💖 ঈশ্বরের সান্নিধ্যে ফুলের মতো পবিত্র থাকবে।
তাই আশা করি,,,,
আমি নিজেও এই পথে চলার চেষ্টা করি আর আমাদের সবাই এক এক করে যদি এভাবে ঈশ্বরের সান্নিধ্যে বসবাস করতে পারি ❤️‍🩹
তাহলে ঈশ্বরের গৌরব হবে ❤️❤️❤️💘
আর আমরা মানব জাতি হিসেবে অনেক উপরে স্থান করে নিতে পারবো এই সুন্দর পৃথিবীতে ❣️❣️❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NJR PIYAL PURI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share