23/10/2025
দেখতে দেখতে দুই বছর হয়ে গেল তুই আমাদের মাঝে নাই 😭
কিন্তু এখনো বিশ্বাসী হয় না 😭জানিস তোর মেয়েটার অনেক বড় হয়েছে আর তোর মতই পাকনা বুড়ি হয়েছে ❤️
এখন রাত দুইটা বাজে ঘুম আসতেছে না জানালার কাছে যে আকাশের দিকে তাকিয়ে দেখি ছয়টা তারা। তারা গুলো হচ্ছে আমার দাদা-দাদী নানা-নানী তুই আর বড় মামা 😭কয়েকটা বছরের ব্যবধানে এই ছয় জন আপন মানুষকে হারাইছি।দুনিয়াতে যখন এসেছি মরতে তো হবেই আজ নয়তো কাল😭😭😭