03/08/2025
আমি ফিহাকে সব সময় বলতাম আমরা যদি উওরাতে থাকতাম তোমাকে মাইলস্টোন স্কুল এ পড়াতাম। বাট ওর বাবার অফিস দূরে হয়ে যাবে তাই আর যাওয়া হয়নি। আমার ভাই ও মাইলস্টোন থেকে পড়েছে অনেক আত্মীয়স্বজনের বাচ্চারা পড়ে,ফিহার কাজিন ও পড়ে।আল্লাহর রহমতে ওরা সবাই ভালো আছে। আমাদের নোয়াখালীর মানুষের পছন্দের তালিকায় আছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। আজকে মেয়ে আমাকে বলে আম্মু আজকে যদি আমি ওই স্কুল এ পড়তাম। বিমান পড়ার সময় যদি আমি ক্লাস এ থাকতাম তোমার কেমন লাগতো🥲।কথাটা শুনার পর বুকের ভেতর কেমন জানি মোচড় দিলো ওকে জড়িয়ে ধরলাম 🥲🥲।আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন🤲🤲