Aziz Bin Amir

Aziz Bin Amir I like to talk about higher education, requirements, scholarships and how to get them.

One of the best university in Canada
21/06/2025

One of the best university in Canada

JUMMAH MUBARAK
20/06/2025

JUMMAH MUBARAK

যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থানে বসে ৮০ বার নিম্নোক্ত দরূদ শরিফটি পাঠ করবে তার ৮০ বছরের ( ছগিরা) গুনাহ মাফ করে দেয়া হবে এবং ৮০ বছরের ইবাদাত বন্দেগির সওয়াব লিখে দেয়া হবে।

দরূদ শরিফটি হচ্ছে =

أَللّٰهُمَّ صَلِّ عَلٰی مُحَمَّدِ نِ النَّبِيِّ الْأُمِّيِّ وَ عَلٰی آلِهِ وَ سَلِّمْ تَسْلِیْماً

উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন্নাবিয়্যিল উম্মিয়্যি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।

অর্থ : হে আল্লাহ! দরুদ ও শান্তি বর্ষণ করুন উম্মি নবি মুহাম্মাদ সা. এবং তাঁর পরিবার-পরিজনের উপর।

Scholarship update: Canada
11/06/2025

Scholarship update: Canada

ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ প্রোগ্রামে আবেদন চলছে। পিএইচডির জন্য চার বছর পর্যন্ত আর্থিক সুবিধা।

IELTS এ আরেকটা CHANGE!
11/06/2025

IELTS এ আরেকটা CHANGE!

Congratulations Class of 2025 🎉
08/06/2025

Congratulations Class of 2025 🎉

06/06/2025

আমি এতদিন জানতামইনা যেটা আজ জুম্মার নামাজের খুৎবা থেকে শিখলাম। যিলহজের তাকবির 📿🕋
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ"
(আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, এবং সকল প্রশংসা আল্লাহর)

এই তাকবিরটি যিলহজ মাসের প্রথম ১০ দিন, বিশেষ করে ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত—প্রতিটি ফরজ নামাজের পর পাঠ করা সুন্নাত।

আসুন, এই বরকতময় দিনগুলো আল্লাহর স্মরণে কাটাই।
#যিলহজ #তাকবির #ইসলামিক_অনুরোধ #ঈদুল_আযহা

হে আল্লাহ , আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং আমাদের কোরবানী কবুল করুন। সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। 🎉 ঈদ মোবারাক।...
06/06/2025

হে আল্লাহ , আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং আমাদের কোরবানী কবুল করুন। সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। 🎉 ঈদ মোবারাক। 🎉

06/06/2025

Beautiful Dubai celebrating Eid 😊

06/06/2025

Goru Kinsen naki kinben?
Allah.. gorur daam komaya dao
🙏😭🙏

গতকাল আমার একটি স্টুডেন্ট এর US F1 ভিসা ইস্যু হয়েছে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহতাআলার। ট্রাম্প ভিসা দেয়া বন্...
05/06/2025

গতকাল আমার একটি স্টুডেন্ট এর US F1 ভিসা ইস্যু হয়েছে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহতাআলার। ট্রাম্প ভিসা দেয়া বন্ধ রেখেছে এরকম গুজবে কান দিবেননা। সঠিকভাবে প্রসেস করলে আপনিও শত বাধা পার করে সাফল্য অর্জন করবেন ইনশাআল্লাহ।

আমার জন্য দোআ করবেন যেন আমি আমাদের দেশের স্টুডেন্টদের আরো বেশি করে সাহায্য করতে পারি। ধন্যবাদ।

05/06/2025

🎓 আমেরিকায় জানুয়ারি ২০২৬ এ স্টুডেন্ট ভিসার জন্য প্রস্তুতির (গুরুত্বপূর্ণ নির্দেশনা)

✅ ১. বিশ্ববিদ্যালয় নির্বাচন:
State/Public বিশ্ববিদ্যালয়গুলোতে এপলাই করার চেষ্টা করুন আর যদি পর্যাপ্ত বাজেট থাকে তাহলে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি নির্বাচন করুন। স্টেট ইউনিতে অ্যাপ্লিকেশন ডেডলাইন তুলনামূলকভাবে আগে শেষ হয় এবং এসব বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতাও একটু বেশি থাকে, তাই নিজের প্রোফাইল অনুযায়ী উপযুক্ত এবং একাধিক বিকল্প বিশ্ববিদ্যালয় বাছাই করুন। একটি বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করে বসে থাকলে পরে যদি এডমিশন না হয় সেক্ষেত্রে আপনার অনেক সময় নষ্ট হবে এবং সেমিস্টার মিস করে ফেলবেন। এই বিষয়গুলো মাথায় রেখে যথেষ্ট সময় হাতে রেখে এপ্লাই করা জরুরি।

✅ ২. অফার লেটার/I-20 প্রসেসিং টাইম:
প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার তারাতারি আসলেও State/Public বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার বা I-20 আসতে সাধারণত ১ থেকে ১.৫ মাস বা তার একটু বেশি সময় লেগে যেতে পারে। তাই একটু দেরি হলে আপসেট হওয়ার কিছু নেই, অপেক্ষা করতে হবে, নিয়মিত ইউনিভার্সিটির সাথে যোগাযোগ রাখতে হবে।

✅ ৩. এম্ব্যাসি অ্যাপয়েন্টমেন্ট:
বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়মত এম্ব্যাসির ডেট পাওয়া। ইনটেক শুরুর আগেই যদি সাক্ষাৎকারের ডেট নিশ্চিত করতে চান, তাহলে অবশ্যই এখানে সময় দিতে হবে এবং আগেভাগে প্রস্তুতি নিতে হবে।

✅ ৪. ভিসা ইন্টারভিউ প্রস্তুতি:
আমেরিকান ভিসা মূলত ইন্টারভিউভিত্তিক। তাই আত্মবিশ্বাসের সাথে উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত অনুশীলন ও সময় নেওয়া জরুরি। ভিসা ইন্টারভিউ এ যত প্রশ্ন আসতে পারে সেগুলো ভালো মতো প্র্যাক্টিস করতে হবে। হাসি মুখে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাক্টিস করবেন, চেহারায় কনফিডেন্স নিয়ে আসার চেচ্টা করতে হবে। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।

📌 পরামর্শ: উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে অন্তত ৪ থেকে ৬ মাস সময় হাতে রেখে আবেদন প্রক্রিয়া শুরু করা উচিত।

💰 মোট খরচ (এভারেজ):

# Application Fee: ২/৩ টি বিশ্ববিদ্যালয়ের জন্য (ইউনিভার্সিটি অনুযায়ী পরিবর্তনশীল $১০০ থেকে $২০০)
# Transcript Evaluation (if needed)
# Embassy Fee: 185 USD
# SEVIS Fee: 350 USD

➡️ গড়ে ৯০,০০০ - ১,০০,০০০ টাকার মধ্যে সম্পূর্ণ ভিসা প্রসেস করা সম্ভব।

📄 প্রয়োজনীয় ডকুমেন্টস:

পাসপোর্ট + ছবি + সকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট + ইংরেজি দক্ষতার প্রমাণ (IELTS / TOEFL / Duolingo / MOI / PTE / GRE etc).

📢 এবার কিছু ভালো খবর : (আসলে কিন্তু ভালো না)

ইংরেজি প্রফিসিয়েন্সি না থাকলেও, IELTS স্কোর কম (5.5 ওর লো) হলেও, লম্বা স্টাডি গ্যাপ থাকলেও এপ্পলাই করা যাবে, এডমিশন ও আসবে যদিও আমি ব্যক্তিগত ভাবে এই ধরণের কাজগুলো করিনা। কারণ আপনার এডমিশন করানো আমার মুক্ষ উদ্দেশ্য না, আমি চাই আপনি যেন ভিসা নিয়ে বের হন।

আমি State/Public ওর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ১০০% অ্যাডমিশন নিশ্চিত করে দিতে পারি, কিছু স্কলারশিপ এর জন্য হেল্প করতে পারি। আপনার প্রয়োজন হলে আমার থেকে সহায়তা নিতে পারেন।

📞 বিস্তারিত জানার জন্য ইনবক্সে যোগাযোগ করুন।

Address

Dhaka

Telephone

+8801707073116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aziz Bin Amir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aziz Bin Amir:

Share

Category