08/07/2025
সৌন্দর্য শুধু নারীর জন্য নয়, পুরুষেরও আছে...
ভিড়ের মাঝেও যে পুরুষ তোমায় আগলে রাখে—
সে পুরুষের সৌন্দর্য জানো কী? তোমার প্রতি তার শ্রদ্ধা।
ফুটপাত দিয়ে হাঁটার সময় যে পুরুষ নিজে ডানদিকে থেকে তোমাকে বামদিকে রাখে—
তার সৌন্দর্যের নাম? তোমার নিরাপত্তা।
যে পুরুষ তোমায় বাসে-ট্রেনে সবসময় জানালার পাশে বসতে দেয়—
সে চুপচাপ ভালোবেসে বলে, তোমার ভালো লাগাটাই আমার আনন্দ।
যে পুরুষ তার কষ্টের উপার্জন তোমার হাতে তুলে দিয়ে বলে, “সংসারটাকে সামলে নিও”—
সে পুরুষের সৌন্দর্য একটাই—আস্থা।
যে পুরুষ একপলক তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়,
সামান্য দূরত্বেও পাগলামো করে—
তার সৌন্দর্যের নাম শুধু একটাই—ভালোবাসা।
যখন তুমি রাগে-অভিমানে অগ্নিরূপ ধারণ করো,
তখন যে পুরুষ নিশ্চুপ থেকে শেষে শুধু বলে—“ভালোবাসি”,
তার সৌন্দর্যকে ডাকা যায় এক নামে—গুরুত্ব।
যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে না,
সে কখনোই প্রকৃত পুরুষ হতে পারে না।
কারণ, পৌরুষ মানে শুধু শক্তি নয়—মানেও মর্যাদা।
পুরুষ ফার্মেসি থেকে শুধু ক*নড*ম কেনে এমন নয়,
সে স্ত্রী-প্রেমিকার প্রয়োজনের কথা ভেবে প্যাডও নিয়ে আসে।
সে বুকপকেটে গোপনে লুকিয়ে রাখে ছোট্ট উপহারের খুশি।
রাত গভীর হলে, পুরুষ কেবলই শরীর খোঁজে এমন ভাবলে ভুল করবে—
সে স্ত্রীর কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করে, “ব্যথাটা কমেছে তোমার?”
পুরুষ মানুষ নিজেরটা বুঝে এমন না—
সে তোমার পেছনে দাঁড়িয়ে তোমার ডানায় সাহস জোগায়।
তবুও যদি তুমি বলো—
সব পুরুষই খারাপ, পুরুষ মানেই স্বার্থপর,
তাহলে বলতেই হয়—
তুমি এখনও পুরুষত্ব দেখেছ, কিন্তু ‘পৌরুষত্ব’ দেখনি।
শোনো নারী—সৌন্দর্য শুধু তোমার নয়, সৌন্দর্য পুরুষেরও আছে…
তুমি খুঁজে দেখোনি মাত্র… ❤️