Feelora

Feelora Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feelora, Digital creator, 1212, Dhaka.

স্বাগতম Feelora-তে—প্রতিদিনের কিছু না-কথা, না-দেখা মুহূর্ত আর হারিয়ে যাওয়া ভাবনাগুলো এখানে ধরা পড়ে শব্দে ও ছবিতে।
যদি কৌতূহলী মন থাকে, তবে একদিন তুমি নিজেকেই খুঁজে পাবে এই পাতায়...

তুমি কি জানো!➤ গবেষণায় দেখা গেছে, অনেক মানুষ ঘুমের মধ্যে Lucid Dream দেখতে পারে—যেখানে তারা জানে যে তারা স্বপ্ন দেখছে, ...
08/07/2025

তুমি কি জানো!
➤ গবেষণায় দেখা গেছে, অনেক মানুষ ঘুমের মধ্যে Lucid Dream দেখতে পারে—যেখানে তারা জানে যে তারা স্বপ্ন দেখছে, এবং ইচ্ছে মতো স্বপ্নের ভেতর সবকিছু নিয়ন্ত্রণও করতে পারে!
✔️ অর্থাৎ ঘুমিয়ে থেকেও তুমি হতে পারো নিজের কল্পনার পৃথিবীর রাজা!

সৌন্দর্য শুধু নারীর জন্য নয়, পুরুষেরও আছে...ভিড়ের মাঝেও যে পুরুষ তোমায় আগলে রাখে—সে পুরুষের সৌন্দর্য জানো কী? তোমার প্রত...
08/07/2025

সৌন্দর্য শুধু নারীর জন্য নয়, পুরুষেরও আছে...

ভিড়ের মাঝেও যে পুরুষ তোমায় আগলে রাখে—
সে পুরুষের সৌন্দর্য জানো কী? তোমার প্রতি তার শ্রদ্ধা।

ফুটপাত দিয়ে হাঁটার সময় যে পুরুষ নিজে ডানদিকে থেকে তোমাকে বামদিকে রাখে—
তার সৌন্দর্যের নাম? তোমার নিরাপত্তা।

যে পুরুষ তোমায় বাসে-ট্রেনে সবসময় জানালার পাশে বসতে দেয়—
সে চুপচাপ ভালোবেসে বলে, তোমার ভালো লাগাটাই আমার আনন্দ।

যে পুরুষ তার কষ্টের উপার্জন তোমার হাতে তুলে দিয়ে বলে, “সংসারটাকে সামলে নিও”—
সে পুরুষের সৌন্দর্য একটাই—আস্থা।

যে পুরুষ একপলক তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়,
সামান্য দূরত্বেও পাগলামো করে—
তার সৌন্দর্যের নাম শুধু একটাই—ভালোবাসা।

যখন তুমি রাগে-অভিমানে অগ্নিরূপ ধারণ করো,
তখন যে পুরুষ নিশ্চুপ থেকে শেষে শুধু বলে—“ভালোবাসি”,
তার সৌন্দর্যকে ডাকা যায় এক নামে—গুরুত্ব।

যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে না,
সে কখনোই প্রকৃত পুরুষ হতে পারে না।
কারণ, পৌরুষ মানে শুধু শক্তি নয়—মানেও মর্যাদা।

পুরুষ ফার্মেসি থেকে শুধু ক*নড*ম কেনে এমন নয়,
সে স্ত্রী-প্রেমিকার প্রয়োজনের কথা ভেবে প্যাডও নিয়ে আসে।
সে বুকপকেটে গোপনে লুকিয়ে রাখে ছোট্ট উপহারের খুশি।

রাত গভীর হলে, পুরুষ কেবলই শরীর খোঁজে এমন ভাবলে ভুল করবে—
সে স্ত্রীর কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করে, “ব্যথাটা কমেছে তোমার?”

পুরুষ মানুষ নিজেরটা বুঝে এমন না—
সে তোমার পেছনে দাঁড়িয়ে তোমার ডানায় সাহস জোগায়।

তবুও যদি তুমি বলো—
সব পুরুষই খারাপ, পুরুষ মানেই স্বার্থপর,
তাহলে বলতেই হয়—
তুমি এখনও পুরুষত্ব দেখেছ, কিন্তু ‘পৌরুষত্ব’ দেখনি।

শোনো নারী—সৌন্দর্য শুধু তোমার নয়, সৌন্দর্য পুরুষেরও আছে…
তুমি খুঁজে দেখোনি মাত্র… ❤️

তুমি কি জানো!➤ কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে এমন ধারণা আছে, যেখানে একটি কণাও একই সময়ে একাধিক জায়গায় থাকতে পারে! একে বলে "সুপা...
07/07/2025

তুমি কি জানো!
➤ কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে এমন ধারণা আছে, যেখানে একটি কণাও একই সময়ে একাধিক জায়গায় থাকতে পারে! একে বলে "সুপারপজিশন", আর এটা প্রমাণ করেছে যে বাস্তবতা আমাদের চোখে যা দেখা যায়, তা পুরো সত্য নয়!
✔️ অর্থাৎ তুমি যদি এখন ঘরে বসে থাকো—তবুও বিজ্ঞান বলে, তুমি অন্য কোথাও থাকার সম্ভাবনাও রাখো!

তুমি কি জানো!➤ জাপানে এমন এক গাছ আছে যেটিকে ‘উইপিং ট্রি’ (Weeping Tree) বলা হয়—মানুষ বিশ্বাস করে এটি রাতে কান্নার শব্দ ...
06/07/2025

তুমি কি জানো!
➤ জাপানে এমন এক গাছ আছে যেটিকে ‘উইপিং ট্রি’ (Weeping Tree) বলা হয়—মানুষ বিশ্বাস করে এটি রাতে কান্নার শব্দ করে! অনেকে রাতে এ গাছের পাশে দাঁড়িয়ে হঠাৎ কারো দীর্ঘশ্বাস বা ফিসফিসানি শুনেছে বলে দাবি করেছে!
✔️ সব গাছ ছায়া দেয়, কিছু গাছ ছায়ার মধ্যেই রেখে যায় এক অজানা কাঁপুনি...

তুমি কি জানো!➤ ঘুমের মধ্যে মানুষ কখনো কখনো 'exploding head syndrome' নামের এক রহস্যময় অভিজ্ঞতা পায়—যেখানে ঘুমাতে যাওয়া...
05/07/2025

তুমি কি জানো!
➤ ঘুমের মধ্যে মানুষ কখনো কখনো 'exploding head syndrome' নামের এক রহস্যময় অভিজ্ঞতা পায়—যেখানে ঘুমাতে যাওয়ার মুহূর্তে মনে হয় মাথার ভেতর বিকট বিস্ফোরণ হলো, অথচ বাস্তবে কিছুই হয়নি!
✔️ একরকম ঘুম যেখানে শব্দ নেই, কিন্তু শব্দে ঘুম ভেঙে যায়—এটাই কি মস্তিষ্কের রহস্য?

তুমি কি জানো!➤ ইন্দোনেশিয়ার একটি গ্রামে মৃত মানুষদের প্রতি বছর কবর থেকে তোলা হয়, পরিষ্কার করা হয়, আর নতুন জামা পরিয়ে...
04/07/2025

তুমি কি জানো!
➤ ইন্দোনেশিয়ার একটি গ্রামে মৃত মানুষদের প্রতি বছর কবর থেকে তোলা হয়, পরিষ্কার করা হয়, আর নতুন জামা পরিয়ে হাঁটানো হয় রাস্তায়! এই উৎসবের নাম Ma'nene, যেখানে মৃত্যু মানে শেষ নয়—নতুন করে দেখা!
✔️ মৃত্যুকে যেখানে সবাই ভয় পায়, সেখানে এক গ্রাম তাকে আলিঙ্গন করে!

তুমি কি জানো!➤ আমাজান জঙ্গলে এমন এক উপজাতি আছে, যাদের কোনো নাম নেই, ভাষা নেই, এমনকি তারা অন্য কোনো মানুষ দেখলেই তীর ছুড়ে...
03/07/2025

তুমি কি জানো!
➤ আমাজান জঙ্গলে এমন এক উপজাতি আছে, যাদের কোনো নাম নেই, ভাষা নেই, এমনকি তারা অন্য কোনো মানুষ দেখলেই তীর ছুড়ে মারে! এই ‘Uncontacted Tribes’ এখনো পাথর-যুগে বাস করে—তাদের জীবন আর সভ্যতা পুরো পৃথিবীর কাছে এক রহস্য!
✔️ এ যেন সময়ের মধ্যে লুকিয়ে থাকা এক জীবন্ত ইতিহাস—যাকে ছোঁয়া মানেই বিপদ!

তুমি কি জানো!➤ আমাজান জঙ্গলে এক ধরনের মাছ আছে, যার নাম ক্যান্ডিরু (Candiru)—এটি মানুষের শরীরে প্রস্রাবের রাস্তা দিয়ে ঢু...
02/07/2025

তুমি কি জানো!
➤ আমাজান জঙ্গলে এক ধরনের মাছ আছে, যার নাম ক্যান্ডিরু (Candiru)—এটি মানুষের শরীরে প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে ভেতরে আটকে যায়! এটি এত ছোট ও সূচালো যে স্থানীয়রা এটিকে বলে “রক্তখেকো শয়তান”!
✔️ প্রকৃতির ভেতরে কিছু অস্তিত্ব আছে, যেগুলো গল্প নয়—জ্যান্ত দুঃস্বপ্ন!

তুমি কি জানো!➤ আমাজান জঙ্গলে এমন এক “নিখোঁজ শহর” আছে, যার নাম "City of Z"—যা খুঁজতে গিয়ে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী Perc...
30/06/2025

তুমি কি জানো!
➤ আমাজান জঙ্গলে এমন এক “নিখোঁজ শহর” আছে, যার নাম "City of Z"—যা খুঁজতে গিয়ে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী Percy Fawcett ১৯২৫ সালে একেবারে গায়েব হয়ে যান! আজও তার কোনো খোঁজ মেলেনি, আর শহরটি সত্যি নাকি মিথ—তা নিয়ে রহস্য ঘনীভূত!
✔️ কিছু জায়গা কেবল মানচিত্রে নয়, কল্পনার গভীরেই হারিয়ে থাকে…

তুমি কি জানো!➤ একবার ভারতে বৃষ্টি হয়েছিল লাল রঙের! ২০০১ সালে কেরালার আকাশ থেকে কয়েক দিন ধরে রক্তের মতো লাল বৃষ্টি পড়েছিল...
29/06/2025

তুমি কি জানো!
➤ একবার ভারতে বৃষ্টি হয়েছিল লাল রঙের! ২০০১ সালে কেরালার আকাশ থেকে কয়েক দিন ধরে রক্তের মতো লাল বৃষ্টি পড়েছিল—যা দেখে অনেকে ভেবেছিল পৃথিবীর শেষ এসে গেছে!
✔️ পরে গবেষকরা দেখেছেন, বৃষ্টিতে মিশে ছিল একধরনের অজানা অণুজীব—যা আজও রহস্য!

তুমি কি জানো!➤ বাংলাদেশের ‘মহাস্থানগড়’ এলাকায় এমন এক কুয়ো আছে—যার পানি নাকি হাজার বছরেও শুকায় না! এর নাম ‘জিয়নকূপ’, ব...
28/06/2025

তুমি কি জানো!
➤ বাংলাদেশের ‘মহাস্থানগড়’ এলাকায় এমন এক কুয়ো আছে—যার পানি নাকি হাজার বছরেও শুকায় না! এর নাম ‘জিয়নকূপ’, বিশ্বাস করা হয় এই কুয়োর পানি অলৌকিকভাবে জীবন বাঁচাতে পারে!
✔️ ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা জল, যা আজও প্রবাহমান রহস্যের মতো!

তুমি কি জানো!➤ পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে "মাছ" পড়ে বৃষ্টির মতো! হন্ডুরাসে প্রতি বছর “Fish Rain” নামে এক অদ্ভুত ঘটন...
28/06/2025

তুমি কি জানো!
➤ পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে "মাছ" পড়ে বৃষ্টির মতো! হন্ডুরাসে প্রতি বছর “Fish Rain” নামে এক অদ্ভুত ঘটনা ঘটে—আকাশ থেকে সত্যিই ছোট মাছ ঝরে পড়ে!
✔️ বৃষ্টিতে ভিজে আনন্দের বদলে যদি মাথায় পড়ে মাছ, তখন বোঝো প্রকৃতির কৌতুক কেমন হয়!

Address

1212
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feelora posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feelora:

Share