Feelora

Feelora Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feelora, Digital creator, 1212, Dhaka.

স্বাগতম Feelora-তে—প্রতিদিনের কিছু না-কথা, না-দেখা মুহূর্ত আর হারিয়ে যাওয়া ভাবনাগুলো এখানে ধরা পড়ে শব্দে ও ছবিতে।
যদি কৌতূহলী মন থাকে, তবে একদিন তুমি নিজেকেই খুঁজে পাবে এই পাতায়...

তুমি কি জানো!➤ বাংলাদেশের মেঘনা নদী হলো দেশের সবচেয়ে বড় নদী, আর এর রূপ ঋতু ভেদে একেবারে পাল্টে যায়!✔️ বর্ষাকালে এ নদী...
26/08/2025

তুমি কি জানো!
➤ বাংলাদেশের মেঘনা নদী হলো দেশের সবচেয়ে বড় নদী, আর এর রূপ ঋতু ভেদে একেবারে পাল্টে যায়!
✔️ বর্ষাকালে এ নদী পরিণত হয় বিশাল সাগরে—ঢেউয়ের গর্জন আর পানির তীব্র স্রোতে চারপাশ তছনছ করে ফেলে। আবার শীতে শান্ত আর বিস্তীর্ণ বালুচরে গড়ে ওঠে মানুষের বসতি, চাষাবাদ আর মেলা।

একই নদীর এ রূপান্তর সত্যিই বিস্ময়কর।

আজ সন্ধ্যার গোধূলি লগ্নে আকাশ রঙিন লাল আভার ছোঁয়ায় রূপকথার মতো লাগছে
24/08/2025

আজ সন্ধ্যার গোধূলি লগ্নে আকাশ রঙিন লাল আভার ছোঁয়ায় রূপকথার মতো লাগছে

তুমি কি জানো!➤ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ একমাত্র প্রবাল দ্বীপ, যাকে বলা হয় “কোরাল আইল্যান্ড”!✔️ নীল সমুদ্রের বুকে ...
23/08/2025

তুমি কি জানো!
➤ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ একমাত্র প্রবাল দ্বীপ, যাকে বলা হয় “কোরাল আইল্যান্ড”!
✔️ নীল সমুদ্রের বুকে এই ছোট দ্বীপ ঘিরে আছে স্বচ্ছ পানি, যেখানে নিচে স্পষ্ট দেখা যায় প্রবাল আর সামুদ্রিক মাছ। চাঁদের আলোয় দ্বীপটি এত উজ্জ্বল হয়ে ওঠে যে একে আবার “নারিকেল জিঞ্জিরা” নামেও ডাকা হয়।

এটি বাংলাদেশের সবচেয়ে অনন্য প্রাকৃতিক রত্ন।

পানি আর মেঘের একাকার দৃশ্য—স্বর্গ নেমে এসেছে!
23/08/2025

পানি আর মেঘের একাকার দৃশ্য—স্বর্গ নেমে এসেছে!

তুমি কি জানো!➤ বাংলাদেশের কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত, যা প্রায় ১২০ কিলোমিটার লম্বা!✔️ অ...
22/08/2025

তুমি কি জানো!
➤ বাংলাদেশের কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত, যা প্রায় ১২০ কিলোমিটার লম্বা!
✔️ অবিশ্বাস্য ব্যাপার হলো—এই সৈকতের পুরোটা জুড়েই বালির টানা রেখা, কোথাও কোনো পাথুরে বাধা নেই। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ সৈকতের রূপ বদলে যায়, আর রাতে ঢেউয়ের গর্জন যেন এক প্রাকৃতিক সংগীত।

এ কারণে একে বলা হয় “বাংলাদেশের নীল সমুদ্রের বিস্ময়”।

তুমি কি জানো!➤ বাংলাদেশের বান্দরবানের নীলগিরি পাহাড় এতটাই উঁচু আর রহস্যময় যে একে বলা হয় “মেঘের রাজ্য”!✔️ বর্ষাকালে এখ...
21/08/2025

তুমি কি জানো!
➤ বাংলাদেশের বান্দরবানের নীলগিরি পাহাড় এতটাই উঁচু আর রহস্যময় যে একে বলা হয় “মেঘের রাজ্য”!
✔️ বর্ষাকালে এখানে দাঁড়ালে মনে হয় চারপাশে শুধু সাদা মেঘের সমুদ্র—যেন আকাশের ভাসমান দ্বীপে আছি। ভোরবেলায় সূর্যের আলো যখন মেঘ ভেদ করে আসে, সেই দৃশ্য স্বপ্নের মতো লাগে।

এ কারণেই নীলগিরিকে বাংলাদেশের সবচেয়ে রোমান্টিক পাহাড় বলা হয়।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ১) মা ৯ মাস সন্তানকে বহন করেন, আর বাবা পুরো জীবনের বোঝা বহন করেন। দু’জনের ত্যাগই সমান,...
21/08/2025

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ

১) মা ৯ মাস সন্তানকে বহন করেন, আর বাবা পুরো জীবনের বোঝা বহন করেন। দু’জনের ত্যাগই সমান, তবুও কেন যেন বাবা সবসময় পিছিয়ে পড়েন।

২) মা বিনা বেতনে সংসার চালান, বাবা তার রক্ত-ঘামে উপার্জিত বেতন সংসারের জন্য ব্যয় করেন। অথচ বাবার অবদানকে তেমন করে কেউ মনে রাখে না।

৩) মা আমাদের ইচ্ছেমতো রান্না করেন, বাবা আমাদের ইচ্ছেমতো কিনে দেন। তাদের ভালোবাসা সমান, কিন্তু সমাজে মায়ের ভালোবাসাকেই বড় করে দেখা হয়।

৪) ফোন করলে প্রথমেই মায়ের খোঁজ নেই, কষ্ট পেলে মায়ের কোলেই চোখের জল ঝরে। অথচ বাবা কি কখনো মনে করেননি, সন্তানরা তাকে অন্য সময়ে ভুলে যায়?

৫) আলমারি ভর্তি থাকে মায়ের রঙিন শাড়ি আর বাচ্চাদের জামাকাপড়ে। বাবার জামা থাকে হাতে গোনা কয়েকটা, নিজের প্রয়োজনকে তিনি গুরুত্বই দেন না।

৬) মায়ের কাছে থাকে সোনার অলংকার, অথচ বাবার আঙুলে শুধু বিয়ের সময় পাওয়া একটা আংটি। তবুও মা অভিযোগ করেন, বাবা করেন না।

৭) বাবা সারা জীবন পরিবারের জন্য পরিশ্রম করেন। কিন্তু স্বীকৃতির পালা এলে বাবা সবসময় ছায়ায় থেকে যান।

৮) বয়স হলে সন্তানরা বলে—“মা অন্তত ঘরের কাজে সাহায্য করেন”, কিন্তু বাবাকে বলে “অকেজো”।

৯) আসল কারণ একটাই—বাবা পরিবারের মেরুদণ্ড। মেরুদণ্ড যেমন শরীরের পিছনে থাকে, তেমনি বাবা থেকেও যান সবসময় আড়ালে। অথচ সেই মেরুদণ্ডই আমাদের দাঁড় করিয়ে রাখে।

👉 তাই, সালাম জানাই পৃথিবীর সব বাবাদেরকে। যাদের ত্যাগ অনেক সময় চোখে পড়ে না, অথচ তাদের কারণেই আমরা দাঁড়িয়ে আছি দৃঢ় হয়ে।

#বাবারত্যাগ

তুমি কি জানো!➤ বাংলাদেশের হাকালুকি হাওর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাওরগুলোর একটি!✔️ বর্ষাকালে এ হাওর এতটাই বিস্তৃত হয় ...
20/08/2025

তুমি কি জানো!
➤ বাংলাদেশের হাকালুকি হাওর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাওরগুলোর একটি!
✔️ বর্ষাকালে এ হাওর এতটাই বিস্তৃত হয় যে মনে হয় এটি এক বিশাল সমুদ্র। শীতকালে আবার শুকিয়ে গিয়ে উন্মুক্ত হয় সবুজ ফসলের মাঠ। এটি শুধু প্রকৃতির নয়, হাজারো পাখি ও প্রাণীর জন্য এক আশ্রয়স্থল।

হাকালুকিকে বলা হয় “জল ও জীববৈচিত্র্যের স্বর্গরাজ্য”।

মৃত মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠিওমা,তুমি নেই, তাও আমি বেশ ভালো আছি—এমনটাই সবাইকে বলি।নতুন মা আমাকে ভীষণ খেতে দেয়—বাসী...
20/08/2025

মৃত মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠি

ওমা,
তুমি নেই, তাও আমি বেশ ভালো আছি—এমনটাই সবাইকে বলি।
নতুন মা আমাকে ভীষণ খেতে দেয়—বাসী তরকারি, পঁচা ভাত আর নষ্ট ডালে আমার পেট ভরে যায়।

জানো মা, এখন আমি শার্ট ধুতে পারি। তাই প্রতিদিন বাড়ির সবার কাপড় ধুই। পড়াশোনার ইচ্ছে থাকলেও আর বই নেই, নেই খাতা-কলম, নেই স্কুল ব্যাগ।

মা, আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় লাথি মারে। হয়তো খুব ভালোবাসে বলেই তাই করে। আমি প্রতিদিন ওকে জুতো-মোজা পড়িয়ে দিই, ওর বন্ধুদেরও পড়াই। এতে আমার মন ভালো থাকে, যদিও কারও বোঝা হয় না।

তোমার দেওয়া খাট-বিছানায় এখন ভাই শোয়। আমার জন্য জায়গা নেই, তাই সিঁড়ির নিচে মাদুর পেতে শুই। তবু আমি বলি, আমার কষ্ট হয় না।

মা, ঈদ এলে আমি পুরনো কাপড় পাই। সেদিন মনে হয় আমি যেন এক রাজ্যহীন রাজকুমারী। বৃষ্টি হলে আজও ভয় পাই, কিন্তু তোমার শেষ পড়নের কাপড়টা আমি লুকিয়ে রেখেছি। তাতে এখনও তোমার গন্ধ আছে। গন্ধটা নিলে মনে হয় তুমি আমায় জড়িয়ে রেখেছো।

মা, একটা অনুরোধ—কয়েক দিনের ছুটি করে দেবে? আমি তোমার কাছে গিয়ে দু’দিন শুধু তোমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতে চাই।

আজও তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, মা।

প্রত্যেক বাবার উচিত আড়াল থেকে হলেও মা-হারা এতিম সন্তানের খবর নেওয়া, কাছে টেনে নেওয়া। হয়তো একটু স্নেহই পারে তার অন্ধকার পৃথিবীতে আলো জ্বালাতে।

#মায়েরচিঠি #এতিমসন্তান #অভিমান #ভালোবাসা #হৃদয়েরকথা

Address

1212
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feelora posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feelora:

Share