Now with Furkan

Now with Furkan কৃষি খামার ও গ্রাম প্রকৃতি। I am Nasiruddin Furkan. I am happy to have you all in this work.Farmers are faced with many problems while doing agricultural work.

With our own family agricultural farm, we show the work of the farmers of rural Bengal, the common people of the township. This is our small effort to highlight all the tips, innovations, diversity of agriculture farm work. You can subscribe to our YouTube channel to watch regular videos and also follow our page
Shared with Public

স্বামীকে কিডনি দিয়েও সংসার টেকাতে পারলেন না টুনি, ভেঙে পড়লেন কান্নায়। কিডনি দেয়ার পরে ভালো হয়ে পরকীয়া প্রেমিকার সাথে আছে...
03/07/2025

স্বামীকে কিডনি দিয়েও সংসার টেকাতে পারলেন না টুনি, ভেঙে পড়লেন কান্নায়। কিডনি দেয়ার পরে ভালো হয়ে পরকীয়া প্রেমিকার সাথে আছে স্বামী।

বাড়িতে নতুন ঘরের সামনে। ঘরের ভেতরের ডেকোরেশন বেশি সুন্দর।
03/07/2025

বাড়িতে নতুন ঘরের সামনে। ঘরের ভেতরের ডেকোরেশন বেশি সুন্দর।

দেশি পুটিমাছ বিলের পুকুর সেচে ধরা।
03/07/2025

দেশি পুটিমাছ বিলের পুকুর সেচে ধরা।

মেধাবী হলেই ভালো চাকরি হয় না কেন?বি সিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে আশেপাশের গ্রামে ,নিজের আত্মীয় স্বজনের ছেলেমেয়েদের বিসিএ...
02/07/2025

মেধাবী হলেই ভালো চাকরি হয় না কেন?

বি সিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে আশেপাশের গ্রামে ,নিজের আত্মীয় স্বজনের ছেলেমেয়েদের বিসিএস ক্যাডার হওয়ার খবরে নিজের ছেলেমেয়েদের মেধার মাপকাঠি যাচাই করেন অনেক অভিভাবক। ভাবেন আমাদের আব্দুল ছবদুল তো তাদের চেয়ে ভালো ছাত্র। বিসিএস তো দূরের কথা একটা ছোটখাটো সরকারি চাকরি পেলো না। কত আফসোস তাদের। অথচ ছেলে অনেক ভালো বেতন পান একটি প্রাইভেট কোম্পানিতে। আমার কথা হলো ,যারা ছেলেমেয়েদের বড় চাকরি বিসিএস ক্যাডার বানানোর স্বপ্ন দেখেন তারা অনার্স পাস করার পরে আরো ৫ বছর বাপের হোটেলে থাকা খাওয়া ও নিয়োগ পরীক্ষার খরচ রেডি রাখবেন। অনার্স পাস করার পরেই ছেলেমেয়েদের কাছ থেকে ফিডব্যাকের আশা করলে সেই সদ্য পাস ছেলেমেয়েরা বাধ্য হয়ে বেসরকারি চাকরি করে এবং তাদের আর চাকরির জন্য ভালো প্রস্তুতি নেয়া হয় না। দেখবেন ক্লাসে প্রথম হওয়া শিক্ষার্থীর চেয়ে চতুর্থ পঞ্চম হওয়া শিক্ষার্থী অনেক সময় ভালো চাকরি পান। এর অন্যতম কারণ তার পরিবার তাকে কী কী সুযোগ দিয়েছে। নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পরীক্ষা দিতে ৪/৫ বছর যে শ্রম ও খরচ হয় তা ১৮ বছর শিক্ষা জীবনের কাছাকাছি। আমাদের দেশের অভিভাবকদের ধারণা পড়াশোনা করে চাকরি ই করতে হবে। তারা পড়াশোনা শেষ হলেই চাকরির টাকা দেখার আশায় থাকেন। যারা চাকরি পেয়েছেন তাদের কাছে শুনুন পড়াশোনা শেষ হওয়ার পরে তারা কী কী করেছেন কত বছর লেগেছে। আর একটি বিষয় , অর্থ উপার্জনের সাথে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। ক্লাসের সবচেয়ে ব্যাক বেঞ্চার শত কোটি টাকার মালিক বনে যায়। অনেকেই ইন্ডাস্ট্রি করে আর প্রথম হওয়া শিক্ষার্থী সেই ইন্ডাস্ট্রির কর্মচারী হয় এমন নজীর অনেক আছে। অর্থ বিত্ত উত্তরাধিকার সূত্রে অনেকেই এতো পরিমাণ পেয়ে থাকেন যা একশ চাকরি করে উপার্জন সম্ভব নয় কিন্তু জ্ঞান অর্জন ,শিক্ষা এগুলো নিজেরটা নিজেরই অর্জন করতে হয়। এটা ব্যাংক ব্যালেন্স বা জমিজমা না যে দলিল করে নেয়া যায়। তাই আবারও বলছি , জ্ঞান অর্জন শিক্ষা অর্জনের সাথে অর্থ উপার্জনের তেমন কোনো সম্পর্ক নেই। চাকরি করতেই হবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র কটা পয়সার জন্য সারাজীবন আমরা নিজের মেধা বিলিয়ে একটিভ ইনকাম করি তাই দুনিয়ার ১% ধনীর তালিকায় এই চাকুরিজীবী নেই। যারা প্যাসিভ ইনকাম করে তারাই ধনী। রবার্ট টি কিয়োসাকি তার রিচ ড্যাড পুওর ড্যাড বইয়ে বলেছেন , গরীর মানুষ টাকা উপার্জন করে নিজে পরিশ্রম করে আর ধনীদের নিজে পরিশ্রম করতে হয় না। তাদের অর্থ ই তাদের আরো অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেয়। যাইহোক স্বপ্ন যাদের চাকরি তাদেরকে সময় দিতে হবে। অভিভাবকদের চিন্তা উন্নত না হলে সন্তানকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের অন্তরায় হয়ে যাবে। মেধাকে কাজে লাগাতে মেধাকে অস্ত্রের মতো ধারাতে হয় সময় নিয়ে এইটা মাথায় রাখতে হয়। অনেকে এই সুযোগ পান না বলেই তাদের মেধাবী কিন্তু সরকারি চাকরি পায়নি এমন কথা শুনতে হয়। পরিশেষে একটি কথা , দেশের ১৮ কোটি মানুষের ১৮ লাখ মানুষ সরকারি চাকরি করে। মানে ১০০ জনে ১ জন। সরকারি চাকরি না পেলে আপনি খারাপ থাকবেন আর পেলে ভালো থাকবেন এই কথা বিশ্বাসযোগ্য না। সীমিত আয় অসীম খরচ আর মুদ্রাস্ফীতির দেশে সরকারি চাকরি একটি জেলখানা বটে। প্রতি বছর যে বেতন বাড়ে খরচ বাড়ে তার ছগুণ। নিজেকে প্রস্তুত করতে হবে ভালো করে। যা করবেন খুব ভালো করে করতে হবে।

-নাসিরউদ্দিন ফুরকান

৩ জুলাই ২০২৫ ইং

তরতাজা পুঁটিমাছ
30/06/2025

তরতাজা পুঁটিমাছ

পদ্মা নদীর বিশাল বাঘা ইড় মাছ ওজন ৫০ কেজি।
28/06/2025

পদ্মা নদীর বিশাল বাঘা ইড় মাছ ওজন ৫০ কেজি।

তিনি আমাদের জন্য একটি শিক্ষা।
28/06/2025

তিনি আমাদের জন্য একটি শিক্ষা।

স্বাধীন বাংলাদেশর পুরাতন  ১০০ টাকার নোট ফের চালু করা হোক।
27/06/2025

স্বাধীন বাংলাদেশর পুরাতন ১০০ টাকার নোট ফের চালু করা হোক।

পদ্মা নদীর ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের কাতল মাছ।
26/06/2025

পদ্মা নদীর ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের কাতল মাছ।

বাংলাদেশের টাকার নানা ডিজাইন
26/06/2025

বাংলাদেশের টাকার নানা ডিজাইন

মুসলিম বিশ্বের হিরোকে সালাম
24/06/2025

মুসলিম বিশ্বের হিরোকে সালাম

মুসলিম বিশ্বের সবচেয়ে সাহসী সন্তান তোমাকে হাজার সালাম।
24/06/2025

মুসলিম বিশ্বের সবচেয়ে সাহসী সন্তান তোমাকে হাজার সালাম।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Now with Furkan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category