02/08/2025
🌸 শ্রদ্ধা ও ভালোবাসার বিদায়বেলা 🌸
আজি ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় শেষ হতে চলেছে।
দীর্ঘ ৩৬ বছর সুনামের সঙ্গে দায়িত্বপালন শেষে আজ বিদায় নিচ্ছেন আমাদের প্রিয় প্রধান শিক্ষক আবদুল রশিদ স্যার।
তাঁর শিক্ষা, নেতৃত্ব, নৈতিকতা ও মমতায় গড়ে উঠেছে শতশত শিক্ষার্থী, উজ্জ্বল হয়েছে বিদ্যালয়ের মুখ।
এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের সাবেক সহকারী শিক্ষক ইমাম উদ্দিন স্যার-কেও, যিনি চার বছর আগে অবসর গ্রহণ করেছেন। তাঁর আন্তরিকতা ও শিক্ষাদানের স্মৃতি আজও বিদ্যালয় পরিবারে অম্লান।
বিদায় মানেই সম্পর্কের ছেদ নয় — বরং চিরকাল মনে রাখার অঙ্গীকার।
স্যারদের অবদান আমাদের অনুপ্রেরণার আলো হয়ে চিরকাল পথ দেখাবে।
শ্রদ্ধাভরে,
আজি ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার।
---