13/08/2025
রাতের আধার নিয়ে একটি ছোট গল্প শুনুন—
⸻
“আধারের ভেতর আলো”
গভীর রাত। চারদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু দূরে কোথাও কুকুরের ডাকে সেই নীরবতা ভাঙে। আকাশে চাঁদ নেই, তারার আলোও ম্লান। গ্রাম থেকে দূরের একটি সরু পথ ধরে ফিরছিল রিয়াদ। হাতে ছোট্ট টর্চ, কিন্তু ব্যাটারি প্রায় শেষ।
অন্ধকার যত গভীর হচ্ছিল, রিয়াদের ভেতরে তত ভয় বাড়ছিল। মনে হচ্ছিল কেউ যেন ছায়ার ভেতর থেকে তাকে দেখছে। হঠাৎ টর্চের আলো নিভে গেল। সে থমকে দাঁড়াল। হৃদস্পন্দন বেড়ে গেল, হাত কাঁপছে।
ঠিক তখনই, দূরে কারো বাড়ির জানালা দিয়ে একটি ক্ষীণ আলো ফুটে উঠল। সেই আলোর দিকেই ধীরে ধীরে এগিয়ে গেল রিয়াদ। কাছে যেতেই দেখল—এক বৃদ্ধা দরজা খুলে দাঁড়িয়ে আছেন, হাতে কুপির আলো।
বৃদ্ধা হেসে বললেন,
“বাবা, রাত যত অন্ধকারই হোক, একটুকরো আলো সবসময় কারো জন্য অপেক্ষা করে।”
রিয়াদের মনে হলো—আধার শুধু ভয় নয়, আলো খুঁজে পাওয়ারও সুযোগ।
⸻
🌙 শুভ রাত্রি
আপনার রাত হোক শান্তিময়, স্বপ্ন হোক উজ্জ্বল।✨