25/10/2025
গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী মোঃ আব্দুস সোবহান চৌধুরীর সিরাজগঞ্জ নিয়ে ভাবনা---
নিউজিক্স নিউজ:
প্রিয় সিরাজগঞ্জ বাসী,
আসসালামু আলাইকুম
আমি মোঃ আব্দুস সোবহান চৌধুরী। গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ-২(সিরাজগঞ্জ সদর- কামারখন্দ) আসনের সংসদ প্রার্থী এবং পেশায় একজন ব্যবসায়ী।
জনগণই আমাদের আসল শক্তি।
আমি বিশ্বাস করি—উন্নয়ন মানে শুধু রাস্তা ঘাট নয়, মানুষের জীবনের নিরাপত্তার সাথে জীবন যাপনের মান উন্নয়নই আসল উন্নয়ন।
তাই শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং কর্ম সহ সকল সিদ্ধান্ত হবে স্থানীয়ভাবে, স্থানীয় মানুষকে নিয়েই।
প্রতিশ্রুতি নয়,
বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ – সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ উপজেলার প্রতিটি মানুষের কণ্ঠ সংসদে পৌঁছাবে ইনশাআল্লাহ।
তারুণ্যের নেতৃত্বে, সৎ রাজনীতিতে—আমরা গড়বো এক নতুন সিরাজগঞ্জ-২ ( আসন নং ৬৩ )
আমাদের লক্ষ্য টেকসই উন্নয়ন—
👉 সিরাজগঞ্জে কৃষি ও স্থানীয় শিল্পের আধুনিকায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো,
👉 শিক্ষায় আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা বজায় রেখে,নতুন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে।
👉 সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলো তে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
👉 সিরাজগঞ্জে বিদ্যুৎ সেক্টরে ডিজিটাল মিটারের নামে অতিরিক্ত চার্জ নেয়া বন্ধ করা হবে।
👉নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা হবে।
👉সিরাজগঞ্জের যে সকল ভাইয়েরা প্রবাসে আছেন। সেই প্রবাসীদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য সন্মান নিশ্চিত করা হবে। বিশেষ করে কোন প্রবাসী যদি বিদেশে থাকা অবস্থায় যে কোন সমস্যার সম্মুখীন হন তাহলে আমরা অতি দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করব ইনশাল্লাহ
👉তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি—এগুলোই হবে আমাদের অগ্রাধিকার।
👉 সিরাজগঞ্জ-কামারখন্দ-চৌহালি-কাজীপুর
নদী ভাঙ্গন এলাকায় স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হবে এবং যমুনা নদী থেকে অপরিকিল্পিত ভাবে বালু উত্তোলন স্থায়ী ভাবে বন্ধ করা হবে। একই সঙ্গে সিরাজগঞ্জের নদী, পরিবেশ ও অবকাঠামো রক্ষায় নেওয়া হবে বাস্তবসম্মত টেকসই পরিকল্পনা।
👉 সিরাজগঞ্জ কে দীর্ঘ মেয়াদি পরিকল্পিত বৃক্ষ রোপনের মাধ্যমে গ্রীন এবং ক্লিন সিটিতে রূপান্তরিত করা হবে।
👉সিরাজগঞ্জে স্বচ্ছ প্রশাসন এবং আইন সবার জন্য সমান বাস্তবায়ন করা হবে।
👉সিরাজগঞ্জের সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে সিরাজগঞ্জ সদর কামারখন্দ হবে উন্নত , স্বনির্ভর এবং যমুনা নদী কে কেন্দ্র করে আধুনিক পর্যটন অঞ্চল গড়ে তোলা হবে।
👉 সিরাজগঞ্জের দীর্ঘদিন যাবৎ বন্ধ রহমতগঞ্জ স্পিনি এন্ড কটন মিল টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ।
👉 সিরাজগঞ্জে একটা বিমান বন্দর স্থাপন করা হবে।
👉সিরাজগঞ্জে এমন একটা হাসপাতাল স্থাপন করা হবে যেখানে বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রের মানুষ আন্তর্জাতিক মানের স্বাস্থ সেবা পাবে।
👉 সিরাজগঞ্জে যে সকল ওয়ার্ডে খেলাধুলার জায়গা নেই সেখানে ইনডোর খেলাধুলার ব্যবস্থা করা হবে, যাতে করে যুবকরা মাদক আসক্ত না হয়ে খেলাধুলার মাধ্যমে শারীরিক ভাবে সুস্থ থাকে।
👉সিরাজগঞ্জ স্টেডিয়াম কে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করা হবে।
👉 আমরা সিরাজগঞ্জে চাঁদাবাজি, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।
👉 সিরাজগঞ্জে সরকারি অফিস আদালতে দালাল মুক্ত করা হবে এবং সেবার মান বাড়াতে সর্বক্ষণিক তদারকি টিম কাজ করবে।
👉 ইফটিজিং, ধর্ষণ, খুন, রাহাজানি বন্ধে আইন প্রয়োগে মনিটরিং সেল গঠন করা হবে।
👉আমি আমার জনগণের জন্য ২৪/৭ পাশে থাকব ইনশাআল্লাহ।
সিরাজগঞ্জ বাসীর কাছে বিনীত অনুরোধ-
সিরাজগঞ্জ জেলার উন্নয়নের জন্য ভোট দিন গণঅধিকার পরিষদ-কে।
তারুণ্যের নেতৃত্বে, সৎ ইনসাফ ভিত্তিক এবং জবাবদিক রাজনীতির পাশে থাকুন।
ভিপি নূরের সালাম নিন গণঅধিকার পরিষদে ভোট দিন।
ইঞ্জি:মোঃ আব্দুস সোবহান চৌধুরী ভাইয়ের সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন।
✒️ সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় এবং সিরাজগঞ্জের প্রকৃত উন্নয়নের লক্ষে - গণঅধিকার পরিষদ কে ভোট দিন।
আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার।
গণ অধিকার পরিষদের চারটি মূল নীতি হলো:
গণতন্ত্র: একটি অংশগ্রহণমূলক এবং প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
ন্যায়বিচার: সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করা।
অধিকার: প্রত্যেক নাগরিকের মৌলিক মানবাধিকার ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
জাতীয় স্বার্থ: দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।