10/03/2025
কাউকে care করা আবার কয়েক দিন পর ইগনোর করা যে মানুষ গুলো তাদের উদ্দেশ্যে একটাই কথা
তোমার যেমন একটি মন আছে তেমন তো তারো একটি মন আছে
কেনো এমন একটি মন নিয়ে খেলা করো আরে সেটা তো হচ্ছে একটি কাঁচের মত একবার ভেঙে গেলে ২য় বার আর জোড়া লাগে না
যদি তুমি তাকে নাই ভালোবাসো তাহলে তার জিবনে এতো স্বপ্ন কেনো দেখাও তার মন কেনো কেড়ে নাও তার উপর এতো মায়া কেনো ফেলাও
দিন শেষে তুমি তার জন্য কিছুই করতে পারো না আর এই দিকে সে একাই তোমাকে পাওয়ার জন্য লড়াই করেই যাচ্ছে আহ্ আফসোস
সত্যি কারের প্রেমীকদের কে কেউ ভালোবেসে না
ইস 😔 যদি এমন টা হতো যে যারে ভালোবাসে সে তারে পাইতো 😔
কিন্তু হ্যাঁ অনেক জনেই পাই পূর্ণতা তবে তাদের আছে সেই অর্থ টা
আর অপূর্ণতা পায় সেই মানুষ গুলা মধ্যবিত্ত ঘরে জন্ম গ্রহণ করছে যারা 🫠😔
আমি বলি কি ভালোবাসা সবার জন্য নাহ 😔😅
✍️ আড়ালッ. 1 🌸🖤