
06/01/2025
আসসালামু আলাইকুম,
দীর্ঘদিন আমার ব্যাক্তিগত এই পেইজটিতে কোন আপডেট দেওয়া হয়নি। ব্যাক্তিগত কিছু বিষয় নিয়ে ব্যাস্ত হয়ে যাওয়াতে নিয়মিত শিখ নিও ভিডিও বা টেক্সট কন্টেন্ট আসেনি। ইনশাআল্লাহ, আশা করছি নতুন বছরে এই দিকে কিছুটা নজর দিব। নতুন বছরে কয়েক টি পরিকল্পনার মধ্যে অন্যতম প্রচেষ্টা থাকবে নতুন কিছু শিখার এবং নতুন একটি আইটি বেজ স্কিল নেওয়ার ও সাথে আইটি বেজ স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে ছোট্ট করে একটি টিম রেডি করার। যারা হাইব্রিড ক্যারিয়ারে এর সাথে নিজেদেরকে আপডেট করে মার্কেটে টিকে থাকবে।
আশা করছি এই টিমে ইতি মধ্যেই কয়েকজন যুক্ত হয়ে গেছে যাদের এই বছরের প্রথম ৬ মাস শেখানোর পাশাপাশি একটি সাসটেইনেবল ক্যারিয়ারের দিকে ফোকাস করার মনমানসিকতা তৈরীতে সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।
এই টিমে যুক্ত হওয়ার প্রথম যোগ্যতা হচ্ছে প্রচুর শেখার ইচ্ছে ও ধৈর্য ধরে টিকে থাকা।