Vibe With Me

Vibe With Me First of all you have to be a good person �
(4)

14/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

এক সময়ে বড়লোকদের হাতেই দেখা যেতো এই ডিভাইসটা 😍
22/06/2025

এক সময়ে বড়লোকদের হাতেই দেখা যেতো এই ডিভাইসটা 😍

ইনকাম এই পর্যন্ত এসে আটকে আছে। I’m stuck here. Someone please help me get out of here.🫶
22/06/2025

ইনকাম এই পর্যন্ত এসে আটকে আছে।

I’m stuck here. Someone please help me get out of here.🫶

কত মানুষের স্বপ্ন।একটা কাজের ব্যবস্থা, একটা চাকরি, মাস শেষে কিছু টাকা, একটু সাপোর্ট এর জন্য চাকরিপ্রার্থী ভাই-বোনেরা প্র...
22/06/2025

কত মানুষের স্বপ্ন।
একটা কাজের ব্যবস্থা, একটা চাকরি, মাস শেষে কিছু টাকা, একটু সাপোর্ট এর জন্য চাকরিপ্রার্থী ভাই-বোনেরা প্রতিনিয়ত সংগ্রাম করা যাচ্ছে নিজের সাথে।

12/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

রান্না চলছে সবার জন্য। না খেয়ে কেউ যাবেন না।
07/06/2025

রান্না চলছে সবার জন্য। না খেয়ে কেউ যাবেন না।

প্রত্যেক মায়ের উচিত তার বাচ্চাদের সামনে বাবার সম্পর্কে এমনভাবে কথা বলা, যেন বাবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা শি...
19/05/2025

প্রত্যেক মায়ের উচিত তার বাচ্চাদের সামনে বাবার সম্পর্কে এমনভাবে কথা বলা, যেন বাবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা শিখে নেয় শিশুরা খুব ছোটবেলা থেকেই।
সন্তানের সামনে আত্মীয় স্বজন সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করা।পরনিন্দা পরচর্চা না করা।এতে সন্তানের মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

মায়ের বলা উচিৎ “বাচ্চারা, যখন তোমাদের বাবা বাসায় ফিরবে, তখন সবাই মিলে হাসিমুখে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরো। বলো, ‘আমরা তোমায় ভালোবাসি।’
তোমাদের বাবা সারাদিন রোদে পুড়ে, ঘামে ভিজে, ক্লান্ত শরীরে ঘরে ফেরেন—শুধু তোমাদের মুখে হাসি দেখার আশায়। তিনি হয়তো বলেন না, চোখে জল রাখেন না, কিন্তু তার নিঃশব্দ প্রতিটি মুহূর্তে—ভালোবাসার স্পর্শ লুকানো থাকে।
বাবারা তাদের ভালোবাসা শব্দে নয়, কাজে প্রকাশ করেন। তোমাদের স্কুল ফি সময়মতো দেওয়া, রাতে না খেয়ে তোমাদের পেট ভরানো, ঘুম ভেঙে তোমাদের ঘুমাতে দেখা— এসবই তাদের না বলা ভালোবাসার ভাষা।
বাবা মানে সেই ছায়া— যিনি নিজের স্বপ্নগুলো একপাশে রেখে তোমাদের ঘরের আলো জ্বালাতে নীরবে লড়ে যান।
তোমরা যদি তাকে একটু ভালোবাসা দাও, একটু হাসিমুখে পাশে থাকো— সেটাই হবে তার সব ক্লান্তির সবচেয়ে বড় প্রাপ্তি।”

বাবা কেবল একজন রোজগার করা মানুষ নয়, তিনি একটি পরিবারের নীরব আশ্রয়, যিনি তার ভালোবাসা লুকিয়ে রাখেন ত্যাগের আড়ালে।

চাঁদপুরে একটি হ*ত্যা মামলায় ২০ বছরের মতো কারাভোগ করার পর,আদালতে নির্দোষ প্রমাণিত হয়শতবর্ষী এক নারী -অহিদুন্নেসা।তিনি ন...
05/05/2025

চাঁদপুরে একটি হ*ত্যা মামলায় ২০ বছরের মতো কারাভোগ করার পর,
আদালতে নির্দোষ প্রমাণিত হয়
শতবর্ষী এক নারী -অহিদুন্নেসা।

তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর ছাড়া পেয়েছেন কাশিমপুর জেল থেকে।
কারা কর্তৃপক্ষ বলছে,
ছাড়া পাওয়ার সময় যারা তার মুক্তির জন্য ভূমিকা রেখেছেন,অহিদুন্নেসা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কারাগারের ভেতরেই মারা যেতে হয় কিনা এরকম একটা বিষয় তার মাথায় সবসময় কাজ করতো।
যেহেতু তার অনেক বয়স হয়েছিলো, তার চলাফেরায় অসুবিধা হতো,
কিন্তু মুক্তি পাওয়ার আগেই দৃষ্টিশক্তি প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছেন অহিদুন্নেসা।

জেলে থাকা অবস্থাতেই স্বামী ও এক সন্তানকে হারিয়েছেন। তবে মৃত্যুর আগে অন্তত মুক্তির স্বাদ পেলেন।

সোনার বাংলাদেশে অহিদুন্নেসার মতো হাজারো নিরীহ মানুষ কে, মিথ্যে মামলা দিয়ে প্রতিদিনেই ফাঁসানো হয়,
গণমাধ্যমে নিউজ আসে কয়জনের।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Vibe With Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category