মোহিতা-Mohita

মোহিতা-Mohita Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোহিতা-Mohita, Digital creator, Dhaka.

ব্রাইটনেস ফেসপ্যাক💆‍♀️🌸ত্বককে পরিষ্কার রাখবে।🌸ত্বককে সফট করবে।🌸ত্বকের রোদে পোড়া দাগ,ব্রণের দাগ দূর করবে।🌸নিয়মিত ব্যবহারে...
19/02/2025

ব্রাইটনেস ফেসপ্যাক💆‍♀️
🌸ত্বককে পরিষ্কার রাখবে।
🌸ত্বককে সফট করবে।
🌸ত্বকের রোদে পোড়া দাগ,ব্রণের দাগ দূর করবে।
🌸নিয়মিত ব্যবহারে ত্বকের ব্রাইটনেস বাড়াবে।
🌸ফেসওয়াশের কাজ করবে।

12/12/2024

12-12-24😍

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে ...
10/12/2024

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!
😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜

★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।

©

শুভ রাত্রি 🌉
24/11/2024

শুভ রাত্রি 🌉

রেডি হচ্ছে আপনাদের পছন্দের ব্রাইটনেস ফেসপ্যাক🌹☘️ব্রাইটনেস ফেসপ্যাক-☘️🌹🌸ত্বককে পরিষ্কার রাখবে।🌸ত্বককে সফট করবে।🌸ত্বকের রো...
24/11/2024

রেডি হচ্ছে আপনাদের পছন্দের ব্রাইটনেস ফেসপ্যাক
🌹☘️ব্রাইটনেস ফেসপ্যাক-☘️🌹
🌸ত্বককে পরিষ্কার রাখবে।
🌸ত্বককে সফট করবে।
🌸ত্বকের রোদে পোড়া দাগ,ব্রণের দাগ দূর করবে।
🌸নিয়মিত ব্যবহারে ত্বকের ব্রাইটনেস বাড়াবে।
🌸ফেসওয়াশের কাজ করবে।
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
#মোহিতা মোহিতা-Mohita













#মোহিতা-Mohita

সবার পছন্দের 🤗💙🌿ব্রাইটনেস ফেসপ্যাক🌿মূল্য ১০০৳❤️
22/11/2024

সবার পছন্দের 🤗💙
🌿ব্রাইটনেস ফেসপ্যাক🌿
মূল্য ১০০৳❤️

কেউ যখন আপনাকে বারবার প্রতিযোগিতার কথা মনে করিয়ে দেয়, সরে যান। জীবন,সত্যিকার অর্থেই কোন প্রতিযোগিতা না ।  অন্যের জীবন, অ...
22/11/2024

কেউ যখন আপনাকে বারবার প্রতিযোগিতার কথা মনে করিয়ে দেয়, সরে যান। জীবন,সত্যিকার অর্থেই কোন প্রতিযোগিতা না ।
অন্যের জীবন, অন্যের সফলতার দিকে তাকানো বন্ধ করে দিন।
জীবন আপনাকে দেয়া সৃষ্টিকর্তার এক পরম সময়।
তাতে এই আধুনিক সময়ের সংজ্ঞায় নির্ধারিত সফলতা বা অসফলতায় কিছু যায় আসেনা।

সরল থাকুন। নিজের ঘরে নিজের দুপুরটা উপভোগ করতে শিখুন।
ভালোবাসার মানুষ গুলোকে জড়িয়ে রাখুন।
এত ক্ষুদ্র এ জীবন।
এত অনিশ্চিত!
মানুষ একজনের থেকে আরেকজন ম্যাজিস্টিকলি ডিফরেন্ট জিনিস।

আপনার যা ভালো লাগে, আরেকজনের তা লাগেনা।
যে গান আপনি শুনেন, তা আরেকজন শুনেনা।
যে রঙ আপনার মনে বিহবলতা আনে, তা আরেকজনের আনেনা।
আপনার লেখাপড়া, আপনার চাকরি চিন্তা একেবারেই আপনার মতন হবে।কাউকে তেড়েফুঁড়ে গিয়ে ফলো করার কিছু নাই।
চাকরি ভালো না লাগলে ব্যবসা করবেন।
তা ভালো না লাগলে সময় নিন। দেখেন কি করলে আপনার মস্তিষ্ক কম্ফোর্ট পায়।

একটাই জীবন, তাতে নিজেকে কষ্ট দেয়ার তো দরকার নাই!
কেউ যদি বলে, যে বন্ধু পাশে দাঁড়ায় নাই, তাকে মনে রাখ, তাকে শত্রু তালিকাবদ্ধ কর, তাকে ক্ষমা করোনা।
তাকে এড়িয়ে চলুন। সে আপনাকে ভুল তথ্য দিচ্ছে। আপনার মনে নেগেটিভিটি নিয়ে আসছে। ঘৃণা তৈরি করছে।
জিনিসগুলো আপনার আত্মাকে নষ্ট করবে।
আপনাকে ক্ষুদ্র করবে।

ঘৃণা, ইগো হচ্ছে স্যাটানিক খেলা। নেগেটিভিটির খেলা।

মানু্ষকে ক্ষমা করা শিখুন দয়া করে।
দয়া করে মন নরম করে আনুন।
অনেকের অনেক রকম বাস্তবতা থাকে। কোন কারনে আপনার সাথে তার গন্ডগোল হয়েছে হয়তোবা,,,,হয়তোবা সে ইচ্ছা করেই কিছু একটা করেছে বা ইগনোর করছে।

দৃষ্টি সরিয়ে নেয়া শিখুন।
এ এক অদ্ভুত মানব জনম,,,,এ এক অসাধারন গিফট,,,,একে ঘৃণা, রাগ, নেগেটিভিটির বিশ্রী আস্তরে ঢেকে ফেলবেন না দয়া করে।

বাতাসে বহিছে প্রেম প্রিয়,,,,
একটা সরল অরুন্ধতী ফুটেছে গগনে,
একটা নরম বাতাস ছুঁয়ে এলো শিউলি ফুল,,,,😍

ভালোবাসুন মন খুলে,প্রাণ দিয়ে

©

দীর্ঘমেয়াদে ত্বক সুন্দর রাখতে হলে বেছে নিন অর্গানিক পণ্য🍀🍀চারিদিকের নানান ভেজালের মাঝে যারা একটু সচেতন তারা শুধু অর্গানি...
21/11/2024

দীর্ঘমেয়াদে ত্বক সুন্দর রাখতে হলে বেছে নিন
অর্গানিক পণ্য🍀🍀
চারিদিকের নানান ভেজালের মাঝে যারা একটু সচেতন তারা শুধু অর্গানিক খাদ্যদ্রব্যই নয়,রূপচর্চাতেও এখন বেছে নিচ্ছে অর্গানিক সকল উপাদান।এইসব উপাদানের মধ্যেই রয়েছে ত্বকের নানান সমস্যার সমাধান।🌼
অর্গানিক সব পণ্য তৈরি হয় ভেষজ উদ্ভিদ,ফলের রস,শাক-সবজি ও বিভিন্ন ঔষধি বৃক্ষের উপাদান দিয়ে।অর্গানিক পণ্য ভেতর থেকে ত্বককে রাখে নরম, সতেজ ও উজ্জ্বল।
অর্গানিক পণ্য ব্যবহার করুন নিশ্চিন্তে ত্বককে ভালো রাখুন ❤️


সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই, প্রয়োজনে কিছু কিছু জায়গায় অ'ভদ্র হওয়াটা ভালো, আপনার প্রতি অ'ন্যা'য় - অ'বি'চা'র হচ্ছে বুঝেও ...
21/11/2024

সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই, প্রয়োজনে কিছু কিছু জায়গায় অ'ভদ্র হওয়াটা ভালো, আপনার প্রতি অ'ন্যা'য় - অ'বি'চা'র হচ্ছে বুঝেও মুখ বুজে সব মেনে নেওয়াটাকে যদি আপনার কাছে ভদ্রতা বলে মনে হয়, তবে আমি আপনাকে বলবো এমন ভদ্রতার খেতায় আ'গু'ন দিন, জ্ব'লে উঠুন so called ভদ্রতার প্রতিবাদে, সোচ্চার হোন নিজের ব্যক্তিত্ব ও আত্মসম্মান রক্ষায়;

ভদ্রতার মাপকাঠিতে আপনি কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়াকে রাখলেও, অ'ন্যা'য়ে'র সাথে আ'পো'ষ করাকে কখনোই রাখতে যাবেন না, কারণ! অ'ন্যা'য়ে'র সাথে আ'পো'ষ করা কখনোই ভদ্রতা হতে পারে না;

আপনাদের সাথে কেউ অ'ন্যা'য় করলে, কিংবা নিজের স্বা'র্থ চরিতার্থ করার জন্য আপনাকে ইচ্ছেকৃত ভাবে ঠ'কা'লে ভদ্রতা দেখাতে গিয়ে তাকে চুপচাপ ছেড়ে দিতে যাবেন না, আপনার এই silent ভদ্রতাকে সে আপনার দূ'র্ব'ল'তা বলে বিশ্বাস করে নিয়ে, দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বার বার আপনার সাথে অ'ন্যা'য় - অ'বি'চা'র করতে দু'বারও ভাববে না;

জীবনে চলার পথে মিশুক হওয়ার প্রয়োজন আছে, তবে এতোটাও মিশুক হতে যাবেন না, যেখানে ব্যক্তিত্ব বি'স'র্জ'ন দিয়ে অন্যের মন যুগিয়ে চলতে হয়, এটাকে মিশুক হওয়া বলে না, বলে হ্যাং'লা'মো, বলে দা'স'ত্ব, বলে ব্য'ক্তিত্ব'হী'ন'তা, মনে রাখবেন! ব্য'ক্তিত্বহী'ন মানুষকে মানুষ মানুষ-ই ভাবে না, তাই তো কথার আ'ঘা'তে খু'ন করতে কেউ দু'বারও ভাবে না;

কথার আ'ঘা'তের কোনো প্রমাণ থাকে না, চাইলেও ক্ষ'ত গুলো কাউকে দেখানো যায় না, তাই তো কথার আ'ঘা'তে খু'ন করেও একেকজন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, দ'ণ্ড'নী'য় অ'প'রা'ধ নয় বলে এদের শা'স্তিও হয় না, মনোবিজ্ঞান বিশেষজ্ঞদের দৃষ্টিআর্ষণ করে বলতে চাই-- মনে মনে খু'ন হয়ে যাওয়া মানুষ গুলোর প্রতি আপনাদের আরও একটু সহৃদয়বান হওয়া উচিত, এই মানুষ গুলোর প্রকাশ করতে না পারা ক'ষ্টে'র দিক গুলোর দিকে তাকিয়ে হলেও আপনারা আইন প্রণেতাদের মাধ্যমে "কথার আ'ঘা'ত'কে" দ'ণ্ড'নী'য় অ'প'রা'ধ হিসেবে আখ্যায়িত করে আইন পাশ করানোর জোর দাবি জানান আর আইন প্রণেতারা দ্রুত এমন একটি আইন পাশ করুন যেখানে কথার আ'ঘা'ত করার আগে মানুষ দুইবার ভাববে এবং দ্রুত এদের যথাযথ শা'স্তি দেওয়া হবে;

"সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই"

কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh

©

শুভ সকাল🌻
21/11/2024

শুভ সকাল🌻

বউটা আমার বড্ড কিপটে। সঞ্চয়ের কথা বলে সারা জীবন ডাঁটাচচ্চড়ি খাইয়েই কাটিয়ে দিল।🙄তা মৃত্যুটাও আমার একটু আলাদা ভাবেই হলো। এ...
20/11/2024

বউটা আমার বড্ড কিপটে। সঞ্চয়ের কথা বলে সারা জীবন ডাঁটাচচ্চড়ি খাইয়েই কাটিয়ে দিল।🙄

তা মৃত্যুটাও আমার একটু আলাদা ভাবেই হলো। একপিস পাউরুটিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাটের নীচে নামিয়ে রেখেছিলাম। বউ সে ব্যাপারে জানতো না। সঞ্চয়ী বউ আমায় পরেরদিন ব্রেকফাস্টে সেই রুটিই খেতে দেয়। 😣

আহা কী সুন্দর কলেরা শুরু হয়ে গেলো। শরীরের জল শুকিয়ে গিয়ে আলুর চিপস হয়ে মরে গিয়ে ভূত জন্ম লাভ করলাম সবে দুই দিন হলো।😐

যজ্ঞডুমুরের একটা সরু ডালে বসে পা দোলাছি। আর উঁকি ঝুঁকি মেরে খেদি পেত্নীকে দেখছিলাম। খেঁদি ছিলো আমাদের সক্কলের ক্রাশ পাড়াতুতো বউদি। ভাবলাম একটা ছবি তুলে নিই মোবাইলে এই বেলা । ☺

হঠাৎ ডাল ভেঙে ভূপতিত। একি ব্যাপার আমার মতো এক শুঁটকের বসে থাকায় তো এ ডাল ভাঙবে না ! উফফ কোমরটা এক্কেরে ভেঙে গেলো মনে হয়। পাশ থেকে নাঁকি সুরে একজন বললো,
- হঁতচ্ছাঁড়া মিঁনসে ঘঁরে বঁউ রেঁখে এখাঁনে অঁন্য মেঁয়ের দিঁকে নঁজর ! 🤪

তাকিয়ে দেখি আমার কেলেন্দি সুন্দরী গিন্নি। কপালে এক খান লাল সিঁদুরের টিপ পড়ে সাক্ষাৎ মা কালি লাগছে।😲

- তাঁ গিঁন্নি তুঁমি এখাঁনে কীঁ কঁরে এঁলে?🤔

- তুঁমি মঁরে যাঁওয়ার পঁর ভেঁবে দেখলুঁম আমাঁর জঁন্য আঁবার আলাঁদা কঁরে ছঁরাদ্দ কঁরলে অঁনেক খঁরচা হঁবে খোঁকার। তাঁই আঁমিও কঁলকে ফুঁলের বীঁজ খেঁয়ে এঁই জঁনম লাঁভ করলুঁম।😑

মনে একরাশ দু:খ নিয়ে মনে মনে বললুম.....
ধন্যি গিন্নি,ধন্যি সঞ্চয়কারী তুমি🙏
আমার জীবন -মরন সব এক করে দিলে !😫

©️

🌻🌻বডি প্যাক🌻🌻বডিপ্যাকের প্রধান উপাদান থাকবে নিম, হলুদ,চন্দন, যেটা আমরা অনেকেই বেটে ব্যবহার করি।এছাড়াও প্যাকটার মধ্যে বেশ...
20/11/2024

🌻🌻বডি প্যাক🌻🌻
বডিপ্যাকের প্রধান উপাদান থাকবে নিম, হলুদ,চন্দন, যেটা আমরা অনেকেই বেটে ব্যবহার করি।এছাড়াও প্যাকটার মধ্যে বেশ কিছু প্রয়োজনীয় উপাদান থাকবে যেটা শরীরের কালো দাগ রিমুভ করবে,ঘাড়ের কালো দাগ রিমুভ করবে,আর স্কিনকে সফট করবে পরিষ্কার রাখবে।তবে অবশ্যই নিয়ম মেনে ধৈর্য ধরে ব্যবহার করতে হবে।❤️❤️❤️
🌼🌼বডি প্যাকের ব্যবহারবিধিঃ২চামচ প্যাক এর সাথে কাঁচা দুধ,লেবুর রস মধু,এলোভেরা জেল অথবা শুধুমাত্র পানি দিয়েও ব্যবহার করা যাবে।পানি দিয়ে ভালো করে মেশাতে হবে যতক্ষন না প্যাক এর রং হলুদ হয়ে যায়।প্যাকটাতে হলুদ রং আসলে গোসলের আগে ঘাড়ে হাতে পায়ে মেখে অপেক্ষা করুন।শুকিয়ে গেলে পানির ঝাপটা দিন আর ম্যাসাজ করতে করতে ধীরে ধীরে ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২-৩দিন ব্যবহার করবেন।এতে আপনার স্কিন ভালো থাকবে,পরিষ্কার থাকবে,এবং নিয়মিত ব্যবহারে বডিতে কোনো কালো দাগ থাকলে সেটা চলে যাবে।
ভালো ফল পেতে ধৈর্য ধরে ব্যবহার করতে হবে❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহিতা-Mohita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোহিতা-Mohita:

Share