V.I.P Savar Upazila

V.I.P Savar Upazila WEL-COME TO OUR 'VERY IMPORTANT PLACE' SAVAR UPOZILA........
(1)

আজকে রাত্র খুবই গুরুত্বপূর্ণ দেশের পূজা মন্ডপ গুলোর জন্য। বিশ্বস্ত সূত্র বলছে পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার ...
01/10/2025

আজকে রাত্র খুবই গুরুত্বপূর্ণ দেশের পূজা মন্ডপ গুলোর জন্য। বিশ্বস্ত সূত্র বলছে পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দুষ্কৃতিকারীরা একটি ইস্যু ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে পূজা মন্ডপ গুলোতে নাশকতার পরিকল্পনা করেছে। অতএব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা পূজা মন্ডপে আনসার ভিডিপি সদস্য সদস্যরা দায়িত্ব পালন করছেন তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করুন।

01/10/2025

বিজিবির গর্ব সিপাহী দুর্জয় হাজং; ৪১তম পুরুষ জাতীয় ভারোত্তলন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন।

বর্ডার গার্ড বাংলাদেশের গর্ব সিপাহী দুর্জয় হাজং ৪১তম পুরুষ জাতীয় সিনিয়র ভারোত্তলন প্রতিযোগিতায় ৮৮ কেজি ওজন শ্রেণীতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক লাভ করেছেন। তিনি বর্তমানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-তে কর্মরত।

দুর্জয় হাজং-এর বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। তিনি ৮৪তম ব্যাচে বিজিবিতে যোগদান করেন। ২০১৭ সালের শুরু থেকে বিজিবি ভারোত্তলন দলে যুক্ত হয়ে একের পর এক সাফল্য এনে দিয়েছেন দুর্জয়। অতীতে জাতীয় প্রতিযোগিতায় তিনি অর্জন করেছেন ২টি রৌপ্য ও ১টি তাম্র পদক। এবারের ‘৪১তম পুরুষ জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৫’-এ তার পরিশ্রম, নিষ্ঠা ও অদম্য ইচ্ছাশক্তির ফসল হিসেবে এল স্বর্ণপদক।

সীমান্তের অতন্দ্র প্রহরী দুর্জয় হাজং প্রমাণ করেছেন—বিজিবি শুধু সীমান্তেই নয়, ক্রীড়াঙ্গনেও সমানভাবে সমুজ্জ্বল।

01/10/2025

#চুয়াডাঙ্গা বেনীপুর #সীমান্ত থেকে #বিএসএফ এক #বাংলাদেশীকে বুধবার সকাল ১১ টার সময় #ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। বদরউদ্দীন (২৬) #জীবননগর উপজেলার #বেনীপুর গ্রামের #স্কুল পাড়ার আব্দুল করিমের ছেলে।

01/10/2025

#সাভারে #জলাবদ্ধতা দূর করার দাবিতে #ঢাকা আরিচা #মহাসড়ক অবরোধ করে রেখেছে #বিক্ষুব্ধ #এলাকাবাসী। সকাল ৯ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের #রাজফুলবাড়িয়া #বাসস্ট্যান্ড #অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

01/10/2025

#৬৬ বছরের বৃদ্ধ নীলফামারীর মোস্তাকিন আলী। গরু কেনার অভাবে #দীর্ঘ ৩৬ বছর ধরে #বুকদিয়ে ঘানি টানছেন। আর সেই #ঘানির তেলে বিক্রি করে চলে তার সংসার। এলাকায় তিনি #তেলী নামে পরিচত।
সে #নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের বাসিন্দা। #বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি #জীবনযুদ্ধে হাপিয়ে উঠেছেন। আশপাশের গ্রাম ঘুরে #সরিষা সংগ্রহ করেন।এরপর বাড়ি নিয়ে আসলে শুরুহয়,তার বুক দিয়ে ঘানিটানার কাজ।বুকের ঘামাক্ত লোনা, #কাঠের #গুঁড়ি আর পাথর বুকে চেপে #ঘানিটানার এমন #জীবনযুদ্ধের চিত্র তার প্রতিদিনের।
এই জীবন যদ্ধের একমাত্র সহযোদ্ধা তার #সহধর্মিনী ছকিনা বেগম। ৩ #যুগ ধরে #অন্তরালে থেকে কষ্ট করে যাচ্ছেন এই অসহায় বৃদ্ধ।
তার এখন দরকার #সরকারি অথবা #বেসরকারি ভাবে #সহযোগীতা। বাংলাদেশ আনসার #ভাইরালভিডিওシ

30/09/2025

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলার ৮০০ পূজা মন্ডপে ৫০০০ আনসার ভিডিপি সদস্য ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন।

29/09/2025
29/09/2025

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ মহোদয়।

29/09/2025

সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন এর অবহেলায় গ্রাহকদের দুর্দশা

Address

Savar, Upazila
Dhaka
1349

Alerts

Be the first to know and let us send you an email when V.I.P Savar Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share