
14/03/2025
শুনতে খারাপ শোনা গেলেও বলি।শিশু আছিয়ার উপর যৌ*--- নির্যা**-*-*-তনের জন্য আমি ওই দুইটা পুরুষকে নয় সাথে সন্দেহ করছি আছিয়ার বড় বোনকেও। একটা শিশুর উপর রাতে এসব চলছে, অথচ বড় বোনের পাশেই সে ঘুমিয়েছিলো, এটা নাকি বড় বোন টের পায় নাই। রাতের আড়াইটা বাজে দেখে ছোট বোন মেঝেতে পড়ে আছে। ।তবে বাবা ছেলে মিলে একটা শি'শুর উপর একই সময় যৌ**- নিপিড়ন করছে একে অপরের সহযোগিতায়। এটা বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে। আছিয়া কি কোনো Statement দিয়েছে? কোথাও কিন্ত কিছু একটা ঘটকা আছে। আছিয়ার বড় বোনের প্রত্যেকটা কথার মধ্যে কেমন জানি সন্দেহ মনে হচ্ছে, একটা কথাও সে স্বাভাবিক ভাবে সঠিক ভাবে বলতে পারছেনা। তোতলানো ভাব আছে কথার মধ্যে। এবং বড় বোন হিসেবে তার ভিতরে তেমন কোন হতাশাও দেখলাম না ছোট বোনের জন্য তেমন কোনো মায়া কান্না ও দেখলাম না আমি প্রায় প্রত্যেকটা সাক্ষাতকারী দেখেছি তা থেকে অনুমান করে বললাম।
আপনাদের কি মনে হয় জানিয়ে যেতে পারেন, এই লেখাটা কোন খুনিকে বাঁচানোর জন্য নয় বরংচ যদি কোন রহস্য থাকে সেই রহস্যকে ফাঁস করাই লেখার মেইন উদ্দেশ্য যাতে এই খুনের সাথে অন্য কেউ জড়িত থাকলেও শাস্তিটা তার জন্য ও যেন প্রযোজ্য হয়??