National Report 24

National Report 24 National Report 24 is One of The Most Popular 24/7 News Based Channel in Bangladesh.

01/11/2024

গাজীপুরের কুনিয়া মধ্যপাড়ায় বসবাসকারী মোঃ হামিদ মিয়া পীরগঞ্জের এক ছোট্ট গ্রাম অনন্তরামপুরে জন্মগ্রহণ করেন। তার ...

20/10/2024
গাজীপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সালাহউদ্দিন সরকার ও সৌমিক সরকার।নিউজ লিংক কমেন্ট বক্সে...
14/10/2024

গাজীপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সালাহউদ্দিন সরকার ও সৌমিক সরকার।

নিউজ লিংক কমেন্ট বক্সে...

নরসিংদীর পলাশে চাঁদাবাজির প্রতিবাদে ছাত্রদের ওপর বিএনপি কর্মীদের নৃশংস হামলা!! নিউজ লিংক কমেন্ট বক্সে...
11/09/2024

নরসিংদীর পলাশে চাঁদাবাজির প্রতিবাদে ছাত্রদের ওপর বিএনপি কর্মীদের নৃশংস হামলা!!

নিউজ লিংক কমেন্ট বক্সে...

06/08/2024

আলহামদুলিল্লাহ, অবশেষে আবার স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশ 🤗

05 August 2024

এক সপ্তাহে অর্থনীতির ক্ষতি ৮৪ হাজার কোটি টাকা..!!নিউজ লিংক কমেন্ট বক্সে...
24/07/2024

এক সপ্তাহে অর্থনীতির ক্ষতি ৮৪ হাজার কোটি টাকা..!!

নিউজ লিংক কমেন্ট বক্সে...

হঠাৎ কেনো খুশিতে ভাসছেন টলিতারকা শ্রাবন্তী!সাবেক শিশুশিল্পী থেকে পরিণত বয়েসে টলিউডের নায়িকা হয়েছিলেন তিনি। আর নায়িকা...
05/07/2024

হঠাৎ কেনো খুশিতে ভাসছেন টলিতারকা শ্রাবন্তী!

সাবেক শিশুশিল্পী থেকে পরিণত বয়েসে টলিউডের নায়িকা হয়েছিলেন তিনি। আর নায়িকা হিসেবে পা রাখার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনও দুর্দান্ত অভিনয়, আবার কখনও ব্যক্তিগত জীবনের জন্য। তবে কখনোই লাইমলাইট থেকে সরে দাঁড়াননি তিনি। টলিউডে ঠিকে থাকার লড়াইয়ে বারবার বাজিমাত করেছেন এই শ্রাবন্তী।

নিজের অভিনয় ক্যারিয়ারে শ্রাবন্তী বিভিন্ন চরিত্রে অসাধারণ অভিনয় করে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণও করেছেন। তার অভিনীত মুক্তি আসন্ন চলচ্চিত্র 'দৈবীচৌধুরানি' নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সবাই কমবেশি অপেক্ষায় রয়েছেন এই ছবিটির জন্য। এরই মাঝে খুশির হাওয়ায় ভাসছেন অভিনেত্রী। সদ্য গেছেন বিদেশ সফরে। যেখানে টলিউডের একাধিক স্টাররা রয়েছেন। উদ্দেশ্য নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন। আর কয়েক দিন আগেই সবাই মিলে উড়ে গেলেন আমেরিকায়। আর সেখানেই অনুষ্ঠিত হয় এই কনফারেন্স।

সেখানে পা রেখেই যেনো আবেগঘন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরনে কালো শাড়ি, ছোট্ট একটি টিপ। মিষ্টি লুকে এ দিন সবার মন জয় করলেন তিনি। খুশির মুহূর্তে ভাগ করে নিতে তিনি বললেন, আমি প্রথমবার শিকাগো এসেছি। আর দ্বিতীয়বার নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে। এর আগে আমরা নিউইয়র্কে গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা।

শ্রাবন্তী আরও বলেন, আমেরিকাতে এসে আমার মনে হচ্ছে কোনও বাঙালি পূজাতে এসে গিয়েছি। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অর্ধেক এখানেই রয়েছে। আমার নিজেকে ভীষণ স্পেশাল লাগছে। আমার ছবিও এখানে দেখানো হচ্ছে। তাই অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য।

শ্রাবন্তী তার ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়লেও তিনি যে, বর্তমানে কেবল কাজ নিয়েই থাকতে চান, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন। সম্পর্কের জল্পনা নতুন করে যতই চর্চায় উঠে আসুক না কেনো, তিনি এই বিষয় আর বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন, তা একপ্রকার ব্যবহারেই বুঝিয়ে দিয়েছেন।

ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে পাকা আম!ত্বকের বয়স ধরে রাখতে চান ? খাওয়ার পাশাপাশি মুখেও মাখতে পারেন পাকা আম! গরমকালে ভয় প...
02/07/2024

ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে পাকা আম!

ত্বকের বয়স ধরে রাখতে চান ? খাওয়ার পাশাপাশি মুখেও মাখতে পারেন পাকা আম! গরমকালে ভয় পাচ্ছেন মুখের নানা সমস্যা নিয়ে ? ফলের রাজা ত্বকের নানা সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে।অর্থাৎ ত্বকের দাগ-ছোপ দূর করতে আমের কোনও বিকল্প নেই।

গরম পড়তে না পড়তেই বাজার ভরে উঠবে পাকা আমে। এই ফল খেতে যেমন মধুর, এর গন্ধ তেমনই মিষ্টি। আম ভালবাসেন না এমন মানুষ কমই আছে। বিভিন্ন ভিটামিন এবং খনিজ উপাদান গুণে ভরপুর আম শরীরে জন্য তো উপকারী বটেই। রূপ বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টি-অক্সিড্যান্ট, বিটা-ক্যারোটিন ত্বকের স্বাস্থ্যের জন্যও সমান গুরুত্বপূর্ণ। তাই গরমকালে আম খাওয়ার পাশাপাশি আমের ক্বাথ দিয়ে ত্বকের যত্ন নিতেই পারেন।

মুখের দাগ তুলতে পারে মানেই কি ত্বকের যত্ন নেয় মাজন ? মুখে আর কী মাখার আগে সাবধান হবেন ?পাকা আম ত্বকের কোন কোন সমস্যা মেটাতে পারে সেটা একটু জেনে রাখুন।

১ # ত্বকের আর্দ্রতা বজায় রাখে :
আমে রয়েছে ভিটামিন এ এবং সি। স্বাস্থ্যকর ত্বকের জন্য এই দু’টি যৌগ ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ত্বকের মসৃণতা বজায় রাখতে মুখে আমের ক্বাথ মাখতে পারেন।

২ # ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে :
ত্বকে ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার প্রকোপ কমাতে পারে পাকা আম। শুধু তা-ই নয়, ব্রণ থেকে হওয়া সংক্রমণও কমাতে পারে এই ফল।

৩ # ত্বকের জেল্লা ধরে রাখতে পারে:
মুখের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে অনেক কিছুই ব্যবহার করেছেন, কিন্তু লাভ বিশেষ হয়নি। দোকান থেকে কেনা প্রসাধনী ছেড়ে ভরসা রাখুন আমে। ভিটামিন সি এবং এ-তে ভরপুর এই ফল ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। ত্বকে দাগ-ছোপ দূর করে।

৪ # তারুণ্য বজায় রাখতে কার্যকরী :
সারা দিন ধরে ল্যাপটপ আর মোবাইলে মুখে গুঁজে থাকতে থাকতে ত্বকে বয়সের ছাপ পড়েছে? অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর আম ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। ফলে খুব সহজে মুখে বলিরেখা পড়তে পারে না।

৫ # চোখের তলার ফোলা ভাব কমায় :
ভিটামিন কে-তে ভরপুর আম চোখের তলার ফোলা ভাব, কালি দূর রতে পারে সহজেই। খুব ভালো হয়, যদি আমের ক্বাথ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন।

অ্যানিমেল এর চাইতেও সাহসী দৃশ্যে তৃপ্তি!রনবীর কাপুরের সঙ্গে বলিউডি ছবি ‘অ্যানিম্যাল’ এর শয্যদৃশ্যে সহজ - সাবলীল অভিনয় কর...
30/06/2024

অ্যানিমেল এর চাইতেও সাহসী দৃশ্যে তৃপ্তি!

রনবীর কাপুরের সঙ্গে বলিউডি ছবি ‘অ্যানিম্যাল’ এর শয্যদৃশ্যে সহজ - সাবলীল অভিনয় করে তৃপ্তি দিমরি এখনও চর্চায়। তিনি এর আগে বেশ কিছু ছবিতে অভিনয় করলেও ‘অ্যানিম্যাল’ থেকেই আলাদা পরিচতি পান। এক্ষেত্রে তৃপ্তি মনে করেন, নির্মাতা বাঙ্গার এর এই ছবির চাইতেও তার কাছে বেশি চ্যালেঞ্জিং ছিল ‘বুলবুল’ ছবিতে অভিনয় করা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তি জানান, ‘বুলবুল’ ছবির ধর্ষণ দৃশ্যে নিজেকে ফুটিয়ে তোলা তার পক্ষে খুবই কঠিন ছিল। এই বিষয়ে তিনি বলেন, অভিনেতা হিসেবে নয়, মানুষ হিসেবে এই চরিত্রটি করতে বেগ পেতে হয়েছিল। ছবিতে ওই দৃশ্যে দেখা যায় শেষ, পর্যন্ত চরিত্রটি হার মানতে বাধ্য হয়। এটাই সবচেয়ে কঠিন ছিল আমার কাছে। তৃপ্তির দাবি - এই চরিত্রের কাছে ‘অ্যানিম্যাল’ এর চরিত্রটি কিছুই নয়।

এর আগে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তির একটি শয্যাদৃশ্যের কাজ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। অভিনেত্রীর পরিবার এই দৃশ্য কীভাবে গ্রহণ করেছিলো সেই প্রশ্নে তৃপ্তি বলেছিলেন, আমার বাবা - মা একটু অবাক হয়েছিলেন। আমরা আসলে এমন কিছু ছবির পর্দায় দেখিনি। আর সেটাই আমি করেছি। যদিও আমার সঙ্গে তারা কোনো খারাপ ব্যবহার করেননি।

জানা যায়, আগামী দিনে বেশ কয়েকটি ছবি রয়েছে তৃপ্তির ঝুলিতে। করণ জোহরের পরিচালনায় ‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি কৌশল ও অ্যামি বির্কের সঙ্গে দেখা মিলবে তার। এছাড়াও ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। তৃপ্তিকে নিয়ে কার্তিক আরিয়ান ও বিদ্যা বালানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শ্যুটিংও শুরু হয়েছে ইতোমধ্যে। এখানেই শেষ নয়, ‘ধড়ক ২’ ছবিতে সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে অভিনয় করবেন তৃপ্তি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when National Report 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Report 24:

Share