Naaz AI Studio

Naaz AI Studio ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন

আমার শাশুড়ির জন্য আমার খুব মায়া হয় বেচারী ১৮ বছরের সংসারে এত ত্যা*গ ক*ষ্ট করে দিনশেষে পেয়েছিল ধোঁ*কা।  এখন আসি মূল ঘ...
03/07/2025

আমার শাশুড়ির জন্য আমার খুব মায়া হয় বেচারী ১৮ বছরের সংসারে এত ত্যা*গ ক*ষ্ট করে দিনশেষে পেয়েছিল ধোঁ*কা।
এখন আসি মূল ঘটনায়।

আমার শাশুড়ি ৪ভাইয়ের একমাত্র বোন, মানে অনেক বেশি আদরের ছিলো তিনি। উনি চাওয়ার আগে সব কিছু রেডি থাকতো।তার জন্য আলাদা একটা কাজের লোক ছিলো। মাশাল্লাহ সৌন্দর্যতেও উনি কোন অংশে কম ছিলেন না।
এক বিয়ের অনুষ্ঠানে আমার শাশুড়ির সাথে প্রথম শ্বশুরের দেখা হয়। আমার শ্বশুরের চাচাতো ভাইয়ের বউ হচ্ছে আমার শাশুড়ির খালতো বোন।

সেদিন থেকেই আমার শশুর পাগল আমার শাশুড়িকে বিয়ে করবে।

কিন্তু আমার শাশুড়ির ফ্যামিলি রাজি না। কারণ শশুরের ফ্যামিলি অনেক বড়। তার মধ্যে কোন ভাই বোনের সাথে কোন ভাই বোনের ভালো সম্পর্ক নেই।
আমার শ্বশুর প্রায় প্রতিনিয়ত তার চাচাতো ভাইয়ের বাসায় যেতো তার ভাবির সাথে কথা বলতে মানে আমার শাশুড়ির খালাতো বোনের সাথে কথা বলতে।

আমার শশুর অনেক ঘোরাঘুরি কর আমার শাশুড়ির পিছনে। প্রায় ২ বছর ঘুরে।
শেষমেশ আমার শাশুড়ি ও রাজি হয়ে যায়। তাদের বিয়ে হয়।

বিয়ের পর আমার শ্বশুর নিজের ব্যবসা শুরু করে সেটা তে লস।

আমার শাশুড়ি নিজের বাপের বাড়ি থেকে টাকা এনে দেয় ২য় ব্যবসার জন্য। সেটাও লস।

আমার শাশুড়ি আমার শ্বশুরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো সে তার গয়না বিক্রি করে দেয় আমার শ্বশুরকে আবারও ব্যবসা শুরু করার জন্য।
এই বার ও আগের মতো অবস্থা।
ব্যবসা টিকিয়ে রাখতে পারি নি।

এই বার আমার শ্বশুর সিদ্ধান্ত নে হোটেল দিবে। আর এই বার ও আমার শাশুড়ি টাকা যোগাড় করে। নিজের বাপের বাড়ির যে অংশ পাবে সেটা সে বিক্রি করে দেয়।টাকার বেশির অর্ধেক সে আমার শ্বশুরকে দিয়ে দেয় ব্যবসার জন্য। বাকি টাকা ব্যাংকে রেখে দেয়।তাদের একমাত্র ছেলের জন্য।

আমার শ্বশুরের বিজনেস করতে যেয়ে প্রায় ১৬ বছর পার হয়ে যায় সে সফলতার মুখ দেখে না।
আর এই ১৬ বছরে আমার শাশুড়ি অনেক বেশি কষ্ট করে। এমন ও সময় গেসে তাদের বাজার করে খাওয়ার টাকাও ছিলো না। আমার শাশুড়ি ছেঁড়া কাপড় পড়ে ঘুরতো৷ অথচ বাপের বাড়িতে তার কোন কিছুর কমতি ছিল না।

যাই হোক, এই বার আমার শ্বশুরের হোটেল অনেক বেশি মুনাফা কামনা শুরু করব। তার হোটেলের খাবার অনেক সুস্বাদু ছিলো,অনেক দূরে থেকেও লোকজন আসতো আর হোটেলে খাবার খাওয়ার জন্য।

১বছরের মাথায় আমার শশুর হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট শুরু করে।
এখন আর তাদের কোন টানা পোড়া নাই সব কিছু ঠিক হয়ে গেছে।
আমার শশুর যতগুলো স্বর্ণ আমার শাশুড়ি থেকে নিয়েছিল সব স্বর্ণ আবার কিনে দেয়৷

সবকিছু ঠিক যাচ্ছিলো এর মধ্যে হঠাৎ একদিন আমার শাশুড়ি জানতে পারে আমার শ্বশুর তাকে চিট করছে।
এক ২০/২২ বছরের মেয়ের সাথে তার পরকীয়া সম্পর্ক আছে।
এই ব্যাপার নিয়ে শশুর শাশুড়ির মাঝখানে অনেক ঝগড়া হয়। সেদিন আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কাওকে কিছু জানায় না।
কিন্তু আমার শশুর জানতো তার বউযে অসুস্থ। তাদের একমাত্র ছেলে তখন ঢাকার বাহিরে।
আমার শাশুড়ির অনেক হাই পেশার ছিলো। সারা রাত সে অসুস্থতার কারনে বমি করে মাঝে মাঝে নাকি বেহুশ ও হয়ে গেসিলো। যখন অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তখন না পেরে আমার শশুর তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
আমার শাশুড়ি মাত্র ৩৫ বছর বয়সে দুনিয়া ত্যাগ করেন।

আর আমার শাশুড়ির মৃ* ত্যুর ১৫দিনের দিন সে কাওকে না জানিয়ে ২য় বিয়ে করে।
আর আমার শাশুড়ির মৃত্যুর ৪১ দিনের দিন সে তার ২য় বউকে ঘরে তুলে৷

ওই যে আমার শাশুড়ি ব্যাংকে আমার স্বামীর জন্য কিছু টাকা রেখেছিল।
সেটা সে বের করে নিয়ে নেয়।

আমার শাশুড়িকে যে গোল্ড গুলো কিনে দিয়েছিল সব দিয়ে দেয় তার ২য় বউকে।

আমার শাশুড়ি মা রা যাওয়ার ৮ বছর পর তার ছেলের সাথে আমার বিয়ে হয়।
আমি সব সময় আমার শাশুড়ির জন্য দোয়া করি। এত ভালো একটা ছেলেকে জন্ম দেওয়ার জন্য। আল্লাহ অনাকে বেহেস্তের শ্রেষ্ঠ স্থান দিক। 💗

আসল ছবি দেখে হাসতে হাসতে শেষ।  বলুন তো উনি কে? আসল ছবি কমেন্টে। 😆😆
03/07/2025

আসল ছবি দেখে হাসতে হাসতে শেষ। বলুন তো উনি কে?
আসল ছবি কমেন্টে। 😆😆

কনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে যা হয় 😂😂 আসল ছবি কমেন্টে। 🫣🫣
02/07/2025

কনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে যা হয় 😂😂
আসল ছবি কমেন্টে। 🫣🫣

এই গরমে কার কি অবস্থা??  কেমন আছেন সবাই?
10/05/2025

এই গরমে কার কি অবস্থা??
কেমন আছেন সবাই?

09/05/2025

দিনশেষে বউ ছাড়া কেউ আপন না, দেয়ালে পিঠ না ঠেকলে কিছু কিছু পুরুষ স্ত্রীর মর্ম বোঝেনা,,

Shout out to my newest followers! Excited to have you onboard! Sohel Arman, Abdul Malek, Shamim Farhad, Anwarul Kabir, K...
04/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Sohel Arman, Abdul Malek, Shamim Farhad, Anwarul Kabir, Kawsar Chowdhury, Younus Eft, Firoz Rahman, Jahirul Islam, Shahidul Islam Shahid, বিদ্রোহী বালক, Zia Ahmed, Khokon Anoholy, Razuean Ahamad Jafar, Fahim Sarif, Nurul Islam Khokan, Hafijur Rahaman Ripon, Ahammad Shakir Suman, Md Milon, Abul Quashem, Shafil Ahmmed Noyon, Kamal Ahmed, Ekramul Islam Awlad, Toriqul Islam, Abu Chowdhury, Korban Ali, Imam Hossain, Fayshal Miya, Shah Jalal, Md Arshad Ullah, Md. Ziaur Rahman, Rostom Ali, Shariful Alam, Shariful Islam, Saiful Safin, Abu Sayed, Mizanur Rahman Shamim, ওমর ফারুক, Toufik Muneem, Tofail Ahmad, Ershad H Mondol, Delwar Hossain Dulal, Murad Hossain, Jamal Uddin, Abdullah Gp, Nasir Uddin, মধ্য আকাশের জ্বলোন্ত তারা, Nasrin Begum, মোঃ মাসুদ পারভেজ, মোঃ সাইফুল ইসলাম সবুজ, Abdul Motaleb Miah

Shout out to my newest followers! Excited to have you onboard! Milon Howlader, M. Ahmed Nur, Smadi Mreggae, Ali Diman, R...
11/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Milon Howlader, M. Ahmed Nur, Smadi Mreggae, Ali Diman, Rahman Mohammad Ataur

06/02/2025

একটু খেয়াল করে দেখবেন- বেশিরভাগ মেয়েরা প্রেমে পড়লে ঠিক মায়ের মতো আচার-আচরণ শুরু করে। ঘুম থেকে ঠিক সময়ে উঠলাম কিনা, ব্রেকফাস্ট খেলাম কিনা, ঠিক সময়ে অফিস পৌঁছালাম কিনা, বাড়ি ফিরলাম কিনা। নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা ফোন কল।

অন্যদিকে বেশিরভাগ ছেলেরা প্রেমে পড়লে বাবার মতো আচার-আচরণ শুরু করে। রাস্তা ঠিক ভাবে পেরোলো কিনা, অফিসে কারোর খারাপ নজর পড়লো কিনা, বাস/ট্রেনের প্রচন্ড ভিড়ে দূর্ভেদ্য দেওয়ালের মতন সামনে দাঁড়িয়ে থাকা ইত্যাদি।

এগুলো সবই হয় খুব স্বতঃস্ফূর্ত ভাবে, পুরুষতন্ত্র বা নারীতন্ত্রের নিয়ম না মেনেই। ভালোবাসা আসলে বাবা বা মা হওয়ার অনেক আগেই আমাদের ভেতরকার পিতৃত্ব বা মাতৃত্বকে জাগিয়ে তোলে।🤍

06/02/2025

জীবন খুব বেদনা।🥲

06/02/2025

কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি আর অনেকেই আমার সাথেও রাখে না।
এই রাখা না রাখা নিয়াও কোনো অভিযোগ নাই। কারণ কারোর সাথে চাওয়া-পাওয়ার স্বার্থ নাই।

বলতে পারেন এভাবেই আমাদের অনেকের সাথে শেষ কথা, শেষ দেখা, শেষ পথচলা, শেষ যোগাযোগ হয়ে গেছে।🙂🥲

06/02/2025

জীবনে ওতোটুকু টাকা পয়সা হোক যেন পছন্দের কোনো জিনিস কিনতে গেলে বারবার হিসাব কষতে না হয়, প্রাইজ ট্যাগ দেখার পর ফেলে আসতে না হয়। যেন আম্মুর আর কোনোকিছুতে স্যাক্রিফাইজ করতে না হয়, যেন কাছের মানুষদেরকে ছোটখাটো জিনিস মাঝে মধ্যে কিনে দিতে পারি। যেন গরীব লোকেরা টুকটাক ঠকালে সয়ে নিতে পারি। রিকশাওয়ালা দশ টাকা বেশি চাইলে, মিথ্যা গল্প বলে কেউ সাহায্য চাইলে তাকে যেন ফিরিয়ে দিতে না হয়।
আর মোস্ট ইম্পোর্টেন্টলি, কেউ শুধু শুধু অপমান করলে যেন জবাব দেয়ার মতো সামর্থ্য থাকে, ঝাপসা চোখে যেনো শুধু তাকিয়ে থাকতে না হয়। শুধু ওতোটুক টাকার জো'র যেন হয়, যতোটুকু হলে নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার অধিকার থাকে, নিজের সম্মান বাঁচিয়ে রাখা যায়।
০৮.১০.২৪

লেখা : Tanzim Erin

04/02/2025

Good Night Everyone

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naaz AI Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share