RP Lady's Fashion were

RP Lady's Fashion were Women's Clothing Store ·
Clothing (Brand)

02/06/2025

জীবন কেটে যায় অপেক্ষায় ,,
কখনো মানুষের ,কখনো সুদিনের ,,কখনো বা একটা দোয়া কবুলের অপেক্ষায়...! 💗🤍🌸

11/12/2024
ভালোবাসায় ভরপুর একটা হৃদয় নিয়ে জন্মানো মানুষ একটা সময় এসে ভালোবাসার নামে জঘন্য বমি করে। পিরিত তারে আর কোনোদিনও খায় না।কা...
11/12/2024

ভালোবাসায় ভরপুর একটা হৃদয় নিয়ে জন্মানো মানুষ একটা সময় এসে ভালোবাসার নামে জঘন্য বমি করে। পিরিত তারে আর কোনোদিনও খায় না।

কাছের মানুষের কাছে কিঞ্চিৎ আগ্রহ চেয়ে যে মানুষটা চরম অবহেলা পেলো, সে মানুষটা আর কোনোদিন কারো কাছে আগ্রহ চায় না।

একটু যত্নের অভাবে যে মানুষটা ছটফট করতে করতে অনাদরে ভিতরে ভিতরে পলিথিনের মতো চুপসে গেল, সেই মানুষটা অ'যত্নে পঁচে গলে গেলেও আর কাউকে বলে না, আমায় একটু বাঁচাও।

আমারে তোমার কাছে রাইখা দাও, আমি তোমার কাছেই থাকতে চাই বলা মানুষটাকে যখন দূরে ঠেলে দেওয়া হয়, সেই মানুষটা আর কোনোদিন কারোর দরজায় কড়া নাড়ে না থেকে যাওয়ার আবদার নিয়ে।

পাজড় ভাঙা ভঙ্গুর সম্পর্কগুলোকে যে মানুষটা নিজের সর্বোচ্ছ চেষ্টায় দিয়ে নকশিকাঁথার মতো সাবধানে সেলাই করে জুড়তে চেয়েও শেষমেষ জুড়তে না পেরে আলগা হয়েছে, সে মানুষটার আর কোনোদিও চোখের পাতা কেঁপে ওঠে না কোন সম্পর্কের ভাঙনে।

যে মানুষটা অন্ধের মতো কাউকে বিশ্বাস করার পর মুখোশ পেয়েছে, সে মানুষটাকে দ্বিতীয়বার কেউ বিশ্বাস করার কথা বললে শামুকের মতো গুটিয়ে নিয়েছে নিজেকে।

এক চিমটি সুখের আশা করতে যেয়ে যে মানুষটা দুঃখের সমুদ্রে হাবুডুবু খেলো, সে মেনে নিয়েছে, দুঃখই চিরন্ত সত্য বাকি সব কুঁয়াশা।

ভালোবাসা চাইতে চাইতে যে মানুষটা কাঙাল হয়ে গেল, যে মানুষটা মাথা রাখার একটা কাঁধ চেয়ে বেহায়া হয়ে গেলো, প্রতিশ্রুতি চেয়ে যে মানুষটা প্রতারণার আঘাতে টুকরো টুকরো হলো, সে মানুষটাই একদিন ভাঙতে ভাঙতে এত কঠিন হয়ে উঠে যে পৃথিবীর কোনো শক্তপোক্ত আঘাতই তাকে আর ভাঙতে পারে না।

সে শিখে যায় নিজেই নিজেকে জড়িয়ে ধরতে, নিজের সঙ্গে নিজে হাসতে, নিজের সঙ্গে নিজে কাঁদতে, নিজের সঙ্গে নিজে হাঁটতে, নিজের সঙ্গে নিজে কথা বলতে, সে শিখে যায় নিজেই নিজেকে পরম যত্নে ভালোবাসতে।

ঝুম বৃষ্টির উদাস কোনো হাওয়ার দুপুরে কেউ যদি তাকে ভালোবাসার নেমন্তন্ন পাঠায়, ফুল ফোটা কোন ফাল্গুনের ভোরে যদি ফের তার ভালোবাসার ইচ্ছে জাগে কাউকে, সে নিজেকে সোজাসাপ্টা জানিয়ে দেয়, না না ওসব ভালোবাসা আমার জন্য না। ভালোবাসা একটা ভয়ঙ্কর অসুখ; ওই অসুখে একবার বুকের ভেতর ক্ষত হলে দুনিয়ার আর কোন তাবিজ, কবজ, মলমে সেই ক্ষত সেরে ওঠে না।

18/11/2024

"Can we talk again, just like how we talk before? I miss you so bad."

হঠাৎমটাৎ ইনবক্সে নক দিয়ে 'কেমন আছো' জিজ্ঞাসার কোনো মানে নেইতুমি জানোই, কি লিখবো প্রত্যেকবার।কালেভদ্রে কোনোদিন একটু বাড়তি...
08/11/2024

হঠাৎমটাৎ ইনবক্সে নক দিয়ে 'কেমন আছো' জিজ্ঞাসার কোনো মানে নেই
তুমি জানোই, কি লিখবো প্রত্যেকবার।

কালেভদ্রে কোনোদিন একটু বাড়তি কিছু লিখলেও
সেসব হয় অসুখের কথা
নয়তো অষুধ অনিয়মিত খাবার কথা
খাবার খেয়েছি কি না এ পর্যন্তই।
তুমি ভালোমতো জানো এইসব আসল কথা না
এইসব শান্তনা
তোমার শান্তনা পেতে ভাল্লাগে?
আমার ভাল্লাগে না,য্যামন ভাল্লাগে না শ্বাসকষ্ট।

তার চেয়ে একদিন আসো
তোমাকে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে খাওয়াই,
ধরো কথা বললাম চুলার পাশেই খানিকক্ষণ
তারপর অর্ধেক বিড়ি
অথবা হাওয়াই মিঠাই
যা ভাল্লাগে।

শান্তনা আদান প্রদান করতে করতে
এখন প্রায় দিন জ্বর আসে
জ্বর সারাতে হবে তাই কথা জড় করছি
মরা দিনকালের ব্যবসা বাদ;তুমিও জড় করো যুক্তি
ব্যাপক তর্ক করবো,ধৈর্য্য নিয়ে খেলবো সমস্ত দিন
কারণ তোমার 'কেমন আছো' টেক্সটের কোনো মানে নেই

তার চেয়ে একদিন আসো
তোমাকে লবঙ্গ দিয়ে চা খাওয়াই
ধরো চোখাচোখি হলো ধোঁয়ার ফাঁকেই খানিকক্ষণ
আইসক্রিম অথবা হাওয়াই মিঠাই
যা ভাল্লাগে।

তবু শান্তনা ভাল্লাগে না,ভাল্লাগে না জ্বর,শ্বাসকষ্ট।

# ®Obot_girl

08/10/2024

টাকা পয়সাই রিজিক না। বাড়ি গাড়িই রিজিক না। ভাল একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেয়াটাও রিজিক।বিপদে এগিয়ে আসবে এমন আত্মীয় স্বজন থাকাটাও রিজিক। কাজের বন্ধু বান্ধব থাকাটাও রিজিক।

সুস্থ থাকা,নিরাপদে থাকা,মানসিক শান্তিতে থাকাও রিজিক।
নিশ্চিন্তে ঘুমাতে পারাটাও রিজিক। এগুলো সবাই পায় না। অনেকের রিজিকে এসব নাই।

03/07/2024

পৃথিবীর সবচে' বড় আন্তরিকতাপূর্ন কাজগুলোর একটা হচ্ছে- শ্বশুর বাড়ি তে প্রথম বারের মত আসা নতুন বউ এর প্রতি 'কাইন্ডনেস' দেখানো।
First impression is everything ,don't start war with the person who's going to manage that household one day.

বাপের বাড়ি নিয়ে ত্যাড়া কথা বলে খোচা দেয়া, মাথার ঘোমটা নিয়ে দোষ ধরা, আপনার ফ্যামিলির কোন কোন খালুর মনে কষ্ট দেয়া হইসে বউ ভাতের প্যান্ডেলে এগুলা নিয়া প্যান প্যান করা, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা কিংবা খাবারের টাইমিং নিয়ে হালকা প্যাড়ায় ফেলে দেয়া, বিয়ের ভারি মেকাপ তোলার পর তার চেহারার সৌন্দর্য নিয়ে মশকরা করা- এগুলা খাচ্চর লোকের কাজ।
এগুলা করবেন না নতুন বউ এর সাথে,হোক সে আপনার বাড়ির কিংবা পাশের বাড়ির।
কমেডির অভাব হইলে কপিল শর্মা দেখবেন।

Be kind to the woman who just left her entire family -lifestyle for being a part of your family ,that woman will make your home heaven alike,real soon.🌸

03/07/2024

পুনর্জন্ম বলে কিছু যদি থেকেই থাকে তাহলে আমি জীবনানন্দের মতো শঙ্খচিল হয়ে জন্মাবো না। আমি জন্মাবো তোমার কিশোর বয়সের প্রেমিকা হয়ে। যার জন্য রোজ তুমি স্কুল গেটের পাশের মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকবে, শুধু এক পলক আমায় দেখবে বলে। আমি না হয় লজ্জাবতীমুখ নিয়ে আড়চোখে তাকাবো।

টিফিন টাইমে সবাই যখন খাবার খেতে ব্যস্ত তুমি বরং নীলখামের চিঠিটা লুকিয়ে আমার খাতার ভাঁজে রেখো। একশো একখানা বানান ভুল থাকুক তাতে। অসংখ্য কা'টাছেঁ'ড়ায় জিলাপির মতোন প্যাঁচ থাকুক প্রতিটা অক্ষরে। সেই ভু'ল বানানের, কা'টাছেঁ'ড়া জিলাপির মতো অক্ষরের নিষ্পাপ অনুভূতিগুলো আমি চাই।

আমার জন্মদিনে, তোমায় কালো রঙের শার্টে না মানালেও শুধু মাত্র আমার কালো রঙ পছন্দ বলে সবার হাসির পাত্র হয়েও, তুমি আমার সামনে একটা বেলির মালার সাথে আমার প্রিয় চকলেট নিয়ে হাজির হইও। আমি জানি - আমি মুগ্ধতায় চোখ ফেরাতে পারবো না।

পুনর্জন্ম বলে যদি কিছু থেকেই থাকে আমি জন্মাবো। হ্যাঁ আমি জন্মাবো শুধু মাত্র তোমার জন্য। এ জন্মের সব না পাওয়া, না হয় সে জন্মে ঘুচিয়ে দিবো। বলবো সে সব আটকে যাওয়া না বলা কথা। হয়তো শালিকের মতো নয় কিন্তু এক দুরন্ত কিশোরী হয়ে। যার প্রেমিক কিশোরটা হবে শুধু তুমি। এবং শুধুই তুমি!

08/11/2023

অক্টোবর শেষে, নভেম্বর শুরুতে এই রাতগুলি কেমন জানি! পরিষ্কার আকাশ, বাতাসে শীত শীত ঘ্রাণ, ভালোও লাগে আবার একই সাথে কোনো কারন ছাড়াই বিষন্নও লাগে। অদ্ভুত রকমের melancholic একটা আবহাওয়া! 🥶

27/10/2023

একদিন তোমার ব্যথাই তোমাকে সুস্থ করে তুলবে ❤️
___ জালালুদ্দিন রুমি

27/10/2023

আমি খোদার কাছে শান্তি চেয়েছিলাম,
খোদা তোমাকে মিলিয়ে দিলেন।

আমি খোদার কাছে তোমাকে চাইলাম,
আমার শান্তি মিলিয়ে গেল।

Address

Gazipur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RP Lady's Fashion were posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RP Lady's Fashion were:

Share