Samira Afra

Samira Afra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Samira Afra, Digital creator, Goshairhat, Dhaka.

25/06/2024

যেই নবীকে সৃষ্টি না করলে ১৮ হাজার মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না সেই নবীর উম্মত হতে পেরে একবার শুকরিয়া আদায় করি....! আলহামদুলিল্লাহ!❤️

24/06/2024

মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন৷ তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন৷ তাদের সাথে ধৈর্যশীল হোন৷ পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালটা দেখুন৷

21/06/2024

শ্রেষ্ঠ কথা চারটি :
ক. সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র ,
খ. আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর ,
গ. লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই,
ঘ. আল্লাহু আকবর – আল্লাহ মহান। [ সহীহ মুসলিম ]

11/06/2024

যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না

— হযরত আলী (রাঃ)

বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে

—হযরত আলী (রাঃ)

পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর।

—হজরত আলী (রাঃ)

06/06/2024

আল্লাহ তা-আলার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি পায়, তখন পেরেশানি থাকে না। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি দোয়া করা।
— মুফতি মুহাম্মদ শফী রহঃ

04/06/2024

১। নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্যঅপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।
— হযরত সুলাইমান (আঃ)

২। রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ প্রহন করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।
— তিরমিজি, হাদিস নং ২৩২৮

৩। নিশ্চই আল্লাহ তা’আলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন।
— শু’আবুল ঈমান-৮৬৬

৪। যে রব (আল্লাহ্‌) গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন।
— শাইখ আলী জাবের আল ফীকি হাফিযাহুল্লাহ

৫। রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না।
— বুখারী, ৫০৯৬

৬। যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাঁর ঈমানের নূর এক জুম’আহ হতে আরেক জুমু’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।
— সহীহ আত-তারগীব হা/৭৩৬

৭। দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়। আসল খ্যাতি হলো আসমানে পরিচিতি পাওয়া।
— বইঃ নবীজির সাথে

৮। রাসূলুল্লাহ সা; বলেছেনঃ যে ব্যক্তি জ্ঞাতসারে তাঁর প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি।
— তাবরানি-৭৫১

03/06/2024

১। সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায় ।
— হযরত সুলাইমান (আঃ)

২। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ ।
— হযরত আলী (রাঃ)

৩। বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র ।
— আল হাদিস

01/06/2024

অনেক মানুষ চক্ষুলজ্জায় ও দান করে, তবে তাহা কিন্তু দান নহে।

—হযরত আলী (রাঃ)

স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বগ সুখ আর কিছু নেই।

— হযরত আলী (রাঃ)

কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা’আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।

—ড. বিলাল ফিলিপ্স

আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।

—ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।

—ড. বিলাল ফিলিপ্স

01/06/2024

সৃষ্টি কর্তা তোমাদের চেহারা সুরত ও সম্পদ দেখেনা, তিনি দেখেন অন্তর ও কাজ।

—( সহীহ মুসলিম )

তোমরা সকলে কুরআন কে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো বিপথগামী হবেনা।

—( মিশকাত )

তোমরা সকলে মিথ্যা থেকে এড়িয়ে থাকো, নিশ্চয়ই মিথ্যা ঈমানের ধংস করে।

—আল হাদিস

যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না

— হযরত আলী (রাঃ)

বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে

—হযরত আলী (রাঃ)

পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর।

—হজরত আলী (রাঃ)

31/05/2024

মনের আশা পূরন হওয়ার দোয়া: ইসমে আজম,,,,,,
আল্ল- হুম্মা ইন্নী আছ আলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আংতাল্লা-হ, লা-ইলা-হা ইল্লা-আনতাল আহাদুস ছমাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউ - লাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ। [তিরমিযী:৩৪৭৫]

ফযিলত: এই ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন - যা চাওয়া হয় তা দান করেন।

31/05/2024

যে ব্যক্তি নিজের আত্মসম্মান বোধ বা আত্মসম্মানের গুরুত্বকে অনুধাবন করতে সক্ষম হন না, তিনি অন্যের সম্মানহানি করতে ও কুন্ঠিত হন না।

30/05/2024

আমাদের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং সীমিত। তাই আমাদের উচিৎ এই ছোট্ট জীবনকে প্রকৃত সম্মান দেওয়া যা সম্ভব আমদের কাজের মাধ্যমে। —ওসাকা লেভিনহো

Address

Goshairhat
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samira Afra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samira Afra:

Share