Eva's Highlights

Eva's  Highlights My daily life events and my lifestyle are blogged on
this Page.
(1)

It is high time...শাকিব ভাই তুই বলে দে তুই আসলে কার!!! বেচারি ২জন পাব্লিককে বুঝাতে বুঝাতে টায়ার্ড😶😶😂 ゚
16/06/2025

It is high time...শাকিব ভাই তুই বলে দে তুই আসলে কার!!! বেচারি ২জন পাব্লিককে বুঝাতে বুঝাতে টায়ার্ড😶😶😂

13/06/2025

ভাগিনা আমার এতো আদরের যে কান্না করতেও জানে না। কই একটু বললাম কান্না করে অভিনয় করো,এই হলো তার কান্না!!!😂😂😂
কান্না দেখে হাসতে হাসতে শেষ আমরা😶😂😂

11/06/2025

Octopus🖤🖤

10/06/2025

কেমন হলো eye makeup challenge!!!🙄🙄

কার মেকাপ বেশি ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন।😇😇

09/06/2025

সী-ফুড কে কে খেতে পছন্দ করেন?

08/06/2025

ঈদের দিনের প্রথম প্রহর❤️❤️

ঈদ মোবারাক❤️❤️
07/06/2025

ঈদ মোবারাক❤️❤️

06/06/2025

সবাইকে ঈদ মোবারক🖤🖤

06/06/2025

আলহামদুলিল্লাহ🖤

ঘরে বানানো kfc style চিকেন ফ্রাই😋।রেসিপি দেয়া আছে পেইজে। প্রয়োজনে দেখে নিতে পারেন। ゚
27/05/2025

ঘরে বানানো kfc style চিকেন ফ্রাই😋।রেসিপি দেয়া আছে পেইজে। প্রয়োজনে দেখে নিতে পারেন।

আর কত নাটক দেখবো মানুষের!! হাইপে থাকতে/ ট্রেন্ডে থাকতে কত নাটক যে করে। এই লোক প্রথমে ২বউ নিয়ে যা শুরু করেছিল।তারমধ্যে কি...
26/05/2025

আর কত নাটক দেখবো মানুষের!! হাইপে থাকতে/ ট্রেন্ডে থাকতে কত নাটক যে করে।
এই লোক প্রথমে ২বউ নিয়ে যা শুরু করেছিল।তারমধ্যে কিছু নমুনা এমন যে, বউদের নিয়ে ৪ বার ঘরের ফার্নিচার সহ ফ্ল্যাট বাসা চেঞ্জ। তাও নাকি বড় ফ্ল্যাট লাগবে ছোট বাসায় হয় না।বউরা হাতে, গলায়, কানে গোল্ড পরে আবার কার কত ভরি গোল্ড আছে ভিডিও করে। জামা কাপড় নিজেদের আর বাচ্চা হওয়ার আগেই বাচ্চার জন্য এতো কিনে যে রাখার জায়গা নাই এমন অবস্থা। জামা কাপড় রাখতে আবার নতুন আলমারি বানাচ্ছে। বউয়ের বাপের বাড়ির মা,ভাই, ভাই বউকে ফোন গোল্ড গিফ্ট করছে। নিজেরা আইফোন নিচ্ছে।মানুষ তখন দেখছে কত জানি টাকা আর এতো কিছু কিভাবে করে অনেকে আস্কও করেছে তখন বলে আমার হাসবেন্ডের ফটোগ্রাফি বিজনেস। ঐখান থেকেই আসে। এখন তো বুঝাই যায়। অন্যের টাকা পকেটে নিয়ে ফুটানি করছে।৫০লাখ ঋণ কি মুখের কথা।
আর এখন আসি মূল কথায়। এতো টাকা ঋণমুক্ত হওয়ার উপায়ও ফেসবুক। তাইতো প্রথমে বড় বউকে আশিকি জীন ধরসে এই নাটক করছে। ভাবছে সবাই ইন্টারেস্ট পেয়ে ভিউ হবে খুব। যখন দেখলো জমলো না। এখন ২বউয়ের মধ্যে একজন ছেড়ে গেছে। একজন থেকে গেছে। একজন ভিক্তিম, একজন অপরাধী এসব নাটক সাজাইছে যেন হাইপে আসতে পারে। ভিউ হয় আর ঋণ দেয়। কয়দিন পর সব ঠিক থাক হয়ে যাবে।

সব শেষে একটাই কথা। উনার মতো এই চেহারার বেডা যদি ৩ বিয়ে করে ৩ বউ নিয়ে থাকে,তাহলে আমার জামাই এর ১০ বিয়ে করা কোনো ব্যাপার না😶। করতে দিবো না সেটা অন্য ব্যাপার আর কি😂।

আজকে মামুন লায়লার rj kibria show টা দেখলাম।মামুন লোভী বুঝলাম কিন্তু লোভী বানিয়েছে কে? অবশ্যই লায়লা। কে না জীবনে সব পেতে ...
25/05/2025

আজকে মামুন লায়লার rj kibria show টা দেখলাম।

মামুন লোভী বুঝলাম কিন্তু লোভী বানিয়েছে কে? অবশ্যই লায়লা। কে না জীবনে সব পেতে চায়, ভালো থাকতে চায়!! একটা গরিব ঘরের ১৭/১৮ বছর বয়সী ছেলে দেখছে একজন তার চাওয়ার আগেই তাকে সব দিয়ে দিচ্ছে। ঐ জায়গায় ফিউচারে কি হবে এতো কিছু না ভেবে,বর্তমানে ভালো থাকার লোভ তো জন্মাবেই।
লায়লাতো প্রাপ্ত বয়স্ক ছিলো। দিন দুনিয়া দেখে বড় হইছিলো। উনার মতো একটা চালাক মহিলাকে একটা ১৭/১৮ বছরের বস্তির ছেলে আর বস্তির ছেলের পরিবার ফাঁদে ফেলবে এটাও মানুষ বিশ্বাস করবে!! বললেই হলো!
আর সম্পর্ক যা ছিলো ভাই এটা নিয়ে উনি এমন শুরু করছে কেনো? মানুষ পরিবর্তনশীল, সম্পর্ক পরিবর্তনশীল। Bf/gf, husband /wife এর সম্পর্ক পর্যন্ত ডিভোর্স হয়ে শেষ হয়। একটা মানুষ আগে থাকতে চেয়েছে,এখন চাচ্ছে না। একবার সম্পর্ক করছে কেন আর ছাড়া যাবে না এমন কি হয় নাকি।
আর সেটা যদি হয় লায়লার গিফ্ট দেয়া। সে তো নিজের ইচ্ছায় দিয়েছে। জোর করে তো নেয় নি। তাও উনাদের মধ্যে কি দেয়া নেয়া হয়েছে সেটা বোঝাপড়া করে প্রয়োজন হলে গাড়ি,মোবাইল যা নেয়া পসিবল মামুনের থেকে নিয়ে ছেলেটাকে মুক্ত করা উচিত এই মহিলার। অনেক হইছে।
অন্য ২সংসারও ভাঙছে তাঁদের সাথে তো এসব করে নি।কারণ উনাদের সাথে তো আর পারতোনা এসব করে। সমানে সমানে ছিলো যে। আর এখানে তো জানেই আগে টাকা দিয়ে ঘায়েল করসে মামুনকে আর এখন টাকা দিয়ে শায়েস্তাও করতে পারবে মামুন কে।

এক কথায় অসভ্য, নিলজ্জ, বেহায়া মহিলা একটা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eva's Highlights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share