eBiz Talk

eBiz Talk A digital platform focused on research on business, economy, industry & startup I Some stories will be shared through podcast

উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি...!মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নি*হতদের প্রতি গভীর শোক ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা...
21/07/2025

উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি...!

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নি*হতদের প্রতি গভীর শোক ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। 💔

জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার (২১ জুলাই) দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ভবনে গিয়ে আঁছড়ে পড়ে!

বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় মা–বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

রাত ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মর্মান্তিক এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে।

স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হয়। আবার ক্লাস শেষে কারও কারও কোচিং চলছিল।

হতাহতের বেশির ভাগই শিশু। আট হাসপাতালে আহত অন্তত ১৭১ জন।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

এদিকে রাত আড়াইটায় জানানো হয়, মঙ্গলবারের (২২ জুলাই) পূর্বনির্ধারিত এইচএসসি পরীক্ষাও স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

🌍 ইলন মাস্ক: স্বপ্নের চেয়েও বড় বাস্তবতার নাম(বিশ্বের অন্যতম ধনী মানুষ)🔰 "একজন এলন মাস্কের গল্প: যিনি শুধু স্বপ্ন দেখেননি...
17/07/2025

🌍 ইলন মাস্ক: স্বপ্নের চেয়েও বড় বাস্তবতার নাম
(বিশ্বের অন্যতম ধনী মানুষ)

🔰 "একজন এলন মাস্কের গল্প: যিনি শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্নকে জোর করে বাস্তবে টেনে এনেছেন"

👶 জন্ম ও শৈশব

১৯৭১ সালের ২৮ জুন, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে এক ছেলেশিশুর জন্ম হয়, নাম রাখা হয় ইলন রিভ মাস্ক। বাবা এরোল মাস্ক ছিলেন একজন ইঞ্জিনিয়ার ও পাইলট, মা মেয়ে মাস্ক একজন ডায়েটিশিয়ান ও মডেল। ছোটবেলায় ইলন ছিলেন ভীষণ বইপাগল, দিনের পর দিন বিজ্ঞান কল্পকাহিনির বই পড়ে সময় কাটাতেন। ১২ বছর বয়সে নিজেই একটি ভিডিও গেম কোড করে বিক্রি করেন মাত্র ৫০০ ডলারে!

তখনই বোঝা গিয়েছিল—এই ছেলে অন্যদের মতো নয়।

🎓 শিক্ষা জীবন

ইলন মাস্ক প্রথমে দক্ষিণ আফ্রিকাতেই পড়াশোনা শুরু করেন। ১৭ বছর বয়সে তিনি কানাডায় চলে যান, পরে আমেরিকায় চলে যান পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে। এখান থেকে তিনি পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে ডিগ্রি নেন।

কিছুদিন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু করেছিলেন, কিন্তু মাত্র ২ দিনের মাথায় ছেড়ে দেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন—তার জায়গা গবেষণাগারে নয়, উদ্যোক্তা জগতে।

🚀 উদ্যোক্তা জীবনের শুরু

ইলন মাস্কের প্রথম বড় উদ্যোগ ছিল Zip2 নামে একটি সফটওয়্যার কোম্পানি, যা সংবাদপত্রের জন্য অনলাইন গাইড হিসেবে কাজ করত। মাত্র কয়েক বছরের মধ্যেই এই কোম্পানিটি Compaq কিনে নেয় প্রায় ৩০০ মিলিয়ন ডলারে। তখন তার বয়স মাত্র ২৭!

এরপর তিনি গড়েন X.com, যা পরে রূপ নেয় PayPal-এ। ২০০২ সালে eBay এটি কিনে নেয় ১.৫ বিলিয়ন ডলারে!

🚀 তার পর... শুরু হয় আসল গল্প

সাধারণ কেউ এতেই থেমে যেত, কিন্তু ইলনের স্বপ্ন ছিল মহাকাশ ছোঁয়ার। তিনি প্রতিষ্ঠা করেন:

SpaceX (রকেট তৈরির কোম্পানি)

Tesla (ইলেকট্রিক গাড়ি তৈরির ব্র্যান্ড)

Neuralink (মানব-মস্তিষ্ক ও কম্পিউটারের সংযোগ প্রযুক্তি)

The Boring Company (আন্ডারগ্রাউন্ড টানেল ডেভেলপমেন্ট)

একটা সময় TESLA ব্যর্থতার মুখে পড়ে, রকেট তিন বার বিস্ফোরিত হয়—সব অর্থ প্রায় শেষ। ইলন নিজে স্বীকার করেছেন—“আমার ব্যাংক অ্যাকাউন্টে তখন ব্যক্তিগতভাবে কিছুই ছিল না। বন্ধুর বাসায় থাকতাম, কখনও গাড়িতেই ঘুমাতাম।”

কিন্তু চতুর্থ রকেট সফল হয়, এবং সেখান থেকেই আবার ঘুরে দাঁড়ান।

💰 বর্তমানে ইলনের সম্পদ

ইলন মাস্ক ২০২৫ সালের হিসেবে বিশ্বের ১ নম্বর ধনী (সম্পদ প্রায় ২২৫ বিলিয়ন ডলার!)

তার মূল আয় আসে Tesla, SpaceX, এবং X (সাবেক Twitter) থেকে।

তিনি "AI", "EV", "Space", "Solar Energy", এমনকি "মস্তিষ্কে চিপ বসিয়ে মানুষের চিন্তা দিয়ে কম্পিউটার চালানো" পর্যন্ত কাজ করছেন।

🧠 ব্যক্তি হিসেবে ইলন কেমন?

অতিমাত্রায় কাজপাগল — দিনে ১৬ ঘণ্টা কাজ করেন!

রিস্ক টেকার — নিজের সর্বস্ব বাজি রাখতে পিছপা নন।

ভবিষ্যত চিন্তক — তিনি বলেন, “আমি পৃথিবীতে থাকার জন্য না, আমি পৃথিবীর বাইরে ভবিষ্যৎ গড়তে এসেছি।”

👨‍👩‍👦 পরিবার ও সম্পর্ক

ইলনের ব্যক্তিগত জীবন খুবই আলোচিত। তিনি ১০ সন্তানের বাবা।

তার পরিবার তার ছোটবেলায় বিশেষভাবে সাপোর্ট করেনি—তিনি এমনকি স্কুলে সহপাঠীদের নির্যাতনের শিকারও হয়েছিলেন।

মা-মেয়ে মাস্ক পরে অবশ্য তার সফলতায় গর্বিতভাবে পাশে দাঁড়িয়েছেন।

🔥 সাপোর্ট ও প্রতিবন্ধকতা

অনেক বিনিয়োগকারী তাকে পাগল ভেবেছিল।

এক পর্যায়ে তিনি বলেন, “আমার যদি ব্যর্থ হওয়াই নিশ্চিত হতো, তাও আমি রকেট বানাতাম।”

বন্ধুদের অনেকেই তাকে পাগলামি ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু তার স্বপ্ন ছিল বড়, আর বিশ্বাস ছিল নিজেকে ঘিরে।

🏆 এক উদ্যোক্তার অনুপ্রেরণা

ইলন মাস্ক আমাদের শেখান—
“ব্যর্থতা কোনো অপমান নয়, বরং সফলতার প্রথম ধাপ। যদি তুমি পৃথিবী বদলাতে চাও, তাহলে প্রথমে নিজের ভয়কে বদলাও।”

এক বছরে বিটকয়েনের দাম বেড়েছে ৯৩ শতাংশ!ক্রিপ্টো জগতে সবচেয়ে দামি ও জনপ্রিয় মুদ্রা বিটকয়েন। বর্তমানে একেকটি এই ভার্চুয়াল ...
07/07/2025

এক বছরে বিটকয়েনের দাম বেড়েছে ৯৩ শতাংশ!

ক্রিপ্টো জগতে সবচেয়ে দামি ও জনপ্রিয় মুদ্রা বিটকয়েন। বর্তমানে একেকটি এই ভার্চুয়াল মুদ্রা কেনাবেচা হচ্ছে ১ লাখ ৯ হাজার ৩৯২ ডলারে। এক সপ্তাহে ২.১৮ ও এক বছরে এই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়েছে ৯৩.১৫ শতাংশ।

হঠাৎ চাহিদা বাড়ায় ধারাবাহিকভাবে এই মুদ্রার দাম বাড়ছে বলে জানিয়েছে দ্য টেড্রিং ইকনোমিকস।

আরেক ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও রয়েছে ঊর্ধ্বমুখী। এক সপ্তাহে ৩.৬৫ শতাংশ বেড়ে বর্তমানে প্রতিটি ইথার বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৯ ডলার ৪০ সেন্টে। তবে এই মুদ্রাটি এখনও এক বছর আগের তুলনায় ১৪.৬২ শতাংশ কমে বিক্রি হচ্ছে।

বাইন্যান্সের দাম বছর ব্যবধানে ২৯.১৫ শতাংশ বেড়ে বর্তমানে একেকটি বিক্রি হচ্ছে ৬৬. ডলার ৬০ সেন্টে। ক্রিপ্টোজগতে জনপ্রিয় হয়ে ওঠা সোলানার দাম এক সপ্তাহে ১.৭৭ শতাংশ এবং ৯.২১ শতাংশ বেড়েছে এক বছরে। বর্তমানে একেকটি সোলানা কেনাবেচা হচ্ছে ১৫২ ডলারে।

ন্যাশনাল ব্যাংকের নতু এমডি আদিল চৌধুরী >>ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিলেন আরিফ বিল্ল...
07/07/2025

ন্যাশনাল ব্যাংকের নতু এমডি আদিল চৌধুরী >>

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।

দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে সোমবার (৭ জুলাই) তিনি এই দায়িত্বে যোগ দেন।

নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক রূপান্তর এবং উদ্দেশ্যনিষ্ঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে তার সুনাম ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। তার এই নিয়োগ ন্যাশনাল ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ দেশীয় মালিকানাধীন বেসরকারি ব্যাংক হিসেবে আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং আস্থা ফিরে পাওয়ার জন্য নতুন পথ খুঁজছে।

দেশীয় ব্যাংকিং খাতে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে খ্যাত, আদিল চৌধুরী টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, উচ্চ নৈতিক মানদণ্ড এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। তিনি কর্মক্ষেত্রে জীবন ও কাজের ভারসাম্য এবং জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তুলতে বিশ্বাস করেন। কর্মদক্ষতা ও নিষ্ঠার যথাযথ মূল্যায়নের পক্ষে তিনি বরাবরই অবস্থান নিয়েছেন।

ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসি-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে এবং ডিজিটাল ব্যাংকিং সেবায় অভাবনীয় অগ্রগতি ঘটায়।

পরিচালন দক্ষতা বাড়ানো, সুশাসন জোরদার করা এবং সমস্যাগ্রস্ত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে তার ভূমিকা ব্যাংক এশিয়াকে ২০২২ সালের শেষে দেশের দ্বিতীয় সর্বাধিক লাভজনক ব্যাংকে পরিণত করতে সহায়ক হয়।

আন্তর্জাতিক পরিসরেও আদিল চৌধুরীর কর্মজীবন বিস্তৃত। ২০২০ সালে ব্যাংক এশিয়ায় উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি ১৫ বছরের বেশি সময় বিদেশে বিভিন্ন নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়াতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের কৌশলগত কার্যক্রম তদারকি করেছেন।

এর আগে তিনি ঢাকায় ক্রেডিট আগ্রিকোল ইনডোসুজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন এবং পরে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ গড়ে তোলেন।

আন্তর্জাতিক পরিসরে তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন ব্যবস্থাপনা, যেখানে তিনি বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি বিনিয়োগ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

বৈশ্বিক এই অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ কার্যক্রম সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দিয়েছে—যা ন্যাশনাল ব্যাংকের রূপান্তর প্রক্রিয়ায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ভিএলএসআই ডিজাইন) এ স্নাতক ডিগ্রি এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

এ ছাড়াও তিনি আর্থিক বাজারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করেছেন।

ব্যবস্থাপনা পর্ষদের বাইরেও আদিল চৌধুরী একজন অংশগ্রহণমূলক এবং সহযোগিতাপূর্ণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। স্বচ্ছতা, স্থিতিশীলতা ও মানুষকেন্দ্রিক প্রতিষ্ঠানের জন্য তার প্রতিশ্রুতি সর্বজনবিদিত।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নিয়োগ এমন এক সময়ে ঘটছে, যখন প্রতিষ্ঠানটি নতুন দিকনির্দেশনা ও আস্থা ফিরে পেতে চাইছে।

রিটার্ন জমার আগে জেনে নিন পাঁচটি করছাড়...করদাতারা অর্থবছরের ১ জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দিতে পারবেন। ৩০ ...
06/07/2025

রিটার্ন জমার আগে জেনে নিন পাঁচটি করছাড়...

করদাতারা অর্থবছরের ১ জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দিতে পারবেন। ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দেওয়া যাবে। এবার করমুক্ত আয়সীমা বাড়েনি।

গতবারের মতো সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে, কিন্তু এবার রিটার্ন দেওয়ার সময় পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে। কারণ, রিটার্ন জমার সময় করের হিসাব-নিকাশে বাজেটে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে।

এবার দেখা যাক, রিটার্ন জমার ক্ষেত্রে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য কোনটি পাঁচটি খাতে পরিবর্তন এল।

এক. আপন ভাইবোন দান করলে কর নেই
আপন ভাইবোনের দানকে করমুক্ত হিসেবে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। রিটার্ন নথিতে ভাইবোনের দান করা অর্থ বা সম্পদ করমুক্ত থাকবে। এ উদ্যোগের ফলে পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর আরও সহজ হবে। এমনকি বিদেশে থাকা ভাইবোনের অর্থ পাঠালেও তা করমুক্ত থাকবে। এত দিন শুধু স্বামী-স্ত্রী, মা-বাবা ও সন্তানেরা দান করলেই করমুক্ত থাকত।

দুই. কৃষি খাতের আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত
শহরের মানুষও জমিজমা কিনে শাকসবজির উৎপাদন করেন। অনেকে জমি লিজ নিয়ে কৃষিকাজ করেন। বাণিজ্যিক কৃষিকে উৎসাহিত করতে কর ছাড় দেওয়া হয়েছে। কোনো করদাতার কৃষি থেকে আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে।

তিন. বেসরকারি চাকরিজীবীর আয় গণনায় বাড়তি সুবিধা
বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় গণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ বাড়ানো হয়েছে। নানা ধরনের ভাতাসহ এত দিন সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আয় বাদ দেওয়া যেত। এটি এখন থেকে পাঁচ লাখ টাকা হবে।

চার. পেনশনের আয় করমুক্ত
জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় করমুক্ত থাকবে। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় এখন প্রায় ১ লাখ ৮০ হাজার গ্রাহক আছেন।

পাঁচ. চাকরিজীবীদের মরণব্যাধির চিকিৎসার খরচ করমুক্ত
চাকরিজীবী করদাতাদের মরণব্যাধির চিকিৎসা খরচকে করমুক্ত রাখা হয়েছে। চাকরিরত কর্মচারীদের জন্য কিডনি, লিভার, ক্যানসার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসা বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে। এসব চিকিৎসায় বিপুল অর্থ খরচ হয়।

আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ এখন অনলাইনেঢাকা : আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) ...
05/07/2025

আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ এখন অনলাইনে

ঢাকা : আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ঘরে বসে সকল শুল্ক-কর বা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে।

সরকারের অর্থ বিভাগের পরিচালনায় ‘এ চালান’ সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম, যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং (ডেবিট/ ক্রেডিট কার্ড, এমএফএস ইত্যাদি) এর মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন।

পাশাপাশি যে কোনো ব্যাংকের (৬১ ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যে কোনো কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

শনিবার (৫ জুলাই) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, গত এপ্রিল মাসে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এ পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসে গত বৃহস্পতিবার এ ব্যবস্থা চালু হয়। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ সব কাস্টমস হাউসে এ ব্যবস্থা চালু হবে।

এনবিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন, তা সরকারি কোষাগারে জমা হতে কয়েক দিন সময় লেগে যায়।

এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে দিন-রাত যেকোনো সময় যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে।

এ চালানের মাধ্যমে জমা দেওয়া এ অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের নির্দিষ্ট কোষাগারে জমা হবে, যা সরকার তাৎক্ষণিকভাবে এ নগদ অর্থ খরচ করতে পারবে।

এ বিষয়ে এনবিআর-এর শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া আরও সহজ হবে এবং সরকারের আর্থিক খাত আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে এনবিআর।

বাংলাদেশে প্রথমবারের মত কচুরিপানা এবং রিসাইকেল জিন্স দিয়ে পরিবেশবান্ধব ও টেকসই জুতা তৈরি করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব...
18/06/2025

বাংলাদেশে প্রথমবারের মত কচুরিপানা এবং রিসাইকেল জিন্স দিয়ে পরিবেশবান্ধব ও টেকসই জুতা তৈরি করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের ৪ শিক্ষার্থী।

বর্তমানে বাংলাদেশের জলাশয়ে যে কচুরিপানা দেখা যায় ১৫০ বছর আগেও এর কোনো অস্তিত্ব ছিল না এখানে। মূলত ১৮৮৪ সালের দিকে ব্রাজিলের আমাজন জঙ্গল থেকে এদেশে নিয়ে আসা হয় এটি।

দেশের জন্য যেন এক অভিশাপ ছিল এই উদ্ভিদ। কারণ খুব সহজেই বংশ বিস্তার করতে পারে এটি। যার কারণে জলাশয়ে অক্সিজেনের ঘাটতির কারণে মারা যায় অনেক মাছ এবং উদ্ভিদ।

কচুরিপানার এই সমস্যার পাশাপাশি বিশ্বব্যাপী ডেনিম (জিন্সের প্যান্ট বা জ্যাকেট তৈরি হয় যে কাপড় দিয়ে) থেকে তৈরি বর্জ্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবছর ২.১৬ মিলিয়ন মেট্রিক টন ডেনিম বর্জ্য তৈরি হয় যার বেশিরভাগেরই শেষ স্থান হয় ল্যান্ডফিলে৷

এত সব সমস্যা সমাধানে বুটেক্সের ৪ শিক্ষার্থী মিলে প্রথমবারের মত কচুরিপানা এবং অব্যবহৃত বা ফেলা দেওয়া ডেনিম কাপড় দিয়ে তৈরি করেছে পরিবেশ বান্ধব জুতা। যার নাম তারা দিয়েছে ইকো-স্টেপ।

এই জুতার ইনসোল এবং ডেকোরেশনের কাজে ব্রেইড হিসেবে ব্যবহৃত হয়েছে কচুরিপানা। অপরদিকে জুতার উপরের বাইরের আবরণ তৈরি করা হয়েছে ডেনিম কাপড় দিয়ে।

মূলত জুতার ইনসোল ব্রেইডেড উইভ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। ভেজা কুচরিপানার কান্ডগুলো শুকিয়ে এরপর তা দিয়ে হাতে ব্রেইডিং করে লম্বা স্ট্র্যান্ড প্রস্তুত করা হয়েছে। তারপর এই ব্রেইডেড স্ট্র্যান্ড পেঁচিয়ে জুতার সোলের আকৃতি গঠন করা হয়। গঠিত অংশগুলো সেলাই (স্টিচিং) করে ইনসোল সম্পূর্ণ করা হয়েছে।

শুধু ইনসোলেই নয়, কচুরিপানার তৈরি এই ব্রেইডেড স্ট্র্যান্ড জুতার চারপাশে ডেকোরেটিভ লেইস হিসেবেও ব্যবহৃত হয়েছে, যা এতে প্রাকৃতিক সৌন্দর্য ও হস্তশিল্পের ছাপ যুক্ত করেছে।

এর সাথে যুক্ত শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী কচুরিপানা এবং ডেনিম ব্যবহারের কারণে জুতাটি যেমন পরিবেশবান্ধব হয়েছে, একইভাবে কচুরিপানার উইভের উঁচু নীচু গড়নের কারণে জুতাটি পড়তেও অনেক আরামদায়ক।

সঠিক ভাবে যত্ন নিলে কচুরিপানার এই জুতা ১ বছরেও ক্ষয়ের শিক্ষার হবে না। এছাড়া কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যবহার উপযোগিতা ২-৩ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।

কচুরিপানা ও তুলা দিয়ে তৈরি ডেনিম ব্যবহার করায় মাটিতে ফেলে দেওয়ার ৩-৪ মাসের মধ্যেই ইনসোল, লেইস এবং ১০-১২ মাসে ডেনিম সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে৷ অন্যান্য পরিবেশ বান্ধব জুতার থেকেও এটি সাশ্রয়ী বলে জানিয়েছে তারা। প্রতি জোড়া জুতা তৈরি করতে খরচ হবে মাত্র ৪০০-৫০০ টাকা।

মূলত বুটেক্সের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ল্যাবের অংশ হিসেবে এই জুতাটি তৈরি করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪ শিক্ষার্থী তাশফিক হোসাইন, অর্ণব হালদার অভি, ফারদীন বিন মনির এবং অন্বয় দেবনাথ৷ এছাড়া সুপারভাইজার হিসেবে যুক্ত ছিলেন বুটেক্সের সহযোগী অধ্যাপক ড. মার্জিয়া দুলাল।

সর্বসাধারনের জন্য Covid সতর্কবার্তা।COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা। কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই স...
09/06/2025

সর্বসাধারনের জন্য Covid সতর্কবার্তা।
COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা। কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।
১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:
i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ:
iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।
vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।
* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।

এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।
এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।
নিরাপদ থাকার জন্য বাইরে যাওয়ার সময় মাস্ক পড়তে ভুলবেন না।
Post from: PUSAB.

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী তারা...অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন অনেক অভিনেত্রী। কারও আছে ফ্যাশন হাউস, কা...
02/06/2025

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী তারা...

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন অনেক অভিনেত্রী। কারও আছে ফ্যাশন হাউস, কারও রেস্টুরেন্ট কিংবা পারলার। সম্প্রতি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে অন্তঃসত্ত্বা মা এবং নবজাতকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণিসহ অভিনেত্রীদের অন্য পেশার খবর নিয়ে এই প্রতিবেদন।

পরীমণির ‘বডি’
ব্যক্তিজীবনে বারবার সমালোচিত হলেও মা হিসেবে একেবারেই ব্যতিক্রম পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বডি নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন। মা এবং নবজাতকের প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি। কয়েক দিন আগে পরীমণি ঘোষণা দিয়েছেন, প্রতি তিন মাস পর বডির পণ্য বিক্রির টাকা থেকে একটি নির্দিষ্ট অংশ দেওয়া হবে অন্তঃসত্ত্বা মা ও নবজাতকদের কল্যাণে।

পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়ী অপু বিশ্বাস
অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছেন অপু বিশ্বাস। গত বছর তিনি নাম লিখিয়েছেন পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়। রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পারলার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের দুটি প্রতিষ্ঠান চালু করেছেন অপু। প্রতিষ্ঠান দুটি উদ্বোধনের সময় অপু বিশ্বাস জানিয়েছিলেন, অভিনেত্রীর পাশাপাশি নতুন পরিচয়ে পরিচিত হতে চান তিনি। তাই নাম লিখিয়েছেন ব্যবসায়ীর খাতায়।

কেয়া পায়েলের স্যালন
অভিনয়ের জন্য নিয়মিতই মেকআপ করতে হয় অভিনয়শিল্পীদের। ব্যতিক্রম নন কেয়া পায়েলও। এমনিতেও সাজতে ভালোবাসেন অভিনেত্রী। সেই ভালোবাসার জায়গা থেকে কেয়া পায়েল যুক্ত হয়েছেন মেকওভার অ্যান্ড স্যালন বিজনেসে। গত বছর রাজধানীর উত্তরায় শুরু করেছেন ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’ নামের একটি প্রতিষ্ঠান। এখানে নারীদের সাজসজ্জার জন্য রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা।

ফারহানা হামিদের ‘খুঁত’
বন্ধু ঊর্মিলা শুক্লার সঙ্গে যৌথ উদ্যোগে ২০১৮ সালে খুঁত নামের ফ্যাশন হাউস চালু করেন অভিনেত্রী ফারহানা হামিদ। প্রতিষ্ঠানটি মূলত শাড়ির জন্যই বেশি জনপ্রিয় হয়েছে। শুরুতে ফেসবুক পেজের মাধ্য়মে শাড়ি বিক্রি করলেও পরবর্তী সময়ে খুঁতের আউটলেট খোলা হয়। বর্তমানে ঢাকার লালমাটিয়া, বনানী ও ধানমন্ডিতে তিনটি শোরুম রয়েছে খুঁতের। ফারহানা হামিদ জানান, এ বছর আরও কয়েকটি শোরুম বাড়ানোর চেষ্টা চলছে। এই প্রতিষ্ঠানের পোশাকগুলো ডিজাইন করেন ফারহানা নিজেই।

রিচির বিউটি লাউঞ্জ
সাংসারিক ব্যস্ততায় রিচি সোলায়মান এখন অভিনয়ে কম সময় দেন। অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও গত বছরের শেষ দিকে তিনি নাম লিখিয়েছেন ব্যবসায়। রাজধানীর উত্তরার রবীন্দ্রসরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। এর উদ্বোধন করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নারীদের রূপচর্চাবিষয়ক যে সেবাগুলোর প্রয়োজন হয়, সেগুলোর প্রায় সবই পাওয়া যায় রিচির ইটারনাল বিউটি লাউঞ্জে।

স্বাগতার ‘ট্রুগানিক’
বিভিন্ন অরগানিক পণ্য নিয়ে অনলাইন ব্যবসা করছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। ‘ট্রুগানিক বাই স্বাগতা’ নামের ফেসবুক পেজে চিনিগুঁড়া চাল, ঢেঁকিছাঁটা চাল, চিড়া, মুড়িসহ বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি শুরু করেছেন তিনি। ধীরে ধীরে এই প্রতিষ্ঠান থেকে সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করবেন বলে জানান স্বাগতা। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর ভাটারা থানার কাজীবাড়ি এলাকায় একটি গরুর খামার চালু করেছে ট্রুগানিক বাই স্বাগতা। তথ্যসূত্র: আজকের পত্রিকা

ভারতের সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করল বাংলাদেশবাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যেই কলকাতার একটি ...
23/05/2025

ভারতের সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করল বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যেই কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত্ব জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে ১৮০ কোটি ২৫ লাখ রুপির একটি বড় ধরনের প্রতিরক্ষাচুক্তি বাতিল করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) গত ২১ মে আনুষ্ঠানিকভাবে স্টক এক্সচেঞ্জকে চুক্তি বাতিল হওয়া বিষয়টি অবহিত করেছে।

স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো বার্তায় জিআরএসই লিখেছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে।’

বাতিল হওয়া চুক্তিটির আওতায় ভারতীয় নৌবাহিনীর ‘টাগ বোট’ কেনার ক্রয়াদেশ ছিল বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। টাগ বোট হচ্ছে একটি বিশেষ ধরনের জাহাজ, যেটি খোলা সমুদ্রে দীর্ঘ দূরত্বে উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়।

ইন্ডিয়া টুডে লিখেছে, গত ১৭ মে ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে এমন প্রতিশোধমূলক পদক্ষেপ এল।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জিআরএসই ভারতে জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলেছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে।’

দ্য হিন্দু বিজনেস লাইন লিখেছে, বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। কলকাতা-ভিত্তিক কোম্পানি জিআরএসই বাংলাদেশের কাছ থেকে ৮০০ টন ওজনের টাগ বোটটি তৈরির আদেশ পেয়েছিল।

গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগ বোট কেনার চুক্তিটি হয়েছিল।

২০২৩ সালে ঢাকা ও দিল্লির প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় এই টাগ বোটটি ছিল প্রথম বড় কোনও ক্রয়াদেশ।

টিসিবি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।✅ আবেদ...
23/05/2025

টিসিবি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
✅ আবেদন শুরুর তারিখ: ২১ মে ২০২৫ ✅ আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৫
যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
📌 আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে।

গতি নেই অর্থনীতিতে, চ্যালেঞ্জে নতুন বাজেটগত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার ১০ মাস পের...
23/05/2025

গতি নেই অর্থনীতিতে, চ্যালেঞ্জে নতুন বাজেট

গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার ১০ মাস পেরিয়ে গেলেও অর্থনীতির গতি ফেরেনি। মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রফতানি হ্রাস এবং রাজস্ব ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এমন এক প্রেক্ষাপটে সামনে এসেছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট— যার আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় বাজেট প্রস্তুতির আগে চিহ্নিত করেছে আটটি বড় চ্যালেঞ্জ—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, সামাজিক সুরক্ষা জোরদার, রাজস্ব আয় বাড়ানো, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং এলডিসি উত্তরণে প্রস্তুতি।

অর্থ বিভাগ জানিয়েছে, নতুন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়
দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। খাদ্য ও জ্বালানি খাতে অস্বাভাবিক দাম বাড়ায় জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে উঠেছে। আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা থাকলেও তা সামগ্রিক চাপ থেকে মানুষকে মুক্তি দেবে না—এমনটাই আশঙ্কা অর্থনীতিবিদদের।

বিনিয়োগ স্থবির, বাড়ছে বেকারত্ব
নতুন বিনিয়োগ বন্ধ, পুরনো বিনিয়োগে স্থবিরতা এবং শিল্প উৎপাদনে স্থবিরতা দেশের অর্থনৈতিক গতি রুদ্ধ করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মূলধনি যন্ত্রপাতির আমদানিতে এলসি খোলা ৩০ শতাংশ কমেছে। অর্থাৎ উদ্যোক্তারা নতুন প্রকল্পে আগ্রহ হারাচ্ছেন। অপরদিকে, গত এক বছরে বেকার বেড়েছে সোয়া ৩ লাখ, যার একটি বড় অংশ শিল্প খাতনির্ভর শ্রমিক।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যে দেখা যায়, দেশে বর্তমানে বেকার সংখ্যা ২৭ লাখ ৩০ হাজার—যা এক বছরে বেড়েছে সোয়া তিন লাখ। শ্রমশক্তিতে অংশগ্রহণ কমে দাঁড়িয়েছে ৪৮.৪১ শতাংশে। অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে মূলধনি যন্ত্রপাতির আমদানি এলসি ৩০ শতাংশ এবং নিষ্পত্তি ২৫ শতাংশ কমেছে, যা বিনিয়োগ স্থবিরতার ইঙ্গিত দেয়।

বিদেশে শ্রমিক পাঠানোও হ্রাস পেয়েছে ২২ শতাংশ। ২০২৩ সালে যেখানে ১৩ লাখ কর্মী বিদেশে গিয়েছিল, ২০২৪ সালে তা নেমে এসেছে ১০ লাখ ১১ হাজারে। মালয়েশিয়া, কুয়েত, ইতালির মতো বাজার আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়াই এই পতনের বড় কারণ। অবশ্য বিদেশে শ্রমিক পাঠানো কমলেও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। গত মার্চে রেমিট্যান্স বেড়ে ৩২৯ কোটি ডলারে পৌঁছেছে, যা মাসিক ভিত্তিতে রেকর্ড। পরের মাস এপ্রিলে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যার মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। অথচ চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআর আদায় করেছে মাত্র ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। ঘাটতি প্রায় ৬৫ হাজার কোটি টাকা। রাজস্ব বাড়াতে শুল্কছাড় ও কর অব্যাহতি হ্রাস, নতুন খাতে কর আরোপ এবং অটোমেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের ঋণের পরিমাণ বর্তমানে ১৮ লাখ ৫০ হাজার কোটি টাকা। বাজেট বাস্তবায়নে আরও ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথা ভাবা হচ্ছে। শুধু সুদ পরিশোধেই ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২০ হাজার কোটি টাকা বেশি। তবে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে ১ লাখ ৪ হাজার কোটি টাকায় নামানোর পরিকল্পনা রয়েছে, ফলে বাজেট ঘাটতি নেমে আসবে ২ লাখ ২৬ হাজার কোটিতে।

বিশ্লেষকরা বলছেন, বাজেটের আকার উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নে প্রয়োজন বাস্তবভিত্তিক পরিকল্পনা। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বর্তমান বাস্তবতায় বাজেট আরও ছোট হলে তা বাস্তবায়নযোগ্য হতো।’’

সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “ভিত্তি সম্প্রসারণ করে প্রত্যক্ষ কর আদায় বাড়ানো, শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বাজেট প্রণয়ন করতে হবে।”

বৈদেশিক বাণিজ্যে নতুন ঝুঁকি
যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক, ভারতের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা রফতানির ওপর চাপ তৈরি করেছে। আখাউড়া স্থলবন্দরের মতো কিছু সীমান্ত বাণিজ্য পথ কার্যত অচল হয়ে পড়েছে, যেখানে রফতানি ৪০ শতাংশ কমে গেছে।

গত পাঁচ দিনে লোকসান হয়েছে প্রায় ২ কোটি টাকা। আর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রায় ১০০টি পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের চিন্তা করছে।

আইনশৃঙ্খলা ও অনিরাপদ বিনিয়োগ পরিবেশ ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, চাঁদাবাজি, প্রতারণা ও সাইবার হুমকি তাদের বিনিয়োগ নিরুৎসাহিত করছে। ঢাকা চেম্বারের ভাষ্য হচ্ছে—বিনিয়োগের আগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে না পারলে অর্থনীতি চিরতরে নিম্নমুখী হয়ে যেতে পারে।

ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। চাঁদাবাজি, প্রতারণা ও সাইবার হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘চাঁদাবাজি, প্রতারণা ও সাইবার হুমকির কারণে বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসার সুরক্ষায় ফাস্ট-ট্র্যাক অভিযোগ নিষ্পত্তি এবং ই-কমার্স নিরাপত্তা ইউনিট গঠন জরুরি।’

এমন বাস্তবতায় সরকারের লক্ষ্য সংকট নিরসনের বাস্তবভিত্তিক রোডম্যাপ, যার মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, শ্রমবাজার পুনরুদ্ধার ও রাজস্ব ব্যবস্থার সংস্কার সম্ভব হবে কিনা, তা নির্ভর করবে কার্যকর বাস্তবায়নের ওপর।

Address

Hasina Monjil (2nd Floor) TA-119, Bir Uttam AK Khandaker Road (Gulshan-Badda Link Road), Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when eBiz Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to eBiz Talk:

Share