Orgamed it

Orgamed it Simple solutions for your business.

16/12/2024
অফিস কিংবা বাসায় ব্যবহারের জন্য মোবাইল স্টেন খুব প্রয়োজনীয় একটি প্রডাক্ট। ভিডিও দেখতে বা যেকোনো কাজের জন্য উপকারী একট...
24/11/2024

অফিস কিংবা বাসায় ব্যবহারের জন্য মোবাইল স্টেন খুব প্রয়োজনীয় একটি প্রডাক্ট।

ভিডিও দেখতে বা যেকোনো কাজের জন্য উপকারী একটি প্রডাক্ট।

22/11/2024

ফেসবুক পোস্টে গাইডলাইন লঙ্ঘন এড়াতে করণীয় বিষয়গুলো!!
ফেসবুকে কন্টেন্ট শেয়ার করার সময় "ফেসবুক সাজেস্টেড কন্টেন্ট গাইডলাইন" মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে কন্টেস্ট, গিভঅ্যাওয়ে, বা এনগেজমেন্ট বেইট পোস্টে গাইডলাইন ভঙ্গ হলে তা কম দর্শকের কাছে পৌঁছাবে বা সীমাবদ্ধ হতে পারে।

তাই এগুলো এড়ানোর জন্য নিচের নিয়মগুলো মেনে চলুন।

ফেসবুকের গাইডলাইনের প্রধান বিষয়গুলো:

১. ক্লিকবেইট কনটেন্ট এড়িয়ে চলুন:

বিভ্রান্তিকর শিরোনাম বা ছবি ব্যবহার করে দর্শককে ভুল পথে পরিচালিত করবেন না।

২. এনগেজমেন্ট বেইট করবেন না:

"লাইক দিন," "শেয়ার করুন," বা "কমেন্ট করুন" এরকম সরাসরি নির্দেশনা দিয়ে কৃত্রিম এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন না।

৩. অপ্রাসঙ্গিক গিভঅ্যাওয়ে থেকে বিরত থাকুন:

এমন কন্টেস্ট তৈরি করবেন না যেগুলোর নিয়ম পরিষ্কার নয় বা অংশগ্রহণকারীদের জন্য মূল্যহীন।

৪. ক্ষতিকারক লিঙ্ক ব্যবহার করবেন না:

ব্যবহারকারীদের অপ্রাসঙ্গিক বা সন্দেহজনক ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না।

কেন ফেসবুক গাইডলাইন মেনে চলা প্রয়োজন?

1. আপনার কন্টেন্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে।

2. অকারণে রিপোর্ট বা সীমাবদ্ধতা এড়াতে।

3. ব্র্যান্ডের উপর আস্থা এবং পেশাদারিত্ব তৈরি করতে।

উদ্যোক্তাদের জন্য পরামর্শ:

ফেসবুকে আপনার ব্যবসার সফল প্রচারণার জন্য গাইডলাইন মেনে কন্টেন্ট তৈরি করুন। সরাসরি এনগেজমেন্ট চাওয়ার পরিবর্তে সৃজনশীল উপায়ে টার্গেট অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করুন।

আপনার ব্যবসার জন্য কন্টেন্ট তৈরির সঠিক স্ট্র্যাটেজি গড়ে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন।

আলহামদুলিল্লাহ। #নাহার_ফ্যাশন_হাউস পেইজের কাজ কমপ্লিট।একটি পেইজ,একটি লোগো, একজন উদ্যোক্তার স্বপ্ন। Orgamed it   ততোক্ষণ ...
19/11/2024

আলহামদুলিল্লাহ।
#নাহার_ফ্যাশন_হাউস পেইজের কাজ কমপ্লিট।

একটি পেইজ,একটি লোগো, একজন উদ্যোক্তার স্বপ্ন। Orgamed it ততোক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার মনের মত না হয় ।

তাই আপনার স্বপ্নকে ফুটিয়ে তুলতে Orgamed it এর সাথে যোগাযোগ করুন 01626-137068

সফলতার অপর নাম ধৈর্য। জীবনে ধৈর্য ধারণ করতেই হবে,যদি আপনি সফলতা অর্জন করতে চান।প্রতিটি কাজের দুটি দিক রয়েছে,সফলতা এবং ব...
18/11/2024

সফলতার অপর নাম ধৈর্য। জীবনে ধৈর্য ধারণ করতেই হবে,যদি আপনি সফলতা অর্জন করতে চান।

প্রতিটি কাজের দুটি দিক রয়েছে,সফলতা এবং ব্যর্থতা। জীবনে ব্যর্থতা আসাটা খুব স্বাভাবিক। এবং সফলতা অর্জন করাটাও খুব স্বাভাবিক।তবে ধৈর্য ধারণ করতে হবে। লেগে থাকতে হবে।

ইতিহাসের পাতায় যাদের নাম লিখা রয়েছে তাদের জীবনী থেকে জানতে পারি যে, প্রত্যেকেই অনেক বাঁধা বিপত্তি পাড়ি দিয়ে সফলতা অর্জন করেছেন।

বারবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়নি বরং চেষ্টা অব্যাহত রেখেছেন এবং আল্লাহর রহমতে সফলতা অর্জন করেছেন। তাদের ধৈর্য্যের ফলাফল হিসেবে আজ সবাই তাদের ফলো করে থাকে।

মোদ্দা কথা হলো সফলতা অর্জন করতে আল্লাহ তায়ালার উপর ভরসা ও ধৈর্য্যের কোন বিকল্প নেই।

__________
সিফাত হাসান
জেলা ময়মনসিংহ
উপজেলা ফুলপুর
রেজিঃ ০১
প্রতিষ্ঠানঃ Orgamed it

05/11/2024

''সময় আর সুযোগ'' এই দুইটা জিনিস খুব খুব বেশি মূল্যবান। যা যথা সময়ে ধরতে না পারলে জীবনে আফসোসের কোন সীমা থাকবে না।

জীবনে ভালো কিছু করতে চাইলে এই দুইটা জিনিসকে অবশ্যই মূল্যয়ন করতে হবে।

''সময়'' যা একবার চলে গেলে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আর সুযোগ বারবার আসে না। যখন সুযোগ আসবে, তখন তা কাজে লাগাতে পারলেই আপনি সফল।

তা হতে পারে দুনিয়া ও আখেরাত, উভয় ক্ষেত্রেই।

Orgamed it

31/10/2024

মানুষ আপনাকে মূল্যায়ন করবে কিনা তা নির্ভর করবে আপনার নিজের উপর।

আপনি যদি নিজেকে মূল্যবান বানাতে পারেন তবেই মানুষ আপনাকে মূল্যায়ন করবে। নিজের ভ্যালু নিজেকেই তৈরি করতে হবে।

তখনই আপনি নিজেকে মূল্যবান বানাতে পারবেন। তখনই নিজের ভ্যালু তৈরি করতে পারবেন। যখন আপনি সময়কে মূল্যয়ন করবেন। সময়কে যথাযথ ব্যবহার করবেন।

সময়কে মূল্যয়ন করলে ,সময় আপনাকে মূল্যবান বানিয়ে দিবে ইনশাআল্লাহ।

🖋️ Sifat Hasan Orgamed it

আমি অনেক চালাক এবং বুদ্ধিমান মানুষ! কারণ আমি নিজের ভুল ধরতে না পারলেও অন্যের ভুল ঠিক‌ই ধরতে পারি।আমি নিজেকে নিয়ে সমালোচ...
31/10/2024

আমি অনেক চালাক এবং বুদ্ধিমান মানুষ! কারণ আমি নিজের ভুল ধরতে না পারলেও অন্যের ভুল ঠিক‌ই ধরতে পারি।

আমি নিজেকে নিয়ে সমালোচনা না করতে পারলেও অন্যকে নিয়ে সমালোচনা করতে পারি। কারণ আমি অনেক চতুর ।

আমি নিজেকে সংশোধন করতে না পারলেও , অন্যকে সংশোধন করতে চেষ্টা করতে পারি। কারণ আমি অনেক চালাক।

আসলে সত্যিই কি আমি চালাক??
নাকি বড্ড বড় বোকা??

26/10/2024

আপনার পোস্টে কেন রিয়েক্ট কম পড়ে??

প্রথম কথা হলো আমাদের পোস্টে হয়তো বিনোদন অথবা মোটিভেশন থাকতে হবে। মানুষ ফেসবুকে আসেই সারাদিনের ক্লান্তিকে একটু দূর করোনার্থে বিনোদনের জন্য, আবার কেউ আসেন মটিভেশন নেওয়ার জন্য ।

এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হলো! আমার লিখার কথা মালা গুলো যদি সুন্দর, সাবলীল ভাষায় না হয়। তাহলে মানুষ পড়বে না।

যেমন: আমি যদি একটা গল্প লিখি, তাহলে সে গল্পের ভূমিকা, সূচনা এবং উপসংহার সবগুলো বিষয় আলাদা করে লিখতে হবে।

একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে হ য ব র ল করা যাবে না। প্রতিটা টপিক স্পষ্ট আলাদা আলাদা থাকবে।হোক না আপনার কনটেন্ট অনেক বড়, তারপরেও মানুষ পড়বে।কিন্তু লিখা যদি হয় গদ বান্দা ,তাহলে কেউ পড়বে না।

তাই চলুন অল্প করে হোক, গুছিয়ে লিখতে চেষ্টা করি। তাহলে আমাদের পোস্টের সর্বোচ্চ রিচ হবে। অধিক মানুষের কাছে পৌঁছাবে। আমাদের পোস্টে রিয়েক্ট পড়বে এবং সেটা আমাদের উদ্যোগের জন্য কার্যকরী ফলাফল নিয়ে আসবে ইনশাল্লাহ।

🖋️ #সিফাত_হাসান

Lenovo Earphone খুব প্রয়োজনীয় একটি প্রডাক্ট।লেনোভো HE05 ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোনের বৈশিষ্ট্যসমূহ:Bluetooth 5.0: দ্র...
26/10/2024

Lenovo Earphone খুব প্রয়োজনীয় একটি প্রডাক্ট।
লেনোভো HE05 ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোনের বৈশিষ্ট্যসমূহ:

Bluetooth 5.0: দ্রুত এবং স্থিতিশীল ওয়্যারলেস সংযোগ নিশ্চিত করে।

CVC নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন: ফোন কলের সময় স্ট্যাটিক এবং পরিবেশগত শব্দ দূর করে।

10mm ড্রাইভার ইউনিট: শক্তিশালী এবং স্পষ্ট বাস সহ উচ্চ-মানের শব্দ প্রদান করে।

IPX5 জলরোধী: বৃষ্টি এবং ঘাম থেকে রক্ষা করে।

·আরামদায়ক নকশা: দীর্ঘক্ষণ ধরে পরিধানের জন্য হালকা এবং নমনীয়।

চৌম্বকীয় নকশা: ব্যবহার না করার সময় সহজে সংগ্রহ করার জন্য।

8 ঘণ্টা পর্যন্ত প্লেটাইম: একবার চার্জ করলে দীর্ঘস্থায়ী ব্যবহার।

মাল্টি-পয়েন্ট সংযোগ: একাধিক ডিভাইসের সাথে একযোগে সংযোগ করতে পারে।

কল এবং ভলিউম নিয়ন্ত্রণ: ইয়ারফোন থেকে সরাসরি ফোন কল গ্রহণ এবং ভলিউম নিয়ন্ত্রণ করুন।

স্টাইলিশ ডিজাইন: আকর্ষণীয় এবং আধুনিক চেহারা।

আপনার ফেসবুক বিজনেস পেইজ যত গোছানো, পরিপাটি ও সুন্দর হবে, আপনার কাছ থেকে পণ্য কিনতে ক্রেতা তত বেশি আস্থা পাবে।নিজের বিজন...
24/10/2024

আপনার ফেসবুক বিজনেস পেইজ যত গোছানো, পরিপাটি ও সুন্দর হবে, আপনার কাছ থেকে পণ্য কিনতে ক্রেতা তত বেশি আস্থা পাবে।

নিজের বিজনেস কে প্রচারণার জন্য আপনি যদি শুধুমাত্র ফেসবুক পেজকেই একমাত্র অবলম্বন মনে করেন, তাহলে আপনার ফেসবুক পেজ প্রফেশনালভাবে সেটাআপের দিকে গুরুত্ব দিন।

আপনার থাকা চাই আকর্ষণীয় এবং সঠিকভাবে পরিচালিত একটি ফেসবুক বিজনেস পেইজ; যা আপনার গ্রাহককে সমানভাবে আকৃষ্ট এবং মুগ্ধ করতে সক্ষম হবে।

______ Orgamed it

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Orgamed it posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orgamed it:

Share