Doinik State Express : 1st Free newspaper of Bangladesh

Doinik State Express : 1st Free newspaper of Bangladesh তথ্য অধিকারের নিশ্চয়তায় প্রতিদিন

আপনার তথ্য অধিকারের নিশ্চয়তায় বিনামূল্যে (ফ্রি) প্রতিদিনের প্রকাশনা দৈনিক স্টেট এক্সপ্রেস। কপি সংগ্রহ করুন এবং ভিজিট করুন : www.doinikstatexpress.com

01/08/2025
30/07/2025

আজ বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস।বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপগামী রুটগুলো পাচারকারীদের জন্য এখনও সক্রিয়।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর যৌথভাবে ‘ট্রাফিকিং ইন পার্সনস ইন বাংলাদেশ’ নামে প্রতিবেদন দেখা যায়, বাংলাদেশের সাতটি জেলায় সবচেয়ে বেশি মানব পাচারের ঘটনা সনাক্ত করা হয়েছে। জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, নড়াইল, ঝিনাইদহ, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ।

ঢাকা, খুলনা ও সিলেট অঞ্চলের মানবপাচার চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি পাচার হওয়ার ঘটনা ঘটে খুলনা বিভাগে।

হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ৯৪তম অবস্থানে রয়েছে। ২০২৪ সালের ত...
29/07/2025

হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ৯৪তম অবস্থানে রয়েছে। ২০২৪ সালের তুলনায় তিন ধাপ এগিয়ে। গত বছর এ পাসপোর্টের অবস্থান ছিল ৯৭তম।

মূলত, ২০২১ সালে সর্বনিম্ন ১০৮তম অবস্থান থেকে বাংলাদেশের পাসপোর্ট ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়েছে। ২০২২ সালে এটি ছিল ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং এখন ২০২৫ সালে এসে পৌঁছেছে ৯৪তম স্থানে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বলেছেন, গত এ...
29/07/2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বলেছেন, গত এক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করেছেন বলে জানান তিনি। তার ভাষায়, ‘রাজবাড়ী থেকে খুলনা, পঞ্চগড় থেকে ভোলা—যেখানেই গেছি সাধারণ মানুষ একটা প্রশ্ন বার বার করেন, এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে?’

তিনি লিখেছেন— " শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না " ।

29/07/2025

সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

বার্তায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে বলেও এসবি'র পক্ষ থেকে আশংকা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে পুলিশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে।

28/07/2025

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমূল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি চাকরিবিধি অনুযায়ী জনস্বার্থে পুলিশের চারজন (উপ-মহাপরিদর্শক) ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন- ঢাকার রাজারবাগে পুলিশ টেলিকম সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশে সংযুক্ত ডিআইজি মাহবুব আলম এবং শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মনির হোসেন।

আজ রোববার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদের কাছ...
27/07/2025

আজ রোববার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের অডিট রিপোর্ট জমা দিয়েছে।

অডিট রিপোর্ট জমা দিয়ে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আমাদের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক থেকে অর্জিত সুদ। এটা হচ্ছে আমাদের আয়ের উৎস।

বিএনপি’র জমা দেয়া অডিট রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে দলের আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

২০২৩ সালে বিএনপি আয় দেখিয়েছে ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। আর ওই বছর ব্যয় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

২০২২ সালে বিএনপি’র আয় দেখানো হয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। ব্যয় হয় ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিবন্ধিত দলগুলো প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

24/07/2025

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান নিশ্চিত করেছেন আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আইসিসি'র লভ্যাংশ থেকে ভারতের বেশি প্রাপ্তি বা অন্যদের কম প্রাপ্তি নিয়ে প্রায়ই আলোচনা ওঠে। ২০২৩ সালের জুলাইয়ে আইসিসি বোর্...
20/07/2025

আইসিসি'র লভ্যাংশ থেকে ভারতের বেশি প্রাপ্তি বা অন্যদের কম প্রাপ্তি নিয়ে প্রায়ই আলোচনা ওঠে।

২০২৩ সালের জুলাইয়ে আইসিসি বোর্ড সভায় ২০২৪-২৭ চক্রের লভ্যাংশ ভাগাভাগির যে মডেল অনুমোদন করা হয়, তাতে সবচেয়ে বেশি ৩৮.৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নামে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিতীয় সর্বোচ্চ ৬.৮৯ ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তৃতীয় সর্বোচ্চ ৬.২৫ শতাংশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চতুর্থ সর্বোচ্চ ৫.৭৫ শতাংশ হারে লভ্যাংশ পাচ্ছে। অন্য সব দেশের লভ্যাংশ ৫ শতাংশের কম।

ক্রিকইনফোর তথ্য অনুসারে, ২০২৪-২৭ চক্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাচ্ছে আইসিসির লভ্যাংশের ৪.৪৬ শতাংশ। ৬০ কোটি মার্কিন ডলারের প্রাক্কলিত আয় হিসাবে বাংলাদেশ বছরে ২ কোটি ৬৭ লাখ ডলারের বেশি পাওয়ার কথা।

সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে  জানিয়েছে, বাংলাদেশে এখন মোট ১২টি বিলাসবহুল রোলস রয়েস রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরক...
20/07/2025

সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে এখন মোট ১২টি বিলাসবহুল রোলস রয়েস রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের আগে এসেছে চারটি। অন্তর্বর্তী সরকারের সময়ে এসেছে আরও চারটি রোলস রয়েস।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসের মধ্যে আসা আটটি রোলস রয়েসের ৩টি এনেছে যথাক্রমে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড, ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইসলাম নিট ডিজাইনস লিমিটেড। বাকি পাঁচটি আমদানি করেছে ঢাকার প্রিয়াঙ্কা ট্রেডিং লিমিটেড, কন্টিনেন্টাল মোটরস, এশিয়ান ইমপোর্টস লিমিটেড, এ এম কর্পোরেশন ও ফোর হুইলস মোটরস।

র‍‍্যাপিড পাস ব্যবহার করে ওয়াটার বাসে যাতায়াত করছেন সড়ক পরিবহন উপদেষ্টা..
20/07/2025

র‍‍্যাপিড পাস ব্যবহার করে ওয়াটার বাসে যাতায়াত করছেন সড়ক পরিবহন উপদেষ্টা..

‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫’ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
20/07/2025

‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫’ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Doinik State Express : 1st Free newspaper of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doinik State Express : 1st Free newspaper of Bangladesh:

Share