AIUB Crush & Confession

  • Home
  • AIUB Crush & Confession

AIUB Crush & Confession None of the post shown here are made by the admin. They post are provided by this page's users.

They Administrator of this site cannot be held responsible for what's its users post.

14/09/2025

Blessing Rain at American International University Bangladesh

09/09/2025

A Beautiful day starts with Ballroom at AIUB ❤️🎥 Labiba Akter Hiya

31/08/2025

চিত্রে - চিরন্তন
Organized By- AIUB ARTS CLUB 🩵
📷 A***n

26/08/2025

AIUB Campus

~Aman Ullah

23/08/2025
05/08/2025
01/08/2025

A good Wife is always from "BBA" Department.

From : Campus এর সিনিয়র ভাইয়া যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর 😍তোমাকে দেখার পর থেকে আর কাউকে কোনদিনও ভালো লাগেনি। আ...
26/07/2025

From : Campus এর সিনিয়র ভাইয়া
যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর 😍
তোমাকে দেখার পর থেকে আর কাউকে কোনদিনও ভালো লাগেনি। আমার ভালবাসা আমার জীবন আমার মরণ শুধু তুমি। তোমাকে দেখলেই সেই গানটার কথা মনে পড়ে যায়

সেদিন দেখা হয়েছিল
আজও পারিনি
কিছুই বলতে
যে তোমায়😞

কবে যে তোমায় আমার মনের কথা বলতে পারব বুঝতে পারছিনা। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা আর ভালো লাগেনা।কবে একটু কথা বলতে পারবো তোমার সাথে বলনা।
ইতি তোমার,
দুরের একজন

Dear Farhaতোমাকে প্রথম যেদিন দেখেছি, সেদিনই বুঝেছিলাম—হার্ট আমার আছে ঠিকই, কিন্তু কন্ট্রোল এখন তোমার হাতে! তুমি হাঁটলে ম...
24/07/2025

Dear Farha

তোমাকে প্রথম যেদিন দেখেছি, সেদিনই বুঝেছিলাম—হার্ট আমার আছে ঠিকই, কিন্তু কন্ট্রোল এখন তোমার হাতে! তুমি হাঁটলে মনে হয়, পৃথিবী থেমে যায় আর শুধু তোমার জন্যই ঘোরে!
..

আমি চেষ্টা করেছি তোমাকে না ভাবতে... কিন্তু মগজ বলে, "ভাই, এটা সম্ভব না!"

তোমাকে দেখলে আমার Wi-Fi-র মতো মন কানেক্টেড ফিল করে, আর না দেখলে No Signal!

তো... সরাসরি বলি—তোমায় ভালো লাগে, একটু বেশিই ভালো লাগে।

তুমি রাজি থাকলে, আমরা বন্ধুত্ব দিয়ে শুরু করতে পারি... আর তারপর প্রেমের সিলেবাসটা একসাথে পড়ে ফেলি! তোমাকে দেখা মাত্রই আমার মনে হয়েছিলো হুমায়ুন আহমের সেই উক্তিটি-“যুদ্ধ আর প্রেম কখনো পরিকল্পনা করে হয় না" আমারো তোমাকে দেখে এটিই মনে হয়েছে, পরিকল্পনা ছাড়াই তোমার প্রেমে পড়ে গেছি আমি।

তোমার হাসি, তোমার চঞ্চলতা দেখে যেনো মনে হয়,১ মাসের ক্ষরার পর আকাশ জুরে প্রশান্তির বৃষ্টি!!

তুমি কি আমার হবে?

কোথাও পাবো তোমায় ওগো প্রিয়????

To : Mim (BBA Dpt.)প্রিয়তোমাকে নিয়ে লেখার মত ভাষা হয়তো আমার নেই। তবুও অনেকদিন ভেবে সাহস করে তোমাকে নিয়ে লিখতে বসলাম। ...
08/07/2025

To : Mim (BBA Dpt.)
প্রিয়
তোমাকে নিয়ে লেখার মত ভাষা হয়তো আমার নেই। তবুও অনেকদিন ভেবে সাহস করে তোমাকে নিয়ে লিখতে বসলাম।
কিছু কবিতা আছে না রহস্যময়ী, মায়াময়। তুমি আমার কাছে সেই এক কবিতার মতো সুন্দর।
যতবার তোমাকে দেখি ঠিক তত বার আমার মনে হয় আমার বসন্তের সৌন্দর্য বোধহয় এখানেই প্রতিফলিত হয়েছে, কিন্তু চুপিসারে, অগচরে।

তোমার হাসি, কথার মাধুর্যতা, ব্যাক্তিত্ব যেন আমাকে নতুন করে বাচার আশা দেয়। তুমি আমার কাছে একটি গোটা উনিভার্সের সমান।

কিন্তু হয়তো তুমি আমাকে রবীন্দ্রনাথের "অনুপম" আর চোখে দেখ যার এক তরফা ভালোবাসাতে বোকামি বাদে কিচ্ছু নেই। কিংবা জীবনানন্দের "মঙ্গল পেঁচা" এর মতো অদ্ভুত যার কাছে কাব্যিক ভালোবাসা ব্যাতিত অন্য কিছুই নেই। কিন্তু নিস্বার্থ ভালোবাসাতেও অপার শান্তি হোক সেটা এক তরফা কিংবা অদ্ভুত।

আমার ভালোবাসাটা না কেবল মোহ না। মোহ থাকলে বোধহয় অনেক আগেই ফুরাতে। এই ভালোবাসায় মুগ্ধতা আছে, শ্রদ্ধা আছে, আকাঙ্খা আছে, স্নিগ্ধতা আছে।

আমার ভালোবাসার প্রকাশ যদি তোমার মনকে ছুতেও কেবল পারে। তাতেই আমার শান্তি ।
ইতি
তোমার ছিলাম, তোমার আছি, তোমারই হয়ে থাকবো কয়েকশ যুগ ❤️

Address

408/1, Kuratoli, Khilkhet

1229

Alerts

Be the first to know and let us send you an email when AIUB Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AIUB Crush & Confession:

  • Want your business to be the top-listed Media Company?

Share