
19/07/2025
Shomeshwar Oli ভুলের সংশোধনী স্বয়ং হুমায়ূন আহমেদই দিয়েছিলেন ‘কাঠপেন্সিল’-এর কোনো এক সংস্করণে। সেখানে হুমায়ূন লিখেছেন, ‘লীলাবালি লীলাবালি/ বড় যুবতী সই গো/ কী দিয়া সাজাইমু তোরে” গানের কথায় ভুল আছে। বড় যুবতী হবে না, হবে “বর অযুবাতি”। এর অর্থ, বর আসছে। আমার ভুলের কারণে এখন অন্যরাও ভুল করছেন। শেষে দেখা যাবে ভুলটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে। আদি ভুলের জন্যে ক্ষমা প্রার্থনা করছি।’
লিংক: https://www.prothomalo.com/onnoalo/prose/pn348hi5j9