Dainik Somoyer Songbad-DSS

Dainik Somoyer Songbad-DSS Its a news paper

13/12/2022

জরুরীভাবে "ও" পজেটিভ রক্তের প্রয়োজন। মালিবাগ মোড়, এ-ওয়ান হাসপাতাল, ঢাকা।
যোগাযোগঃ +880 1642-781495
+880 1677-190042

07/10/2022

দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ক পার্মিট ভিসা। বিস্তারিত জানতে কল করুন।
কলঃ +8801677190042

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২Post last modified:June 17, 2022Post author:Shaonমন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্...
20/06/2022

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Post last modified:June 17, 2022
Post author:Shaon
মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Montri porishod bivag job circular 2022) প্রকাশিত হয়েছে www.cabinet.gov.bd ওয়েবসাইটে। ১৩ টি পদের বিপরীতে মোট ৬২ জন লোক রিক্রুট করা হবে। আগামী ২০ জুন ২০২২ তারিখ হতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। মন্ত্রিপরিষদ বিভাগে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণ cabinet.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তা ধাপে ধাপে জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন। এছাড়াও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সার্কুলার হতে সকল তথ্য নেওয়া হয়েছে

The Cabinet of Bangladesh (Bengali: বাংলাদেশের মন্ত্রিসভা — Bānglādēśēr Mantrisabhā) is the chief Govt. executive body of the People's Republic of Bangladesh.

09/06/2022

বিশেষ সাহায্যের আহবানঃ
পানা মিয়া হাজীর মসজিদ
গ্রামঃ চর উভূতী চকবাজার
পোস্টঃ মুন্সীগঞ্জ, ওয়ার্ড নং-৪।
থানাঃ সদর, জেলাঃ লক্ষীপুর-৩৭০০।
মসজিদের নির্মাণ কাজ চলছে, তাই দেশ-বিদেশের সকল ধর্ম প্রাণ মুসলমান ভাইদের কাছে সাহায্যের আহবান করছি।যারা সাহায্য করতে চান, দয়া করে তারা নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনার সাহায্য সরাসরি পৌঁছে দিতে পারেন। যোগাযোগঃ-
১।+8801738-228508 মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন (ইমাম সাহেব)
২। +8801716-36909 প্রফেসর নুরুল ইসলাম (চৌমুহনী সরকারি কলেজ, নোয়াখালী)।

04/06/2022

বাংলাদেশে আরো ২ টি বিভাগ যুক্ত হলো।বিভাগ ২টি হলো " পদ্মা" ও "মেঘনা"।
"মেঘনা'র" আওতাধীন জেলাসমূহ হলোঃ- কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাক্ষ্মনবাড়ীয়া। মেঘনা বিভাগের বিভাগীয় শহর হলো "কুমিল্লা"।
"পদ্মা'র" আওতাধীন জেলাসমূহ হলোঃ- ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী।
"পদ্মা" বিভাগের বিভাগীয় শহর হলো "ফরিদপুর"।
বর্তমানে বাংলাদেশের জেলাগুলো ১০ টি বিভাগে বিভক্ত হলো অর্থাৎ বিভাগ সংখ্যা ১০টি।
বিভাগ সমূহঃ- পদ্মা, মেঘনা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল।

01/06/2022

অশ্লীল পোশাক পড়া এবং বিকৃত মানসিকতা সম্পূর্ণ একটা মেয়েকে কেন্দ্র করে গ্রামের পর্দাশীল একজন সহজ সরল মাহিলাকে এইভাবে গ্রেফতার করে দেশ ও জাতির সামনে আনা মানে হলো ইসলাম, কোরআন ও মুসলমানদের অপমান করা এবং আল্লাহর বিরুদ্ধে কাজ করা। তাই অতি দ্রুত গ্রেফতার হওয়া (মারজিয়া) মহিলাকে কারামুক্ত করে তার স্মমান ফিরিয়ে দিতে এবং অশ্লীল পোশাক পড়া মেয়েটিকে বিচারের আওতায় আনতে সরকার ও প্রসাশন এর প্রতি অনুরোধ জানাচ্ছি।
এম সহিদ উদ্দিন এ্যানি
মানবাধিকার কর্মী
ঢাকা, বাংলাদেশ।

নরসিংদী রেলস্টেশনের ঘটনায় সরকার ও প্রসাশনের ভুমিকা দেখে মনে হচ্ছে এই দেশে ভদ্রতা, সততা, সৎ ও সভ্যতা বলতে আর কিছু ই নাই। ...
01/06/2022

নরসিংদী রেলস্টেশনের ঘটনায় সরকার ও প্রসাশনের ভুমিকা দেখে মনে হচ্ছে এই দেশে ভদ্রতা, সততা, সৎ ও সভ্যতা বলতে আর কিছু ই নাই। সব কিছু ইসলাম বিরুদী দালালদের কাছে বিক্রি হয়ে গেছে।

"মাননীয় প্রধানমন্ত্রী" আপনার হস্তক্ষেপ জরুরীঃ-স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে এবং দেশ স্বাধীন করে বেচে আছে তারা সবাই কি...
25/05/2022

"মাননীয় প্রধানমন্ত্রী" আপনার হস্তক্ষেপ জরুরীঃ-
স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে এবং দেশ স্বাধীন করে বেচে আছে তারা সবাই কি কলকাতা গিয়ে প্রশিক্ষণ নিয়েছে, সকল মুক্তিযোদ্ধার কি লাল বার্তা আর মুক্তি বার্তা আছে? না, সকলে কলকাতা যায়নি এবং প্রশিক্ষণ নেয়নি কিছু সংখ্যক কমান্ডার কলকাতা গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং দেশে এসে অন্যান্যদের কে প্রশিক্ষণ দিয়েছে। তাহলে কিভাবে সকল মুক্তিযোদ্ধাদের লাল বার্তা আর মুক্তি বার্তা থাকতে পারে। যেহেতু এই কথা গুলো পুরোপুরি সত্যি তাহলে কেন এগুলোকে ইস্যু করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। চিঠি পাওয়ার পর সাক্ষাৎকার দেয়ার পরেও কিসের ভিত্তিতে "ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন(এমপি)" আমার বাবাকে এবং অসংখ্য মুক্তিযোদ্ধাদের কে তালিকা ভুক্ত করা থেকে বাদ করেছেন। তিনি কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি কি পুরো বাংলাদেশে যুদ্ধ করেছেন, তিনি কি ৭ কোটি মানুষকে চেনেন? না, চেনেন না। তাহলে কেন তাকে দায়িত্ব দেয়া হয়েছে আর তিনি কিসের উপর ভিত্তি করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছেন। "মাননীয় প্রধানমন্ত্রী" আপনি হস্তক্ষেপ না করলে, আপনার দেয়া দায়িত্ব প্রাপ্ত কয়েকজন লোকের কারণে দেশ ও জনগণের জন্য করা আপনার সকল কষ্ট আর শ্রম বৃথা হয়ে যাবে। তাই দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে স্বীকৃতি পায় সেই ব্যবস্থা করুন।

এম সহিদ উদ্দিন এ্যানি
মানবাধিকার কর্মী
পিতাঃ সদ্য মৃত আবু তাহের মিয়া(বীর মুক্তিযোদ্ধা)
গ্রামঃ চর উভূতী চকবাজার
ওয়ার্ড নং- ৪
বাড়ীঃ আবু তাহের মিয়ার বাড়ী(মুক্তিবাহিনীর বাড়ী)
পোস্টঃ মুন্সীগঞ্জ
ইউনিয়নঃ ১৭ নং ভবানীগঞ্জ
থানাঃ সদর
জেলাঃ লক্ষীপুর-৩৭০০
বাংলাদেশ।

বুক ভরা কষ্ট আর যন্ত্রণা নিয়ে ই আমার বাবা সদ্য মৃত আবু তাহের মিয়া(বীর মুক্তিযোদ্ধা) স্বীকৃতি ছাড়া ই দুনিয়া ছেড়ে চলে গেছে...
23/05/2022

বুক ভরা কষ্ট আর যন্ত্রণা নিয়ে ই আমার বাবা সদ্য মৃত আবু তাহের মিয়া(বীর মুক্তিযোদ্ধা) স্বীকৃতি ছাড়া ই দুনিয়া ছেড়ে চলে গেছেন আর দেশের প্রধানমন্ত্রী তাঁর বাবাকে নিয়ে ই পরে আছেন। মনে হচ্ছে ওনার(প্রধানমন্ত্রীর) বাবা একাই যুদ্ধ করেছে আর দেশ স্বাধীন করেছে। যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং যারা বেচে ছিলেন আর আছেন তাদের জীবনের কোন মূল্য নেই।

প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণঃবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী "শেখ হাসিনা" আপনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে কথ...
20/05/2022

প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণঃ
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী "শেখ হাসিনা" আপনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলার সময় প্রায়ই এবং বেশিরভাগ ই বলে থাকেন যে, আপনি দেশের উন্নয়ন আর জনগণের ভালো'র জন্য দেশে আসছেন এবং কাজ করে যাচ্ছেন কিন্তু আমি বলি না, আপনি দেশের ও জনগণের জন্য আসেননি আর কাজও করছেন না। আপনি কাজ করছেন আপনার পরিবার ও আপনার বাবাকে বিশ্বে পরিচিত করার জন্য। আপনার বাবা একজন ভালো মানুষ, ভালো নেতা ছিলেন, ওনার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তাতে কোন সন্দেহ নাই কিন্তু আপনার বাবা একা ই যুদ্ধ করেননি এবং দেশ স্বাধীন করেননি। আপনার বাবার কথা অনুযায়ী ৩০ লক্ষ নারী পুরুষ যুদ্ধে শহীদ হয়েছে। তৎকালীন সময়ে দেশে ৭ কোটি মানুষ ছিল, ৩০ লক্ষ শহীদগণ বাদ গেলে ৬ কোটি ৭০ কক্ষ মানুষ থাকে, সেখান থেকে যদি ২ কোটি নারী-শিশু বাদ দেই তাহলে অবশিষ্ট থাকে ৪ কোটি ৭০ লক্ষ মানুষ, যারা সবাই মুক্তিযোদ্ধা। এদের কতজনকে আপনি স্বীকৃতি দিয়েছেন, কতজনকে চিকিৎসা দিয়েছেন, কতজনের দুঃখকে ভাগ করে নিজের দুঃখ করেছেন, কতজন শহীদ পরিবারের সন্তানকে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করেছেন? আমার জানা মতে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, স্বাধীনতা ভবণ ইত্যাদি জায়গায় গিয়ে দেখা গেছে যে, এখনো অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন যাদের কোন স্বীকৃতি নাই, এইসব জায়গায় যাদের কোন মূল্য নাই এবং অনেকে ই চিকিৎসা ও স্বীকৃতিবিহীন থেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের মধ্যে আমার বাবা (আবু তাহের মিয়া) ছিলেন অন্যতম একজন, যিনি দীর্ঘদিন অসুস্থ থেকে বুক ভরা কষ্ট আর যন্ত্রণা নিয়ে গত ১৮-০৫-২০২২ ইং রোজ বুধবার রাত ১০ঃ৩০ মিনিটে দুনিয়া ছেড়ে চলে গেছেন। গত ৩ বছর যাবত এবং মৃত্যুর আগে গত ৬ মাসে বাবার স্বীকৃতির জন্য বঙ্গভবন, গণভবন, আপনার কার্যালয় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, স্থানীয় এমপি, ইউএনও, জেলা প্রশাসক এবং অনলাইনে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মহলে বাবার ছবিসহ কাগজ পত্র জমা দিয়েছি সাথে পোস্ট করেছি কিন্তু কোন সাড়া পাইনি। এবার (মাননীয় প্রধানমন্ত্রী) আপনি বলুন যে, আপনি কোন দেশের উন্নয়ন করছেন আর কোন জনগণের জন্য কাজ করছেন? যাদের রক্ত ও জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌম, তারা ই চলে যাচ্ছে চিকিৎসা ও স্বীকৃতিবিহীন। তাহলে কারা সেই জনগণ যাদের জন্য আপনি কাজ করছেন, দেশে আসছেন? আমি এর উত্তর ও সমাধান আশা করছি।
এম সহিদ উদ্দিন এ্যানি
মানবাধিকার কর্মী
পিতা সদ্য মৃতঃ আবু তাহের মিয়া(মুক্তিযোদ্ধা)
গ্রামঃ চর উভূতী চকবাজার
থানাঃ সদর
জেলাঃ লক্ষীপুর-৩৭০০
বাংলাদেশ।

18/05/2022

ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন!! কিছুক্ষণ আগে আমার আব্বা মারা গেছেন। সকলে দোয়া করবেন আল্লাহ যেন আব্বাকে জান্নাতুল ফেরদৌসে কবুল করে নেয়।

Address

260/6, 5th Floor, Room No-601, Malibagh Moor, Shantinagar, Shahjahanpur
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Somoyer Songbad-DSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Somoyer Songbad-DSS:

Share