বইবাগ - BoiBag

বইবাগ - BoiBag 'বইবাগ - BoiBag'
Committed to Glorious. �
(2)

—বাবা বললেন, কোন বেকুব তোকে চাকরি দিল?—একটা এনজিও।—চাকরিটা কী?—গ্রামের বিভিন্ন বাড়িতে স্যানিটারি পায়খানা ফিটিং হবে। তার ...
01/08/2025

—বাবা বললেন, কোন বেকুব তোকে চাকরি দিল?
—একটা এনজিও।
—চাকরিটা কী?
—গ্রামের বিভিন্ন বাড়িতে স্যানিটারি পায়খানা ফিটিং হবে। তার তদারকি। এ ছাড়াও আরো ডিউটি আছে।

বাবা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। হতাশ গলায় বললেন,

—শেষ পর্যন্ত পায়খানার মিস্ত্রি? আমার কোনো অসুবিধা নাই। অসুবিধা হবে তোর।

আমি গম্ভীর গলায় বললাম,

—কী অসুবিধা?
—তোর বিয়ে শাদি হবে না। পাত্রী পক্ষের কাছে খবর যাবে জামাই গু ইঞ্জিনিয়ার। গু ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে কোনো মেয়ে রাজি হবে না। মেয়েদের মধ্যে শুচিবায়ু বেশি থাকে।"

বই: ইস্টিশন
লেখক: হুমায়ূন আহমেদ
😂😂

#বইবাগ

01/08/2025

"কোনোদিন যদি ভোরের সূর্যটা চুপিচুপি এসে আপনাকে ডেকে ঘুম ভাঙায়, তবে চমকে যাবেন না। কারণ, প্রতিটি সূর্যোদয়ে আমি লিখে চলেছি আপনার নাম।"

- সিনসিয়ারলি ইউরস, আদিত্য।

বই: দহনের দিনে জোছনার ফুল।
লেখক: আফিফা পারভীন।

প্রি অর্ডার আসছে....প্রি বুকিং দিতে ইনবক্সে মেসেজ করুন।
31/07/2025

প্রি অর্ডার আসছে....

প্রি বুকিং দিতে ইনবক্সে মেসেজ করুন।

30/07/2025

"চুল কাটলে সব পুরুষ মানুষকে প্রথম দুদিন বা’ন্দ'রের মতো লাগে তারপর ঠিক হয়ে যায়।"🙂

বই: ইস্টিশন
লেখক: হুমায়ুন আহমেদ

29/07/2025

আপনার পড়া অন্যতম সেরা একটা বইয়ের নাম বলে যান, সেগুলো পড়ার চেষ্টা করব😇

29/07/2025

অরবিন্দু?
- জ্বি।

আমায় ভালোবাসো?
- হ্যাঁ।

তাহলে ভালোবাসি বলনি যে?
- আগ্রহ নেই।

কেন?
- ভালোবাসি বলাতে ভালোবাসা থাকে না।
ভালোবাসা বুঝে নিতে হয়।

তাহলে কীভাবে বুঝবো ভালোবাসো?
- আমার সমস্ত দুঃখের কথা কেন শুধু তোমাকেই বলি। মন খারাপ হলে কেন শেষ কলটা তোমাকেই করি। তুমি বুঝ না? তবুও না বুঝলে ভালোবাসি বলে বুঝানোর ইচ্ছে নেই।

একটা কবিতা শোনাও?
- তোমার চোখ, ভ্রু, নাক, ঠোঁট, চুল, কপালের টিপ, পরনের শাড়ি ইত্যাদি।

কবিতা বুঝো?
- তোমার জটিল চোখ দেখার পর একটু আধটু বুঝি।

উপন্যাস?
- মাঝরাত্তিরে তোমার বলতে থাকা তাবুদ অপ্রাসঙ্গিক গল্প।

আমায় ভুলে যেতে পারবে?
- হ্যাঁ।

এতো সহজ?
- ভুলে যেতে পারব না একথা জানলেই মানুষ দ্বিগুণ হারে অবহেলা করে।

ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
- উত্তর আশা করো না; বুঝে নিও।
ভালোবাসি শোনার চেয়ে বুঝে নেওয়া জরুরি।

•বই- অরবিন্দু সিরিজ
•লেখা- সানোয়ার হোসেন

28/07/2025

~হুজ্বর বেহেশতে কি সিগারেট আছে?
পীর সাহেব বললেন, আছে। দশ ফুটি সিগারেট।
এক এক শলা দশ ফুট লম্বা। তবে বেহেশতে আগুন নাইতো।
এই কারণে সিগারেট ধরানো যাবে না। সিগারেট ধরানোর জন্যে যাওয়া লাগবে দোজখে।🙂

(শুভ্র)
~হুমায়ূন আহমেদ

27/07/2025

❝বিনার মা,
বিষয়টা রেখো নলেজে,
শুক্রবারে
মেয়ে কেন যায় কলেজে!❞

বই : প্রেমের অনুকাব্য
লেখক: দন্ত্যস রওশন

#বইবাগ #বইবাগ

"সবাইকে বলে দিও, আমার কবর টা যেন আমার স্বামীর ঠিক বা'পাশেই  হয়। তাকে আমি ভালোবাসি।"~পদ্মজা "তুমি চাও বা না চাও, পরপারে দ...
27/07/2025

"সবাইকে বলে দিও, আমার কবর টা যেন আমার স্বামীর ঠিক বা'পাশেই হয়। তাকে আমি ভালোবাসি।"
~পদ্মজা

"তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নিবো"
~আমির হাওলাদার

বই: আমি পদ্মজা
লেখক: ইলমা বেহরোজ
প্রকাশনা: অন্যধারা

সারাদেশে কুরিয়ারের পাশাপাশি থাকছে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা। ভারতীয় পাঠকগণ বইটি অর্ডার করতে পারবেন।
অর্ডার করতে বইবাগে বুকশপে ইনবক্স করুন।

26/07/2025

"শোনো মন পাখিটা, দুঃখ বেদনার পথের শেষে একদিন স্বপ্নের মতো রঙিন দিন আসবে। জীবনের কোনো এক সময় এই বৈশাখের মতো দহন দিনের শুকনো খরা পার হয়ে ঝলমলে বসন্ত দিন আসবে।"

উপন্যাসঃ ফেরারি বসন্ত।
লেখকঃ আফিফা পারভীন।

25/07/2025

বেঁটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়,যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে।আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি।

বই: শ্রেষ্ঠ হিমু
লেখক: হুমায়ুন আহমেদ

 #প্রি_অর্ডার: বই: তোমায় বৃষ্টি বলে ডাকিলেখক: ফাতেমা তুজ নৌশিপ্রকাশনা: নবকথন প্রকাশনী লমুদ্রিত মূল্য: ২৪০ টাকা প্রি অর্ড...
24/07/2025

#প্রি_অর্ডার:
বই: তোমায় বৃষ্টি বলে ডাকি
লেখক: ফাতেমা তুজ নৌশি
প্রকাশনা: নবকথন প্রকাশনী ল

মুদ্রিত মূল্য: ২৪০ টাকা
প্রি অর্ডার মূল্য: ১৬০ টাকা

#ফ্ল্যাপ:
তোমায় বৃষ্টি বলে ডাকি,
হুটহাট বৃষ্টি।
তুমি আসো যখন তখন ইচ্ছে মতন,
আমি ডাকলে দাও ফাঁকি।
অশ্রু ঝরাও বলেই,
তোমায় বৃষ্টি বলে ডাকি।

অর্ডার করতে বইবাগে ইনবক্স করুন।

Address

Dhaka

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+8801640147852

Alerts

Be the first to know and let us send you an email when বইবাগ - BoiBag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইবাগ - BoiBag:

Share