
01/08/2025
—বাবা বললেন, কোন বেকুব তোকে চাকরি দিল?
—একটা এনজিও।
—চাকরিটা কী?
—গ্রামের বিভিন্ন বাড়িতে স্যানিটারি পায়খানা ফিটিং হবে। তার তদারকি। এ ছাড়াও আরো ডিউটি আছে।
বাবা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। হতাশ গলায় বললেন,
—শেষ পর্যন্ত পায়খানার মিস্ত্রি? আমার কোনো অসুবিধা নাই। অসুবিধা হবে তোর।
আমি গম্ভীর গলায় বললাম,
—কী অসুবিধা?
—তোর বিয়ে শাদি হবে না। পাত্রী পক্ষের কাছে খবর যাবে জামাই গু ইঞ্জিনিয়ার। গু ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে কোনো মেয়ে রাজি হবে না। মেয়েদের মধ্যে শুচিবায়ু বেশি থাকে।"
বই: ইস্টিশন
লেখক: হুমায়ূন আহমেদ
😂😂
#বইবাগ