Jibon IELTS

Jibon IELTS Dream, learn, and work to achieve! - Jibon Ahmed I am an IELTS Trainer and I do create videos, write Books, make Content and do consultancy about higher study.

Don’t give up 🤝
20/11/2025

Don’t give up 🤝

23 (Sunday) November থেকে নতুন Online IELTS Full Course শুরু হতে যাচ্ছে! ZOOM APP এ ক্লাস হবে এবং সব ক্লাস রেকর্ড থাকবে।...
20/11/2025

23 (Sunday) November থেকে নতুন Online IELTS Full Course শুরু হতে যাচ্ছে! ZOOM APP এ ক্লাস হবে এবং সব ক্লাস রেকর্ড থাকবে।

WhatsApp Group Link:
https://chat.whatsapp.com/KfKrH2t32PDDRSGrIJuCtp

Telegram Link: https://t.me/JibonIELTS

Website Link👇
https://www.jibonielts.com/

YouTube Link: https://bit.ly/47EDeFW

Jibon IELTS এর Online Course - যেকোনো Information জানতে অথবা 👇IELTS - এর যেকোনো বই অনলাইনে কিনতে 📲 Call বা WhatsApp এ যোগাযোগ করুন: 01865-441718

Course Starting Date: 23.11.2025 on Sunday at 10:00 p.m.

Total 50+ Classes = 36 Main Class + 4 Basic English Grammar + 10 Problem Solving Class + Unlimited Practice Class

Class Conducting: 3-4 Days a week (Sunday + Wednesday + Thursday) at 10:00 pm

Class Duration: 1:30+ hours (90+ Minutes)
Course Duration: 2 Months

Payment Method: Bkash 01865 44 17 18 (SEND MONEY)
Course Fee - 6500/- TK

Recorded Classes: From previous Batches 50+

IELTS Listening এর এই 1200 Spelling Words ফলো করুন👇PDF Check: See Comment Section✅
20/11/2025

IELTS Listening এর এই 1200 Spelling Words ফলো করুন👇

PDF Check: See Comment Section✅

20/11/2025

IELTS Writing - Band Score 5.5 থেকে 7.0 – সম্ভব যদি সঠিকভাবে করেন!

অনেক স্টুডেন্ট বলে, আমার আইডিয়া আছে, কিন্তু Writing-এ মার্ক আসে না! কিন্তু

সত্যি কথা – Band 5.5 থেকে 7.0 যেতে হলে শুধু ইংরেজি বা Grammar জানলেই হবে না, বরং Writing-এর জন্য Exam Skill শিখতে হবে।

এখানে 5টি ধাপ যা আপনাকে 5.5 → 7.0 নিয়ে যাবে:

1. Task Response: এটা ঠিকমতো ফলো করতে হবে। আপনাকে প্রশ্নে যা জিজ্ঞেস করেছে, সেটার সব অংশকে সরাসরি এবং সম্পূর্ণভাবে উত্তর দেওয়া, উদাহরণসহ এবং যুক্তি দিয়ে ব্যাখ্যা করা।

- প্রশ্ন ভালোভাবে পড়ে বুঝুন।
- Off-topic বা অসম্পূর্ণ উত্তর দিলে মার্ক কমবে।
- নিজের মতামত দেওয়া (give your opinion)।
- উদাহরণ দিন Bangladesh context থেকে – যেমন Dhaka traffic, Padma Bridge, garments industry ইত্যাদি।

মানে, Task Response হলো "প্রশ্ন অনুযায়ী পুরোপুরি, সঠিকভাবে এবং গভীরভাবে উত্তর দেওয়া"।

2. Cohesion & Coherence: এটা উন্নত করুন

- আপনার আইডিয়াগুলো কতটা লজিকালি সাজাতে হবে।
- সেই আইডিয়াগুলোকে একে অপরের সাথে যুক্ত করতে যে শব্দ, ফ্রেজ, বা ব্যাকরণ ব্যবহার হয়। (Linking devices & references)
- Paragraph clear রাখুন (Intro – Body Part 1 – Body Part 2 – Conclusion)
- Linking words ব্যবহার করুন: Moreover, However, Therefore, In conclusion।
- প্রতি Paragraph-এ একটাই main idea রাখুন।

3. Vocabulary & Collocations: Vocabulary সঠিক শব্দ ব্যবহার করা, যাতে একই শব্দ বারবার রিপিট না হয়।

- বারবার একই শব্দ ব্যবহার করলে স্কোর কমে।
- Advanced Vocabulary ব্যবহার করার সময় অর্থ ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে।
- Simple words এর সাথে কিছু academic words mix করুন।
- উদাহরণ: “Very big” → “Significant”, “Good result” → “Positive outcome”।

4. Grammar Accuracy: আপনার বাক্য গঠন, verb tense, subject–verb agreement, article ব্যবহার, এবং punctuation কতটা সঠিক ও consistent, সেটাই grammar accuracy।

- Long complex sentence এবং short simple sentence মিশিয়ে লিখুন।
- Subject-verb agreement ভুল করবেন না।
- Tense consistency পুরো লেখায় ঠিক রাখতে হবে।
- Article ব্যবহার → a, an, the সঠিক জায়গায়।
- Sentence structure variety → শুধু ছোট বা শুধু বড় বাক্য নয়, Complex, Compound, Clause, & Conditional ব্যাবহার করতে হবে।

5. Practice with Feedback:

- একা লিখে শুধু পড়লে হবে না – expert feedback লাগবে, ChatGpt দিয়ে চেক করে নিন।
- Feedback পাওয়ার পর নতুন করে ঠিক করা ভার্সন লিখুন।
- নিজের লেখা বারবার correct করে improve করুন।
- কোন ধরণের ভুল বারবার হচ্ছে সেটা নোট করুন।
- আগের লেখা ও নতুন লেখার পার্থক্য দেখুন।

মনে রাখবেন, Band 7.0 Writing = সঠিক structure + accurate grammar + relevant ideas + clear flow।

আপনার লক্ষ্য যদি 5.5 থেকে 7.0 হয়, তবে আজ থেকেই এই 5টি স্টেপে কাজ শুরু করুন।

Copyright: Jibon IELTS - Jibon IELTS 🇨🇦

Jibon IELTS এর Online Course - যেকোনো Information জানতে অথবা 👇IELTS - এর যেকোনো বই অনলাইনে কিনতে 📲 Call বা WhatsApp এ যোগাযোগ করুন: 01865441718

19/11/2025

IELTS Listening এ 7+ এর জন্য Box Matching এর ভিডিও গুলো দেখুন!

Class👇Link

19/11/2025

IELTS নিয়ে যতসব অশ্লীল তথ্য বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশে ছড়াই না!

19/11/2025

IELTS Writing Task 1 এ Band 7–8 পাওয়ার সম্পূর্ণ গাইড✅

1. Task Achievement (উপস্থাপন সঠিকভাবে করা):

✈️ Band 7–8 পেতে হলে:

- সব গুরুত্বপূর্ণ main features / overall trends লিখতে হবে।
- কোনো ডাটা বাদ দেওয়া যাবে না।
- তথ্য ভুল ব্যাখ্যা করা যাবে না।
- Introduction + Overview + Body তিনটি অংশই থাকতে হবে।

✈️ সঠিক স্ট্রাকচার:

Introduction:

- Question-টি Paraphrase করে লিখুন।

Overview (Mandatory for 7–8):

- কী পরিবর্তন হয়েছে/মূল বিষয়গুলো কী লিখুন।

Body Paragraphs:

- Date / Information সঠিকভাবে Compare + Contrast

2. Coherence & Cohesion (ভালো সংগঠন ও লিঙ্কিং)

✈️ Band 7–8 এর জন্য:

- Paragraph 3–4টি হওয়া উচিত
- Logical flow থাকা জরুরি
- Linking words ব্যবহার করবেন, In contrast, meanwhile, overall, however, compared to, significantly, respectively

কিন্তু অতিরিক্ত linking words দিলে Band কমে যেতে পারে।

3. Lexical Resource (উন্নত Vocabulary)

✈️ Band 7–8 এর vocabulary:

- Sharp rise, gradual decline, remained stable, fluctuated.
- peaked, bottomed out, stood at, accounted for, saw a significant increase.

⚠️ ভুল spelling & repetition এড়িয়ে চলুন।

4. Grammar (বিভিন্ন sentence structure)

✈️ Band 7–8 এর জন্য:

- Complex sentences
- Noun phrases
- Comparative structures ব্যবহার করতে হবে
- খুব কম grammar mistakes থাকতে পারবে

উদাহরণ:

✈️ The number of visitors increased significantly between 2010 and 2015.

✈️ While A rose by 20%, B remained relatively stable.

5. ভুল যেগুলো করলে Band 7–8 আসবে না

- Overview না লেখা
- Opinion দেওয়া (Task 1-এ Opinion দেওয়া নিষেধ)
- Informal language
- একই শব্দ বারবার ব্যবহার
- Time waste করে অতিরিক্ত বিশ্লেষণ

Jibon IELTS 🇨🇦

Nobody cares, work harder 💪
18/11/2025

Nobody cares, work harder 💪

18/11/2025

আল্লাহ, সবার মনের আশা পূরণ করুক 🤲

YouTube: https://bit.ly/47EDeFW

18/11/2025

IELTS On Paper & Computer Based IELTS
IELTS Reading & Listening এর জন্য এই Websites গুলো ফলো করুন!

1. Mini IELTS (Listening + Reading)
2. IELTS Master (Listening)
3. IELTS Up (Listening + Reading)
4. IELTS Test Simulation (Reading + Listening)
5. IELTS Engnovate (Free Writing + Reading + Listening)
6. Gurully CD IELTS (All Modules)

এই Websites গুলো ফলো করুন। বিশেষ করে ২০২৩ & ২০২৪ এর Questions গুলো ফলো করুন। এগুলোতে Questions গুলো রিপিট হচ্ছে নিয়মিত।

CD IELTS (computer delivered) বা paper-based, উভয়ই একই ধরণের প্রশ্ন ব্যবহার করে। উদাহরণ:

Listening: Multiple choice, Map/Diagram labeling, Matching, Sentence completion (Gap Filling), Box Matching.

Reading: True/False/Not Given, Matching headings, Information matching, Sentence matching, Names matching, Summary completion, Sentence completion, Table completion, Diagram completion.

এই ধরনের প্রশ্ন প্রায় সব mock test বা official practice test-এ পাওয়া যায়, তাই পরীক্ষার্থীরা একই ধরনের pattern অভ্যাস করতে পারে।

Jibon IELTS Jibon IELTS 🇨🇦

Jibon IELTS এর Online Course - যেকোনো Information জানতে অথবা 👉IELTS - এর যেকোনো বই অনলাইনে কিনতে 📲 Call বা WhatsApp এ যোগাযোগ করুন: 01865441718

Address

Dhaka
M5A

Telephone

+8801790848651

Website

https://t.me/+v7K9yP3k6-o2YzZh

Alerts

Be the first to know and let us send you an email when Jibon IELTS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jibon IELTS:

Share