IHWS Bangladesh

IHWS Bangladesh মুলমন্ত্র: একতা মানবতা সেবা
শ্লোগান : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
অঙ্গীকার: রাজনীতি যাঁর যাঁর মানব সেবা সবার।

IHWS মঠবাড়ীয়া উপজেলায় নাজমুল আহসান কবির সভাপতি, এমাদুল হক রিপন সাধারন সম্পাদক ও মোঃ বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচ...
28/07/2025

IHWS মঠবাড়ীয়া উপজেলায় নাজমুল আহসান কবির সভাপতি, এমাদুল হক রিপন সাধারন সম্পাদক ও মোঃ বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত!

আজ ২৮শে জুলাই ২০২৫ তারিখ রোজ সোমবার আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মঠবাড়ীয়া উপজেলা কমিটি ০২ (দুই) বৎসরের জন্য ৪১ (এক চল্লিশ) সদস্য বিশিষ্ট কমিটি চেয়ারম্যান কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যান্য সদস্যরা হলেন মোঃ সিদ্দীক মোল্লা(সিনিয়র সহ-সভাপতি) ডাঃ চৌধুরী ফাতিমা কবীর(সহ-সভাপতি) মোঃ মামুনুর রশিদ তালুকদার (সহ-সভাপতি) মোঃ জাহিদুল ইসলাম রুম্মান (সহ-সভাপতি) মোঃ আসাদুজ্জামান (যুগ্ম সাধারন সম্পাদক) জি এম আবু হানিফ (যুগ্ম সাংগঠনিক সম্পাদক) মোঃ কামাল হোসেন (দপ্তর সম্পাদক ) মোঃ জসিম উদ্দিন(যুগ্ম দপ্তর সম্পাদক) মোঃ রিয়াজুল ইসলাম (প্রচার সম্পাদক) এম জে মিরাজ হোসাইন(যুগ্ম প্রচার সম্পাদক) এম. এ মনির (সমাজ কল্যান বিষয়ক সম্পাদক) আবুল কালাম আজাদ (যুগ্ম সমাজ কল্যান বিষয়ক সম্পাদক) মোঃ জাকির হোসেন ( শিক্ষা বিষয়ক সম্পাদক) মোঃ আবু হানিফ তালুকদার (যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক)এইচ এম তরিকুল ইসলাম (ধর্ম বিষয়ক সম্পাদক) মোঃ নুরুন্নবী ছালেহী (যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক) মোঃ আল আমিন হোসেন (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) মোঃ মিলন সরদার (যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) সৈয়দ শাহাদাৎ হোসেন(তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)মোঃ মেহেদী হাসান সাদ্দাম( যুগ্ম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) মোঃ আজাদ হোসাইন(ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক) মোঃ রফিকুল ইসলাম (যুগ্ম ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক) মোঃ এমাদুল হাওলাদার (বৈদেশিক যোগাযোগ বিষয়ক সম্পাদক) মোঃ আব্দুর রাজ্জাক (যুগ্ম বৈদেশিক যোগাযোগ বিষয়ক সম্পাদক) এম এইচ রুম্মান হাওলাদার(ক্রীড়া বিষয়ক সম্পাদক) মোঃ জাহিদ রহমান (যুগ্ম-ক্রীড়া বিষয়ক সম্পাদক) মোসাঃ সালমা আক্তার(শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা) জাহিদা ইসলাম(যুগ্ম-শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা) মোঃ আরাফাত হোসেন জসীম (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) মোঃ রুবেল মোল্লা (যুগ্ম-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) মোঃ আবু সালেহ (নির্বাহী সদস্য ) মোঃ আল মামুন(নির্বাহী সদস্য) মোঃ সুমন মিয়া( নির্বাহী সদস্য) মোঃ শহীদুল ইসলাম (নির্বাহী সদস্য) মোঃ মনিরুজ্জামান(নির্বাহী সদস্য)মোঃ ফারুক হাওলাদার (সদস্য) মোহাম্মদ আলী আরাফাত(সদস্য) মোঃ সাইফুর রহমান(সদস্য) মোঃ আবু সালেহ হাওলাদার(সদস্য) ও মোঃ আলীম হোসেন (সদস্য) প্রমূখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন(এক্স আর্মি) ও মহাসচিব মোঃ গোলাম সরোয়ার জুয়েল মঠবাড়ীয়া উপজেলা কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

চেয়ারম্যান বলেন "একতা মানবতা সেবা" মুলমন্ত্রে " মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" এই শ্লোগানে "রাজনীতি যার যার মানব সেবা সবার" এই অঙ্গীকার নিয়ে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি সমগ্র বাংলাদেশে কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। তাই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করে মঠবাড়ীয়া উপজেলায় একটি সুন্দর সমাজ গঠনে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং শিশু ও নারী নির্যাতন শিশু ও নারী ধর্ষণ ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভবিষ্যতে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজ নিজ আর্ত মর্যাদা সবাইকে রক্ষা করতে হবে।‌ মানুষের মৌলিক অধিকার রক্ষায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদানে সবাইকে এগিয়ে আসতে হবে।

18/07/2025
18/07/2025

আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে ফেসবুক লাইভে।

Ideal Human Welfare Society (IHWS)(আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি)!গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ...
17/07/2025

Ideal Human Welfare Society (IHWS)(আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি)!

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (গভ রেজিঃ নং এস-১৩২৩৩) অরাজনৈতিক অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী একটি সংগঠনের নাম।

আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনের রয়েছে একদল দেশী-বিদেশী সৎ ন্যায় নিষ্ঠাবান স্বেচ্ছাসেবক। যারা এই সংগঠনের জন্য সময় শ্রম ও অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে নিচ্ছেন।

সংগঠনের রয়েছে প্রচার প্রচারণায় অংশ নিতে নিজস্ব ওয়েবসাইট https://www.idealhumanwelfaresociety.com/
ও নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল MAKSO TV24.COM

রয়েছে সমাজের উচ্চ শিক্ষিত ও সামাজিক ব্যক্তিদের সমন্বয় উপদেষ্টা পরিষদ। রয়েছে দেশ বিদেশের মানবতার সেবায় নিয়োজিত ব্যক্তিদের নিয়ে নীতিনির্ধারণী পরিষদ, কেন্দ্রীয় পরিষদ। তাছারা সমগ্র বাংলাদেশে জেলা উপজেলা ও মহানগর কমিটি।

পরিচালনায় রয়েছে একটি দক্ষ কার্যনির্বাহী পরিষদ। যা সংগঠনকে এগিয়ে নিতে সর্বদা সময় শ্রম ও অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি সমাজের অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।

সংগঠনের লক্ষ উদেশ্য বাস্তবায়ন ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য আইডি কার্ড বিতরণ শুরু হয়েছে। যারা সদস্য হয়েছেন তারা সাংগঠনিক শর্তাবলী পূরণ করে জরুরী ভিত্তিতে আইডি কার্ড সংগ্রহ করবেন।

আপনার এলাকায় কমিটি গঠন করে সংগঠনের লক্ষ উদেশ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। আপনার এলাকায় কমিটি গঠন করে সমাজের অসহায় গরীব দুঃখী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন।

সংগঠনের মুল উদ্দেশ্য একটি সুন্দর সমাজ গড়ে তুলতে মাদক, যৌতুক, ইভটেজিং, শিশু ও নারী নির্যাতন/ধর্ষন এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে সামাজিক আন্দেলন গড়ে তুলতে হবে। আপনি যদি সংগঠনের লক্ষ উদেশ্যের সাথে একমত পোষণ করেন তাহলে আজই সদস্য হউন।

২৪ এর জুলাই বিপ্লব ১৬ জুলাই।
15/07/2025

২৪ এর জুলাই বিপ্লব ১৬ জুলাই।

আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মধুখালী উপজেলা প্রতিনিধিকে অভিনন্দন।।
15/07/2025

আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মধুখালী উপজেলা প্রতিনিধিকে অভিনন্দন।।

আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদানঃআজ ১৫ জুলাই ২০২৫ তারিখ পিরোজপুর ৭ নং শংকরপাশা ইউনিয়...
15/07/2025

আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদানঃ

আজ ১৫ জুলাই ২০২৫ তারিখ পিরোজপুর ৭ নং শংকরপাশা ইউনিয়ন দক্ষিণ নামাজপুর ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিকে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

চিকিৎসা সহায়তায় অনুূদান প্রদান করেন উপদেষ্টা মোঃ শাহাদাত হোসেন ও পিরোজপুর জেলা সভাপতি মোঃ শাহিন শেখ।

যারা আর্থিক সাহায্য করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

অনলাইন টিভি চ্যানেল ------"মাকসো টিভি ২৪"-----এর সম্প্রচার চলছে........খুব শীঘ্রই পরিচালনা পরিষদ ঘোষনা করা হবে।সত্য নিষ্...
28/06/2025

অনলাইন টিভি চ্যানেল

------"মাকসো টিভি ২৪"-----

এর সম্প্রচার চলছে........

খুব শীঘ্রই পরিচালনা পরিষদ ঘোষনা করা হবে।

সত্য নিষ্ঠ সংবাদ প্রচারে দক্ষতা, অভিজ্ঞা ও মেধা বিকাশের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালনে আগ্রহীরা এগিয়ে আসুন।

মাকসো টিভি ২৪ কথা বলবে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সত্য নিষ্ঠ সংবাদ মানুষের দোড় গোড়ায় পৌছাতে...............

দুর্নীতি, মাদক, যৌতুক, কিশোর গ্যাং, ইভটেজিং, শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষনের বিরুদ্ধে সামাজিক আন্দেলন গড়ে তুলবে।

আমরাই গড়ে তুলবো একজাক তরুন, নবীন ও কিশোর সাংবাদিক।

যারা দেশ, জাতি ও মানুষের কল্যানে কলম চালাবে।

আপনিও আসুন আমাদের সহযাত্রী হয়ে...............

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when IHWS Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share