27/10/2025
👨🎓IT JOB Basic Booster Live Course👨🎓
💥Live Batch-03 শীগ্রই চালু হচ্ছে💥
আসসালামু আলাইকুম।
🎯 বর্তমান বাংলাদেশে Department এর জব সার্কুলার খুবই কম। কিন্তু অন্যান্য Dempartment এর তুলনায় প্রতিযোগিতা মোটেও কম নয়। আলহামদুলিল্লাহ! বর্তমানে জুনিয়র ইন্সট্রাক্টরের বড় একটি নিয়োগ হলো। সামনে পাওয়ার সেক্টর, ব্যাংক ও সরকারি চাকুরী সহ আরও নিয়োগ আসতে যাচ্ছে। জুনিয়র ইন্সট্রাক্টর, WZPDCL, মেট্রোরেল, সমরাস্ত্র কারখানা সহ অনেক গুলো চাকুরীর পরীক্ষা বাকি আছে। এইবার সুযোগ কাজে না লাগাতে পারলে, আফসোস করতে হবে।
আপনারা যারা এবার ডিপ্লোমা ইন েকে বের হয়েছেন, এই প্রতিযোগিতামূলক পরীক্ষায়, আপনার প্রস্তুতি হওয়া চাই সবার চেয়ে আলাদা। আপনার Confident Level অনেক High হতে হবে। আমি প্রকৌশলী মোঃ লিটন মিয়া। CSE তে গ্রাজুয়েশন করেছি DUET থেকে। আমার DESCO, NESCO, BTCL, পল্লীবিদ্যুৎ এবং Pubali Bank-এ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার এবং বিভিন্ন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে IT JOB Preapration এর জন্য Online Live Course এর Batch-03 চালু করতে যাচ্ছি। যেটা আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এই কোর্সটি এমন ভাবে সাজানো, আপনার সফলতা আসবেই ইনশাআল্লাহ।
🚀 যা যা থাকছে এই কোর্সেঃ🚀
✅ Depatement প্রত্যেক বিষয়ের টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা।
✅ টপিক ভিত্তিক MCQ ব্যাখ্যা ।
✅ Non-Department এর উপর Special ক্লাস।
✅ প্রত্যকটি বিষয়/টপিক শেষে সাপ্তাহিক Assignment, পরীক্ষা, বিষয়ভিত্তিক পরীক্ষা ও চূড়ান্ত মডেল টেস্ট।
✅ প্রত্যেক ক্লাসে ঐ টপিকের প্যাটার্ন অনুযায়ী বিগত প্রশ্ন সমাধান করা হবে। গুরুত্বপূর্ণ রিসোর্স শেয়ার করা হবে।
✅ প্রত্যেকটি ক্লাসের রেকর্ড ভিডিও Secret গ্রুপে দেয়া হবে।
✅ গুরুত্বপূর্ণ Note প্রদান
✅ ব্যাকআপ ক্লাস
🎯 ভর্তি হতে কি কি লাগবে🎯
✅ আপনার WhatsApp নাম্বার
✅ Email Account
🚀 ক্লাস কবে/কিভাবে/কখন শুরু হবেঃ🚀
✅ Orientation Class: 1th December 2025 at 9:00 PM
✅ সপ্তাহে ৩টি করে Live ক্লাস রাত ৯:০০ এ Google Meet/ZOOM এ অনুষ্ঠিত হবে, চলবে ২৮শে ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত।
🎯 ভর্তি হতে কি কি লাগবে🎯
✅ আপনার WhatsApp নাম্বার
✅ Email Account
🎯 ভর্তি ফি কত? 🎯
আগামী ২৫শে নভেম্বরের মধ্যে যারা রেজিষ্ট্রেশন করবেন তাদের জন্য থাকবে বিশেষ ছাড়। ৫০০০ টাকার কোর্স ফি মাত্র ২০০০ টাকা (একবারে পরিশোধ করলে)। ৫০০ টাকা পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে পারবেন। সেক্ষেত্রে বাকি ২০০০ টাকা পরবর্তী ১ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। ২৫শে নভেম্বরের পর কোর্স ফি ৩০০০ টাকা এবং একবারে পরিশোধ করে ভর্তি হতে হবে।
🎯 কিভাবে ভর্তি হবেন🎯
বিস্তারিত জানতে WhatsApp করুন।