28/04/2025
আসছে ফাগুন আবার হবে
শুকনো ডালে কুঁড়ি ফোটে,
হাওয়ায় বাজে মিষ্টি সুর,
আবার আসবে রঙিন ফাগুন,
ভরবে প্রাণে নব আনন্দের নূর।
ঝরা পাতার বিষাদ ভুলে,
নতুন পাতায় রঙ ছড়াবে,
আকাশ জুড়ে স্বপ্ন বুনে,
মনের আঙিনায় গান বাজবে।
আসছে ফাগুন, আসছে হাসি,
আবার জাগবে প্রেমের বাঁশি,
হৃদয় জুড়ে উঠবে নাচন,
আবার হবে নতুন পাগলামি।
তাই তো বলি, থাকো আশা,
দিনের শেষে আসবে বাসা,
আসছে ফাগুন, আবার হবে,
নতুন গল্প, নতুন রবে।