RAFI 03

RAFI 03 সব কিছু জন্য আলহামদুলিল্লাহ

শেষ...!! কালুরঘাট ব্রীজে ট্রেন পার হওয়ার সময় ব্রীজের উপর যত গাড়ি ছিল সব পিষে গেছে।ট্রেন দূর্ঘটনায় ভয়াবহ অবস্থা৷ প্রাইভেট...
07/06/2025

শেষ...!! কালুরঘাট ব্রীজে ট্রেন পার হওয়ার সময় ব্রীজের উপর যত গাড়ি ছিল সব পিষে গেছে।
ট্রেন দূর্ঘটনায় ভয়াবহ অবস্থা৷
প্রাইভেট কার, সিএনজি, বেশ কয়েকটি মোটরবাইক সহ ট্রেইন এর নিচে চাপা পড়ে,
আ,হত-নি,হত হয়েছে প্রায় অনেকে, সংখ্যা এখনো জানা যায়নি৷
অনেক মানুষ মারা গেছে হয়তো।

সেকেরচরে ভয়াবহ এক্সিডেন 😭
02/06/2025

সেকেরচরে ভয়াবহ এক্সিডেন 😭

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন! আহ মৃত্যু!! ১৬ বছর বয়সে হিংস্র জানোয়ার রুপি মানুষের হাতে এভাবে দুনিয়া থেকে বিদায় ...
23/05/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!

আহ মৃত্যু!!
১৬ বছর বয়সে হিংস্র জানোয়ার রুপি মানুষের হাতে এভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে!!
সে কি কখনো এমনটা ভেবেছে! মানুষের সাথে মানুষ কিভাবে এমন করে?
হত দরিদ্র বাবার এক মাত্র সন্তান, কিভাবে মনকে বুঝাবে আল্লাহ মালুম! বাবা-ছেলে দু'জনে রিক্সা চালিয়ে সংসার চালায়তো। ঐ দিন আমি তার বাবাকে বলতাছি, রাহাতকে বিদেশ পাঠায় দেন। আমারে আন্সার দিছে, "ও আমার একমাত্র সন্তান ওরে বিদেশ পাঠাইলে আমি কি নিয়ে থাকবো, দেশে থাকুক, আমাদের চোখে চোখে থাকবে"! আর অথচ আজকে...............

আজকে ১৮ দিন পর নিখোঁজ থাকার পর গলিত লাশ নোয়াখালীর চাটখিলে পাওয়া গেছে! ১৮ দিন আগে তার রিক্সাটি সোনাপুর পাওয়া যায় কিন্তু তাকে পাওয়া যায় নাহ আর আজ গলিত(কঙ্কাল) লাশ পাওয়া গেছে।

কিসু দিন আগে আমার বাবা মারা যাওয়ার পরের দিন ব্যাডমিন্টন খেলতে আসায় বলছিলাম, রাহাত ২/৩ দিন প্লিজ ভাই খেলিস নাহ, বুঝিস-ই-তো। এ কথা বলার সাথে সাথে পোলাপান নিয়ে চলে গেছে। আর আমারে সান্ত্বনা দিয়ে বলতাছে ভাই কাঁদিয়েন নাহ। দোয়া করেন আল্লাহর কাছে!
আর আজ তার জন্য পুরা গ্রামবাসী কান্না করতাছে। দোয়া করতাছে! আবার ঢাকা থেকে বাড়িতে গেলেই বলতো ভাই কবে আসছেন? কি সুন্দর অমায়িক ব্যাবহার!

রাহাত,তোরে আল্লাহ জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর শোকার্ত বাবা-মা কে শোক কাটিবার শক্তি দান করুক!
সন্তানের লাশ যে বাবা-মায়ের কাছে কেমন সেটা আমিও বুঝি কারণ পৃথিবীর সবাই ভুলে গেলেও বাবা-মা জিবনেও সন্তানকে ভুলতে পারে নাহ।

আমিন🤲🤲🤲
Copy post

কিশোরগঞ্জ জেলার কটিয়াদির থানার ড. আব্দুল মান্নান  কলেজের ১ বর্ষের ছাত্রী  (মোছাঃ তামান্না আক্তার শাপলা)  পরীক্ষা দিয়ে বা...
09/05/2025

কিশোরগঞ্জ জেলার কটিয়াদির থানার ড. আব্দুল মান্নান কলেজের ১ বর্ষের ছাত্রী (মোছাঃ তামান্না আক্তার শাপলা) পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কুলিয়ারচর থানার ১নং গোবরিয়া আব্দুলাহপুর ৭ নং ওয়াডের ভাটিজগৎচর গ্রামের
১. মো রাসেল (১৯)
২. বাচ্চু মিয়া (৫৫ আনুমানিক)
৩. আহসান কাদির উরফে মেনু মিয়া (৬৫)
দ্বারা পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও হত্যা চেষ্টার স্বীকার হয়
বর্তমানে ( কলেজ ছাত্রছাত্রী তামান্না আক্তার শাপলা) আহত অবস্থায় কুলিয়ারচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রুপের সকল সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ সবাই এগিয়ে আসুন সবাই তামান্নার পাশে এগিয়ে এসে ন্যায় বিচার করতে সাহায্য করুন।

বাইক কুকুর সিএনজি মুখামুখিতে ভয়াবহ দূর্ঘটনা। মির্জাপুর-পাকুন্দিয়া বরাটিয়া নামক স্থানে দুর্ঘটনা। মোটরসাইকেলে ২ জনের মৃত্য...
08/05/2025

বাইক কুকুর সিএনজি মুখামুখিতে ভয়াবহ দূর্ঘটনা। মির্জাপুর-পাকুন্দিয়া বরাটিয়া নামক স্থানে দুর্ঘটনা। মোটরসাইকেলে ২ জনের মৃত্যু সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত।😭

06/05/2025
আপনার মতে কে শেরা,,, 🤔
02/05/2025

আপনার মতে কে শেরা,,, 🤔

নিজেরই পাতা শিয়াল মা'রার ফাঁদে পরপারে চলে গেলেন কুড়িগ্রামের উলিপুর নিবাসী আব্দুল হাকিম ।গতকাল রাতে বিদ্যুৎ সার্কিট এর মা...
01/05/2025

নিজেরই পাতা শিয়াল মা'রার ফাঁদে পরপারে চলে গেলেন কুড়িগ্রামের উলিপুর নিবাসী আব্দুল হাকিম ।
গতকাল রাতে বিদ্যুৎ সার্কিট এর মাধ্যমে শিয়াল মা'রার জন্য ফাঁদ পাতলে রাতে ২ টি নিরহ শিয়াল ফাঁদে মা'রা যায়। এরপর সকাল ৮ টায় লাইন বন্ধ না করেই স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনাটি সবার জীবনের জন্য গুরুত্বপূর্ণ
কারন অন্যের ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি নিজের উপরে পরে এর ইতিহাস মিলিয়ন মিলিয়ন বার ঘটেছে এই পৃথিবীতে সুতরাং সকলে সাবধান!
এই পৃথিবী কারোর বাপদাদার সম্পত্তি না যে আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবেন বা কাউকে হত্যা করবেন!
এই পৃথিবীতে সকলের সমান অধিকার
সুতরাং সবাই সবাইকে সম্মান ও অধিকার দিন
নতুবা আপনার জন্য মৃ'ত্যু অপেক্ষা করছে ☠️

ইনশাআল্লাহ  💝
27/04/2025

ইনশাআল্লাহ 💝

আজ সকালে ঠাকুরাকোনা রেল ব্রীজে ট্রেনের ছাদ থেকে ছেলেটি পরে গিয়েছে, তারপর এলাকার লোকজন ঠাকুরাকোনা হাসপাতালে নিয়ে আসেন, হা...
25/04/2025

আজ সকালে ঠাকুরাকোনা রেল ব্রীজে ট্রেনের ছাদ থেকে ছেলেটি পরে গিয়েছে, তারপর এলাকার লোকজন ঠাকুরাকোনা হাসপাতালে নিয়ে আসেন, হাসপাতালে থাকা অবস্তায় ইন্তিকাল করে,বর্তমান নেত্রকোনা পুলিশের হেফাজতে আছে,,ছেলেটির পরিচয়,কাহারো জানা থাকলে নেত্রকোনা থানায় যোগাযোগ করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAFI 03 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category