23/05/2025
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!
আহ মৃত্যু!!
১৬ বছর বয়সে হিংস্র জানোয়ার রুপি মানুষের হাতে এভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে!!
সে কি কখনো এমনটা ভেবেছে! মানুষের সাথে মানুষ কিভাবে এমন করে?
হত দরিদ্র বাবার এক মাত্র সন্তান, কিভাবে মনকে বুঝাবে আল্লাহ মালুম! বাবা-ছেলে দু'জনে রিক্সা চালিয়ে সংসার চালায়তো। ঐ দিন আমি তার বাবাকে বলতাছি, রাহাতকে বিদেশ পাঠায় দেন। আমারে আন্সার দিছে, "ও আমার একমাত্র সন্তান ওরে বিদেশ পাঠাইলে আমি কি নিয়ে থাকবো, দেশে থাকুক, আমাদের চোখে চোখে থাকবে"! আর অথচ আজকে...............
আজকে ১৮ দিন পর নিখোঁজ থাকার পর গলিত লাশ নোয়াখালীর চাটখিলে পাওয়া গেছে! ১৮ দিন আগে তার রিক্সাটি সোনাপুর পাওয়া যায় কিন্তু তাকে পাওয়া যায় নাহ আর আজ গলিত(কঙ্কাল) লাশ পাওয়া গেছে।
কিসু দিন আগে আমার বাবা মারা যাওয়ার পরের দিন ব্যাডমিন্টন খেলতে আসায় বলছিলাম, রাহাত ২/৩ দিন প্লিজ ভাই খেলিস নাহ, বুঝিস-ই-তো। এ কথা বলার সাথে সাথে পোলাপান নিয়ে চলে গেছে। আর আমারে সান্ত্বনা দিয়ে বলতাছে ভাই কাঁদিয়েন নাহ। দোয়া করেন আল্লাহর কাছে!
আর আজ তার জন্য পুরা গ্রামবাসী কান্না করতাছে। দোয়া করতাছে! আবার ঢাকা থেকে বাড়িতে গেলেই বলতো ভাই কবে আসছেন? কি সুন্দর অমায়িক ব্যাবহার!
রাহাত,তোরে আল্লাহ জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর শোকার্ত বাবা-মা কে শোক কাটিবার শক্তি দান করুক!
সন্তানের লাশ যে বাবা-মায়ের কাছে কেমন সেটা আমিও বুঝি কারণ পৃথিবীর সবাই ভুলে গেলেও বাবা-মা জিবনেও সন্তানকে ভুলতে পারে নাহ।
আমিন🤲🤲🤲
Copy post