31/08/2025
এই লোকটার একটা ইন্টারভিউ টাইপ ভিডিও দেখলাম... ওনার রান্না ভালো লাগে... সব গোছানো, ফিটফাট...!
রান্না নিয়েই সে ভিডিওতে কথা বলতেছে কিন্তু সেই ভিডিওর প্রায় সব কমেন্ট হলো উনি কি ছেলে নাকি মেয়ে...?
মানে এইটা কোনো কথা..? উনাকে দেখলেই তো বোঝা যাচ্ছে যে উনি কি..!!
তারপরেও মানুষের কত রকম কত কথা...!😐
উনি তো আর ১০ টা সাধারণ তৃতীয় লিঙ্গের মতো হাত তা'লি দিয়ে মানুষের কাছে হাত না পেতে...
পড়াশোনা করে নিজের মতো করে ক্যারিয়ার শুরু করে সফল হয়েছে....
এজন্যই মানুষের এটা এখন আর সহ্য হচ্ছে না তাই তাকে কিভাবে ছো'ট করা যায় এটা নিয়ে পড়ে আছে...!!
উনি সাহস করে এগিয়ে গেছে এটাই অনেক...!❤️
কি একটা অবস্থা আপনারা সবাই নাহিদ নাকি নাহিদা এটা নিয়ে পড়ে আছেন কিন্তু উনার রান্না... উনার পরিশ্রম... উনার ধৈর্য এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রান্না করে সেগুলো কি আপনাদের চো'খে পড়ে না...??
উনি নাহিদ হোক বা নাহিদা উনি আল্লাহর সৃষ্টি,, উনাকে যিনি সৃষ্টি করেছেন আপনাকেও তিনি সৃষ্টি করেছেন এইটুকু মেনে অন্তত চু'প থাকুন..!!
উনার জন্য শুভকামনা রইলো...!!❤️