Journey with Farhana

Journey with Farhana content creator, writing shorts, daily life vlog vdo..
(1)

এই লোকটার একটা ইন্টারভিউ টাইপ ভিডিও দেখলাম... ওনার রান্না ভালো লাগে... সব গোছানো, ফিটফাট...!  রান্না নিয়েই সে ভিডিওতে ক...
31/08/2025

এই লোকটার একটা ইন্টারভিউ টাইপ ভিডিও দেখলাম... ওনার রান্না ভালো লাগে... সব গোছানো, ফিটফাট...!
রান্না নিয়েই সে ভিডিওতে কথা বলতেছে কিন্তু সেই ভিডিওর প্রায় সব কমেন্ট হলো উনি কি ছেলে নাকি মেয়ে...?
মানে এইটা কোনো কথা..? উনাকে দেখলেই তো বোঝা যাচ্ছে যে উনি কি..!!
তারপরেও মানুষের কত রকম কত কথা...!😐

উনি তো আর ১০ টা সাধারণ তৃতীয় লিঙ্গের মতো হাত তা'লি দিয়ে মানুষের কাছে হাত না পেতে...
পড়াশোনা করে নিজের মতো করে ক্যারিয়ার শুরু করে সফল হয়েছে....
এজন্যই মানুষের এটা এখন আর সহ্য হচ্ছে না তাই তাকে কিভাবে ছো'ট করা যায় এটা নিয়ে পড়ে আছে...!!
উনি সাহস করে এগিয়ে গেছে এটাই অনেক...!❤️

কি একটা অবস্থা আপনারা সবাই নাহিদ নাকি নাহিদা এটা নিয়ে পড়ে আছেন কিন্তু উনার রান্না... উনার পরিশ্রম... উনার ধৈর্য এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রান্না করে সেগুলো কি আপনাদের চো'খে পড়ে না...??
উনি নাহিদ হোক বা নাহিদা উনি আল্লাহর সৃষ্টি,, উনাকে যিনি সৃষ্টি করেছেন আপনাকেও তিনি সৃষ্টি করেছেন এইটুকু মেনে অন্তত চু'প থাকুন..!!

উনার জন্য শুভকামনা রইলো...!!❤️

একজনের বাবা মারা গেছেন। অথচ সে শোকের পরিবর্তে মেকআপ করে, সাজগোজ করে, মানুষের সামনে এমনভাবে এসেছে যেন কোনো দুঃখই নেই।তারা...
30/08/2025

একজনের বাবা মারা গেছেন। অথচ সে শোকের পরিবর্তে মেকআপ করে, সাজগোজ করে, মানুষের সামনে এমনভাবে এসেছে যেন কোনো দুঃখই নেই।তারা দুইভাই ছেলে হয়েও মেয়েদের মতো ড্রেসে উপস্থিত হয়েছে।আবার জানাজার নামাজে দাঁড়িয়েছে সবার মাথায় টুপি থাকলেও সেই সন্তানের মাথায় টুপি নাই।আসলে এটা বাবা-মায়েরই ব্যর্থতা। কারণ আমরা সন্তানকে শৈশব থেকেই দ্বীনের শিক্ষা না দিয়ে শুধু দুনিয়ার শিক্ষা দেই।

আমরা সন্তানদের দ্বীনের আলো থেকে দূরে সরিয়ে রাখছি। তাদেরকে কুরআন-হাদিসের শিক্ষা না দিয়ে কেবল দুনিয়ার সাজসজ্জা, ফ্যাশন আর ভোগ-বিলাসের শিক্ষা দিচ্ছি। তাই তারা জানেই না, কখন কিভাবে আচরণ করতে হয়, কার মৃত্যুতে কি করা উচিত, কোন সময়ে কি বলা উচিত।

একবারও ভেবেছি কি,কাল কিয়ামতের দিন যখন সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আমার বাবা-মা আমাকে সঠিক শিক্ষা দেয়নি তখন আমরা কী জবাব দেব আল্লাহর কাছে?

🌸✨ My best friend has gone Paries, and I miss her more than words can say 💕 Distance may keep us apart, but I’m so proud...
29/08/2025

🌸✨ My best friend has gone Paries, and I miss her more than words can say 💕 Distance may keep us apart, but I’m so proud of her and everything she’s doing. She recently opened a page, and I really want to support her in this new journey.

👉 Please show some love by following her page, engaging with her posts, and spreading positivity her way. Your support will mean the world to both of us! 🌟💖

বৃহঃপ্রতিবার  সন্ধ্যা থেকে শুক্রবার সারাদিন আমরা যেন দুরুদ পড়তে ভুলে না যাই।অধিক পরিমাণে দুরুদ পাঠে জীবন হয় বরকতময়।"আল্ল...
28/08/2025

বৃহঃপ্রতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সারাদিন আমরা যেন দুরুদ পড়তে ভুলে না যাই।অধিক পরিমাণে দুরুদ পাঠে জীবন হয় বরকতময়।

"আল্লাহুমা সল্লী ওয়া'সাল্লীম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)।"

 #শুভরাত্রি
28/08/2025

#শুভরাত্রি

28/08/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Big shout out to my newest top fans! 💎 Priyanka Sarkar, Protibadi Tumpa, Md Hazrat Ali, Labonno Prova, রাই কিশোরী, Md. F...
18/03/2025

Big shout out to my newest top fans! 💎 Priyanka Sarkar, Protibadi Tumpa, Md Hazrat Ali, Labonno Prova, রাই কিশোরী, Md. Fazlur Rahman

Drop a comment to welcome them to our community,

আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি; সেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি।আমি গুরুত্বের লোভ...
20/02/2025

আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি; সেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি।

আমি গুরুত্বের লোভী। গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই। আর তখন দ্রুত সেসব জায়গা থেকে সরে যাওয়াতে শান্তি অনুভব করি।

বন্ধুত্ব, আত্মীয়তা, কিংবা পছন্দের মানুষজন; সবকিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই। নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকা অবশ্যই দোষের না।।🙂🥀

যে পুরুষ তোমার মত অসম্ভব মায়াবতী মেয়েটাকে নিজের করে পাওয়ার পরও তোমাকে মায়া করেনি তাকে ছেড়ে আসো ।তোমার এক সমুদ্র প্রেম প...
12/02/2025

যে পুরুষ তোমার মত অসম্ভব মায়াবতী মেয়েটাকে নিজের করে পাওয়ার পরও তোমাকে মায়া করেনি তাকে ছেড়ে আসো ।তোমার এক সমুদ্র প্রেম পাওয়ার পরও তোমাকে প্রেম করতে পারেনি তাকে স্কীপ করো ।তোমার ভালোবাসার পাওয়ার সমস্ত যোগ্যতা থাকা স্বত্তেও তোমাকে যে পুরুষ আঁকড়ে ধরেনি তাকে ও আঁকড়ে ধরে তোমার জীবনে লালন করো না।

ভালোবাসা মৌখিক কোন ভাইবা না, যেটা মুখে বল্লেই তুমি উত্তীর্ন হয় যাবে।ভালোবাসা হলো কাজে ও কর্মে ফুটিয়ে তোলার বিষয়।পুরুষটি তোমাকে ভালোবাসে তুমি মুখে শুনলে প্রামানিত হবে না, কারন মৌখিক গল্পে আমরা অনেক কথাই বলতে পারি।ভালোবাসা হলো অনুভব তোমার বিপদে আপদে, তোমার প্রতিটা ভালো লাগায়, মন্দ লাগায় নীরব অংশীদারীত্ব যে পুরুষ নিজ থেকেই পালন করে সে তোমাকে ভালোবাসে ।তোমার মুখের সামন্য হাসির জন্য যে পুরুষ তাকে উৎসর্গ করতে পারে সে তোমাকে ভালোবাসে।❤️‍🩹

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Journey with Farhana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share