চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni

চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni চিরকুট প্রকাশনী - অফিসিয়াল পেজ

"বুকোলজি নতুন প্রকাশনী। "এত বিখ্যাত সব বইয়ের রাইটস পাইল কীভাবে? "আরেহ ধুর, এসব ফটোশপ দিয়ে বানানো"— বলেছিলেন অনুবাদক ও প্...
06/08/2025

"বুকোলজি নতুন প্রকাশনী।
"এত বিখ্যাত সব বইয়ের রাইটস পাইল কীভাবে?
"আরেহ ধুর, এসব ফটোশপ দিয়ে বানানো"— বলেছিলেন অনুবাদক ও প্রকাশক৷
সবার উদ্দেশ্যে পরামর্শ থাকবে—ভাই, শিক্ষিত আর স্মার্ট হন। মূর্খ বললে তো আবার মাইন্ড করে বসবেন।

যাই হোক, বুকোলজির জন্য শুভকামনা। যাত্রা চলতে থাকুক...

থ্রি এ.এম.ফাইনাল?
05/08/2025

থ্রি এ.এম.
ফাইনাল?

সবার প্রিয় অনুবাদক শ্রদ্ধেয় সায়েম সোলায়মান-এর পরবর্তী ১০টি অনুবাদ নিয়ে চিরকুট প্রকাশনী'র চুক্তি। আমাদের পাঠকদের আমরা সবস...
04/08/2025

সবার প্রিয় অনুবাদক শ্রদ্ধেয় সায়েম সোলায়মান-এর পরবর্তী ১০টি অনুবাদ নিয়ে চিরকুট প্রকাশনী'র চুক্তি।

আমাদের পাঠকদের আমরা সবসময় বাছাইকৃত কনটেন্টের পাশাপাশি উৎকৃষ্ট অনুবাদ দিয়ে আসছি। সেই প্রচেষ্টা যেন সবসময় থাকে, সেই ধারাবাহিকতায়...

দি অ্যাকমপ্লিস... এত চমৎকার একটা কাহিনি, সাথে ইশরাক অর্ণবের দুর্দান্ত অনুবাদ... কিন্তু আলোচনা হয়েছে খুব সামান্যই৷ যারা প...
04/08/2025

দি অ্যাকমপ্লিস...
এত চমৎকার একটা কাহিনি, সাথে ইশরাক অর্ণবের দুর্দান্ত অনুবাদ... কিন্তু আলোচনা হয়েছে খুব সামান্যই৷ যারা পড়েছেন, সবার রেটিং ছিল ৫-এ, ৪ কিংবা ৫।
থার্টিন অনেক পাঠকের মন জয় করেছে। কিন্তু তাদের অনেকের কাছে আমরা পৌঁছাতে পারিনি যে দি অ্যাকমপ্লিস এই সিরিজের আরেকটা সেরা কাহিনি৷

ড্রাকুল আসছে...লেখকদ্বয়, লুৎফুল কায়সার ভাই ও বুকোলজির প্রতি কৃতজ্ঞতা— এই যাত্রায় সঙ্গী করার জন্য ❤️বুকোলজি'র সাথে নেক্সট...
03/08/2025

ড্রাকুল আসছে...
লেখকদ্বয়, লুৎফুল কায়সার ভাই ও বুকোলজির প্রতি কৃতজ্ঞতা— এই যাত্রায় সঙ্গী করার জন্য ❤️

বুকোলজি'র সাথে নেক্সট যৌথ প্রজেক্ট "কেইগো হিগাশিনো"র গ্যালিলিও সিরিজ৷ অনুবাদে আছেন স্বনামধন্য অনুবাদক সালমান হক ভাই।

ড্যান ব্রাউন দ্য সিক্রেট অভ সিক্রেট আমাদের পাঠকদের জন্য... দেশসেরা অনুবাদকদের একজনের হাত দিয়ে অনুবাদটা আসবে৷
02/08/2025

ড্যান ব্রাউন
দ্য সিক্রেট অভ সিক্রেট

আমাদের পাঠকদের জন্য...
দেশসেরা অনুবাদকদের একজনের হাত দিয়ে অনুবাদটা আসবে৷

আপনি যদি মেয়ে থাকেন... আর পুরুষ নিয়ে কোনো ট্রমা আপনার থাকে...তাহলে এই বই থেকে দূরে থাকুন!দ্য হাউস হোয়্যার আই ডাইড ওয়ান্স...
02/08/2025

আপনি যদি মেয়ে থাকেন...
আর পুরুষ নিয়ে কোনো ট্রমা আপনার থাকে...
তাহলে এই বই থেকে দূরে থাকুন!

দ্য হাউস হোয়্যার আই ডাইড ওয়ান্স।
যেই 'হাউসে' এক মেয়ে তার ছেলেবেলার ট্রমা চাপা দিয়ে রেখেছিল। যেখানে সে মরে যাবার আগেই, মারা গিয়েছিল।

এই বইটা নিয়ে যথেষ্ট মার্কেটিং করা হয়নি। কারণ একটাই—কেউ বইটা পড়ে নিজের ট্রমা ফিরিয়ে আনুক, তা আমরা চাইনি৷ খুব ভালো করে খেয়াল করলে দেখবেন, এই বইটার ১টা নেগেটিভ রিভিউও নেই। ছেলে পাঠক বা মেয়ে পাঠক, সবাইকেই মুগ্ধ করেছে গল্পটা। এরপরেও আমরা আলোচনা করেছি খুব কমই।

এখন তাহলে, এত কথা বলছি কেন?
কারণ, বর্তমানে দ্য হাউস হোয়্যার আই ডাইড ওয়ান্স প্রিন্টে নেই।
আগেই থেকেই এভাবে বলতে চেয়েছিলাম। এমনকি এই বইয়ের কাহিনি সংক্ষেপে সেসব সেনসেটিভ কথা উঠে আসায়, সেগুলোও ফেলে দিতে হয়েছিল।
গত সেপ্টেম্বরে প্রকাশ হওয়া অনুবাদটি ছিল গত এক বছরের সর্বাধিক বিক্রি হওয়া অনুবাদ। সব বিক্রিতার জন্য হয়তো না। কিন্তু প্রকাশক হিসেবে চিরকুট আর বিবিবি ও বইনগরের জন্য এই তথ্য সত্য।

ধন্যবাদ সালমান হককে... এত চমৎকার একটা বইয়ের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেবার জন্য।

থ্রি এ.এম. সিরিজ...নিক পিরোগের জনপ্রিয় সিরিজটি অনুবাদ করেছেন নন্দিত অনুবাদক সালমান হক। প্রচ্ছদ করেছেন, জাওয়াদ উল আলম। যদ...
01/08/2025

থ্রি এ.এম. সিরিজ...
নিক পিরোগের জনপ্রিয় সিরিজটি অনুবাদ করেছেন নন্দিত অনুবাদক সালমান হক।
প্রচ্ছদ করেছেন, জাওয়াদ উল আলম। যদিও ফাইনাল প্রচ্ছদে টুকটাক কিছু চেঞ্জ হবে।
নান্দনিক প্রোডাকশনে ও ন্যায্য দামে চিরকুট প্রকাশনী।

আগষ্ট মাসে আমাদের প্ল্যান...হাতে জমে থাকা বেশ কিছু বই বাজারে নিয়ে আসা। থ্রি এএম সিরিজ: সালমান হক বার্ডম্যান: ইশরাক অর্ণব...
01/08/2025

আগষ্ট মাসে আমাদের প্ল্যান...
হাতে জমে থাকা বেশ কিছু বই বাজারে নিয়ে আসা।

থ্রি এএম সিরিজ: সালমান হক
বার্ডম্যান: ইশরাক অর্ণব
পন্নিয়িন ২: খালেদ নকীব
ফরবিডেন টুম: আদনান আহমেদ
পিজনার'স গোল্ড: আদনান আহমেদ
শ্যাডোম্যান: খালেদ নকীব
সবগুলোই অনুবাদ। বইয়ের নাম আর অনুবাদকের নাম উল্লেখ করা হলো।

এবছর জুলাই থেকে ফেব্রুয়ারি প্রতিমাসেই ৩-৪টা করে হেভিওয়েট বইয়ের চাপ নিতে হচ্ছে আমাদের। আগষ্টের এই লিস্টের পর, সেপ্টেম্বর থেকে মেলা পর্যন্ত:
সালমান হকের এখনো ৫টি।
সায়েম সোলায়মানের ৩টি।
অসীম পিয়াসের ৩টি।
শাহেদ জামানের ৩টি।
খালেদ নকীবের পন্নিয়িন সিলভানও।

মৌলিকে মাশুদুল হকের ২টি। শরীফুল হাসান, সৈয়দ অনির্বাণ ও নাবিল মুহতাসিম।

ড্রাকুল...এ সপ্তাহেই ইনশাআল্লাহ।
31/07/2025

ড্রাকুল...
এ সপ্তাহেই ইনশাআল্লাহ।

যারা জানেন, তাদের রাতের ঘুম হারাম।শুধু পাঠকদের কাছেই না, আমাদেরও সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রজেক্ট। বুঝছেন তো... কী? যাই, পড়তে ...
29/07/2025

যারা জানেন, তাদের রাতের ঘুম হারাম।
শুধু পাঠকদের কাছেই না, আমাদেরও সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রজেক্ট। বুঝছেন তো... কী?
যাই, পড়তে শুরু করি...

আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবারেও আমাদের অর্ডারের বইগুলো প্রকাশ করতে দেরি হয়ে গেল। জেনেসিস, ম্যান মেইড অভ স্মোক ও বর...
26/07/2025

আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবারেও আমাদের অর্ডারের বইগুলো প্রকাশ করতে দেরি হয়ে গেল।
জেনেসিস, ম্যান মেইড অভ স্মোক ও বরোড প্রকাশিত হয়েছে। ড্রাকুল এখনো বাকি, তবে সব ধরনের কাজ শেষ। একদম দ্বারপ্রান্তে এসে নতুনভাবে যুক্ত করা হলো দুটি পুস্তানি। গুণী শিল্পী সজল চৌধুরীকে ধন্যবাদ, পাঠকদের এত চমৎকার কারুকাজ উপহার দেবার জন্য।

Address

৩৮ বাংলাবাজার, নীচতলা
Dhaka
ঢাকা-১১০০

Alerts

Be the first to know and let us send you an email when চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni:

Share

Category