চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni

চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni চিরকুট প্রকাশনী - অফিসিয়াল পেজ

৫০টা বই, ৩ মাসেএই পোস্ট দেখে এক ভাই সাহস দিয়েছেন, চিরকুট যদি এইটা পারে, তাহলে উনি মুদ্রিত মূল্যে বই কিনবেন। আমিও বিষয়টায়...
27/10/2025

৫০টা বই, ৩ মাসে

এই পোস্ট দেখে এক ভাই সাহস দিয়েছেন, চিরকুট যদি এইটা পারে, তাহলে উনি মুদ্রিত মূল্যে বই কিনবেন।

আমিও বিষয়টায় সিরিয়াস হয়ে বাসায় এসে লিস্ট গুনতে শুরু করি। এখন দেখি ৪৮টা নাম।
এখন ভাবতেছি, পছন্দের কোন দুই লেখককে দিয়ে এই সংখ্যা পূরণ করা যায়!

এরমধ্যে শামীম ভাই "বিলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান" নিয়ে আমাদেরও অভিযানে পাঠাচ্ছেন। এই মানুষটা এত দারুণ আঁকতেছেন ক্যামনে!!!

নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হকের দুর্দান্ত গল্প পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রাখবে। আবার শামীম আহমেদের এই আঁকাগুলো দেখে পাঠকদের চোখ বড়ো বড়ো হয়ে যাবে৷ কী চমৎকার!

আগামী ৩ মাস... ৫০ বই। রিপ্রিন্ট সহ। পারার চান্স ৫০%। কিন্তু আশা দেখতে দোষ কী! ৩ বড়োই অদ্ভুত সংখ্যা...৩ মানে চিরকুট থেকে ...
26/10/2025

আগামী ৩ মাস...
৫০ বই। রিপ্রিন্ট সহ।
পারার চান্স ৫০%। কিন্তু আশা দেখতে দোষ কী!

৩ বড়োই অদ্ভুত সংখ্যা...
৩ মানে চিরকুট থেকে এবছর...
ম্যাগপাই মার্ডার্স ট্রিলজি। মহাকাল ট্রিলজি।
রিংস ট্রিলজি। জাদুকর ট্রিলজি। মাঙ্কি ট্রিলজি।
ট্রিপল হিগাশিনো।

দি আলকেমিস্ট... একটা ভালো বইয়ের, ভালো অনুবাদ প্রয়োজন আছে কি না, সেটা নিয়ে আর তর্কে জড়াই না এখন। মার্কেটে সবসময়ই একটা ভাল...
25/10/2025

দি আলকেমিস্ট...

একটা ভালো বইয়ের, ভালো অনুবাদ প্রয়োজন আছে কি না, সেটা নিয়ে আর তর্কে জড়াই না এখন। মার্কেটে সবসময়ই একটা ভালো বইয়ের ভালো একটা অনুবাদ প্রয়োজন ছিল, আছে, থাকবে। অনুবাদ পড়ে যদি বুঝতেই না পারেন, কী বলতে চেয়েছেন লেখক, তাহলে বইটাই বা পড়ার দরকার কী!

দি আলকেমিস্ট চিরকুট থেকে প্রকাশিত হয় ২০১৯-এ। জনপ্রিয় অনুবাদক মো: ফুয়াদ আল ফিদাহ বাজারের সেরা অনুবাদটাই উপহার দেন। এবং সেই আমলেই ইলাস্ট্রেশন সহ প্রকাশিত হয় বাজারের সেরা সংস্করণটি। অনুবাদ, প্রচ্ছদ, ছাপা, বাঁধাই, দাম... সবদিক থেকেই।

চিরকুটের সর্বাধিক বিক্রি হওয়া বইগুলোর মধ্যে আলকেমিস্টের অবস্থান ৩য়। ১০ হাজারের বেশি কপি বিক্রি করেছি আমরা। বর্তমানে অনুবাদটি প্রিন্ট আউট।

নতুন এডিশনে, নতুন কিছু করা যায় কিনা, সেভাবেই চিন্তা করছি আমরা। বিস্তারিত অচিরেই...

লট:১মার্বেল হল মার্ডার্স মুনফ্লাওয়ার মার্ডার্স ম্যাগপাই মার্ডার্স সিক্রেট অভ সিক্রেটসমিস্ট্রিবক্স: ৩টা জাপানিজ বইলট:২ফরব...
24/10/2025

লট:১
মার্বেল হল মার্ডার্স
মুনফ্লাওয়ার মার্ডার্স
ম্যাগপাই মার্ডার্স
সিক্রেট অভ সিক্রেটস

মিস্ট্রিবক্স: ৩টা জাপানিজ বই

লট:২
ফরবিডেন টুম
প্রিজনার'স গোল্ড
বার্ডম্যান
শ্যাডো ম্যান

চেষ্টা করে দেখা যাক...

পাহাড়ে পাহাড়ে উঠলো বেজে শিঙা আর রণভেরি,সাউথ কিংডমে ঝিলিক দিচ্ছে ঝকঝকে তরবারি।ঘোড়াগুলো সব যাচ্ছে ছুটে হাওয়ার মতো করে,শুরু...
24/10/2025

পাহাড়ে পাহাড়ে উঠলো বেজে শিঙা আর রণভেরি,
সাউথ কিংডমে ঝিলিক দিচ্ছে ঝকঝকে তরবারি।
ঘোড়াগুলো সব যাচ্ছে ছুটে হাওয়ার মতো করে,
শুরু হয়ে গেছে যুদ্ধে এবার, পাথরে-গড়া শহরে।
থিঙ্গেল-পুত্র থিওডেনও সেই যুদ্ধে গেলেন মারা
বাহিনী তখন করলো লড়াই, সর্বাধিনায়ক ছাড়া।
আর কখনো হলো না ওনার স্বর্ণ-দরবারে ফেরা,
নর্দার্ন ফিল্ডের চারণভূমিও কেঁদে কেঁদে হয় সারা।
সেই দূর দেশে মারা গেলো কতো দুঃসাহসী বীর,
হার্ডিং আর গুথলাফ, কিংবা ডেওরওয়াইন, ডানহির,
মহাতেজী গ্রিমবোল্ড, সাথে ফাসট্রেড আর হর্ন
হিরফারা, হেরুব্রান্ড: আরো নাম না জানা কতো জন।
মাউন্ডস অভ মুন্ডবার্গের নিচে শায়িত আছেন তারা
সাথে আছে জ্ঞাতি-যোদ্ধা, আর গনডরের প্রভুরা।
হলো না যাওয়া হিরুলিন দ্য ফেয়ারের পাহাড়-সমুদ্রের তীরে
ফর্লং দ্য ওল্ড ফিরলেন না আরনাচে, বিজয়ীর বেশ ধরে!
ধনুর্ধর দুজন: ডেরুফিন, ডুইলিন- ছিলেন দীর্ঘদেহী খুব
মর্থন্ড দিঘীর কালো জলে, দেওয়া হলো না আর তাদের ডুব।
মৃত্যুতে হলো দিনের শুরু, শেষেও ছাড়লো না পিছু,
রাজন্য-জন, যোদ্ধা, প্রজা- মানলো না তো কিছু।
বহুকাল হলো রিভারের ধারে চিরনিদ্রায় শোয়া তারা;
নদীর জল এখন অশ্রু-ধূসর, চকচকে রুপালি তার ধারা।
সেই দিনটাতে রক্ত ছুটেছে স্রোতেরও আগে আগে,
টকটকে হয়ে জ্বলেছে ফেনা, গোধূলির ছোঁয়া লেগে;
সাঝের বেলা, সঙ্কেত যেমন জ্বলে পাহাড়ের ’পরে;
রাম্মাস একরে লোহিত শিশির পড়েছিলো ঝরে ঝরে।

দ্য রিটার্ন অভ দ্য কিং
দ্য লর্ড অভ দ্য রিংস
অসীম পিয়াসের দুর্দান্ত অনুবাদে।

শামীম ভাই কী আঁকছেন এগুলা!!! বিলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান... নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হকের রোমাঞ্চকর এই যাত্র...
23/10/2025

শামীম ভাই কী আঁকছেন এগুলা!!!

বিলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান...
নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হকের রোমাঞ্চকর এই যাত্রায় আপনাদের স্বাগত।

আমরা তো অপেক্ষাতেই আছি। আপনারা?

মুশফিক উস সালেহীন চিরকুট প্রকাশনী'র প্রথম জাদুকর আজ যখন চুক্তিতে আবদ্ধ হচ্ছিলাম, মনে হচ্ছিল ফিরে গেছি ২০১৯ সালে। সারারাত...
22/10/2025

মুশফিক উস সালেহীন
চিরকুট প্রকাশনী'র প্রথম জাদুকর

আজ যখন চুক্তিতে আবদ্ধ হচ্ছিলাম, মনে হচ্ছিল ফিরে গেছি ২০১৯ সালে। সারারাত জেগে জাদুকরের পাণ্ডুলিপি পড়ে সাথেসাথেই লেখকের সাথে কথা বলেছিলাম, "জাদুকর'ই হবে চিরকুটের প্রথম মৌলিক।"

জাদুকর শুধু যে পাঠক মহলেই সারা ফেলেছিল এমন নয়। জাদুকর খুলে দিয়েছিল চিরকুটের মৌলিক প্রকাশনার দ্বার। জাদুকরের সাফল্য চিরকুটকে দেখিয়েছিল, চিরকুট এখন মৌলিক নিয়ে ভাবতে পারে।

সময় পেরিয়ে যায়...
মুশফিক উস সালেহীন লিখলেন, "ঋ"। প্রকাশের বছর খানেকের মধ্যে ঋ হয়ে গেল এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয়, পাঠক নন্দিত, বিক্রিত সাইকোলজিক্যাল থ্রিলার।
কিন্তু পাঠকের সাথে সাথে আমরাও আটকে রইলাম " রাজগড়"-এ। অপেক্ষা জাদুকর সিরিজের শেষ বইয়ের। ঠিক একারণেই একপাশে ঢাকা পড়ে গেল "কাকতাড়ুয়া" ও "জলকুঠুরি"র মতো মাস্টারপিস।

অবশেষে আবারও মঞ্চে ফিরছেন জাদুকর...
বাকিটা সময়মতো জানানো হবে৷

আগামী জানুয়ারিতে রিপ্রিন্ট হবে "কাকতাড়ুয়া", "জাদুকর", "ইন্দ্রলিপি"।
জলকুঠুরি ও ঋ এভেইলেবল।

অসচরাচর: জ্যান্ত নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হক এবার তার  ডা.আসিফকে নিয়ে আনছেন পুরো এক উপন্যাস।অনেকেই জানতে চেয়েছিলেন, ব...
21/10/2025

অসচরাচর: জ্যান্ত

নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হক এবার তার ডা.আসিফকে নিয়ে আনছেন পুরো এক উপন্যাস।

অনেকেই জানতে চেয়েছিলেন, বইয়ের শুরুতে মাশুদুল হকের স্বীকারোক্তি সত্যি কি-না! এবার সেই রহস্যের সমাধান হতে পারে। কিংবা আরও প্যাঁচ লাগতে পারে।

থ্রি এএম সিরিজ...চিরকুটের নান্দনিক প্রোডাকশনে
20/10/2025

থ্রি এএম সিরিজ...
চিরকুটের নান্দনিক প্রোডাকশনে

উপহার...বিশ্বখ্যাত ড্রাকুলার আগের বই "ড্রাকুল"। পোস্টটি শেয়ার করুন নিজের ওয়ালে,অবশ্যই ক্যাপশনে লিখুন—কেন বইটি পড়তে চান,স...
19/10/2025

উপহার...
বিশ্বখ্যাত ড্রাকুলার আগের বই "ড্রাকুল"।

পোস্টটি শেয়ার করুন নিজের ওয়ালে,
অবশ্যই ক্যাপশনে লিখুন—কেন বইটি পড়তে চান,
স্ক্রিনশট দিন এই পোস্টের কমেন্ট বক্সে।

হরর-এ সবচেয়ে জনপ্রিয় অনুবাদক লুৎফুল কায়সারের অনুবাদে জিতে নিন আপনার উইশলিস্টের এই অনুবাদটি।

চলে এসেছে...ড্রাকুল ২য় মুদ্রণ
18/10/2025

চলে এসেছে...
ড্রাকুল ২য় মুদ্রণ

একজন লেখকের জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ—পাঠকদের পছন্দের লেখক হবার পাশাপাশি, সমসাময়িক অন্য লেখকদেরও পছন্দের লেখক হওয়া। দ...
17/10/2025

একজন লেখকের জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ—
পাঠকদের পছন্দের লেখক হবার পাশাপাশি, সমসাময়িক অন্য লেখকদেরও পছন্দের লেখক হওয়া। দুর্লভ সব জিনিসের মধ্যে এটি অন্যতম। আর নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হক তাঁদের মধ্যে একজন।

বিলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান
সাথে অসচরাচর: ৩...
প্রিয় লেখকের, আকাঙ্ক্ষিত বইদুটোর অপেক্ষা।

Address

৩৮ বাংলাবাজার, নীচতলা
Dhaka
ঢাকা-১১০০

Alerts

Be the first to know and let us send you an email when চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni:

Share

Category