02/08/2025
আপনি যদি মেয়ে থাকেন...
আর পুরুষ নিয়ে কোনো ট্রমা আপনার থাকে...
তাহলে এই বই থেকে দূরে থাকুন!
দ্য হাউস হোয়্যার আই ডাইড ওয়ান্স।
যেই 'হাউসে' এক মেয়ে তার ছেলেবেলার ট্রমা চাপা দিয়ে রেখেছিল। যেখানে সে মরে যাবার আগেই, মারা গিয়েছিল।
এই বইটা নিয়ে যথেষ্ট মার্কেটিং করা হয়নি। কারণ একটাই—কেউ বইটা পড়ে নিজের ট্রমা ফিরিয়ে আনুক, তা আমরা চাইনি৷ খুব ভালো করে খেয়াল করলে দেখবেন, এই বইটার ১টা নেগেটিভ রিভিউও নেই। ছেলে পাঠক বা মেয়ে পাঠক, সবাইকেই মুগ্ধ করেছে গল্পটা। এরপরেও আমরা আলোচনা করেছি খুব কমই।
এখন তাহলে, এত কথা বলছি কেন?
কারণ, বর্তমানে দ্য হাউস হোয়্যার আই ডাইড ওয়ান্স প্রিন্টে নেই।
আগেই থেকেই এভাবে বলতে চেয়েছিলাম। এমনকি এই বইয়ের কাহিনি সংক্ষেপে সেসব সেনসেটিভ কথা উঠে আসায়, সেগুলোও ফেলে দিতে হয়েছিল।
গত সেপ্টেম্বরে প্রকাশ হওয়া অনুবাদটি ছিল গত এক বছরের সর্বাধিক বিক্রি হওয়া অনুবাদ। সব বিক্রিতার জন্য হয়তো না। কিন্তু প্রকাশক হিসেবে চিরকুট আর বিবিবি ও বইনগরের জন্য এই তথ্য সত্য।
ধন্যবাদ সালমান হককে... এত চমৎকার একটা বইয়ের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেবার জন্য।