চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni

চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni চিরকুট প্রকাশনী - অফিসিয়াল পেজ
(1)

ডেমো...দ্য সিক্রেট অভ সিক্রেট সর্বাধিক জনপ্রিয় লেখকসর্বাধিক জনপ্রিয় অনুবাদক সর্বাধিক জনপ্রিয় প্রোডাকশন
29/09/2025

ডেমো...
দ্য সিক্রেট অভ সিক্রেট

সর্বাধিক জনপ্রিয় লেখক
সর্বাধিক জনপ্রিয় অনুবাদক
সর্বাধিক জনপ্রিয় প্রোডাকশন

ডেমো...
27/09/2025

ডেমো...

বইনগর বুকশপের কামব্যাক মিস্ট্রি-বক্স নিয়ে এবছর ভাবতে হবে, মেলার আর দেরি নেই। কিন্তু আমরা ভাবছি অন্য কথা। স্ক্রিনশটে দেখত...
26/09/2025

বইনগর বুকশপের কামব্যাক মিস্ট্রি-বক্স নিয়ে এবছর ভাবতে হবে, মেলার আর দেরি নেই।

কিন্তু আমরা ভাবছি অন্য কথা। স্ক্রিনশটে দেখতে পাবেন বইনগর বুকশপের একাল আর সেকাল।

বাংলাদেশ ক্রিকেট টিম আর চিরকুট প্রকাশনী'র প্রতি জুয়েল ভাইয়ের একনিষ্ঠ সমর্থন অনুপ্রেরণা দেয়।
ওনাকে বলতে চাই, আপনি হতাশ হবেন না৷
একটা ম্যাচের হার কিংবা একটা মিস্ট্রিবক্স কোনো কিছু নির্ধারণ করে না।

থ্রি এএম... সিরিজ কমপ্লিট মুদ্রিত মূল্য ১৬৪০/- আলাদাভাবে বা একত্রে সংগ্রহ করা যাবে।
24/09/2025

থ্রি এএম...
সিরিজ কমপ্লিট
মুদ্রিত মূল্য ১৬৪০/-
আলাদাভাবে বা একত্রে সংগ্রহ করা যাবে।

থ্রি এএম সিরিজের শেষ বইটাও চলে গেল প্রেসে। একেকটা প্রজেক্ট শেষ করা মানেই শান্তি, রিল্যাক্সে কাটানো যায় কিছুদিন। পছন্দের ...
23/09/2025

থ্রি এএম সিরিজের শেষ বইটাও চলে গেল প্রেসে। একেকটা প্রজেক্ট শেষ করা মানেই শান্তি, রিল্যাক্সে কাটানো যায় কিছুদিন। পছন্দের বই বা মুভিতে ডুব দেয়া যায়।

কিন্তু...
এবারের ডুব সিক্রেটে।
রিল্যাক্স হয়ে অনুবাদের ফাইল খুললাম। প্রচ্ছদ নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম। প্রথম ১৬ পৃষ্ঠা রঙিন হবে... কীভাবে সেটা সাজাবো সেসব নিয়েই ভেবে পার করলাম।

মেলা আসতে মাত্র ২ মাস বাকি৷ প্রতিবারের মতো এবারেও বিশাল লিস্ট। ৫০+ বই। কিন্তু আমাদের পাঠকরা জানেন বই আসবে ৫টা 🤣।
তবে এবার ৫টা আনার সুযোগ নেই। কেন নেই, সেই বিষয়ে পরে একদিন বলা যাবে।

মানিক ভাই প্রুফের দায়িত্ব নিয়ে আমাদের চাপ অর্ধেক কমিয়ে এনেছেন৷ ম্যাগপাই মার্ডার্স নতুন করে প্রুফ করেছেন উনি। এখন মুনফ্লাওয়ার মার্ডার্স প্রুফ করছেন।

নেক্সট নতুন বই: মার্বেল হল মার্ডার্স ও দ্য সিক্রেট অভ সিক্রেট।

হ্যাঁ, সিক্রেট অভ সিক্রেটসের চমৎকার নামলিপিটা করেছেন গুণী শিল্পী জুলিয়ান ভাই।
এই বইতে কিছুই বাদ দেয়ার ইচ্ছে নেই আমাদের। এমনকি ড্যান ব্রাউনের অটোগ্রাফটাও না। যদিও অটোগ্রাফটা অনলাইন থেকে নিয়েই বসাবো। কিন্তু বাদ যাবে না একটা বিন্দুও। আপনাদের মাথায় কোনো আইডিয়া থাকলে জানাতে ভুলবেন না, প্লিজ।

মৌলিকে অতিপ্রাকৃত জনরায় থাকবেন: মাশুদুল হক, সৈয়দ অনির্বাণ ও নাবিল মুহতাসিম।
যদি সব বই আনতে পারি, এবার বাকি প্রতিটা মাসকে "চিরকুট বইমেলা" বানাবো।

আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো থ্রি এএম সিরিজের শেষ কাজটাও। ৩:৪৬। চমৎকার প্রচ্ছদটি করেছেন জাওয়াদ উল আলম। তাতে সজল চৌধুরীর টা...
23/09/2025

আলহামদুলিল্লাহ
কমপ্লিট হলো থ্রি এএম সিরিজের শেষ কাজটাও।
৩:৪৬।
চমৎকার প্রচ্ছদটি করেছেন জাওয়াদ উল আলম। তাতে সজল চৌধুরীর টাচ চোখ ধাঁধিয়ে দিচ্ছে।
সেপ্টেম্বর মাসটা শেষ হলো থ্রি এএম সিরিজ দিয়ে।
অক্টোবরে আসছে...

অলটাইম ফেভারিট অনুবাদক সায়েম সোলায়মান-এর অনুবাদে একসাথে দুটি ট্রিলজি আসছে চিরকুটের ব্যানারে। একটা রহস্যকাহিনি নিয়ে। আরেক...
22/09/2025

অলটাইম ফেভারিট অনুবাদক সায়েম সোলায়মান-এর অনুবাদে একসাথে দুটি ট্রিলজি আসছে চিরকুটের ব্যানারে।

একটা রহস্যকাহিনি নিয়ে। আরেকটা সিরিয়াল কিলার।
আমাদের পাঠকরা ইতোমধ্যে ধরে ফেলেছেন কোন দুটি ট্রিলজির কথা বলা হচ্ছে।

নিচের ছবিতে যে ট্রিলজি। বলুন তো নাম কী?
বক্স সেট আনার কথা ভেবেছিলাম আমরা৷ কিন্তু আমাদের বেশিরভাগ পাঠকের কাছেই সিরিজের প্রথম দুটি আছে।

নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হককে অভিনন্দন...প্রিয় লেখকের কী-বোর্ড থেকে উঠে আসুক আরো রোমাঞ্চকর সব অভিযান।ডা. আসিফের অসচরা...
22/09/2025

নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হককে অভিনন্দন...
প্রিয় লেখকের কী-বোর্ড থেকে উঠে আসুক আরো রোমাঞ্চকর সব অভিযান।

ডা. আসিফের অসচরাচর সব কেস...
কিংবা বিলু, কালু আর গিলুর অভিযানে আমাদের পাঠকদের সফরসঙ্গী করার জন্য আমরা কৃতজ্ঞ।

ম্যাগপাই মার্ডার্স ট্রিলজিদ্য সিক্রেট অভ সিক্রেটসলর্ড অভ দ্য রিংস ট্রিলজিইচ্ছে রাখি একসাথে বা পাশাপাশি লটে নিয়ে আসার।
22/09/2025

ম্যাগপাই মার্ডার্স ট্রিলজি
দ্য সিক্রেট অভ সিক্রেটস
লর্ড অভ দ্য রিংস ট্রিলজি

ইচ্ছে রাখি একসাথে বা পাশাপাশি লটে নিয়ে আসার।

আসছে...মার্বেল হল মার্ডার্স এটা প্রচ্ছদ নয়। শুধুমাত্র প্রচারণার স্বার্থে ব্যবহার করা হয়েছে। একসাথে "ম্যাগপাই মার্ডার্স" ...
21/09/2025

আসছে...
মার্বেল হল মার্ডার্স

এটা প্রচ্ছদ নয়। শুধুমাত্র প্রচারণার স্বার্থে ব্যবহার করা হয়েছে। একসাথে "ম্যাগপাই মার্ডার্স" ও "মুনফ্লাওয়ার মার্ডার্স" রিপ্রিন্ট আসবে।

ড্রাকুল...নতুন মুদ্রণ আসছে এমাসেই। বইমেলা এসে তো সব কাজ দুমাস এগিয়ে দিলো। আমাদের কী! আমাদের মেলা হোক প্রতি মাসেই।অক্টোবর...
20/09/2025

ড্রাকুল...
নতুন মুদ্রণ আসছে এমাসেই।

বইমেলা এসে তো সব কাজ দুমাস এগিয়ে দিলো। আমাদের কী! আমাদের মেলা হোক প্রতি মাসেই।

অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর— তিন মাস চিরকুটের পেইজে মেলা চলবে।

চোখ রাখুন...

নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হকের একসাথে দুটি বই আসবে আমাদের ব্যানারে৷ একটিতে আঁকার কাজ চলছে। চার রঙা ছাপায় প্রকাশ করার ই...
19/09/2025

নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হকের একসাথে দুটি বই আসবে আমাদের ব্যানারে৷

একটিতে আঁকার কাজ চলছে। চার রঙা ছাপায় প্রকাশ করার ইচ্ছে আমাদের।

আরেকটি আমাদের সবচেয়ে জনপ্রিয় মৌলিক সিরিজের ৩য় বই।

নাম দুটো মাথায় আছে তো?

Address

৩৮ বাংলাবাজার, নীচতলা
Dhaka
ঢাকা-১১০০

Alerts

Be the first to know and let us send you an email when চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni:

Share

Category