C TV

C TV C tv Bangla
* দেশ বিদেশ সংবাদ * টকশো * বিনোদন * নাটক * সিনেমা * যোগাযোগ 01823 213791

09/08/2025

C tv Bangla
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন..

C tv Bangla ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন : সিইসি
09/08/2025

C tv Bangla
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন : সিইসি

09/08/2025

C tv Bangla
সাংবাদিক তুহিন হ'ত্যার প্র'তিবাদে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধনে বক্তব্য রাখছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হোসেন...

সরাসরি...

C tv Bangla হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিল সৌদি আরব
08/08/2025

C tv Bangla
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিল সৌদি আরব

C tv Bangla ‘অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ’অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস স...
08/08/2025

C tv Bangla
‘অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ’

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত বছর থেকে মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী— এমন ইঙ্গিতকে তারা ‘দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে’ প্রত্যাখান করে। তিনি বলেন, তারা (সরকার) স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মৌলিক মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সকল অংশীজনদের এক সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানান তারা।

তবে প্রেস সচিব বলেন, তারা সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) সাম্প্রতিক বিবৃতিতে গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের সুবিধাপ্রাপ্তির অবস্থা সম্পর্কে উত্থাপিত উদ্বেগকে স্বীকার করেন।

শফিকুল আলম আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম সংস্থার সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।

প্রেস সচিব নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘রেসপন্স টু নোয়াব : সেটিং দ্য রেকর্ড স্ট্রেইট’ শিরোনামে দেওয়া একটি পোস্টে বলেন, ‘প্রকৃতপক্ষে, আমরা ভুল তথ্য ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সম্প্রচারের মুখেও ব্যতিক্রমী সংযম ব্যবহার করেছি। টেলিভিশন টক শো ও কলামগুলোতে প্রায়শই এই সরকার সম্পর্কে মিথ্যা ও উসকানিমূলক দাবি প্রকাশিত হয়েছে। তবুও আমরা সেন্সর করিনি বা প্রতিশোধও নেইনি। আমরা অভিযোগ করিনি, এমনকি উসকানি দেওয়ার পরেও লাইসেন্স স্থগিত করিনি, বরং অতীতের শাসনামলে জোরপূর্বক বন্ধ করে দেওয়া কিছু গণমাধ্যমের পুনঃপ্রকাশ বা সম্প্রচারে ফিরে আসার পথ প্রশস্ত করেছি।

প্রেস সচিব বলেন, এটি স্পষ্টতই বাকস্বাধীনতা ও মুক্ত সংবাদমাধ্যমের প্রতি তাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে।

সীমিত প্রবেশাধিকারের অভিযোগের উত্তরে শফিকুল আলম বলেন, সাংবাদিকদের আমাদের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের কাছে উন্মুক্ত ও সরাসরি পৌঁছানোর সুযোগ রয়েছে।

প্রেস সচিব বলেন, কোনো সাংবাদিককে তাদের আউটলেট বা সম্পাদকীয় অবস্থানের কারণে সাক্ষাৎকার বা ব্রিফিং থেকে বঞ্চিত করা হয়নি। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি ও আমাদের আচরণ তা প্রতিফলিত করে।

প্রেস সচিব আরও বলেন, সংশোধিত প্রবেশাধিকার ব্যবস্থার সমালোচনা কেবল ভুলভাবে উপস্থাপন করা নয় বরং ভুল তথ্যও। আগের ব্যবস্থাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। যার ফলে প্রবেশাধিকারপত্রগুলো এমন ব্যক্তিদের হাতে চলে যায়, যাদের কোনো বৈধ সাংবাদিকতার কাজ নেই। তাদের মধ্যে কিছু রাজনীতিবিদ, লবিস্ট ও সুবিধাবাদী ছিলেন— যারা বিশেষভাবে প্রাপ্ত প্রবেশাধিকার ব্যবহার করে নীতিকে অন্যায়ভাবে প্রভাবিত করেছিলেন।

শফিকুল আলম বলেন, ‘আমরা সেই ভঙ্গুর কাঠামো ভেঙে দিয়েছি ও এটিকে একটি অস্থায়ী পাস ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করেছি, যা প্রতিটি প্রকৃত সাংবাদিকের সচিবালয়ে প্রবেশাধিকার অব্যাহত থাকা নিশ্চিত করবে।’

প্রেস সচিব বলেন, আগের প্রবেশাধিকার নীতিতে স্বীকৃত সাংবাদিকদের সরকারের সুরে গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। আগের নীতিমালায় সাংবাদিকদের সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক কিছু অপমানজনক ধারা অন্তর্ভুক্ত ছিল, যা অন্তর্বর্তী সরকার সংশোধন করেছে। বর্ধিত নবায়ন সময়সীমার সঙ্গে নতুন স্বীকৃতিপত্র দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদের বাকি অংশ কমেন্ট বক্সে....

C tv Bangla গাজীপুরে সাংবাদিক হত্যায় মামলা, আটক ৫অনলাইন ডেস্ক: চাঁদাবাজি নয়, নারীঘটিত বিষয়ে সন্ত্রাসী হামলার ভিডিওচিত্...
08/08/2025

C tv Bangla
গাজীপুরে সাংবাদিক হত্যায় মামলা, আটক ৫

অনলাইন ডেস্ক: চাঁদাবাজি নয়, নারীঘটিত বিষয়ে সন্ত্রাসী হামলার ভিডিওচিত্র ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এডিসি রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জিএমপির বাসন থানায় একটি মামলা করা হয়েছে।

জিএমপির উপসহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় বহুতল বিপণিবিতান শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি গোলাপী নামে এক নারীকে কিল ঘুষি মারছিল। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন যুবক চাপাতি, ছুরি দিয়ে বাদশার উপর হামলা চালায়। আক্রান্ত বাদশা মিয়া দৌড়ে পালিয়ে যান। এরপর তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গোলাপীকে বাদশাহ মিয়ার হামলা এবং বাদশা মিয়ার উপর সন্ত্রাসীদের মামলার ঘটনাগুলো একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। হামলাকারীরা তুহিনকে ভিডিও ধারণ না করতে বলে এবং যেটা করেছে সেটা ডিলিট করতে বলে। এ সময় আসাদুজ্জামান তুহিন ঘটনাস্থল থেকে চলে যায় এবং পাশেই মসজিদ মার্কেটে অবস্থান নেন। হামলাকারীরা তাকে অনুসরণ করে মসজিদ মার্কেটে গেলে তুহিন দৌড়ে পাশের চায়ের দোকানে আশ্রয় নেন। এ সময় তুহিনকে ধাওয়া করে এবং কুপিয়ে খুন করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম আরও জানান হামলাকারীরা চিহ্নিত হয়েছে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহ ময়নাতদন্ত শেষে জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তার ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার বড় ভাই সেলিম মিয়া মরদেহ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নিয়ে যান।

জিএমপির ডিসি (ক্রাইম) রবিউল হাসান বলেন, ‘পাঁচজনকে আটক করে আনা হয়েছে। সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে এদের শনাক্তকরণের কাজ চলছে। আমরা খুব সতর্কতার সঙ্গে কাজ করছি যেন কোনো নিরপরাধ ব্যক্তি এই মামলায় জড়িয়ে না যায়।
পুলিশের একাধিক টিম পলাতক ওই নারী গোলাপীকে এবং চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

রবিউল হাসান আরও বলেন পুলিশ ও অন্যান্য সংস্থার গোয়েন্দা বিভাগের তদন্ত অব্যাহত রয়েছে।

তদন্তের আলোকে দেখা যায়, ঘটনার সূত্রপাত হয়েছিল এক হানিট্র্যাপ থেকে। গোলাপী নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে, তার সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। কাছাকাছি দাঁড়িয়ে মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

সংবাদের বাকি অংশ কমেন্ট বক্সে....

08/08/2025

C tv Bangla
চকরিয়া থানা থেকে পাঠানো ছবি ও তথ্য সুত্রে জানা গেছে, ৮/০৮/২০২৫তারিখ চকরিয়া থানাধীন হারবাং এলাকায় চেক পোস্ট করিয়া ২০(বিশ)লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সবুজ রংয়ের তিন চাকা বিশিষ্ট অটোরিক্সা সহ আসামী-মোঃ মামুন হোসেন (২১), পিতা- মোঃ আলমগীর, মাতা- সুফিয়া বেগম, সাং- শান্তিনগর, ০২নং ওয়ার্ড, ইউনিয়ন-হারবাং, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়।

ইং ০৮/০৮/২০২৫খ্রিঃ চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর চেক পোস্ট করিয়া ২,৪০০ (দুই হাজার চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি কালো রংয়ের TVS মোটর সাইকেল সহ আসামী-১.মোঃ আফসার (৪৫), পিতা মৃত আবদুল বারী,মাতা- হোসনে আরা বেগম, সাং- চরম্বা ওয়াহেদের পাড়া, ০২নং ওয়ার্ড, ইউনিয়ন-চরম্বা, থানা- লোহাগাড়া, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
১। আইনগত ব্যবস্থা-১। চকরিয়া থানার এফআইআর নং-১৭, তারিখ- ০৮ আগস্ট, ২০২৫; জি আর নং-৩৮৯, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
২। চকরিয়া থানার ,এফআইআর নং-১৮, তারিখ- ০৮ আগস্ট, ২০২৫; জি আর নং-৩৯০,ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;

C tv Bangla দৈনিক মুক্ত খবর চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ রিদুয়ানুল হকের ব্যবহৃত মোবাইলটি জানালা দিয়ে লম্বার লোহার রডে  চ...
08/08/2025

C tv Bangla
দৈনিক মুক্ত খবর চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ রিদুয়ানুল হকের ব্যবহৃত মোবাইলটি জানালা দিয়ে লম্বার লোহার রডে চুম্বক লাগিয়ে চুরি করে নিয়ে গেছে চোরেরা।। মোবাইলের কভার পার্টে লাল রঙ্গের C tv Bangla লেখা রয়েছে।

চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড পালাকাটা আকবরিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ।

C tv Bangla গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
08/08/2025

C tv Bangla
গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

C tv Bangla ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল : ইসি
07/08/2025

C tv Bangla
ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল : ইসি

07/08/2025

C tv Bangla
পেটের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট নিয়ে চকরিয়া থানা পুলিশ হাতে আটক

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশে ডুলাহাজারা রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের উপর চেক পোস্টে তল্লাশিতে মোঃ আজাদ (৩৭), পেটের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট নিয়ে পাচারের সময় আটক করেছে। সে নোয়াখালীর সুধারামে কাঞ্চনপুর, নুরুল আমিনের বাড়ী, ৪ নং ওয়ার্ডের মৃত নুরুল আমিন, পুত্র।

পুলিশ জানিয়েছে, পেটের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার সময় ধৃত করা হয়। পরবর্তীতে উক্ত আসামী মোঃ আজাদকে চকরিয়া থানাধীন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ভর্তি করা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আসামীকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করাইলে তাহার পায়ুপথের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট ১৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট বাহির হয়।

থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শরিফুল ইসলাম জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে ।

07/08/2025

C tv Bangla
চকরিয়া পৌর শহরের বাস টার্মিনালের উত্তর পাশে কুচপাড়া মসজিদের উত্তর পাশে লাগোয়া কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি ৫ শতকের বেশি ১৬ কড়া জমি সাব বলায় বিক্রি করা হবে । ক্রেতারা এই লোভনীয় জমিটি ক্রয় করার জন্য প্রকৃত মালিকের সাথে সরাসরি যোগাযোগ করুন ।
জমির মালিক: - আক্তার আহমেদ 01821349103 # ছেলে:- ইকবাল সাঈদ 01600835177

Address

C Tv Bangla
Dhaka
CTVBANGLA

Alerts

Be the first to know and let us send you an email when C TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category