
22/11/2024
.
আমি বরাবরই মানুষ চিনতে ভুল করি। তবুও থাকে না হাতেগনা দু-একজন যাদের প্রতি সবসময় একটা বিশ্বাস থাকে অন্তত এই মানুষগুলা কখনো এমন কাজ করতে পারে না বা কখনো আমাকে মিথ্যা বলতে পারে না। কিন্তু ইদানীং কেনো জানি এই মানুষ গুলাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যাদের মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে না বলে আমি বিশ্বাস করতাম তারাও যেনো সম্পূর্ণভাবে আমাকে ভুল প্রমাণ করে দিচ্ছ....!!