BNP Press Unit

BNP Press Unit ভালোবাসি প্রাণের সংগঠন জাতীয়তাবাদী দল-বিএনপি

08/10/2025
08/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Feroze Alam Melon, Md Salauddin, Nozrul Kalaam, MD Shamim Ahmed, Ponob R Raj, Donutpalace Thousandoaks, Fatema Akter Rina, MD Kabir Hossin, Md Jiaur Rahman, Md Rokon Uzzaman, MDmanik Bay, Lx Jafor Islam, Md Liton, মাটি বালু কন্টাকটার, Dian Sweet, Junayed Islam Samiyaa, MD TOWHID MOLLAH , Moshiur Rahman Shohag, মোঃ তপন মিয়া, Md Forid, MD Munna, Farhad Hossain Khandker, মনান আমি, Nurulamin Gazi, Mdmirag Kkb, কর্ণফুলী জাতীয়তাবাদী দল, Gaus Sordar, Foyej Uddin, Alongir Hossen, Jolil Fokir

প্রেস বিজ্ঞপ্তিতারিখ : ০৮ অক্টোবর ২০২৫নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র বিবৃতিগতকাল ৭ অক্টোবর ...
08/10/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ০৮ অক্টোবর ২০২৫
নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র বিবৃতি
গতকাল ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলাধীন রাউজান মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারিদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মো: আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। এই সহিংস ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরণের নজীর। এই রক্তাক্ত ঘটনা ঐ এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা এই বর্তমান সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না। জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুস্কৃতিকারিরা অপকর্মে মেতে উঠেছে। সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়, সেই কারণে এখন পর্যন্ত দেশের কোথাও কোন অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি। জনগণ এই অরাজক পরিস্থিতির দ্রুত অবসান দেখতে চায় ।
উল্লিখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দূর্বৃত্তচক্রের পরিকল্পিত হিংস্র কর্মকান্ড । এর সাথে রাজনীতি বা বিএনপি'র কোন সম্পর্ক নেই। নিহত ব্যক্তি ও দুস্কৃতিকারিদের কেউই বিএনপি'র নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপি'র কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরুপে ভিত্তিহীন ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাউজানের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে এলাকায় আধিপত্যকামী দুস্কৃতিকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।
(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্ক...
07/10/2025

প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে চাই।


তারেক রহমান

অক্টোবর ৭, ২০২৫ | শিক্ষক মহাসমাবেশ




জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে—রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরি স্থ...
07/10/2025

জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে—রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণের বিষয়টি আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।

এই লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে, ইনশাআল্লাহ।


তারেক রহমান

অক্টোবর ৭, ২০২৫ | শিক্ষক মহাসমাবেশ




গত ১৭ বছর প্রবাস জীবনে আছি। সময়ের পার্থক্য, দূরত্ব—সব মিলিয়ে এটি ছিল বেশ কষ্টসাধ্য। তবে আমি আমার স্ত্রী ও সন্তানকে ধন্যব...
07/10/2025

গত ১৭ বছর প্রবাস জীবনে আছি। সময়ের পার্থক্য, দূরত্ব—সব মিলিয়ে এটি ছিল বেশ কষ্টসাধ্য। তবে আমি আমার স্ত্রী ও সন্তানকে ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা না থাকলে এ কঠিন কাজটি সম্ভব হতো না।


তারেক রহমান

সাক্ষাৎকারঃ বিবিসি বাংলা। অক্টোবর ৭, ২০২৫




জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়া...
07/10/2025

জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো,
কিংবা চাকুরী স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে।

তারেক রহমান
০৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত...
07/10/2025

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জনে।

গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৭ জন।

এটা আমার মেয়ের বিড়াল। আমরা ওকে জিবু বলে ডাকি। ওকে আমরা যখন নিয়ে এসেছিলাম, তখন বয়স ছয় সপ্তাহ ছিল, এখন প্রায় সাত বছর। তো ব...
07/10/2025

এটা আমার মেয়ের বিড়াল। আমরা ওকে জিবু বলে ডাকি।

ওকে আমরা যখন নিয়ে এসেছিলাম, তখন বয়স ছয় সপ্তাহ ছিল, এখন প্রায় সাত বছর। তো বিড়ালটি এখন অবশ্য আমাদের সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।


তারেক রহমান

07/10/2025

বিএনপির জনপ্রিয়তা দেখে ওরা ভয় পায়🌾

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 M D Mahadi Hasan, Md Bashar Mia, Monjuru...
07/10/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 M D Mahadi Hasan, Md Bashar Mia, Monjurulhok Majaharol, Mithun Hossein, Liton Mia, মোঃ রহিম হাওলাদার, M.A. Sattar Shikder, Tabir Ahmed, NAnd Kishor Mandal, Md Tuhid, Prosenjit Saha, Md Atikqul Islam, Syed Don

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BNP Press Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category